নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

ফানুশ

২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৬

আজকে আমার কোথাও যাবার নেই।

তাই তো আমি ইচ্ছে মতন ফানুশ উড়াই।।



সাদা সাদা দেয়াল গুলি,

রং মাখিয়ে রাঙিয়ে তুলি,

আঁধার মাখা কুলুঙ্গিতে,

হাসি খুশির প্রদীপ জ্বালি।



ওপার থেকে ডাকছে কে যে?

আমায় আমি ডাকছি নিজে?

দেয়াল ভেঙে পা বাড়িয়ে

ইচ্ছে করে যাই হারিয়ে।



দেয়াল পানে চেয়ে চেয়ে

অবাক মনে ভাবতে থাকি,

দরজা দিতে ভুলে গেলাম কেন?

ফটকবিহীন দেয়াল খানা,

ওপরে কাঁটার বেড়া টানা,

ভুল করেও টপকাইনা যেন!



আজকে আমি কোথাও যাবো না।

তাই তো আমি ইচ্ছে মতন ফানুশ উড়াই।।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আজকে আমার কোথাও যাবার নেই।
তাই তো আমি ইচ্ছে মতন ফানুশ উড়াই।

ভাল লিখেছেন।

২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫১

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ!

আজকের দিনটা আপনার অনেক ভালো কাটুক। :)

২| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৬

বোধহীন স্বপ্ন বলেছেন: ভালো লেগেছে কবিতা। ফানুশ বড় ভালো লাগে।

২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫২

গেন্দু মিয়া বলেছেন: আমারো!

বড় অদ্ভুত না জিনিসটা?

৩| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর কবিতা.... :)

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৮

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার হাসিটাও মাশাল্লাহ ব্যপক!

ভালো থাকবেন।

৪| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন: ভাল লাগল কবি। একবার চোখ বুলিয়ে নিবেন :)

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৭

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ।

দু'একটা বানান ঠিক করলাম। আরো চোখে পড়লে জানাবেন। :)

৫| ২১ শে মার্চ, ২০১৪ সকাল ৭:১৬

উদাস কিশোর বলেছেন: চমত্‍কার ।
ভাল লাগলো ফানুস

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৯

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ উদাস কিশোর।

আমারো ভালো লেগেছে।

ফানুশ উড়াইনি কখনো। একবার উড়িয়ে দেখার ইচ্ছে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.