নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

কানাকানি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪

কানে কানে কথাখানা বল্‌ দেখি, শুনি হে।
চলে আয়, তুই-আমি করি কানাকানি হে।

মেয়েটাকে দেখছিস্‌, কী রকম মিষ্টি!
কাজলের বেঁড়া দেয়া হরিণীর দৃষ্টি।
একটা না, দু'টোও না, প্রেম করে তিন্‌টে।
বলো দেখি ভায়া তুমি এভাবে কি চিনতে?

পাশের টেবিলে সেই মোটাসোটা লোকটা,
জানিস্‌ কি তারো আছে গোপন সে রোগটা?
সুন্দরী বউ তার, আহা হা কী চেহারা!
তাই নাকি রাত জেগে বসে দেয় পাহাড়া।

সেল্‌সের অফিসার ছদরুল মুনশি,
ইন্‌ক্রিমেন্ট্‌ নাকি চেয়েছে সে শুনছি।
ওইকোণে বসে আছে চশ্‌মার আড়ালে,
চাকুরিটা ছেড়ে দিবে বেতন না বাড়ালে।

এইচ আর সেক্‌শনে জুনিয়র মেয়েটা,
জানিস্‌ কি গতমাসে ভাঙ্‌লো সে বিয়েটা?
শুনেছিস্‌ কালকে সে ক্যান্টিনে কেঁদেছে?
তার ম্যানেজার নাকি ট্যুরে যেতে সেধেছে।

আইটিতে কাজ করে দাঁড়িওয়ালা মলবী।
তুই ভাই তার থেকে সাবধানে চলবি।
তাবলীগ্‌ তুবলীগ্‌ কি কি নাকি করে সে,
সারাদিন ব্লগে লেখা লেখি করে অফিসে।

মার্কেটিং-এর সেই জি,এম,-টা আছে না?
ছেলেটাকে নিয়ে তার গর্বে সে বাঁচে না।
কানে কানে বলি তুই কাউকেই কোস্‌ নে,
এ-প্লাস্‌টা পেয়েছে সে ফাঁস হওয়া প্রশ্নে।

বল্‌ দেখি কার কার প্রমোশান হচ্ছে?
কাকে কাকে ছোট খাট রেইজটা দিচ্ছে?
আর কে কে কোন্‌ কোন্‌ পজিশান্‌ বাগালো?
আর কে কে নিজেদের বসেদের রাগালো?

আরে দাঁড়া, মেইল এলো, আমি তবে চলি রে।
কানাকানি আছে যত, শুধু তোকে বলি রে।
অফিসেতে কী কী হয় জেনে রাখ শুনে রাখ।
কানে কানে কথা গুলো কানেই গোপন থাক।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: মেয়েটাকে দেখছিস্‌, কী রকম মিষ্টি!
কাজলের বেঁড়া দেয়া হরিণীর দৃষ্টি।
একটা না, দু'টোও না, প্রেম করে তিন্‌টে। :D

কবিতা পইড়া মজা পাইলাম ।
ভালো থাকবেন :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

গেন্দু মিয়া বলেছেন: হাহাহাহাহা! :D

ভালো লাইন পিক করেছেন।

ধন্যবাদ।

আপনিও অনেক ভালো থাকবেন।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

কলমের কালি শেষ বলেছেন: মজার কবিতা । পড়ে ভাল লাগলো । :)

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৩৭

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ ভায়া।

ভালো থাকবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.