নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

শীত বুঝি এসে গেল

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৩

আজকাল দিনগুলো ছোট ছোট হয়ে যায়।
মাঝে মাঝে মনেহয় শীত শীত টের পাই।
আজকাল লেপ কাঁথা নিয়ে রাতে শুতে হয়।
এসি টেসি ফ্যান ট্যান অফ করে দিতে হয়।

কাল রাতে হলো কী যে, এসি অন্‌ করি নাই।
বুকে হাত রেখে বলি, ফ্যানটাও ছাড়ি নাই।
কাঁথা টাঁথা নিতে বুঝি বেমালুম ভুলে গেছি।
মশারীর ভেতরেতে ধপ্‌ করে ঢুকে গেছি।

সকালেতে ঘুম থেকে উঠে দেখি নাক বোঁজা।
ঘটনাটা কীরকম, ঠিক ঠিক গেলো বোঝা।
হাঁচি কাশি সব আছে, ঠান-ডাটা লেগে গেছে।
আচানক ফাঁদে পরে কান-ডটা ঘটে গেছে।

গনগনে দূপুরের রোদে সেই তেজ নাই।
বিকেলের চা'র কাপে, পুরনো আমেজ নাই।
মোটা সোটা লোক আমি, তাও ঘামি কদাচিৎ।
বুঝে নাও ভায়া তুমি, অবশেষে এল শীত।




(কোন বিশেষত্ব আছে কি?)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.