নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপম

আমায় ভাসাইলি রে , আমায় ডুবাইলি রে ....

মাননীয় মন্ত্রী মহোদয়

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার...

মাননীয় মন্ত্রী মহোদয় › বিস্তারিত পোস্টঃ

নজরুল বলেছিলেন,ভন্ড আস্তিকের চেয়ে নাস্তিকই উত্তম । জাতীয় কবি মনে হয় জানতেন না যে , নাস্তিকতার মধ্যেও ভণ্ডামি থাকতে পারে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

একটা জিনিস পরিস্কার করার প্রয়োজন ...

ইসলামী সমমনা দলগুলোর নামে কাল যারা বিক্ষোভ করেছিলো তাদের একটা অংশের বিক্ষোভ ছিলো ধর্মকে কটুক্তিকারি ব্লগারদের বিরুদ্ধে । যার নেতৃত্তে ছিলো তাবলীগে জামায়াত । তারা মূলত এই আদর্শেই বিক্ষোভের ডাক দিয়েছিলো ।



এখন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি,আন্দোলনকারীদের এই অংশের শতকরা ৯৮ ভাগই ব্লগ সম্বন্ধে কোন ধারণা রাখেন না ।



ব্লগাররা ধর্মকে কটুক্তি করে লেখালেখি করেন তারা শুধু এই অংশই জানেন । অথচ এই একজন ব্লগারের ধর্মবিদ্বেষী লেখার বিরুদ্ধে যে হাজার হাজার ব্লগার এর প্রতিবাদ করেন ঐ একই ব্লগিং প্ল্যাটফর্মে সেই বিষয়ে তারা অবগত নন । অথবা নিজেদের স্বার্থেই হয়তো মাহমুদুর রহমানের মতো লোকেরা এই বিষয়টি তাদের জানান নি ।



দ্বিতীয় কথা হচ্ছে, ইসলামী সমমনা দলগুলোর মধ্যে একটা বিরাট অংশ ছিল সুজোগ সন্ধানী জামাত শিবিরের,যারাই মূলত গণজাগরণ মঞ্চে ভাংচুর, জাতীয় পতাকা ছেড়া,শহীদ মিনার ভাঙ্গা,বোমাবাজি,গোলাবাজিতে লিপ্ত ছিলো । গতকাল রাত থেকেই এর দাত ভাঙ্গা জবাব দেয়া হচ্ছে । /:) /:)



এখন কথা হচ্ছে, দেশের আজকের এই পরিস্থিতির জন্য কে কতটুকু দায়ী ।

আপনারা মানেন আর নাই মানেন,এই ঘটনার জন্য জামাত শিবির যতটুকু দায়ী ঠিক ততটুকুই দায়ী সেই সব ধর্মকে কটুক্তিকারী ব্লগাররা।



শাহবাগ আন্দোলনের সাথে উনারা যুক্ত হয়েছেন খুবই ভালো কথা, কিন্তু ফ্রন্ট লাইনে এসে, মিডিয়ার সামনে বার বার এসে এক শ্রেনীর মানুষকে বুঝাতে বাধ্য করেছেন যে, শাহবাগের আন্দোলনকারীদের সবাই নাস্তিক । ফলে নিরীহ শাহবাগ আন্দোলনকারীদেরও নিয়ে অভিযোগ করার সুজোগ করে দিয়েছেন ।



নাস্তিক হওয়া আর ধর্ম কটুক্তিকারী হওয়া এক জিনিস না । জন্মসূত্রে মুসলমান হলেও ডঃ আহমদ শরীফও একজন স্বঘোষিত নাস্তিক ছিলেন,তিনি কখনও মুহাম্মদ(সঃ) কিংবা অন্য কোন ধর্মীয় ব্যক্তিত্ব সম্পর্কে কোন উল্টা পাল্টা লেখা লেখেন নি ।



নাস্তিকতা কিংবা আস্তিকতা দুটোই আপনার ব্যক্তিগত দর্শন । আপনি কি বিশ্বাস করবেন বা করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যপার।



কিন্তু এর মানে এই নয় অন্যলোক যে জিনিস বিশ্বাস করে, আপনি সেটাকে নিয়ে ব্যঙ্গ করবেন । গঠনমূলক সমালোচনা করতে পারেন, পৃথিবীর সব বিষয়েই সমালোচনা হয় । কিন্তু সমালোচনা করতে গিয়ে সীমা লঙ্গন করাটা কখনই উচিত নয় ।আপনি সেটা করতে পারেন না ।




জয় বাংলা

জয় বঙ্গবন্ধু ।

মন্তব্য ৪৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

স্বপ্নের মানুষ বলেছেন: হুম


আশা করি এইখানে লিখবেন ব্লগ চ্যাট ফোরাম

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ওকে দেখছি

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

শয়ন কুমার বলেছেন: এই পোষ্টটারে শাহবাগের নেতৃবৃন্দের এখনই কাজের পোষ্টে রুপান্তরিত করা উচিৎ । Click This Link

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কোন পোস্টের কথা বললেন ,আমার টা নাকি আপনার দেয়া লিঙ্কের টা ??

