নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

দ্রোহী

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩১

আমি সাত সমুদ্র তের নদী পাড়ে রাজকন্যাকে খুঁজি নাই,

আমি নগ্ন হস্তে আগুন দেশের ড্রাগনের সাথে যুঝি নাই।



চলি হিমালয় আমি পাড়ি দিতে,

চলি মহা-নৃপতিকে ঝাড়ি দিতে,

চলি পাঁচ তারকার বুফে’র টেবিলে –

ক্ষুধার মহামারী দিতে।



আমি হিন্দুর সাথে মোসলমানের ভ্রাতৃত্বের বন্ধন,

আমি সাদা কালো হৃদে, লোহিত কনিকা -

জীবনের স্পন্দন!



যাই মহাকাশ, ছিঁড়ে চাঁদ তারা, টেনে

ভাজা ভাজা করি তাপ-হুতাশনে,

পেটে খিল মেরে হাসি খিলখিল,

বিকল করিয়া গ্যাঁড়াকল-

আমি শুভ্র পাতায় লাল রঙ দিয়া আঁকি কালো কালো গাঙচিল!



ভেঙে ঋণের বোঝার ভার খানা,

গড়ি অসম্ভবের কারখানা,

ঘুরে গ্রহে গ্রহে আমি বিগ্রহ গড়ি,

শব্দের করি কীর্ত্তন –

আমি বোকা থেকে থেকে - তুলে তুলে নেই মৃতবুদ্ধির হাড় খানা!



জানি তলোয়ারে মোর ধার নাই,

আমি কর্ডলেস, মোর তার নাই,

জানি বিশ্ব জনের নিন্দা খাতায়

একচুল-ও মোর ছাড় নাই।



তবু মাথা উঁচু করে দৃঢ় প্রত্যয়ে সম্মুখ পানে আগুয়ান,

পাই ধিক্কার আর হাহাকার – তবু সাক্ষি রইলো ভগবান!

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৭

বোধহীন স্বপ্ন বলেছেন: "বিদ্রোহী"র আধুনিক ভার্সনের মত লাগতেছে :) +++++++++++++

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৭

বোধহীন স্বপ্ন বলেছেন: "বিদ্রোহী"র আধুনিক ভার্সনের মত লাগতেছে :) +++++++++++++

২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

গেন্দু মিয়া বলেছেন: হা হা হা হা।

চলতে পারে?

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: তবু মাথা উঁচু করে দৃঢ় প্রত্যয়ে সম্মুখ পানে আগুয়ান,
পাই ধিক্কার আর হাহাকার – তবু সাক্ষি রইলো ভগবান!

সুন্দর কবিতা
ভাললাগা +

২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।

আপনার এই নিকটা আমার খুব ভালো লাগে।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩

এহসান সাবির বলেছেন: বেশ লাগলো.....

২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৭

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ ভাই। পড়ার জন্য, আর মন্তব্য করার জন্য।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫

মশিকুর বলেছেন:
যেন প্রচণ্ড শীতে এককাপ গরম কফি খেলাম।

২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৭

গেন্দু মিয়া বলেছেন: বাহ্‌ দারুণ উপমা দিয়েছন তো।

অনেক ধন্যবাদ!

৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুণ কবিতা


আমি হিন্দুর সাথে মোসলমানের ভ্রাতৃত্বের বন্ধন,
আমি সাদা কালো হৃদে, লোহিত কনিকা -
জীবনের স্পন্দন!

২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৬

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.