নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন সুকুমার বৃত্তির সুকুমার রায়!

৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২

"পদে পদে মিল খুঁজি গুনে দেখি চোদ্দ,

মনে ভাবি লিখিতেছি কী ভয়ানক পদ্য।

হয় হব ভবপতি, নয় কালিদাস

কবিতার ঘাস খেয়ে চরি বারো মাস!"



---



আজকে নাকি সুকুমার রায়ের জন্মদিন? এই লোক তো মোটেই পপুলার না। কাহিনী কী?



এই ব্যাটা নাকি আবার 'মিলা'-র বাবুরাম সাপুড়ে গানটা নিজের ছড়া বলে চালিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছিল। কত বড় সাহস!



যা'হোক, সেই শৈশব থেকে আমাকে কাতুকুতু দিয়ে হাসানোর অনেক চেষ্টা চালিয়ে গিয়েছেন এই লোক, সব চেষ্টাই সফল। এখনো নামটা শুনলেই হেসে ফেলি, শত দুঃখের মাঝেও মনটা চনমনে ফ্রেশ হয়ে ওঠে। কোথায় যেন একটা মিল খুঁজে পাই - মনে হয় সব গুলো লেখা আমার জন্যই লেখা হয়েছে। একজন অসাধারণ লেখকের এটাই বোধহয় সবচেয়ে বড় সাফল্য, পাঠকের কাছাকাছি পৌঁছে যাওয়া।



আমার সবচেয়ে পছন্দের চারটা লাইন লেখা শুরুতে দিয়েছি, আপনার পছন্দের লাইন গুলো কমেন্টে দিয়ে যেতে পারেন। জানা হবে কোন কোন রচনাগুলো আমাদের সবার মনে দাগ কেটে গিয়েছে।



সুকুমার বৃত্তির চর্চায় আজ সবার সারাদিন সুকুমার ময় কাটুক!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৮

আমিই মিসিরআলি বলেছেন: অন্ধকারে ৮৪ টা নরকের কুণ্ডু
তাহাতে ডুবায়ে ধরে পাতকির মুণ্ডু

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪১

গেন্দু মিয়া বলেছেন: কঠিন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.