নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপম

আমায় ভাসাইলি রে , আমায় ডুবাইলি রে ....

মাননীয় মন্ত্রী মহোদয়

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার...

মাননীয় মন্ত্রী মহোদয় › বিস্তারিত পোস্টঃ

বাংলা গানের জীবন্ত কীংবদন্তি গানওয়ালা ক্ষ্যাপা বুড়ো সুমনের ৬৪তম জন্মদিনে

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬

"ভেসে যায় ভেলা এ'বেলা অ'বেলা

একি শব্দে ঘনিয়ে,

আগেও মরেছি এখনও মরবো

প্রেমের দিব্যি দিয়ে।। "




জীবন একদিন হটাৎ করেই ফুরিয়ে যাবে, সুমনের 'জাতিস্মরের' মানে খুজা সফল হবেনা কখনও।



সুমনকে নিয়ে আমার এই অনভিজ্ঞ হাতে একটা কিছু লেখার ইচ্ছা অনেক দিনের ।শাহবাগের চলমান আন্দোলনে সুমনের সম্পৃক্ততার পর থেকে কি রকম যেনো একটা দায়িত্ব অনুভব করছি সুমন কে নিয়ে লেখার ।



আমি যখন মাইলস,সোলস,প্রমিথিউস আর ওয়ারফেজ কে নিয়ে লাফালাফি করতাম, আমার বড় ভাইটি তখন সারা দিন সুমন,নচিকেতা আর অঞ্জন দত্তকে নিয়েই পরে থাকতো ।

ওর তীব্র চাপাচাপিতেই "প্রথমত আমি তোমাকে চাই" দিয়ে আমার সুমনের গান শোনা শুরু করা । এর পর থেকে আর থামি নি । গানওয়ালা সুমনের গান আমায় যেভাবে গ্রাস করেছে, আমি থামতেও পারি নি।





১৯৪৯ সালের আজকের দিনে(১৬ই মার্চ) ভারতের উড়িষ্যা রাজ্যের কটক জেলায় জন্মগ্রহন করেন সুমন ।

বাবা মায়ের রাখা নাম সুমন চট্টোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স পাশ করা সুমন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী

সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার জন্য ২০০০ সালে ধর্মান্তরিত হয়ে নিজের নাম নিজেই রেখেছেন কবীর সুমন ।



আধুনিক গানের পাশাপাশি সুমন একজন রবীন্দ্রসংগীত শিল্পীও। সাধারনত নিজের গান নিজেই লিখেন,নিজেই সুর করেন ।

শিল্পী জীবনের প্রথম পর্যায়ে সুমন "নাগরিক" নামের কলকাতার একটি ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন । পরবর্তীতে সুমন নিজেই একটা ব্যান্ড খুলেন, নাম দিলেন "সুমন দ্যা ওয়ান ম্যান ব্যান্ড।" সুমনই সুমনের ব্যান্ডের একজন এবং একমাত্র সদস্য।

উনার কনসার্টে অন্য কোন যন্ত্রশিল্পীর প্রয়োজন পরে না । একই সাথে গিটার , হারমোনিকা/কিবোর্ড বাজিয়ে নিজেই নিজের গান করেন ।






ধর্মীয় বিশ্বাসে অজ্ঞেওবাদী(এগনস্টিক) সুমনের একটা রাজনৈতিক পরিচয়ও আছে অবশ্য ।সুমন কলকাতাস্থ যাদবপুর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে ভারতের ১৫তম লোকসভার একজন সদস্য ছিলেন ।





এছাড়াও প্রথম জীবনে রেডিও জার্নালিস্ট হিসেবে কাজ করেছেন ডয়েচ ভেলে তে,কাজ করেছেন অল ইন্ডিয়া রেডিওতে। কেরানী ছিলেন ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে । বন্ধু অঞ্জন দত্তের অনুরোধে অভিনয় করেছেনরঞ্জনা আমি আর আসবো না সহ কিছু ভারতীয় বাংলা সিনেমাতেও ।