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:
অজয় রায়ের উপস্থাপনায় জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ জি-টিভির টকশোতে বলেছেন - নাস্তিকরা সমাজের কোন সমস্যা নয়। তারা ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা কোন ধর্মই পালন করে না। কিন্তু নাস্তিকদের একটা বদ-অভ্যাস হল যে কোন একটা ধর্মকে নিয়ে কটুক্তি করে সমাজে গন্ডগোল বাধিয়ে দেয়া। এই কাজ করার অধিকার তাদের নেই। এই ব্যাপারে প্রয়োজনে আইন করা হোক।
আমি এই বক্তব্যের সাথে একমত।
সবশেষ কথা হল - রাজাকার নাস্তিক ভাই ভাই, একরশিতে ফাঁসি চাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সহমত,

কিন্তু " রাজাকার নাস্তিক ভাই ভাই, একরশিতে ফাঁসি চাই। " এইটা কি বললেন ??? নাস্তিক মানেই খারাপ নাকি ?? যে খারাপ সে আস্তিক হইলেও খারাপ,নাস্তিক হইলেও খারাপ ।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: একদম ঠিক বলেছো রুপম!!!

কালকে রাতে হলে তাবলীগ জামাতের কয়েকটা ছেলেকে শেইম জিনিসটাই বুঝাতে আমার অনেকক্ষণ লেগেছিল। তারপরও আশার কথা ওরা জামাত-শিবিরকে ঘৃণা করে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ওরা জামায়াত শিবিরলে ঘৃণা করে, কিন্তু ওদের মধ্যে বর্তমানে অনেক জামাত শিবির ঢুকে পড়েছে । ওরাই সমস্যা বাধাচ্ছে ।

সিলেট কাল যে ছেলেটা মারা গেছে সে এম সি তে পড়ে ফার্স্ট ইয়ারে । দুঃখ হচ্ছে তার উপর । অসম্ভব মেধাবী ছেলেটা শিবিরের ষড়যন্ত্রের শিকার ।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

বাংলার গাদ্দাফি বলেছেন: মন্ত্রী অসাধারণ পোস্ট ।কিন্তু দুঃখের বিষয় যাদের এই বিষয় গুলো জানার কথা তারাতো পড়ে না ।আমাকে গতকাল বাড়িতে গেলে অনেকে বিভিন্ন প্রশ্ন করেছে ।আমি যতটুকু পেরেছি তাদের বুঝিয়েছি ।তারা নিজেরাও বুঝেছে ।
আসলে ধর্মভীরু মানুষকে উসকানি দিলতো তারা করবে ।আর জামাত শিবির কৌশলে সেই মানুষদের উসকানি দিয়ে ব্যবহার করছে ।কিন্তু এই জামাতিদের তারাও বিশ্বাস করে না এবং যুদ্ধাপরাধীর বিচার তারাও চায় ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমার দেশ , নয়া দিগন্ত আর দিগন্ত টিভির কার্যক্রম বন্ধ করলেই জাশিদের এই সব অপপ্রচার অর্ধেকের বেশী বন্ধ হয়ে যাবে ।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

নিয়েল ( হিমু ) বলেছেন: জট্টিল

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ নিয়েল ভাই :)

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

s r jony বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ...
ধন্যবাদ...
ধন্যবাদ

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

রহমান মাহমুদুর বলেছেন: রাজাকারের বিচারের আগে নাস্তিকদের বিচার হওয়া দরকার তাদের মনগড়া কথার কারনে আজ গোটা আলোম সমাজ নাস্তিকদের ফাঁসির দাবি করছে এবং গোটা দেশ এখন উত্তাল হয়ে উঠছে। আর আমাদের সরকার নাস্তিকদের পক্ষ নিয়েছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমার এই পোস্ট নাস্তিকতার বিরুদ্ধে না , আমার পোস্ট ধর্মকে কটুক্তিকারীদের বিরুদ্ধে ।

