নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

ব্লগে দৃষ্টি আকর্ষন করার সহজ উপায় (রম্য)

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৪

ব্লগে সমানে লিখে যাচ্ছেন কিন্তু আপনার লেখা বেশি বার পঠিত হচ্ছে না?





অ্যাটেনশন পেতে উদগ্রীব কিন্তু কেউ বেইল দিচ্ছে না?





শিখে নিন নজরে পড়ার সহজ উপায়।



***************************************************



একটু খেয়াল করলেই দেখবেন লোকে বেশি পড়ে নানাবিধ সাম্প্রতিক বিষয়ে লেখা, রাজনৈতিক ও ধর্মীয় বিষয় নিয়ে বিতর্কিত লেখা এবং অনন্য শিরোনামের লেখা যা কিনা দৃষ্টি আকর্ষন করে।



এসব বিষয়ে লিখতে না পারলেও কুছ পরোয়া নেহি! জানেন তো, বেশির ভাগ মানুষই সেই জিনিসটা পরখ করতে সাচ্ছন্দ্য বোধ করে যেটা অন্যেরা আগে পরখ করেছে। তাই লোকের নতুন লেখকের লেখা না পড়ে প্রতিষ্ঠিত লেখকের লেখা পড়ার প্রবনতা দেখা যায়। তো, সবাই যখন দেখবে আপনার লেখাটি বহুবার পঠিত স্বভাবতই একবার হলেও চোখ বুলিয়ে যাবে। মনে মনে ভাববে - "দেখি তো, কী এমন লেখা আছে এতে?"



এই সুযোগটিকে কাজে লাগিয়ে খ্যাতির আশায় মাল্টিনিকের প্রাদুর্ভাব। - এবং সসম্মানে অর্ধচন্দ্রলাভ। কিন্তু এর-ও ফাঁক আছে। আসুন জেনে নেই কী সেই ফাঁক??



টেকনিকটা হচ্ছে, মজিলা (বা অন্য যেকোনো মাল্টিট্যাব সাপোর্ট করে এমন ইন্টারনেট ব্রাওজার) খুলে আপনার লেখাটি পোস্ট করুন। দ্রুত বাম দিকে ওপরে "সকল পোস্ট" -এ ক্লিক করে প্রথম পাতায় আপনার লেখাটি বের করুন।



এরপর শুরু করুন খেলা, "কন্ট্রোল" চেপে ধরে সমানে ক্লিক করতে থাকুন আপনার শিরোনামটিতে। বারে বারে নূতন ট্যাবে খুলে যাবে আপনার লেখাটি আর "-- বার পঠিত" কাউন্টারটি বাড়তে থাকবে। এক মিনিট খরচ করে নিমিষেই ১০০-১৫০ "পঠিত" পেতে পাড়েন এই পদ্ধতিতে। এর ফলে সম্প্রতি লগ ইন করা পাঠক দেখবে আপনার লেখাটি আছে ওপরের দিকে এবং এর মধ্যেই বহুবার পঠিত। অতএব, "দেখি তো, কী এমন লেখা আছে এতে?" - এর পিঠে চেপে পেয়ে যাবেন আরো কিছু পাঠক। এবং এই চক্র চলবে বেশ কিছুক্ষন - যতক্ষন প্রথম পাতায় থাকতে পাড়েন। এর জন্য অবশ্য পোস্ট দেয়ার সঠিক সময় নির্বাচন করাটা খুব জরুরি। সকাল ১১টার দিকে অথবা বিকেল ৫টার দিকে অথবা রাত ন'টার দিকে চেষ্টা করে দেখতে পারেন। এতে করে বেশি আগ্রহী জনতা পাবেন।



বিকল্প হিসেবে একবার লেখাটি ওপেন করে বার বার ব্রাওজার বা ট্যাবটি রিফ্রেশ দিতে পারেন। এ পদ্ধতিও আপনার পঠিত সংখ্যাকে বাড়াবে - তবে এটি অপেক্ষাকৃত ধীরগতির পদ্ধতি। আপনার ইন্টারনেটের গতি অনুযায়ী এক মিনিটে ১৫-৩০ বার রিফ্রেশ পাবেন।



তো হয়ে যাক শুরুটা?? :)







************************************************

(ভাইরে, এটা রম্য লেখা। সত্যি সত্যি করতে যেয়েন না। এতেও ফাঁক আছে। পাবলিক কিন্তু ব্যপক চালাক। ভুরি ভুরি পঠিত কিন্তু কোন কমেন্ট নেই এটা দেখেই ভেটেরান ব্লগাররা বুঝে যাবেন কারচুপিটা। অতএব, সাধু সাবধান। সুন্দর সুন্দর লেখা দিয়ে খ্যাতিমান হয়ে উঠুন এই কামনাই করছি।)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৯

নিজাম বলেছেন: লেখা সুন্দর। শেষ কথাটাই আসল কথা। ধন্যবাদ।

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

গেন্দু মিয়া বলেছেন: এতো সুন্দর একটা কমেন্ট করার জন্য ধন্যবাদ।

২| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৩

ডট কম ০০৯ বলেছেন: এত বুদ্ধি দিলে ন তবু আপনার লেখা ১৬ বার পাঠিত।

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

গেন্দু মিয়া বলেছেন: বুদ্ধি দিয়ে বেড়ালেও আমার নিজের বুদ্ধি কম মনে হয়। সেই জন্য "পঠিত"-ও কম।

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

আহমেদ আলিফ বলেছেন:
আইডিয়া ঠিকই আছে !
পোস্ট এ প্লাস +++

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

গেন্দু মিয়া বলেছেন: আপনাকেও +++++

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

অ্যানোনিমাস বলেছেন: খিক্স

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

গেন্দু মিয়া বলেছেন: খেক্স খেক্স!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.