নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

কফি হাউজ থেকে গেছে - মান্না দে আর নেই!

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৬

আমরা বিরহে কাঁদি।



স্কুলের শেষদিন কাঁদি এই ছেলেপেলে গুলাকে আর দেখবো না। একসাথে খেলা করা হবে না। বাঁদরামো, ফাজলামো, আর গুঁটিবাজী করা হবে না। অতএব, মনের সেই দুঃখভাবকে সবাই মিলে ভাগাভাগি করে নেয়ার জন্য "কফি হাউজের সেই আড্ডাটা..."।



বিশ্ববিদ্যালয় জীবন শেষ – এখন সময় কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ার। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে সবাই, আগের মতো সেই শীতের বিকালে চা খেতে খেতে আড্ডা দেয়া হবে না। আগের মত নিয়মিত পরীক্ষার আগের রাতে পড়াশোনার নামে একসাথে থেকে সিনেমা দেখা বা ভিডিও গেম খেলা হবে না। সেই কষ্টকে ভাগাভাগি করে নেয়ার জন্য "কফি হাউজের সেই আড্ডাটা..."।



বহুদিন পর পূনর্মিলনী – স্মৃতির আয়নায় ঝাপসা হয়ে যাওয়া সে পরিচিত মুখগুলো আবার নতুন ভাবে ঝকঝকিয়ে উঠে। কত কথা – কত গল্প। বিদায়ের বেলায় আবার "কফি হাউজের সেই আড্ডাটা..."।



মান্না দে, আমরা বিরহে আগে কাঁদতাম এখনো কাঁদি। কিন্তু, তুমি দিয়ে গিয়েছো কফি হাউজের আড্ডা। তোমার সেই কফি হাউজে আমরা কখনো যাইনি, তবে হলফ করে বলতে পারি আমরা কফি হাউজ বসিয়েছি বন্ধুর ছাদে, ক্যাম্পাসের মাঠে, রাস্তার ধারে ফুটপাতের ওপর চায়ের টং-এ।মান্না দে, কফি হাউজটা থেকে গিয়েছে। তুমি আর নেই। বিদায় বেলায় তোমাকে আজ সশ্রদ্ধ প্রণাম!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


মান্না দে, আমরা বিরহে আগে কাঁদতাম এখনো কাঁদি। কিন্তু, তুমি দিয়ে গিয়েছো কফি হাউজের আড্ডা। তোমার সেই কফি হাউজে আমরা কখনো যাইনি, তবে হলফ করে বলতে পারি আমরা কফি হাউজ বসিয়েছি বন্ধুর ছাদে, ক্যাম্পাসের মাঠে, রাস্তার ধারে ফুটপাতের ওপর চায়ের টং-এ।মান্না দে, কফি হাউজটা থেকে গিয়েছে। তুমি আর নেই। বিদায় বেলায় তোমাকে আজ সশ্রদ্ধ প্রণাম!

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৫

গেন্দু মিয়া বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.