নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপম

আমায় ভাসাইলি রে , আমায় ডুবাইলি রে ....

মাননীয় মন্ত্রী মহোদয়

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার...

মাননীয় মন্ত্রী মহোদয় › বিস্তারিত পোস্টঃ

আপডেট আপডেট আপডেটঃ বিক্ষোভে উত্তাল সিলেট, হাজারেরও বেশী জনতার ঢল !! ( ফটো ব্লগ )

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

বিক্ষোভের ২য় ও ৩য় দিনের আপডেটঃ





শহীদ মিনার মুখে ধেয়ে আসছে হাজার হাজার মানুষের স্রোত , ঠিক যেন ৫২'র ভাষা আন্দোলন ।





আন্দোলনের ২য় দিনেও শাবি ক্যাম্পাস ছিলো মুখর ...





শাবি গেইটের সামনে ...





দেখে বুঝার উপায় নেই এইটা শাহবাগ,নাকি চৌহাট্টা ...





মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি......





রাজাকারদের চোখে মুখে, দাও আগুন জালিয়ে...









এ আমার দেশ,এ আমার প্রেম...





৭১ এর চেতনা,হারিয়ে যেতে দেবোনা...







সব গুলা ছবির কৃতজ্ঞতা দোলন দা





৩য় দিনে আমার ভাঙ্গা মোবাইলে তোলা একখান ছবি্‌







১ম দিনের আন্দোলনঃ



কাদের মোল্লা উরফে কসাই মোল্লার কুশপত্তলিকা





লোকে লোকারণ্য রাজপথ





যেন নিজেদের মনের কথাগুলো ভেসে উঠছে রাস্তায়







বিক্ষোভে শাঃবিঃপ্রঃবি পরিবারের একাংশ







সবার মুখে একটাই শ্লোগানঃ জামাত শিবির রাজাকার,এই মুহূর্তে বাংলা ছাড় ।





বরাবরের মতই সাথে ছিলেন জাফর স্যার ...









থুতু ফেলি এই মুখে /:) /:)













মোমবাতির আলোয় দূর হউক কলঙ্কের কালিমা































বক্তব্য দিচ্ছেন জাফর স্যার । স্যার বলেছেন,তরুণ সমাজ নিজেই জেগে ওঠেছে। তরুণরা নিজেরাই ঠিক করেছে কি করতে হবে? একাত্তরেও এমনটি হয়েছিলো। কাউকে বলে দিতে হয়নি।



একাত্তরের এই তরুণরাই দেশ স্বাধীন করেছিলো। ৫২ সালেও বলে দিতো হয়নি তাদের কি করতে হবে? তখন তারা ভাষার জন্য প্রাণ দিয়েছিলো। এখন তোমারা যা সিদ্ধান্ত নেবে আমরা তোমাদের পিছনে পিছনে যাবো। তোমরা আমাদের রাজাকার মুক্ত বাংলাদেশ উপহার দাও, কলংকমুক্ত বাংলাদেশ উপহার দাও।



যুদ্ধাপরাধীদের ফাঁসি হলো ন্যায় বিচার। আর ফাঁসি ছাড়া সকল তরুণ যেন রাজপথ ছেড়ো না ।"





চোখ ফিল্ম সোসাইটির উদ্যোগে দেখানো হচ্ছে মুক্তিযুদ্ধের উপর প্রামান্য চিত্র





এই ছবির কি ক্যাপশন হতে পারে ???



৪,৬ ও ৮ নাম্বার ছবির কৃতজ্ঞতাদোলন দা

মন্তব্য ৪১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: জাফর স্যারকে দেখে খুব ভালো লাগছে। বিজয় আসবেই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ দায়িত্তবান নাগরিক ।

বিজয় আসবেই ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ছবি গুলা একসাথে আপলোড দিয়েছি , তাই বিন্যাস ঠিক হয় নি ।

ক্ষমা চাচ্ছি ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

রাইসুল সাগর বলেছেন: রাজাকারের ফাঁসি চাই
বাংলার বুকে হাঁসি চাই।

সব রাজাকার নিপাত যাক
বাংলা এবার মুক্তি পাক । ।

বাংলা মা তোর ভয় নাই
রাজপথ ছাড়ি নাই ।
আমাদের গর্বের ইতিহাস কাঁদতে পারে না । আমরা হতে দিব না। রাজাকারের ফাঁসি চাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ফাসি ফাঁসি ফাঁসি চাই
আর কোন দাবী নাই ।

কাদের মোল্লার ফাঁসি চাই,
আর কোন দাবী নাই ।

সাঈদ্যির ফাঁসি চাই,
আর কোন দাবী নাই ।

রাজাকারের ফাঁসি চাই,
আর কোন দাবী নাই ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

আমিনুর রহমান বলেছেন: সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে প্রতিরোধের আগুন

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সহমত ।

একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার !!

