নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

তিরিশে সেপ্টেম্বর - এয়ারপোর্ট রোড

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

প্রথম প্রশ্ন হচ্ছে এই সাউথ সাউথ পুরস্কারটা কী এমন জিনিস যার জন্য ঢাকা শহর একদিন পিছায়ে গেলো?



দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সম্বর্ধনা কি রাস্তা ঘাটে দেয়া লাগবো, হল টল ভাড়া পাওয়া যায় না?



তৃতীয় প্রশ্ন হচ্ছে পাব্লিকের টাইমের কি দাম নাই?



চতুর্থ প্রশ্ন হচ্ছে প্রশ্ন করে আদৌ কি কোনো লাভ আছে?



*****************************************************



বস্তায় করে সস্তায় কেনা

পুরস্কারের অজুহাতে,

ব্যস্ত শহরে রাস্তা থামিয়ে

রাজা চলেন ঐরাবতে।



গণতন্ত্রের ফাঁকা মন্ত্রের

অদ্ভুত এই যন্ত্রনাতে,

উজবক সব - বৃদ্ধ যুবক

খাঁচা বন্দী, মধ্যরাতে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:১০

নাম বলবো না বলেছেন: একদিন ঢাকা শহর অচল হলে কত টাকা নষ্ট হয় এখন আর সরকারী কোন লোক এই হিসেব করতে বসবে না, অথবা আদৌ কোন ক্ষতি হয়নি বলে কেউ কেউ সার্টিফিকেটও দিয়ে দিতে পারেন।
আবার আরেক গ্রুপ হয়তো হিসেব কষে বের করে ফেলবেন সাউথ সাউথ পুরষ্কার কি করে নোবেল প্রাইজ থেকে বড় হয়, অযোগ্য নোবেল কমিটির লোকজনের থেকে সাউথ সাউথ সিলেকশন কমিটির লোকজন কিভাবে অধিকতর কোয়ালিফায়েড।

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৩

গেন্দু মিয়া বলেছেন: অথচ লোকমুখে শুনলাম এই পুরস্কারটি আদৌ তিনি পাননি।

রাজনীতি বড় খারাপ জিনিস-রে ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.