নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

একুশে বইমেলায় আমার বই

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৬

বাংলা সাহিত্যকে আমি একটা সুবিশাল মহাসমুদ্রের মত দেখি। আর এর ধারা গুলো - ছোট গল্প, উপন্যাস, ছড়া ইত্যাদি - একেকটা উপসাগর। সেই উপসাগরের উপকূলের বালুতে আমি ইতস্তত হাঁটাহাঁটি করি, স্বপ্ন দেখি একদিন সেই সমুদ্রে পা ভেজাবো।



দুরুদুরু বুকে গতবার একটা গল্প সংকলনে লেখা পাঠিয়েছিলাম, বইও বেড়িয়েছিল। আমার প্রিয়জনেরা আবার উৎসাহ নিয়ে বইমেলাতে গিয়ে বইটা কিনেছিলও। বইমেলা শেষ হবার আগেই দ্বিতীয় মুদ্রনও শেষ।



তো, আমার সাহস বেড়ে গেল। এবারে চোখ বুজে চার-চারটা বইয়ে লেখা পাঠিয়ে দিলাম। দু'টা গল্পের বই, একটা কবিতার সংকলন আর একটা গল্প-কবিতা মিলিয়ে।



আমি সব সময়ই বলি যে আমাকে সৃষ্টিকর্তা অনেক দিয়েছেন, আর সেই প্রাপ্তির তালিকায় এবার যোগ হলো এবারের বইমেলা। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বই চারটি বেড়িয়েছে।



লেখালেখির 'ল' টাও এখনো শিখিনি। শুধু সাহসের ওপর ভরসা করে এগিয়ে যাচ্ছি। একুশে বইমেলা ২০১৫ শুরু হয়েছে, বইগুলো এখন বইমেলায় পাওয়া যাচ্ছে। বইগুলোর বিস্তারিত নিচে দিলাম, বইমেলায় যাওয়ার সুযোগ হলে বইগুলো নেড়ে চেড়ে দেখবার অনুরোধ রইলো।



১. "শুধুই গল্প ২য় সংকলন" - গল্প সংকলন - রোদেলা প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। স্টল নং- ১৪২, ১৪৩, ১৪৪। আমার একটা গল্প থাকছে।



২. "ক্যানভাসে কাব্য" - কবিতা সংকলন - রোদেলা প্রকাশনী। স্টল নং- ১৪২, ১৪৩, ১৪৪। আমার তিনটা ছড়া থাকছে।



৩. "মেট্রোপলিটান গল্প গুচ্ছ ৩" - গল্প সংকলন - বর্ষাদুপুর প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। স্টল নং- ২০৪, ২০৫। একটা গল্প আমার।



৪. "গল্পদ্য" - গল্প ও কবিতা/ছড়া সংকলন - স্টল এখনো চূড়ান্ত হয়নি। আমার একটা কবিতা আর একটা গল্প আসছে এখানে।



বিঃদ্রঃ সন্মানিত ব্লগারগণ বইমেলায় বইয়ের তালিকা সংক্রান্ত লেখায় অনুগ্রহ করে এই চারটি বই যোগ করে দিলে কৃতজ্ঞ থাকবো



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮

সন্তান দিবস (১৫ই নভেম্বর) বলেছেন: শুভ কামনা রইল।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.