সুমন মূলত ভক্তদের কাছে পৌছতে পেরেছেন তার জীবনমুখী গানের জন্যই। কোন ইন্সট্রুমেন্টের বাড়াবাড়ি বা প্রযুক্তির কারসাজি নেই তার গানে।অসম্ভব সুন্দর গানের কথা , প্রত্যেকটা গানই শ্রোতাকে তার বিস্ময়ের সাগরে ভাসিয়ে নিয়ে যায় । সুমন বলেছিলেন, গান লেখার জন্য কল্পনা করার প্রয়োজন নেই, তোমার আশে পাশের পরিবেশ নিয়েই গান বাধো ।আত্ম শুদ্ধির স্বাদ পাবে । এই জন্যই হয়তো সুমনকে বলা হয়ে থাকে নাগরিক কবিয়াল ।



" প্রথমত আমি তোমাকে চাই

দ্বিতীয়ত আমি তোমাকে চাই

তৃতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই...
"

- জীবনের প্রথম প্রেমপত্রে লিখেছিলাম সুমনের এই চার লাইন , তখন অবশ্য জানতাম না সুমন এই গান, সিগারেট নিয়ে লিখেছিলেন । :#>



সুমনের প্রথম এ্যালবাম "তোমাকে চাই " বের হয় ১৯৯২ সালে । প্রথম এ্যালবাম বের হতে সময় লেগেছে কিন্তু হিট হতে কোন সময় লাগে নি ।



এর পর থেকে প্রতি বছরই সুমনের নতুন নতুন একক এ্যালবাম বাজারে আসতে থাকে । তার মধ্যে আছে,

১৯৯৩: বসে আঁকো ডাউনলোড .

১৯৯৩: ইচ্ছে হলোডাউনলোড

১৯৯৪: গানওয়ালা ডাউনলোড

১৯৯৫: ঘুমাও বাউণ্ডুলে ডাউনলোড

১৯৯৬: চাইছি তোমার বন্ধুতা মিডিয়াফায়ার ডাউনলোড

১৯৯৭:জাতিস্মরডাউনলোড

১৯৯৮: নিষিদ্ধ ইস্তেহার

১৯৯৯: পাগলা সানাই

২০০০: যাবো অচেনায়

২০০০: নাগরিক কবিয়াল

২০০২: আদাব ডাউনলোড করুন

২০০৩: রিচিং আউট (Reaching Out, ইংরেজী)

২০০৫: দেখছি তোকে

২০০৬: তেরো (সাবিনা ইয়াসমিনের সঙ্গে গাওয়া)ডাউনলোড এইখানে

২০০৭: নন্দীগ্রাম

২০০৮: রিজওয়ানুরের ব্রিত্ত

২০০৮: প্রতিরোধ

২০১০ : সুপ্রভাত বিষণ্ণতা

২০১০: ছত্রধরের গান

২০১০: লালমোহনের লাশ

২০১২ : ৬৩ তে

এছাড়াও অনেক গুলো মিক্সড এ্যালবামে গান গেয়েছেন সুমন , যার মধ্যে কয়েকটি রবীন্দ্র সঙ্গীতের এ্যালবামও রয়েছে । ডাউনলোড করুন এখান থেকে



"কে বেশী পাগল কবি না কবিতা

দরকার নেই সেই হিসেব দেবার

ঘুমোও বাউন্ডুলে,ঘুমোও এবার ।"-

-বাউন্ডুলে কবি কাজী নজরুল ইসলামকে নিয়েই এই গান বেধেছিলেন সুমন ।



হুমায়ূন আহমেদ মারা যাবার পর গান বেধেছেন হুমায়ূনকে নিয়েও ।

শুনুন এইখানে



কবীর সুমন বাংলা গানের নতুন একটা ধারার জন্ম দিয়েছেন । ওপার বাংলার নচিকেতা, অঞ্জন দত্ত,লোপা মুদ্রা , শ্রীকান্ত আচার্য এবং এপার বাংলার শায়ান,শাহেদ দের গানের মধ্যে সুমনের প্রভাব লক্ষণীয় ।



