নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

রিটায়ার্ড কোবি

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৮

কবি তোমার কী হয়েছে? তুমি বুঝি মক্কা গেলে?
মক্কা গেলে? অক্কা পেলে? তারপরও কি রক্ষা পেলে?
কই দেখিনা ছবির হাটের ধোঁয়া ধোঁয়া আড্ডাগুলায়,
বার করোনা পদ্য কত আছে দেখি তোমার ঝোলায়!
বস্তা ভরা সস্তা প্রেমের পদ্য গুলো কোথায় গেল?
মস্ত বড় আস্তাকুঁড়ের বিন-গুলোতে ঠাঁই কি নিল?
ঝালমুড়ি আর ভেলপুড়িটার ঠোঙ্গা বুঝি তোমার খাতা?
স্বাস্থ্যঝুঁকির আস্থা আছে অন্ত্রে গেলে সেই কোবিতা।
কালবোশেখের ঝড়ের সময় ছাতা নিয়ে হাঁটতে গেলে?
উল্টে ছাতা ফাটিয়ে মাথা ফিরবে ঘরেই ঘরের ছেলে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৬

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

গেন্দু মিয়া বলেছেন: অ্যান্টেনার ওপর দিয়ে গেল।

মেহেরবানী করে আবার বলেন। সহজ বাংলায়।

২| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: কবিতা ভালো হয়েছে ভালো লেগেছে।।

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২২

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ ডাক্তার সাহেব।

ধন্যবাদ। :)

৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৮

আরণ্যক রাখাল বলেছেন: হেব্বিব

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২২

গেন্দু মিয়া বলেছেন: থ্যাংকস ব্রো! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.