নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন (হরতাল স্পেশাল ছড়া)

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২১

কি হে ভায়া, হরতাল কী রকম লাগছে?

আজকাল দিনকাল - কী রকম যাচ্ছে?



রাস্তায় আজকে কি গাড়ি-টাড়ি পুড়ছে?

হতভাগা পথিকেরা আজকেও মরছে?



দিন যত যায় তত যায় ঝুলে ইস্যুটা।

বল দেখি হল নাকি – উন্নতি কিছুটা?



শুনলাম কবে নাকি সংলাপ বসবে,

লাঠি সোটা ছেড়ে নাকি -হিসেবটা কষবে?



আসি আসি করে তবু শান্তিটা আসে না,

নির্দল সব-দল, কোন দলই হাসে না।



বল দেখি ভায়া তুমি গুনে আজি দিন-ক্ষন,

চোখ বুজে কত স’বে বেয়াকুফ জনগন?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

এন ইউ এমিল বলেছেন: আশি আশি বলে জোসনা ফাকি দিয়েছে :-B

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

গেন্দু মিয়া বলেছেন: হ। আমিও তাই কই। :)

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

বোধহীন স্বপ্ন বলেছেন:
চোখ বুজে কত স’বে বেয়াকুফ জনগন? :|| :|| :|| #:-S #:-S

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

গেন্দু মিয়া বলেছেন: বেয়াকুফ তো বটেই, নাইলে এই দুই দলের কোন একটাকে কেউ সমর্থন দেয় নাকি? :|| :|| :|| #:-S #:-S

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

এন ইউ এমিল বলেছেন: খালি সমর্থন দেয়, রিতি মতো জীবন পর্যন্ত দেয় চিন্তা করেন কত বড় বেয়াকুফ B:-) B:-) B:-)

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

গেন্দু মিয়া বলেছেন: বটে!
এমন ও ঘটে?

B:-) B:-) B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.