নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

রেকর্ড সৃষ্টিকারী ব্লগ পোস্ট! অদ্ভুত!!

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৯

এই নিচের ব্লগপোস্টটি একটি রেকর্ড সৃষ্টিকারী ব্লগপোস্ট বলে আমার বিশ্বাস।



অপি আক্তারের ব্লগপোস্ট





একবার ঘুরে আসুন দেখি। দেখলেন তো?



হা হা হা হা হা !



এই পোস্ট ত একটা মিনি ব্লগ প্ল্যাটফর্ম দেখি। এখানে সবাই কমেন্ট করে কারন এটাতে কমেন্ট সবচেয়ে বেশি।



আর এটাতে সবাই কমেন্ট করে দেখেই এটার কমেন্ট সবচেয়ে বেশি।





অদ্ভূত প্যারাডক্স!!



আরো মজার ব্যাপার হচ্ছে এটি উক্ত ব্লগারের একমাত্র ব্লগপোস্ট যা এখন পর্যন্ত ১২২৮ টা মন্তব্য পেয়েছে। একেবারে ইন্ট্রোডাকশান দেবার ঢং-এ লেখা এই পোস্টটি দেখা হয়েছে ১৭৫৫৮ বার।



কমেন্ট কারীরা সবাই নিজের ব্লগ না লিখে এখানে কমেন্ট করছে যাতে করে অন্যের নজর কাড়তে পারে। মানুষের মনোভাব যতটা বোঝা যাচ্ছে এই কমেন্ট করা চলতেই থাকবে।



অসংখ্য ধন্যবাদ ইখতামিন ভাইকে তার ব্লগে এটা উল্লেখ করার জন্য।



ঐ পোস্টটাতে ঘুরে এসে একটা দু'টো কমেন্ট করে আসার অনুরোধ রইলো। রেকর্ড গড়া চলতেই থাকুক।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৫

মোমেরমানুষ৭১ বলেছেন: নিকটা কার?

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪০

গেন্দু মিয়া বলেছেন: কোন নিকটা?

অপি আক্তার নামক একজন ব্লগারের। ওনার পোস্টে গিয়ে দেখি এলাহী কান্ড!

২| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪২

মামুন হতভাগা বলেছেন: আপ্নেরটাও হয়ে যাইতে পারে :#) :#) :#)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৫

গেন্দু মিয়া বলেছেন: হা হা হা হা হা!

কিছুই আগে থেকে বলা যায় না! :#) :#) :#)

৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৯

হযবরল আমি বলেছেন: মামুন হতভাগা বলেছেন: আপ্নেরটাও হয়ে যাইতে পারে

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬

গেন্দু মিয়া বলেছেন: যাইতেই পারে!

৪| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২২

মামুন রশিদ বলেছেন: অপি আক্তারের মত আপ্নিও একজন রেকর্ডধারী ব্লগার ;)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৭

গেন্দু মিয়া বলেছেন: কোন দিক দিয়া? :ও

৫| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭

মশিকুর বলেছেন:
দোয়া চাইও খারাপ না, মাত্র ২৫০০০+ বার পঠিত।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১১

গেন্দু মিয়া বলেছেন: কিন্তু মন্তব্য মাত্র চুয়ান্ন।

গুগল ক্রোমে/ মজিলাতে অটো রিফ্রেশ বলে খানকতক এক্সটেনশন আছে। ইহা উহারই কামাল বলে প্রতিপন্ন হচ্ছে!

৬| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৫

মাহবু১৫৪ বলেছেন: অনেক পুরনো খবর এইটা। :P

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৩

গেন্দু মিয়া বলেছেন: নতুন করে বললুম আর কি! :P

৭| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৬

হুমায়ুন তোরাব বলেছেন: eha hoilo samur itihas toiri kari post

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১

গেন্দু মিয়া বলেছেন: বটেই ত!
এমনো ঘটেই ত!

৮| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৪

মশিকুর বলেছেন:
এটা অটো রিফ্রেশ এর কাজ না। নাইলে তার এত পোস্ট থাকতে, ওইটাই কেন এত হিট খাবে?? যাইহোক পরিসংখ্যান বিবেচনায় ওইটা ঐতিহাসিক পোস্ট নিঃসন্দেহে। যাইহোক এইবার একটা ঠেলা দিয়া আসেন দেখি।

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০

গেন্দু মিয়া বলেছেন: হতে পারে। তবে মাত্র ৫৪ টা মন্তব্য। তাও আবার এতবার পঠিত হবার পড়ে পাওয়া। এসব দেখেই অ্যাজিউম করলাম।

নিজের একটা পোস্ট কে বিশেষ বানানোর জন্য কাজটা করা হতে পারে। অবশ্য নাও হতে পারে। সবই রহস্য!

মোটামুটি নেটের স্পিড থাকলে গুগল ক্রোম অটো রিফ্রেশ এক্সটেনশন দিয়ে প্রায় ৫ সেকেন্ডে একটা পোস্ট রিফ্রেশ দেয়া যায় (১ সেকেন্ড ইন্টারভ্যাল আর ৪ সেকেন্ডে পেজ লোড হওয়া)। সেই হিসেবে মিনিটে ১২ বার - ঘন্টায় ৭২০ বার। রাতে ছেড়ে দিয়ে ঘুমাতে গেলে (যদি কারেন্ট না যায়) ৮ ঘন্টায় ৫,৭৬০ বার।

২ টা ব্রাউজার দিয়ে ছাড়লে ১০,০০০!

তিন দিনের মামলা ভাই। আপনি আপনার (বা অন্য কারো) একটা পোস্ট বেছে দেন পরীক্ষামূলক ভাবে, আমি নিজ উদ্যোগে হিট বানায়ে দিবো। :)

অবশ্য অথরিটি আবার ব্যান ট্যান করে দেয় কিনা তাই কিঞ্চিৎ টেন্সিত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.