নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপম

আমায় ভাসাইলি রে , আমায় ডুবাইলি রে ....

মাননীয় মন্ত্রী মহোদয়

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার...

মাননীয় মন্ত্রী মহোদয় › বিস্তারিত পোস্টঃ

চলমান ভাস্কর্য বিতর্ক এবং মন্ত্রীর জিজ্ঞাসা

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

হুমায়ুন আজাদ বলেছেন, " হিন্দুরা মূর্তিপূজা করে আর মুসলমানেরা করে ভাবমূর্তি পূজা । মূর্তি পূজা নির্বুদ্ধিতা, আর ভাব মূর্তি পূজা ভয়াবহ । "



শাঃবিঃপ্রঃবিঃ তে ভাস্কর্য স্থাপন নিয়া যে ক্যাচাল শুরু হইছে, এর প্রেক্ষিতে এর চাইতে ভালো মন্তব্য আর হতে পারে না । /:) /:)



গত পনেরো দিনের ক্যাচালের দিকে নজড় রাখলে আপনি নতুন যা যা শিখতে পারবেনঃ



১) সাস্ট একটি পবিত্র ক্যাম্পাস, কারণ সাস্টের নাম শাহজালাল ( রঃ) এর নামে শুরু হইছে । সেক্ষেত্রে নামের আগে জগন্নাথ কিংবা মদন মোহন হলে,কিংবা শুধু সিলেট বিশ্ববিদ্যালয় হলে সাস্ট একটি বেশ্যা পল্লির মর্যাদা পেতো ।



২) পবিত্র শাঃবিঃপ্রঃবি ক্যাম্পাসে মসজিদ থাকতে পারবে,কিন্তু কোন মন্দির বা ভাস্কর্যের আড়ালে কোন মূর্তি থাকতে পারবে না । কারণ ইহা ইসলাম বিরোধী ।



৩) শাবিপ্রবি তে কিন্তু কোন হিন্দু ছেলে পড়ে না । আর পড়লেও তাদের কোন ধর্মীয় অনুভূতি নেই । কাজেই মূর্তি বানালে মুসলমানদের ধর্মীয় অনুভূতি তে আঘাত লাগলেও , মূর্তি ভাঙ্গলে হিন্দুদের কিছু যায় আসে না



৪) পুরো সিলেট শহর শুধু মাত্রই হযরত শাহজালাল (র:) স্মৃতি বিজড়িত। কাজেই সিলেটে কোন হিন্দু মানুষ থাকতে পারবে না । তাদের মন্দিরও থাকতে পারবে না । শীঘ্রই ভাঙ্গন কাজ শুরু হইবেক ।



৫)সাস্টে শখ,সারিকার আবেদনময়ী এড থাকতে পারবে , কিন্তু ছেলে মেয়ে একসাথে ক্লাস করতে পারবে না । কারণ ইহাও মনে হয় ইসলাম বিরোধী ।



* আমার লেখারে আবার কেউ ইসলাম বিরোধী বলে ট্যাগাইয়েন না , পারলে আমি যা শিখছি তা ভুল প্রমাণ করুন । করতে পারলে মাথা নত করে মেনে নিবো,আপনার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম ,আপনার ধর্মে কোন গোড়ামী নেই । আপনার ধর্ম গোড়ামী কে প্রশ্রয় দেয় না

মন্তব্য ৬৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

ফারজানা শিরিন বলেছেন: X( কোন ধর্ম নিয়ে কটূক্তি করার কথা ইস্লামে স্পষ্ট করে নিষিদ্ধ ! তার পরেও যারা করে তারা বুদ্ধিহীন শ্রেণীর অন্তর্গত ।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: তাহলে তো দেখছি অধিকাংশ মানুষই বুদ্ধীহিন শ্রেনীর অন্তর্গত ...

মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

দলছুট শুভ বলেছেন: ক্লেপ হবে। সুন্দর উপস্থাপন।

আজকে ওরা শাবিতে তাদের স্বার্থ হাসিল করতে পারলে কালকে ওরা দেশকে ধর্মের দুহাই দিয়ে আফগান বানিয়ে ছারবে। এ হতে দেওয়া যায় না।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধর্মান্ধতা নিপাত যাক,মানবতা মুক্তি পাক ...

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

মাথাল বলেছেন:

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন:



মন্তব্যের জন্য ধন্যবাদ ক্লীয়ন ভাই :)

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

আমিনুর রহমান বলেছেন: চমৎকার পোষ্ট +++

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধইন্যা ...যাক ক্যাচাল এখনও লাগে নাই ;)

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: মৌলবাদীতা কি স্বাধীনতার চেতনাকেও হার মানাবে! এটাই বড় চ্যালেন্জ। মৌলবাদীতাকে প্রশ্রয় দিলে ফলাফল অন্ধকার।

কখনোই তা হতে দেয়া যাবে না। বীর বাঙ্গালী কখনো তা হতে দেয় নি।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ দায়িত্ববান নাগরিক ।
না কখনোই তা হতে দেয়া যাবে না। বীর বাঙ্গালী কখনো তা হতে দেয় নি।

ধর্মান্ধতা নিপাত যাবেই,মানবতা মুক্তি পাবেই ...

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

মুহাম্মাদ আসাদুল্লাহ্ বলেছেন: আপনি কাদের বিরোধীতা করতে গিয়ে ইসলামকে জরায়ে ফেল্লেন বুঝলাম না।
(পুরো সিলেট শহর শুধু মাত্রই হযরত শাহজালাল (র:) স্মৃতি বিজড়িত। কাজেই সিলেটে কোন হিন্দু মানুষ থাকতে পারবে না । তাদের মন্দিরও থাকতে পারবে না । শীঘ্রই ভাঙ্গন কাজ শুরু হইবেক । ) এটা কি আপনার অভিমত ??? আমারতো তাই মনে হয়

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বুঝলাম পুরো পোস্ট টাই আপনার মাথার উপর দিয়ে গেছে ...

সময় থাকলে আরেকবার পড়ার অনুরোধ রইলো ...

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন:
যুক্তি খন্ডাইতে পার্লাম না।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন:

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

জনি_ইংলিশ বলেছেন: জটিল পোস্ট ,

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ জনি ভাই ...


অঃটঃ আপনি কিন্তু আমার মিতা ;) ;)

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো বলেছেন। আমিও করি ধর্মীয় অনুভূতি শুধু কোন একটি নির্দিষ্ট ধর্মের জন্য হতে পারে না। সব ধর্মের এবং সকল ধার্মিকের ধর্মীয় অনুভূতিকে সম্মান করতে হবে।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: স্যালুট আপনাকে ...


সব ধর্মের এবং সকল ধার্মিকের ধর্মীয় অনুভূতিকে সম্মান করতে হবে ।

সেটা আর হচ্ছে কই ভাই ???

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

আয়নার কারিগর বলেছেন: বাঙালী ভারসাস মুসলমান' এই দুই টার্মের মাঝেই আমরা ঘুরপাক খাচ্ছি। মানুষ হতে পারছিনা। মুর্তি এবং ভাষ্কর্যের মাঝে যে পার্থক্য আছে যে জিনিসটাই বোঝানো যাচ্ছেনা। যে শাহজালাল কে নিয়ে এত পবিত্রতার কথা বলা হচ্ছে, তার মাজারে প্রতিদিন গাজার আসর বসে প্রকাশ্যে, রাতভর নেশায় বোদ হয়ে চলে নাচ গান, সাধারন মানুষের অন্ধ বিশ্বাস কে পুজি করে চলে পিতলের কলসি ভর্তি টাকার ভাগবাটোয়ারা, চলে মোম, আগরবাতি, সিন্নি, জমজমাট হোটেল ব্যবসা, বৈধ্যতা পায় ভিক্ষা বৃত্তির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, তখন কোন ধর্মপ্রান মুসলমানের ধর্মানুভুতিতে আঘাত লাগেনা। ধর্মের আড়ালে তারা সে গুলোকে নিরবে সমর্থন করে।
হায়রে মস্তিস্কবিহীন মানুষ..............