দুইটা এক বিষয় না । দুইটারে একভাবে দেখছেন বলেই এতো সমস্যার সৃষ্টি হচ্ছে ।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

নির্ভীক আহসান বলেছেন: ৮ এর সাথে স হ ম ত।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমার এই পোস্ট নাস্তিকতার বিরুদ্ধে না , আমার পোস্ট ধর্মকে কটুক্তিকারীদের বিরুদ্ধে ।

দুইটা এক বিষয় না । দুইটারে একভাবে দেখছেন বলেই এতো সমস্যার সৃষ্টি হচ্ছে ।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

বাংলার গাদ্দাফি বলেছেন: এই দাবি নিয়ে অনেক বার বলা হচ্ছে কিন্তু কেন এখনও আঙ্গুল চোষে সরকার।বন্ধ করে না কেন ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সরকারকে আর আঙ্গুল চোষতে দেয়া হবে না ।

ইতিমধ্যেই মাহমুদুরের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ । সম্ভবত আজকেই ব্যাটারে ধরা হবে ।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

মাক্স বলেছেন: +++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ মাক্স ...

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

ব্লাক উড বলেছেন: নাস্তিকরা অন্যান্য দেশে সত্যিই তেমন ভন্ড নয়। ভন্ড নাস্তিকের দেশে বাংলাদেশ এবং নাস্তিকদের প্রজন কেন্দ্র সামু।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

মুক্ত আকাশ বলেছেন: নাস্তিকরা সমাজের কোন সমস্যা নয়। তারা ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা কোন ধর্মই পালন করে না। কিন্তু নাস্তিকদের একটা বদ-অভ্যাস হল যে কোন একটা ধর্মকে নিয়ে কটুক্তি করে সমাজে গন্ডগোল বাধিয়ে দেয়া। এই কাজ করার অধিকার তাদের নেই। এই ব্যাপারে প্রয়োজনে আইন করা হোক।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: গুটিকয়েক অতি উৎসাহীদের জন্যই সমস্যার সৃষ্টি হচ্ছে ।

আইন করা হউক,আমি একমত ।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

মামুন রশিদ বলেছেন: আপনারা মানেন আর নাই মানেন,এই ঘটনার জন্য জামাত শিবির যতটুকু দায়ী ঠিক ততটুকুই দায়ী সেই সব ধর্মকে কটুক্তিকারী ব্লগাররা।

নাস্তিকতা কিংবা আস্তিকতা দুটোই আপনার ব্যক্তিগত দর্শন । আপনি কি বিশ্বাস করবেন বা করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যপার। কিন্তু এর মানে এই নয় অন্যলোক যে জিনিস বিশ্বাস করে, আপনি সেটাকে নিয়ে ব্যঙ্গ করবেন ।



বক্তব্যের সাথে পুরোপুরি সহমত ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ...

আমি চেয়েছিলাম আমার এই লেখাটা যেনো সেই সব নাস্তিক এবং শাহবাগ আন্দোলন সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষন কারীদের নজরে আসে ।

কিন্তু তা হয় নি ।
নির্বাচকদের মনে হয় পছন্দ হয় নি :P

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

হাসানুর বলেছেন: সহমত ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে হাসানুর ।

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: শিরোনামে প্লাস।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে কালা মনের ধলা মানুষ ।

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

আমিনুর রহমান বলেছেন: দারুন লিখেছিস রূপম।


সব বিষয়ই সমালোচনা হবে তবে তা গঠনমূলক এবং অবশ্যই সীমার মধ্যে থেকে। সমালোচনা না হলে আমরা জানবো আর বুঝনোই কিভাবে সঠিক বা বেঠিক কোনটি !!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ জেসন ভাই...
শত ব্যস্ততার মধ্যেও কস্ট করে মন্তব্য করার জন্য । ;)

১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:

এমনই একটা পোস্ট দরকার ছিল। মুল কথাগুলো বলেছেন খুব সুন্দর যুক্তি দিয়ে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে কান্ডারী অথর্ব !