সুমনের নিজের গানেও অবশ্য জন লেনন , বব ডিল্যান , পল সাইমনের ব্যাপক প্রভাব রয়েছে। কিছু কিছু গানের কথা না শুনে শুধু গিটারের স্ট্রামিং শুনলে আমি এখনও বুঝতে পারি না যে এইটা সুমনের গান নাকি বব ডিল্যানের গান ।


সুমনের ইচ্ছে হলো(১৯৯৩) এ্যালবামের জনপ্রিয় গান "কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায়?" বব ডিল্যানের আরেক বিখ্যাত গান Blowing in the wind এরই বাংলা সংস্করন ।



সুমন এই যুগের জর্জ হ্যারিসন । বাংলাদেশের জন্য তিনি সবসময়ই একজন নিবেদিত প্রাণ , যখনই ডাক পড়েছে ছুটে এসেছেন ।

ছিয়ানব্বই এ মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণের তহবিল সংগ্রহের জন্য সুমনকে বলা হইয়েছিলো গান গাইতে । সুমন ছুটে এসেছিলেন । হাতে গিটার,মুখে হারমোনিকা নিয়ে একের পর এক গান গাইলেন,বিনিময়ে এক পয়সাও পারিশ্রমিক নেন নি ।

আটানব্বই এ আবার এসেছিলেন তহবিল সংগ্রহের জন্য ফ্রি কনসার্ট করতে । ২০০৭ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর আঘাতে হানে বাংলাদেশে, তখনও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সাহায্যের জন্য ছুটে আসেন সুমন ।






শাহবাগের গণ মানুষের আন্দোলন নিয়ে সুমন গেয়েছেন , গেয়েছেন শহীদ রাজিবের জন্যও ।

তিন মিনিট

শাহবাগে রাতভর

গণদাবী

শহীদ রাজীব



বাংলাদেশের জন্য সুমনের এই অবদানের প্রতিদানস্বরূপ বাঙ্গালীরা সুমনকে যোগ্য সম্মান দিতে পেরেছি কিনা,সে প্রশ্নের উত্তর জানা নেই। উত্তর খুজতেও চাই না ।

জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিলাম,শুভেচ্ছা জানিয়ে গেলাম ।




শেষ করবো সুমনের "বাশুরিয়া" গানের প্রিয় কয়েকটি লাইন দিয়ে ...



"এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে,

তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে?

আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখাপড়া,

প্রাণে গান নাই মিছে তাই রবী ঠাকুর মূর্তি গড়া।। "




মন্তব্য ৫১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০

বৃতি বলেছেন: ভাল লাগলো :)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ :)

২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ঘটুনা কি? সুমন!!!!!!!!!!!!!!!!!!!!! B:-/

পড়তে বইলাম :-B :-B :-B

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হুম আপনারে নিয়া লেখলাম ।
পড়া শেষ হইলে আমারে দোষ দিয়েন না কিন্তু ;)

৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫

অন্ধ আগন্তুক বলেছেন: নাগরিক বাউলের জন্মদিনে দারূণ একটা ট্রিবিঊট !


এই গানওলা গান গেয়েই যাক , যখন আমাদের আর কিছুই বলার বা করার থাকে না !

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ ।

আসলেই এই গানওয়ালা গান গেয়েই যাক আরো অনেক বছর ।

৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

অকৃতজ্ঞ বলেছেন: চমৎকার ।
'বসে আঁকো' আর 'ইচ্ছে হলো' এর লিংক গুলো দেয়ার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ। :)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অসংখ্য ধন্যবাদ । লিঙ্ক গুলো খুজতে বেশ ঝামেলা হইছে । কাজে আসলেই সব কস্ট সার্থক ।

৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: Great post ! He is a living legend !

