নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

কবি ভাবিচ্ছেন...

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮

একদা প্রভাতে আর্লি উঠিয়া

নব্য-কবি, খাটেতে বসিয়া,

ভাবিলেন “আহা কী লিখি হায়,

এতো লোকে পড়ে। কত মজা পায়‼”





“একদিন যবে খ্যাতি পাইবো,

পেট পুরিয়া কাচ্চি খাইব।

দুঃখ সবই লাগবে মিছে,

ফ্যান রবে সব, আগে ও পিছে।”





“চিবুতে চিবুতে মোরগের রান,

গাহিয়া যাইবো জীবনের গান।

সাহেব-বিবি-গোলাম যতো,

পদ্যে আমার হবে বিমোহিত।”





“সেইদিন ইহা লিখিয়া যাইবো,

এই ছড়া-খানা দিয়া বুঝাইবো,

তোদের তরেই অনুগত মুই,

তোরা সুতো হলে আমি হবো সুঁই”





“আরো (বেশি) কর বকবক তোরা,

মোর গুণমুগ্ধ ভক্তরা।

জেনে রাখ – ভালো লোক তোরা,

মোর গুণমুগ্ধ ভক্তরা!”

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪

বোধহীন স্বপ্ন বলেছেন:

“একদিন যবে খ্যাতি পাইবো,
পেট পুরিয়া কাচ্চি খাইব।
দুঃখ সবই লাগবে মিছে,
ফ্যান রবে সব, আগে ও পিছে।”
:)

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৮

গেন্দু মিয়া বলেছেন: সুখস্বপ্ন... আহা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.