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সাথে আরো যোগ করছি...
১) সারা বাংলাদেশের সব থেকে বড় প্রকাশ্যে গাঁজা বিক্রির জায়গা সিলেটের মহাজন পট্টি
২) সব থেকে বেশি যৌন কর্মীর শহর সিলেট ।

এইগুলান নিয়া সিলেটের কোন মসজিদের ইমামরে কথা বলতে শুনছেন ??
শুনবেনও না। কারণ, ভাস্কর্য বানালে ধর্ম যায় আর মসজিদের পাশে গাঁজা বিক্রি করলে ধর্ম যায়না।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: গ্রেট পোস্ট।++++++++++

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ,অনেক অনেক শুভকামনা ।

ধর্মান্ধতা নিপাত যাক,মানবতা মুক্তি পাক ।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

লিউনেল মেসি বলেছেন: একমাত্র আঁতেল টাইপ মানুষই এই মূর্তি নিয়ে কথা কইতে পারে। সকাল শুরু করছি এই আতলামী পোস্ট দিয়া। শেষও মনে হয় হইব এই আতলামী দিয়া। যেই দেশে মুক্তিযুদ্ধারা এখনও ভাল মত খাইতে পায়না। কেউ কেউ রিক্স চালায়!!

সেই দেশে এই মূর্তির জন্য বিতর্ক করা আতলামী ছাড়া আরকি।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

লিউনেল মেসি বলেছেন: আরেক আতেঁল কমেন্ট করছিল যে, মূর্তি নির্মান সংস্কৃতির অংশ তারে এই জবাবটা দিছি,

"একটি জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষাকে ধ্বংস করতে হয়, যা অলরেডি হয়ে গেছে, আজকের পোলাপাইন ২১ ফেব্রুয়ারি কে বলে স্বাধীনতা দিবস, এইদনি নাকি মুক্তিযুদ্ধ হইছে, কেন দেশে কি মূর্তি কম আছে?? এরা শিখতে পারল না কেন??

মূর্তি কখনই সংস্কৃতি হতে পারেনা এটা হচ্ছে এক ধরনের কু সংস্কৃতি (ধর্মিয় ব্যপার আলাদা)।

একটা কমন সেন্সের কথা বলি, চৌরাস্তার মোরে মুক্তিযুদ্ধের মূর্তি বানাইলেন কিন্তু দেখাগেল মূর্তির গায়ে পোস্টার লাগানো শুরু করছে মানুষ। আর বেশির ভাগ মূর্তি ব্যবহার করা হয় সাইনবোর্ড হিসেবে।

সংস্কৃতি কাকে বলে সেটা ভাল করে জানুন। "

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনার কয়েকটা কথা সাংঘাতিক ভাবে সত্য ।

তবে,একটু দ্বিমত আছে।

ভাস্কর্য যেটাকে আপনি মূর্তি বলছেন ( বিষয়বস্তু একই) সেটা অবশ্যই কোন সংস্কৃতি না , তবে তা একটা দেশের সংস্কৃতি কে ,ঐতিহ্যকে ধারণ করে।
এখন আপনি যদি কোন কারণে ধারণ করতে না পারেন তাহলে সেটা আপনার সমস্যা ।
আর আপনি ঠিক কি কারণে ভাস্কর্যকে কু সংস্কৃতি বলেছেন তা আমার কাছে স্পষ্ট না ।

মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

সিলেটি জামান বলেছেন: পোস্টে প্লাস, ছাগলগুলাকে গদাম X(

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ জামান ভাই । আছেন কেমন ??

