নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

উদ্ভট যানজট!

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২১

প্রতিদিন সকালে,

এ আক্রার আকালে,

ছুটিছে আপিস পানে –

ফলপ্রসূ মাকালে।



জীবিকার তাড়নায়,

দৈনিক সাধনায়,

ভয়ানক গতিবিধি –

হুঁশ জ্ঞান কারো নাই।



সহসাই যানজট,

সব হল ভজঘট,

এলোমেলো রাস্তা –

অদ্ভুত উদ্ভট!



সারি সারি গাড়ি আর,

ছোট বড় ব্যারিয়ার,

যানজটে কট খেয়ে –

হুমকিতে ক্যারিয়ার।



পথখানা প্রতিকুল,

বাসে বাসে প্রাণীকুল,

বনে শাখামৃগপ্রায় –

উদ্বাহু খায় ঝুল।



ঘেমে ঘেমে হয় সারা,

চিন্তিত, দিশেহারা,

চাকুরিটা চলে গেলে –

পেটে ভাতে যাবে মারা।



অপলক চিত্ত,

বীভৎস নৃত্য,

কপালের গ্যাঁড়াকলে –

ভীরুপ্রাণ ভৃত্ত।



কাউকে ডাকার নাই।

কারুরই বিকার নাই।

অতিশয় বিরূপতা –

কেউ কি দেখার নাই?



অধিকার ন্যায্য,

থাকিতেছে উহ্য,

দরকারি সরকারে –

করিছে অগ্রাহ্য!



মস্তকে মাল নাই,

নৌকায় পাল নাই,

গদিখানা মুদিঘর –

ছাড়িবার তাল নাই।



জেনে রেখো বাছাধন,

পালটেছে জনগণ,

কালো কালি ব্যলটেই –

টেরখানা পাবে ‘খন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

গুড মর্নিং, কবি শফিক।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৬

গেন্দু মিয়া বলেছেন: আপু, সবিনয় নিবেদন এই যে দূর্ভাগ্যজনক হলেও সত্যি যে, আমি 'উনি' নই। :(

গেন্দু মিয়া / প্রতিষ্ঠিত কবি শফিক নামে আরেকজন আছেন এই দুঃখজনক সত্যটা প্রিয় খাটাস ভাইয়া আমাকে জানিয়েছিলেন।

আমার এই লেখাটার মন্তব্য গুলো পড়লে জানতে পারবেন।

Click This Link

আরো লক্ষ্য করুন উনার লগিন হচ্ছে GanduMiah007 যেখানে আমারটা আদি ও আসল gendumia। এ জন্যই হয়তো আমার নিকটা নিবন্ধনের সময় স্বয়ংক্রিয় ভাবে বাধাপ্রাপ্ত হয়নি। উনার খ্যাতির ছায়াতলে ঢাকা পড়ে আমি যারপরনাই বিমূর্ষ। আমাকে দয়া করে তাঁর মাল্টি মনে করবেন না। সময় সুযোগ হলে আমার লেখা গুলোতে একবার চোখ বুলিয়ে যান - দেখবেন আমার লেখার ধরণ অনেকটাই ভিন্ন।

এ বিষয়ে আমি শ্রদ্ধেয় মডারেটরগণ বরাবর সাহায্য চেয়ে চিঠি লিখেছিলাম কিন্তু কোন উত্তর পাইনি। সম্ভব হলে আমার করণীয় বিষয়ে পরামর্শ দেবেন।

দুঃখিত আপনাকে বিব্রত করার জন্য।

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

ইকরাম উল হক বলেছেন: সুন্দর

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ! :)

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ও এম জি, আমি অনেক দুঃখিত। মডুদের তো অবশ্যই এ বিষয়ে আপনাকে সাহায্য করা উচিত, কারণ নাহলে তো এরকম ভুল বুঝাবুঝি হবে!!!

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

গেন্দু মিয়া বলেছেন: সহমর্মিতার জন্য ধন্যবাদ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.