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

তামিম ইবনে আমান বলেছেন:
অসাধারণ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ , চালিয়ে যান আন্দোলন ।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

একজন আরমান বলেছেন:
চমৎকার।
আমরা ঢাকার রাজপথে, আপনারা সিলেটের।
আমাদের এক দাবী রাজাকারের ফাঁসি চাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ আরমান ভাই ।

আমাদের এক দাবী রাজাকারের ফাঁসি চাই।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: +++++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধইন্যা মূর্খ সুমন ভাই ;)

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

দরিদ্র তারা বলেছেন: জামাত শিবির রাজাকার
এই মুহুর্ত্বে বাংলা ছাড়

বিচার বিচার বিচার চাই
ফাঁসি ছাড়া কথা নাই

বাংলার হাতিয়ার
জনগনের হুংকার

জনগনের একি দাবি
রাজাকারের ফাঁসি দিবি

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: জনগনের একি দাবি
রাজাকারের ফাঁসি দিবি

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

নিয়েল ( হিমু ) বলেছেন: mobile :( :( :(

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: তবুও অনেক ভালো হইছে,৫ পিক্সেলে এইটাই যথেস্ট ।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক দিন পর পেলাম আপনার কমেন্ট... ;)

ধন্যবাদ ।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১০

মামুন রশিদ বলেছেন: মন্ত্রী@, সিলেটের প্রতিবাদ সমাবেশে দেয়া ডঃ জাফর ইকবাল স্যারের বক্তব্য আপনার পোস্টে আপডেট করে দিয়ে দেন ।

পড়ুন, জাফর ইকবাল স্যার কি বলেছিলেন..

‘‘তরুণ সমাজ নিজেই জেগে ওঠেছে। তরুণরা নিজেরাই ঠিক করেছে কি করতে হবে? একাত্তরেও এমনটি হয়েছিলো। কাউকে বলে দিতে হয়নি। রায় ঘোষণার পর আমার মন খারাপ হয়ে গিয়েছিলো। মনে হতাশা জমেছিলো, ক্ষোভ জেগেছিলো। এখন মনে দুঃখ নেই হতাশা নেই তবে ক্ষোভ আছে। দু:খ নাই এজন্য যে রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আমার দেশের তরুণ প্রজন্ম।

একাত্তরের এই তরুণরাই দেশ স্বাধীন করেছিলো। ৫২ সালেও বলে দিতো হয়নি তাদের কি করতে হবে? তখন তারা ভাষার জন্য প্রাণ দিয়েছিলো। এখন তোমারা যা সিদ্ধান্ত নেবে আমরা তোমাদের পিছনে পিছনে যাবো। তোমরা আমাদের রাজাকার মুক্ত বাংলাদেশ উপহার দাও, কলংকমুক্ত বাংলাদেশ উপহার দাও।

যুদ্ধাপরাধীদের ফাঁসি হলো ন্যায় বিচার। আর ফাঁসি ছাড়া সকল তরুণ যেন রাজপথ ছেড়ো না ।"

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই , যোগ করে দিয়েছি ।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

নিয়েল ( হিমু ) বলেছেন: আমি কৈ কি আর তুমি কও কি ? X( X( X(
আরে বেটা আমি মোবাইল দিয়া দেখতাছি । বুইজা নেও কেমন দেখছি তোমার ছবি । /:)

অঃটঃ এই আন্দলনের যত ছবি পোষ্ট পাচ্ছি সব পর্যবেক্ষণে রাখছি PC থেকে দেখে নেব তাই ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনার এই হিমু মার্কা কথা বুঝতে হইলে আমারে হুমায়ুন আহমেদ হইতে হইবো ।। সেইটা তো সম্ভব না । না?? :@

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

নিয়েল ( হিমু ) বলেছেন: দেখলাম এইমাত্র । ++++++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধইন্যা ... ;)

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১

আন্ধার রাত বলেছেন:
আকাশে বাতাসে প্রতিধ্বনিত হোক "রাজাকারদের ফাঁসি চাই।"

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ফাসি চাই,ফাসি চাই
আর কোন দাবী নাই ...

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

মহামহোপাধ্যায় বলেছেন: যতদিন যাচ্ছে অংশগ্রহণ বাড়ছে। আজ মহা সমাবেশ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চালিয়ে যান , ফাসীর রায় না আসা পর্যন্ত রাজপথ ছাড়বেন না ।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ++++ গ্রেইট!!!! ... ফেবু তে শেয়ার দিলাম :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্য ধন্য বলি তারে......

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

একটু স্বপ্ন বলেছেন:
ছবিগুলো অসাধারণ হয়েছে। শীতল রক্তবিশিষ্ট প্রাণীর রক্তও টগবগ করে উঠবে হয়তো।

জাফর স্যারের কথাগুলো কোট করাটিও খুব ভাল হয়েছে.. ধন্যবাদ মামুনকেও, দরকারী পরামর্শের জন্য.. :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ মোরশেদ ভাই । ধন্যবাদ কস্ট করে সব গুলা মন্তব্য পড়ার জন্য ।

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১১

একটু স্বপ্ন বলেছেন: সুন্দর লেখা ও মন্তব্য পড়তে কোন কষ্ট কি হয় মন্ত্রী মহোদয়? না হয়না। :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ মোরশেদ ভাই ...

আবার ধন্যবাদ । আমি নিশ্চিত,সুন্দর মন্তব্যে ধন্যবাদ দিতেও কস্ট হয় না । :)

২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

সাকিন উল আলম ইভান বলেছেন: দারুন রুপম আজকে গিয়েছিলাম। পুরোটা সময় ছিলাম । মাত্র আসলাম বাসায়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ ইভান ভাই

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

দূর্যোধন বলেছেন: শাবাশ রুপম !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হায় হায় দূর্যোদা , আপনি তাইলে শেষ পর্যন্ত মন্ত্রীর পরিচয় বের করেই ফেলেছেন !!!! :P

অসঙ্খ্য ধন্যবাদ দাদা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.