নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

ফোনালাপ (সারাংশ)

২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৬

বেশ আয়েস করে দু'নেত্রীর ফোনালাপ পড়ছিলুম।



যারা কষ্ট করে পুরোটা পড়তে চাচ্ছেন না, তাঁদের জন্য বারো লাইনের একটা সামারি দিলুমঃ



----------------------

ফোনালাপ

----------------------



(নেত্রী ১) "ফোন নষ্ট, ফোন করেন নি।"

(নেত্রী ২) "ফোন ঠিক ছিলো, ফোন ধরেন নি।"



(নেত্রী ২) "আপনারা তো মানুষ মারেন।"

(নেত্রী ১) "আপনারাও কি জ্যান্ত ছাড়েন?"



(নেত্রী ১) "গণতন্ত্রের মুলো ঝুলিয়ে মাইক গুলান বন্ধ করেন।"

(নেত্রী ২) "করে ছিলেন তো আপনারাও - সে কথা থেকে কেন নড়েন?"



(নেত্রী ২) "সময় বাঁধা আল্টিমেটাম - মানলুম তবু হরতাল কেন?"

(নেত্রী ১) "হরতাল হবে উইথড্র - যদি নির্দলীয় সরকার মানো!"



(নেত্রী ২) "মেনে যদি নেই-ই তবে আলোচনার রইলো কী?"

(নেত্রী ১) "না মানলেও অন্ততঃ দেন নীতিগত সম্মতি।"



(নেত্রী ২) “আসুন বসি নৈশ ভোজে, সদলবলেই দাওয়াত রবে!”

(নেত্রী ১) “হরতাল আভি রইলো বহাল – শেষ হোলে পর দেখপো ভেবে!”



অতঃপর জনতা আরেকবার হাসিলো।

মুলোমুলি আর টানাটানিতে - আরো একবার ফাঁসিলো।



;)

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪২

বোধহীন স্বপ্ন বলেছেন: আহা, কি লেখাটাই না লেখিলো =p~ =p~ =p~ =p~ =p~

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪২

বোধহীন স্বপ্ন বলেছেন: আহা, কি লেখাটাই না লেখিলো =p~ =p~ =p~ =p~ =p~

২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫০

গেন্দু মিয়া বলেছেন: জনতা এক নিঃশ্বাসে দেখিলো!
;) ;) ;) ;) ;)

৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৯

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: চমৎকার!!!! :D :D :D

২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫২

গেন্দু মিয়া বলেছেন: এব্যাপারে আর অমত কার?

:D :D :D

৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

শহিদশানু বলেছেন: কোন মন্তব্য নয়

২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

গেন্দু মিয়া বলেছেন: করেই ফেলুন না!
কেন অযথা পাচ্ছেন যে ভয়?

৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

শাহ আজিজ বলেছেন: শহিদ শানু যদি হয় ক্ষয়

৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০১

গেন্দু মিয়া বলেছেন: শাহ আজিজ বলছেন আহা
কোথা গেলো তাল-লয়?

:)

৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

অপরিপক্ক বলেছেন: দারুণ ছন্দ। কিন্তু আমরা যাদেরকে নিয়ে এত মাতামাতি করছি, তারাকি আমাদের নিয়ে চিন্তিত? খালেদা-হাসিনা, কেউ কি ভাবছেন, আচ্ছা, দেখিতো, জনগন কি চায়.।
উনাদের ঝগরার কারণ ক্ষমতা নিয়ে টানাটানি। জনগন এখানে কিছু না। তাও আমাদের কত টেনশন উনাদের নিয়ে :(

৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০২

গেন্দু মিয়া বলেছেন: অতঃপর জনতা আরেকবার হাসিলো।
মুলোমুলি আর টানাটানিতে - আরো একবার ফাঁসিলো

- এই লাইন দু'টা ঐ জনগনের জন্য।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

মশিকুর বলেছেন:
কয়েকটা ভার্সন অলরেডি পড়ে ফেলছি। এই ভার্সনটাও চমৎকার হইছে।

৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০০

গেন্দু মিয়া বলেছেন: :)

ধন্যবাদ মশিকুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.