না পোস্টে এখনও কোন ছাগলের দেখা পাই নাই ।

তবে আমার বিশ্ববিদ্যালয়ের ৫১ জন শিক্ষকের ভাস্কর্যের বিরুদ্ধে স্মারকলিপি দেয়ার খবর শুনে অনেক অবাক হইছি,কারণ ঐ লিস্টে আমার কয়েকজন স্যারের নামও আছে ।

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

শিপন মোল্লা বলেছেন: সকল ধর্ম গুরামি নিপাত যাক।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য ।

হুম ধর্মীয় গোরামী নিপাত যাক,মানবতা মুক্তি পাক ।

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

মাথা খারপ মানুষ বলেছেন: পোষ্টটা ভালো হয় নাই।
শাবির শুরুর দিকে হলের নামকরন নিয়া বিতর্ক হইছে। তাই বলে সেটা মৌলবাদীদের দখলে চলে গেছে।

লেখায় আপনি যে যুযুর ভয় দেখাছেন তা কখনও সম্ভব না। বাবরী মসজিদ ভাঙ্গার সময় দেশের অনেক জায়ায় উগ্রপন্থীরা অনেক মন্দিরে আক্রমন করছে তখনও সিলেটে কিচ্ছু হয় নাই। সিলেটের মানুষ ধর্মভীরু তবে উগ্রবাদী না।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: নামকরণ নিয়ে আমার কোন সমস্যা নাই । তবে নামকে ইস্যু বানানো নিয়ে আমার আপত্তি আছে ।

মসজিদের ইমাম যখন বলেন,বিশ্ববিদ্যালয়ের আগে শাহজালাল (রঃ) নাম আছে বলে এইটা একটা পবিত্র জায়গা তখন আমার আপত্তি আছে ।

যা আগে হয় নি,তা যে কখোনই হবে না,তা এতো নিশ্চিত করে কিভাবে বলছেন ??

চেতনা একাত্তর যখন বানানো হলো তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীদের রাত জেগে সেটাকে পাহারা দিতে হয়েছে । নিশ্চই বুঝতে পারছেন, কখোন কোন পরিস্থিতিতে একটা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীদের মাঠে নামতে হয় , ভাস্কর্য পাহারা দিতে হয় ???

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

নিয়েল ( হিমু ) বলেছেন: ;) ;) ;) ;)

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চোখে কি সমস্যা হইছে নাকি নিয়েল ভাই ?? ;) ;)

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

লিউনেল মেসি বলেছেন: ব্লগে আর ফেসবুকে এক একজন বীর বাঙালী কিন্তু বাস্তবে ইউ ম্যান হোটজ আপ (সব না বেশির ভাগ)

মূর্তি নিয়া কত কেচাল, ওইদিকে ২ বছরের বাচ্চা বলে "মাম্মি আপ কাহা থি?" তখন বীর বাঙালীরা যে, কোথায় যায়।

হিন্দি চ্যানেলের আগ্রাসনে ভাষা কোথায় গেছে চিন্তা নাই, আর মূর্তি নিয়ে এগো কত ক্যাচাল।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: তা আপনি নিশ্চই হিন্দি চ্যানেলের আগ্রাসনের বিরুদ্ধে মাঠে নেমে গেছেন ??? ;)

১৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

বাবুরাম সাপুড়ে বলেছেন: হাস্যকর । সরি আপনাকে নয়, আমাদের ধর্মীয় গোড়ামীর কথা ভেবে বললাম।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বাচাইছেন :P :P

মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২০| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

akash3269 বলেছেন: লেখকে ধন্যবাদ সুন্দর একটা পোস্টের জন্য ।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনাকেও ধন্যবাদ , সময় করে পড়ার জন্য ।

২১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: এই দুইদিনে যা বুঝলাম তাতে তো মনে হইতেছে স্ট্যাচু বানানোর বিষয়ে ইন্টারনেট যতটা না গরম তার চাইতে অনেক বেশী গরম আপনাদের একজন স্যারকে এ-টিম নাকি ছাগু ট্যাগ দিছে এইটা নিয়া!

