নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

গরু বা খাসি না হয়ে মানুষ হই

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১

রথম জনঃ "ভাই, এবার আপনি গরু না খাসি?"

দ্বিতীয় জনঃ (উনি সম্ভবত অর্থসংকটে আছেন - মুখ কাঁচুমাচু করে) "আমি এবার জোড়া খাসি। আপনি?"

প্রথম জনঃ (গর্ব সহকারে) "আমি গরু!"



তা আপনি গরু বা খাসি যেটাই হোন না কেন, মনে রাখবেন - সবার ওপর মানুষ সত্য, তাহার ওপরে নাই!



আসেন এবার আমরা গরু-খাসি না হয়ে মানুষ হই। আর কুরবানী দেয়ার পর এই গরীব দেশের গরীব শহরের গরীব সিটি কর্পোরেশনের প্রতি দয়া দেখিয়ে নিজ নিজ বাসার সামনের রাস্তাটা (যেখানে সাধারনত কুরবানীর পশু জবাই করা হয়) নিজ উদ্যোগে পরিস্কার করে ফেলি। যাতে আর যাই হোক - মানুষের অসুবিধা না হয়।



সবাইকে ঈদের শুভেচ্ছা!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদের শুভেচ্ছা

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০১

গেন্দু মিয়া বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা!

২| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২

জামাল হোসেন (সেলিম) বলেছেন:
বৃষ্টিস্নাত প্রকৃতির মতো
সুন্দর হয়ে উঠুক
আপনার অনাগত দিনগুলি
পবিত্র ঈদের এই শুভক্ষনে
এই আমার কামনা।

ঈদ মোবারক!

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৩

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ এই সুন্দর মন্তব্যটির জন্য।

ঈদ মোবারক!

৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব ভাল লিখসেন​, ঈদ মুবারাক ||

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৩

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ!

ঈদ মুবারাক!!

৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮

রাজ্জাক রাজ বলেছেন: নাইস। ঈদ মোবারক

Typed with Panini Keypad

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৭

গেন্দু মিয়া বলেছেন: থ্যাঙ্কস!

ঈদ মোবারাক!

(টাইপ্‌ড উইথ এ প্লাস্টিক কী-বোর্ড উইথ এ নাম-প্যাড অ্যান্ড এ টু বাটনড মাউস উইথ এ স্ক্রলার)

৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮

আমাবর্ষার চাঁদ বলেছেন: জী ভাই ঈদ আইলেই সবাই গরু, ছাগল হইয়া যায়....... :)

ঈদের শুভেচ্ছা..............

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৫

গেন্দু মিয়া বলেছেন: আসেন আপনি আর আমি মানুষই থাকি। মানুষের মত মানুষের হই!

আপনাকেও ঈদের শুভেচ্ছা............................

৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ঈদের শুভেচ্ছা

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৫

গেন্দু মিয়া বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা!

৭| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৭

পরোবাশি২০১৩ বলেছেন: Very good idea: Clean the place after "killing".

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৬

গেন্দু মিয়া বলেছেন: থ্যাঙ্কস ফর আন্ডারস্ট্যান্ডিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.