নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপম

আমায় ভাসাইলি রে , আমায় ডুবাইলি রে ....

মাননীয় মন্ত্রী মহোদয়

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার...

মাননীয় মন্ত্রী মহোদয় › বিস্তারিত পোস্টঃ

মন্ত্রীর চাপাবাজি :P :P

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে কাগজপত্র জমা দিতে গেলাম । মেরিট ওয়েটিং লিস্ট মিলিয়ে যতজন না আসবে ভেবেছিলাম, গিয়ে দেখি তার চাইতে অনেক বেশী হাজির ।



সবার মধ্যেই একটা টেনশন কাজ করছিলো , প্রত্যেকেই মনে মনে চাচ্ছিলো যে ওর আগের পজিশনের বান্দাটা যেনো কোন কারণে অনুপস্থিত থাকে, যেন ভর্তি না হয় । :P :P



মেরিট পজিশন মোটামোটি ভালো ছিল বলে আর তাছাড়া ইতিমধ্যেই শাঃবিঃপ্রঃবিঃ তে টিকে গেছি বলে আমি ছিলাম বেশ ফুরফুরে মেজাজে । ;) ;)



তো কাগজপত্র জমা দিতে আসা কয়েকজনের সাথে আলাপ হলো । বলা বাহুল্য যে আলাপটা শুরুই হতো একে অন্যের মেরিট পজিশন জিজ্ঞেস করে ।



আমি বেশ ফুরফুরে মেজাজে আছি দেখে একজনের বেশ কৌতূহলী হয়ে আমার সাথে হাত মেলালো । বললো...



- ভাই আপনার পজিশন কত ??



-*** । আপনার ??



-আমি ভাই আপনার অনেক পেছনে । আমার হবেনা । আপনার তো সিওর হবে ।



-আরে আপনারও হবে, টেনশন নিয়েন না । অনেকেই ভর্তি হবেনা । আমি নিজেও তো হবো না ,ফাও ঘুড়তে আসছি ।



-আপনি ভর্তি হবেন না !!!!! (আহা কি আনন্দ বাতাসে আর আকাশে... )

কেন হবেন না ??



- ভাই আমি সিলেটের মানুষ । সাস্টে চান্স পাইছি, আমার আর কি লাগে ??



-ভাই আপনে সাস্টে চান্স পাইছেন !!! সাস্টে ??? :-* :-*



-ক্যান ভাই কি হইছে ??? B:-) B:-) B:-)



- আরে সাস্ট ফালাইয়া আপনি এইখানে আইছেন কি করতে ??সাস্ট তো রাঃবিঃ থেকে অনেক অনেক ভালো । শুনলাম ঐখানে নাকি বাইরের বিশ্ববিদ্যালয়ের টিচাররাও এসে ক্লাস নেন ।



- (কছ কি মোমিন :-* ) হুম ঠিকই শুনছেন । সাস্টে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিছু বাইরের ইউনিভার্সিটি থেকে টিচাররা এসে ক্লাস নেন , আর ঐখানের টিচাররাও মাঝে মাঝেই হার্ভার্ড,এম আই টি তে পড়াতে যান,আর স্টুডেন্টরাও মাঝে মাঝেই নিজের ইউনি ছেড়ে বাইরের ইউনিতে দুই এক মাস কাটিয়ে আসেন ,এই জন্যই নিজেদের ক্লাসে এদের দেখা কম পাওয়া যায় !!! B-) B-) B-) B-) B-) B-)


মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

কিছুই পারিনা বলেছেন: এই জন্যই নিজেদের ক্লাসে এদের দেখা কম পাওয়া যায় !!! ;)

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ঠিক বুঝেছেন ;)

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

আমিনুর রহমান বলেছেন: এই কাহিনী পুরান তোরে মাইনাচ ;)

আমার ভালা লাগা ফিরাই দে কইলাম চাপাবাজ মন্ত্রী নাইলে কইলাম সব ফাঁস কইরা দিমু :P :P :P

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হেহেহে ফেবু তে দিয়ে এক্সপেরিমেন্ট করলাম,এক্সপেরিমেন্ট সফল হওয়ার পর সামুতে দিলাম ;) ;)

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

গজ-কচ্ছপ বলেছেন: প্রত্যেক বছরেই সাস্টের বিবিএ-র মাত্র শ'খানেক সিটে চান্স পাওয়া মেধাবি মুখের একাংশ এইজন্যই দ্বিতীয় ট্রাই মেরে ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গিরনগরে চলে আসে। :P

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বিবিএ ছাড়াও সাস্টে অনেক ডিপার্টমেন্ট আছে ;)

তাছাড়া কেউ যদি প্রাচ্যের হার্ভার্ড ফেলে প্রাচ্যের অক্সফোর্ডে যায়,তাইলে সেই দোষ তো আর হার্ভার্ডের না !! :P