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ দানা ভাই ।
Yes,he is a living legend !

৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭

প্রিয়তমেষূ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ইউ মোস্ট ওয়েলকাম :)

৭| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১১

মোহামমদ মশিউর রহমান বলেছেন: wonderful effort bro keep all your good works up ....

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ মশিউর ভাই :)

৮| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৯

নস্টালজিক বলেছেন: আমার সবচেয়ে প্রিয় গীতিকবি, সুমন!

জন্মদিনের শুভেচ্ছা!








পোস্টের জন্য মন্ত্রী মহোদয়-কে টুপি খোলা অভিনন্দন!

১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:০১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হে হে হে ...
কস্ট করে পড়ার জন্য আপনাকেও টুপি খুলেই ধন্যবাদ জানাই :)

৯| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:০৩

শান্তা273 বলেছেন: বাংলা গানের জীবন্ত কীংবদন্তি গানওয়ালা সুমন!
জন্মদিনের শুভেচ্ছা।
শুভ জন্মদিন।

১০| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:০৩

ঘুড্ডির পাইলট বলেছেন: ও গান অলা ! আরেকটা গান গাও !

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমার আর কোথাও যাবার নেই,কিচ্ছু করার নেই...

ধন্যবাদ রাফাত ভাই । :)

১১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:২৩

লিন্‌কিন পার্ক বলেছেন: +++++

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অসংখ্য ধন্যবাদ

১২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: প্রিয় গানওলা, প্রিয় মানুষ, সর্বোপরি একজন প্রিয়তম ব্যাক্তিত্ব।

১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হুম সর্বোপরি একজন প্রিয় ব্যক্তিত্বই !!

ধন্যবাদ কুনোব্যাঙ ।

১৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
থ্যাঙ্ক ইউ মাচ ফর দা পোষ্ট। হ্যাপি বার্থ ডে টু হিম।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ইউ আর মোস্ট ওয়েলকাম ।

উইশিং হ্যাপি বার্থডে ট্যু হিম ফর ওয়ান্স এগেইন ।

১৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩২

অদ্ভূত একজন বলেছেন:
শুভ জন্মদিন গানওয়ালা।

সুন্দর পোষ্ট তবে সুমন এই গানটি সিগারেট নিয়ে লিখেননি।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ পোস্টে আসার জন্য ।

দূরদর্শনের একটা অনুষ্ঠানে একবার কবীর সুমনকে উনার 'প্রথমত আমি তোমাকে চাই', 'জাতিস্মর' সহ বেশ কয়েকটি গানের অর্থ জিজ্ঞেস করা হইছিলো ।

তখন বলেছিলেন, প্রথমত আমি তোমাকে চাই গানটি উনি সিগারেট উদ্দেশ্য করে লিখেছিলেন । আর জাতিস্মরের ব্যপারে বলেছিলেন,কোন বিশেষ অর্থ নিয়ে জাতিস্মর লিখেন নি । দেশপ্রেমটাকে থিম হিসেবে নিয়ে যখন যে লাইন মাথায় এসেছে তাতেই সুর বসিয়ে গান বেধে দিয়েছেন ।
আপনার কাছে এ ব্যপারে আর কোন তথ্য থাকলে শেয়ার করতে পারেন ।

১৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৪১

নিয়েল হিমু বলেছেন: খাইছেরে B:-)
উইকিপিডিয়ায় রাইখা দেও পোষ্ট টা ।
বেশ কিছু তথ্যর সাথে ধর্মান্তরিত হওয়ার তথ্যটা আমার কাছে নতুন । ভাল লাগল পোষ্ট :)

১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সামুতেই রাখতে পারলাম না আর উইকিপিডিয়ায় !!

ওমা,এইটা জানেন না ??কেম্নে কি নিয়েল ভাই ??