১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

সিদ্ধার্থ. বলেছেন: আপনার লেখাটা ভালো লাগলো ।একমত ।একজন ধর্মের সমালোচক হিসাবে কোনো নবী বা অবতার কে ব্যঙ্গ করা আমার ব্যক্তিগত ভাবে ভালো লাগে না ।তবে এখানে কয়েকটা কথা আছে -
কিন্তু সমালোচনা করতে গিয়ে সীমা লঙ্গন করাটা কখনই উচিত নয় ।
এই সীমা তা কে তৈরি করবে ।এক এক জনের ধর্মানুভুতি এক এক রকম ।তাই এরকম করলে হয়ত শান্তি আসবে কিন্তু তা কবরের শান্তি ।

আর তাছাড়া ধর্ম বাদ দিয়েও মানুষ অনেক কিছু তে বিশ্বাস করে ।সেগুলো নিয়ে তো হরদম ব্যঙ্গ হয় ।

একটা কথা বলি, বিখ্যাত চিত্র শিল্পী মকবুল ফিদা হুসেন একবার উলঙ্গ স্বরস্বতী অঙ্কন করে প্রবল সমলোচনা এবং হুমকির মুখে পরেছিলেন ।কিন্তু একজন
শিল্পী হিসাবে আমার মনে হয় তার সম্পূর্ণ অধিকার আছে যেকোনো ছবি আকার ।কারু দেখতে ইচ্ছে হলে দেখবে ,যার ভালো লাগবে না ,সে দেখেবে না ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এই সীমাটা আপনাকেই তৈরী করতে হবে,সেটা করবেন নিজের বিবেক মূল্যবোধ দিয়ে ।

আপনি ধর্মের সমালোচনা করতে পারেন কিন্তু তা নিয়ে স্যাটায়ার লিখতে পারেন না ।
ধর্মকে অনেকে নিজের বাবা মায়ের মত লালন করে,সম্মান করে । আপনি যুক্তি দিয়ে তার বাবা মা'র সমালোচনা করতে পারেন,কিন্তু তাই বলে কল্পনাপ্রসূত হয়ে কারো বাবা মা' সম্বন্ধে অফেন্সিভ কথা বলতে পারেন না ।

নাস্তিকতা একটা দর্শন । কিছু কিছু নাস্তিকের সেই দর্শনকেও অপমান করছেন । এখন নাস্তিকতা বলতেই অনেকে বুঝেন ধর্ম বিদ্বেষ ।
টু বি ভেরি অনেস্ট,নাস্তিকতা বর্তমানে একটি স্ল্যাং এ পরিনত হয়ে গেছে । এই দায় আসলে কাদের ???

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

মাথাল বলেছেন: কিন্তু এর মানে এই নয় অন্যলোক যে জিনিস বিশ্বাস করে, আপনি সেটাকে নিয়ে ব্যঙ্গ করবেন ।


আমার খুব দুঃখ লাগে, যখন দেখি আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থার কোনও পর্যায়েই "যুক্তি বিজ্ঞান" বা আর কাছাকাছি কোনও বিষয় বাধ্যতামূলক ভাবে পরানো হয় না।

দুনিয়ায় মনে হয় এমন আর কোনও শিক্ষাক্রম নাই। এই জন্যই আমাদেরই এই অবস্থা আর কারও নয়।

মহানবীকে অপমান করার প্রতিবাদে ব্লগারদের ভয় দেখানর জন্য ভাংচুর করছে এমন মানুষ যারা কম্পিউটার কি জিনিস চোখে দেখেনি। আর ততাকতিত নাস্তিকরাও তাঁদের মানবতাবাদী নাস্তিকতা প্রকাশ করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষকে আঘাত দিচ্ছে তাতে তাঁদের মানবতা বাদে বাধে না। :||

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমার খুব দুঃখ লাগে, যখন দেখি আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থার কোনও পর্যায়েই "যুক্তি বিজ্ঞান" বা আর কাছাকাছি কোনও বিষয় বাধ্যতামূলক ভাবে পরানো হয় না।

আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন,পাশাপাশি মাদ্রাসা শিক্ষার কিছু আধুনিকায়ন প্রয়োজন ।

মন্তব্যের জন্য ধন্যবাদ ক্লিয়ন ভাই ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমার খুব দুঃখ লাগে, যখন দেখি আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থার কোনও পর্যায়েই "যুক্তি বিজ্ঞান" বা আর কাছাকাছি কোনও বিষয় বাধ্যতামূলক ভাবে পরানো হয় না।

সহমত ।

আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন,পাশাপাশি মাদ্রাসা শিক্ষার কিছু আধুনিকায়ন প্রয়োজন ।

২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা ভাই ;)

২২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:২৫

এম হুসাইন বলেছেন: একাদশ তম ভাললাগা। প্রতি টি কথাই যুক্তিযুক্ত।

শুভকামনা।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অসংখ্য ধন্যবাদ এম হুসাইন ।

শুভকামনা আপনার জন্যও ...

২৩| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪

রুদ্র মানব বলেছেন: চমৎকার ++++

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.