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

নিয়েল ( হিমু ) বলেছেন: ভিাগ্য ভাল রাজশাহিতে রৈয়া যাও নাই ।

যাক বিশেষ ঐ সময়ে মন্ত্রীর চাঁদাবাজি দেখছি এখন দেখলাম চাপাবাজি :P :P :P

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: রাজশাহীতে গেলে এখন শুধু চাপাতির কোপ খাইতে হইতো :D

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

ছোট নদী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ ভালই তো চাপা মারলেন।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পেশায় যে মন্ত্রী... :P :P :P

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

নিয়েল ( হিমু ) বলেছেন:
ভিাগ্য এটা ভাগ্য হবে । :!> :!> :!>
বানান ভুল করি আমি কিন্তু এটা টাইপে ভুল ছরি B-)) B-)) B-))

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: লুল :D

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

বয়ানবাজ বলেছেন: গজ-কচ্ছপ বলেছেন: প্রত্যেক বছরেই সাস্টের বিবিএ-র মাত্র শ'খানেক সিটে চান্স পাওয়া মেধাবি মুখের একাংশ এইজন্যই দ্বিতীয় ট্রাই মেরে ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গিরনগরে চলে আসে।

যাইহোক, ভাইজান এখন কোন জগতে আছেন?

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ইহজগতেই আছেন , তয় আমার মুনে হয় উনি টাইম মেশিনে কইরা ১৯৮৯ সালে চইল্যা গেছেন । :P

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

স্বপ্নবাদী বলেছেন: @গজ-কচ্ছপ বলেছেন: প্রত্যেক বছরেই সাস্টের বিবিএ-র মাত্র শ'খানেক সিটে চান্স পাওয়া মেধাবি মুখের একাংশ..
এইজন্যই দ্বিতীয় ট্রাই মেরে ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গিরনগরে চলে আসে'

ব্রো, ঢাকা ,জা.বি তে যাওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে ,যারা ঢাকা থেকে পড়তে আসে।। কিন্তু জগন্নাথ এর ব্যাপারে য়ামার কিঞ্চিৎ আপত্তি আছে।।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সহমত,মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: গজ-কচ্ছপ বলেছেন: প্রত্যেক বছরেই সাস্টের বিবিএ-র মাত্র শ'খানেক সিটে চান্স পাওয়া মেধাবি মুখের একাংশ এইজন্যই দ্বিতীয় ট্রাই মেরে ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গিরনগরে চলে আসে।

তাই বইল্লা জগন্নাথে???? :-B :-B :-B

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: তাই বইল্যা জগন্নাথে =p~ =p~ =p~ =p~

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

কিছুই পারিনা বলেছেন: লেখক বলেছেন: রাজশাহীতে গেলে এখন শুধু চাপাতির কোপ খাইতে হইতো :D

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বাইচ্চা গেছি :P

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

একজন আরমান বলেছেন:
চাপাবাজির জয় হোক ! :P :P :P ;) ;) ;)

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চাপাবাজির জয় হোক,

রংবাজি,গোলাবাজি বোমাবাজির হউক পরাজয় :D


অঃটঃ ৭ তারিখ গোলাপ ভাই'র লগে সিলেট আসতেছেন তো ??

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

বাংলার গাদ্দাফি বলেছেন: মন্ত্রী মহোদয় আইননে দেখি আরে সাস্ট ফালাইয়া আপনি এইখানে আইছেন কি করতে ??সাস্ট তো রাঃবিঃ থেকে অনেক অনেক ভালো । শুনলাম ঐখানে নাকি বাইরের বিশ্ববিদ্যালয়ের টিচাররাও এসে ক্লাস নেন ।
মন্ত্রী মহোদয় আইননের কি মত

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমার মত তো লিখ্যাই দিলাম উপরে ;)

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

মামুন রশিদ বলেছেন: ফেবুতে পড়ছিলাম, তখন বেশি ভাল্লাগছিলো ;)

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হেহেহে তা তো লাগবই, তখন যে পরথম বার পড়েছিলেন ।

তবে ২য় বার পরেও যে একটু ভাল লাগছে এর লাইগ্যা ধইন্যা পাতা । :P

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

মাক্স বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন: ভিাগ্য ভাল রাজশাহিতে রৈয়া যাও নাই ।

যাক বিশেষ ঐ সময়ে মন্ত্রীর চাঁদাবাজি দেখছি এখন দেখলাম চাপাবাজি :P :P :P :P :P

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সামনে আরো কত কিছু দেখবেন :P :P :P

মন্তব্যের জন্য অসঙ্খ্য ধন্যবাদ ।

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪

শূন্য পথিক বলেছেন: হাহা!

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: :D

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

একজন আরমান বলেছেন:
ইনশাআল্লাহ্‌।
আসার তো ইচ্ছে আছে। :)

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সাব্বাশ,তোড়ন বানাইয়া রাখুম নে ... :P :P

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

একজন আরমান বলেছেন:
মন্ত্রীর এলাকা বইলা কথা ! :P

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: :P

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
চাপাবাজীতো ভালই পারেন :P

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সেই জন্যই তো মন্ত্রী হতে পেরেছি :P

ধন্যবাদ আপু,মন্তব্যের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.