সবাই ই তো সব জানে সুমন সম্বন্ধে,এই জন্যই নির্বাচকদের নজরে পড়েনি পোস্ট টা ।বেচারা সুমন এতটাই অবহেলিত যে, আমার পোস্ট না হয় এতো ভাল হয় নি,কিন্তু জন্মদিনে অন্য কারো কোন একটা পোস্টও থাকলো না নির্বাচিত পাতায় ।

যাই হউক, এ তো অনেক আগের কথা । সুমন চট্টোপাধ্যায় ( ব্রাহ্মণ ) থেকে সাবিনা ইয়াসমিনরে বিয়ে করার জন্য মুসলমান হয়েছেন ।

১৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৬

হাসান মাহবুব বলেছেন: অসামান্য পোস্ট! শুভ জন্মদিন কিংবদন্তী।

১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই ।

শুভ জন্মদিন কিংবদন্তী ।

১৭| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২

জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার পোস্ট। সাজিয়ে রাখলাম শোকেসে। :)

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ মুবিন ভাই । এই প্রথম আমার কোন পোস্ট কারো প্রিয়তে গেলো । :)

১৮| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

বাংলার হাসান বলেছেন: ও গান অলা ! আরেকটা গান গাও !

১৯| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

একজন আরমান বলেছেন:
শুভ জন্মদিন সুমন।

কবির সুমন আসলেই একটা জিনিয়াস।

আর আপনিও। অনেক কষ্ট করেছেন পোস্টের পেছনে।
দারুন।

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কবির সুমন জিনিয়াস,আমি না । :P

হুম কস্ট হয়েছে একটু বলতে দ্বিধা নেই । উদ্দেশ্য সফল হলে এইরকম কস্ট হাজার বার করতে রাজী আছি ।

ধন্যবাদ,আরমান ভাই ।

২০| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯

মামুন রশিদ বলেছেন: স্বপ্ন দেখা ছেড়েছো তো অনেক বছর আগে/ আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে/ হাল ছেড়োনা বন্ধু..



পোস্টে অনেক অনেক ভালো লাগা :)

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই :)

২১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৫

টানিম বলেছেন: ভাল লাগলো ।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ টানিম ভাই :)

২২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১০

পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা সুন্দর স্মরণ পোস্ট

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু ভাই :)

২৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর পোস্টের জন্য শুভ কামনা এবং +++++

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই

২৪| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২

আমিনুর রহমান বলেছেন:

অসাধারণ ও অনন্য পোষ্ট।
ভালোলাগা ও প্রিয়তে।

আমার প্রিয় গায়কের গানের আমার সংগ্রহশালার লিঙ্কঃ

Click This Link

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অসাধারণ আমিনুর ভাই
এতো একদম গুরুর গানের লাইব্রেরী বানিয়ে দিয়েছেন দেখছি :-* :-*
আগে জানলে এতো কস্ট করে আমাকে খুজে খুজে লিঙ্ক দিতে হতো না :(

যাই হউক, বুকমার্ক করে রাখলাম ।
অনেক অনেক ধন্যবাদ ।

২৫| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩

রোমেন রুমি বলেছেন: অসাধারণ পোস্ট ।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ রোমেন রুমি ভাই

২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩২

অচন্দ্রচেতন বলেছেন: বাহ, ভালো লিখসেন। সবচেয়ে প্রিয় অ্যালবাম কোনটা আপনার?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এ্যালবাম প্রিয় হয় গানের জন্য । সেইদিক দিয়ে গানওয়ালার সব গুলা গানই আমার ভীষণ ভালো লেগেছে । তাই প্রিয় এ্যালবাম অবশ্যই গানওয়ালা ।

২৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১

সাইফুল ইসলাম অন্তর বলেছেন: খুব ভালো লিখেছেন আপনি।আরো অনেক গান পেতে এখানে দেখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.