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কুনো ভাই , জাইন্যা শুইন্যা ক্যাচালময় প্রশ্ন কইরেন না । ;) ;)

তবে স্যার ছাগু না,সেই বিষয়ে আমি নিশ্চিত । স্যার তাবলীগ করেন । এবং জাফর স্যারের প্রিয় ছাত্র ।
তবে মারাত্মক গোড়া পাবলিক ।

২২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

মামুন রশিদ বলেছেন: একটা মানুষ নিজেকে শিক্ষিত দাবী করে, ব্লগ লেখে কিংবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, কিন্তু মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য জানেনা- এটা কিভাবে সম্ভব ?? ইসলামের উৎপত্তিস্থল গোড়া মুসলমানদের দেশ সারা আরব জুড়ে নানা রকম ভাস্কর্য ছড়িয়ে আছে, আর বাংলাদেশে এটা হয়ে গেলো মূর্তি ?? নিদারুন রসিকতা এই যে মোল্লার চেয়ে কাঠমোল্লার ধর্মপ্রীতি প্রবল ।

যেকোন মূল্যে শাবি'র ভাস্কর্য নির্মান করে এই কাঠমোল্লাদের চপেটাঘাত করাই হবে উপযুক্ত শাস্তি ।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।
অতিসত্তর ক্যাম্পাসে পাহারা বসানো হবে । এই হাড় কাপানো শীতে আপনি থাকছেন তো ??? ;) ;)

২৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

মাথা খারপ মানুষ বলেছেন: মুর্তি বা ভাস্কর্য নির্মন নিয়া মনে হয়না উগ্রপন্থীরা সুবিধা করতে পারবে।

৩নং পয়েন্ট দুইবার
এই পয়েন্টই ক্যাচালের সুযোগ করে দিতে পারে
পারলে এডিট করেন

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ঠিক করে দিয়েছি । ধন্যবাদ ।

২৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩

সময়একাত্তর বলেছেন: ধর্মীয় গোঁড়ামি ধর্মের জন্যই ক্ষতিকর। কৃষ্টি চর্চা ও ধর্ম চর্চার মধ্যে বিরোধ না করাই শ্রেয়।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সহমত । সুন্দর বলেছেন, "ধর্মীয় গোঁড়ামি ধর্মের জন্যই ক্ষতিকর।"

২৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩০

জোহার হুল বলেছেন: Suku

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কিছু বললেন ??

২৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

নিয়েল ( হিমু ) বলেছেন: আরে চোখে প্রবলেম না ।
দুর্মুজ নিয়া খাড়াইছিলাম । আইলনা তো একটাও :(

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বিষয়টা আমারও বোধগম্য হইলো না ।

সব গুলা ছাগল ছানা মনে শীতের লাইগ্যা খোয়াড় থাইক্যাই বারুইতেছে না ... :P

বিরাট আফসোস ... :(

২৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

ঠোঁটকাটা বলেছেন: নতুন ক্যাচাল লাগাইয়েন না। হিন্দুদের মুর্তি নিয়ে কোন কথা হয়নাই এখনও।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: জনৈক ইমাম বলেছেন, " শাহজালাল (রঃ) এর নামে যে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে সে বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিরোধী কোন মূর্তি থাকতে পারবে না । "

২৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

নিশাত শাহরিয়ার বলেছেন: চলুক, আমি পপকর্ণ নিয়া গ্যালারিতে বসলাম B:-/

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বসেন... ;)

বাই দ্যা অয়ে,কাল আসছেন তো আলোর মিছিলে??

২৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

শামীম আরা সনি বলেছেন: জটিল :)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ গ্রহন করুন ...;)

৩০| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

নিয়েল ( হিমু ) বলেছেন: হ তাই বিরাট আফসোস . :( :( :( :(

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: :'( :'(

৩১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

অপূর্ণ রায়হান বলেছেন: হতাশাজনক :( X(

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সত্যিকার অর্থেই ... :(

৩২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২

আমিনুর রহমান বলেছেন: নিয়েল জন্য খুব কষ্ট হচ্ছে একটা গদামও দিতে পারলো না ;)

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.