নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

কেন আমি ছড়া লিখি? (বা লেখার অপচেষ্টা চালাই?)

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮

বড় বড় মানুষের বড় বড় চিন্তা,

ছোট খাট এই আমি – নাচি তা তা ধিন্‌ তা!



ভাবি লিখি দু’কলম,

পদ্যের এটম বোম,

বুঝি কি না বুঝি তবু লেখা চাই।

পাতা ভরা উদ্ভট,

অতিশয় সংকট,

সহজাত কাব্যটা কোথা পাই?



তবু ভাবি ভয় কী?

এই ভালো নয় কি?

হলে হোক ছন্দের গড়মিল।

হাসাহাসি হলে হোক,

নাই হই গুণী লোক,

স্বরচিত ছড়া পড়ে খুশ দিল।



এসো ভায়া বসে যাও,

হাসিমুখে হেসে যাও,

কাব্যের ধান্দাটা একবার দেখে যাও।

গাড়ি কবে থামবে?

কবে তুমি নামবে?

ঘরে ফিরে একবার –স্বাধীনতা চেখে যাও।



কাব্যের চর্চায়,

ছন্দের খরচায়,

তাল-মিলে গোলমালে একাকার।

এসে মিশে কাব্যে,

একদিন ভাববে,

খাতা ভরা এতো সব লেখা কার?

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৯

মাহতাব সমুদ্র বলেছেন: কাব্যের চর্চায়,
ছন্দের খরচায়,
তাল-মিলে গোলমালে একাকার

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭

গেন্দু মিয়া বলেছেন: এসে মিশে কাব্যে,
একদিন ভাববে,
খাতা ভরা এতো সব লেখা কার?

২| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭

গেন্দু মিয়া বলেছেন: বটে!

৩| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৬

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন:
সহজাত কাব্যটা কোথা পাই?

আরে মিয়া আফনে ত পুরাই গড গিফটেড। B-))

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮

গেন্দু মিয়া বলেছেন: হলে হোক ছন্দের গড়মিল।
স্বরচিত ছড়া পড়ে খুশ দিল।

৪| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৯

বেকার যুবক বলেছেন: ছড়া পড়ার লোক নাই।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১

গেন্দু মিয়া বলেছেন: ছড়া পড়ার লোক নাই।
ছন্দ চেনার চোখ নাই।
বেকার যুবক বুঝ্‌-ছে,
হারিয়ে নিজেকে খুঁজছে!

৫| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৩

ইকরাম উল হক বলেছেন:

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪২

গেন্দু মিয়া বলেছেন: সেইরাম! :)

৬| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৮

বেকার যুবক বলেছেন: ভালোই।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৭

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.