নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

কাব্য এবং কাঁচকলা!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

কাব্য বড় অদ্ভুত জিনিস। অদ্ভুত সুন্দর। সুন্দর সুন্দর বিষয়ের প্রতি সুন্দর সুন্দর ছন্দমালার নৈবেদ্য। এই যেমন ধরেন সুন্দরী মহিলা, গোলাপ ফুল, আধখানা চাঁদ, প্রকৃতি, নানাবিধ প্রেম ইত্যাদি নিয়ে কাব্যচর্চাকারীগন দিস্তার পর দিস্তা কাগজ ভরিয়ে ফেলতে পারেন। চোখের অগোচরে থেকে যায় দৈনন্দিন অসুন্দরগুলো। এই যেমন কাঁচাকলাই ধরুন না কেন?



আমার কাব্যের প্রতি আগ্রহ অপ্রতুল, খুব বেশি ঐ ঘাট মাড়াই না। কিন্তু, হলফ করে বলতে পারি আজ পর্যন্ত কাঁচাকলা নিয়ে দরদ মাখানো কোন কাব্য পড়িনি। আহা বেচারা, সকলেরই জীবনে সে আছে, কিন্তু তার স্বীকৃতি কই?



কাব্যে আমার গ্রিপ-টা আবার একটু কম কিনা। নতুবা আমিই হয়তো লিখে ফেলতুম। আপাতত এইটে - শুরুটা তো হোক।



----------------------

ওহে তরুণ কদলী

লবন তেল মরিচ দি' ডলি

সভ্যতার কনক্রিট অরণ্যে;

পেটে ব্যাথা, গুরুপাক, কোষ্ঠকাঠিন্যে

মাছে ভাতে মিশে আছো -

বাঙালীর,

প্রতি নলা অন্নে।



নিয়তির পরিহাসে সবুজ বোরকায়

নিয়ে অশুদ্ধ রসায়নের ছোবল,

অচিরেই হয়ে ওঠো অকালপক্ক্ব

হাল্কা মিষ্টি, রঙিন, হলদে-ধবল।



শিকারি শিকার চেনে,

কলার ব্যাপারী চেনে কলা,

আক্রার বাজারে হতভম্ব -

পথ হারিয়ে তোমার পথচলা।।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ লিখেছেন
ভাললাগা +

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ ভাই!

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৯

খাটাস বলেছেন: আফনে আবার কুন গেন্দু? তাহলে এইডা কেডা? :|| B:-) B:-) B:-) গেন্দু মিয়া

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

গেন্দু মিয়া বলেছেন: হায় খোদা... এরাম একটা নাম-ও আরেকজনের আছে।

এই মাত্র দেখলাম আমার আগে থেকেই ব্লগ করেন আর উনি একজন প্রকৃত কবি। একেবারে কবিতার বই ওয়ালা কবি।

বিশ্বাস করুন ভাই, আমি দেখে শুনে নকল করিনি। আরো ২/৩ টা ফোরামে আমি "গেন্দু মিয়া" নামে লিখি।

উনার নিক দেখে বুকটা ভেঙ্গে গেলো! আচ্ছা শ্রদ্ধেয় মডারেটরগণ ডুয়াল নিক অ্যালাও করেন এটা জানা ছিলো না! :(

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

গেন্দু মিয়া বলেছেন: ভাইসব, ব্যান না খেয়ে মানে মানে নিক চেঞ্জ করার কোন অপশন আছে কি? তাইলে রাস্তা বাতান! :(

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩

খাটাস বলেছেন: আমার জানা নাই ভাই। আপনি মডারেসন বরাবর মেইল করতে পারেন।
ডুয়েল নিক আলাউ হয় আমার ও জানা ছিল না।
শুভ কামনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

গেন্দু মিয়া বলেছেন: ভাই, মডারেশন বরাবর মেইল করার সিস্টেমটা কী?

আমার হোমপেজে কোন অপশন তো দেখছি না! :(

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০

খাটাস বলেছেন: সামুর হোম পেজে বা যে কোন পোস্টের ওপরের দিকে ডানে দেখেন একটা প্রশ্ন বোধক চিহ্ন আছে। সেখানে ক্লিক করলে দেখবেন, বেশ কয়েকটা অপশনের সাথে একটা অপশন পাবেন, " আপনার সমস্যা জানান"। সেখানে ক্লিক করলেই বাকিটা বুঝতে পারবেন।
শুভ কামনা। হ্যাপি ব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.