নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপম

আমায় ভাসাইলি রে , আমায় ডুবাইলি রে ....

মাননীয় মন্ত্রী মহোদয়

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার...

মাননীয় মন্ত্রী মহোদয় › বিস্তারিত পোস্টঃ

অনুভূতিগুলো যখন কবিতা হয়ে গেলো (সামুতে প্রকাশিত আমার প্রথম কবিতা)

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩





বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই সেদিন

রশীদ মামার টং,চালের ফাঁকে ।

তামাক আর ফিল্টারের

অন্তরঙ্গ সেই মুহূর্তে

বাঁশে হেলান দিয়ে দাড়িয়েছিলে বৃষ্টি ছাড়ার অপেক্ষায়;

ভুল করে প্রথম যেদিন

দেখে ফেলি তোমায় ।



গাঢ় করে দেয়া কাজলে,শহুরে চোখে

নীল ঠোটে,আর নীল জামা'তে

বেশ লাগছিলো কিন্তু ।



নীল আমার প্রিয় রং ,

বন্ধুরা ক্ষেপায় সেই থেকেই নাকি শুরু ...



ভুল সুরে হেড়ে গলায় গাওয়া আমার সব গানে,

অযত্নে আর অবহেলায় ফ্রেট উচু হয়ে যাওয়া

গীটারের ছয়টি তারে,

হটাৎ একদিন খুঁজে পাওয়া হারানো পেন্সিলে

বন্ধুদের নিয়ে দেখা সব নীল ছবিতে

আধপোড়া ফিল্টারে কিংবা

রাজপথে দেয়া সব মিছিলে,অন্যমনস্ক মনে

তুমি মিশে ছিলে,তুমি মিশে ছিলে,তুমি মিশে ছিলে ।



তোমার ঠোঁটের ধোয়াটে মাদকতায়,

চোখ বুজে ধীরে

লেননের গানে

আমি ডুবে আছি,আমি ডুবে আছি,আমি ডুবে আছি ।।



অপদার্থ ছিলাম সব সময়,

কদাচিৎ ভীতুও

রঙিন কাগজে একেছিলাম তোমার চোখ ,

তোমার ঠোঁটও ।



চোখ গুলো আঁকতে গিয়ে নেশায় ডুবেছি শতবার ।

নিকোটিনের সাথে তোমার চোখ,তোমার ঠোঁট

যেনো এলোমেলো সব বাসের প্রসব বেদনা;

তোমার আমার প্রণয়ের পৌনপুনিক গোলকধাঁধার

অমিমাংসিত জটিলতার ।।



জটিলতার আজ সাত মাস ,

"অপেক্ষা করেছি,

উপেক্ষা পেয়েছি।

বুঝতে পারিনি অ আর উ তে তোমার আমার

এখনও বিস্তর ফারাক ।"

................................





কবিতাটি গতকাল রাতে নিজস্ব ব্লগস্পটে প্রকাশিত ।

মন্তব্য ৭২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

বোকামন বলেছেন: সামুতে প্রকাশিত আপনার প্রথম কতিায় প্রথম মন্তব্য করতে পেরে ভালো লাগছে

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: :P

অসংখ্য ধন্যবাদ বোকামন ভাই ।

২| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

একজন আরমান বলেছেন:
দারুন।
প্রথম কবিতায় দ্বিতীয় ভালো লাগা।

এগিয়ে যান মন্ত্রীমহোদয়।
সাথে আছি। :)

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনাদের মত কবির কাছে এইসব কবিতা তো নস্যি !! :P

ধন্যবাদ সাথে থাকার জন্য ।

৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বেশ তো!

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আহা !
ধন্যবাদ:)

৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর অনুভুতি
শুভকামনা

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ পরিবেশ ভাই

৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৫

শান্তা273 বলেছেন: কবিতায় ভালোলাগা রইল অনেক।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ শান্তা273

৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৬

মাক্স বলেছেন: কবিতা ভাল্লাগসে!
৩য় প্লাস!

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ মাক্স ভাই :)

৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

রেজোওয়ানা বলেছেন: প্রথম কবিতা তো মনে হচ্ছে না!

খুবই চমৎকার.....

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:০০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: নাহ আপু সত্যি প্রথম কবিতাই ।

আমার ব্লগে এইটা আপনার প্রথম কমেন্ট । জাতি আজ ধন্য । :)

৮| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ইসব কবিতা তো প্রেমে না পরলে লেখা যায় না !

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: উহু শুধু প্রেমে পড়লেই হয় না , ছ্যাকাও খাইতে হয় ! :P

৯| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৭

একজন আরমান বলেছেন:
হে হে।

সিং নাই তবু নাম তার সিংহ,
ডিম নয় তবু অশ্ব ডিম্ব,
কবি নই তবু বলে কবি আমি ! =p~ =p~ =p~

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এইটা ভালো বলছেন :P

১০| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কও কি মিয়া রশীদ মামার টংয়ে??? এতদিন তোমার লগে চললাম তাও জানাইলানা। তাড়াতাড়ি নাম ঠিকানা আার ডিপার্টমেন্ট কও ছুডু ভাইয়ের লাইগ্যা ইট্টু ওকালতি কইরা আসি। :P

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ঞ ......... আমারে কি বেয়াক্কেল পাইছেন যে আপ্নারে নাম ঠিকানা আর ডিপার্টমেন্ট কমু !!!

১১| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:২১

নিয়েল ( হিমু ) বলেছেন: ঐদিন যে ব্ল্লা লাল তোমার প্রিয় রং B:-) B:-) B:-)

আধপোড়া ফিল্টারে কিংবা
রাজপথে দেয়া সব মিছিলে,অন্যমনস্ক মনে
তুমি মিশে ছিলে,তুমি মিশে ছিলে,তুমি মিশে ছিলে ।
সুপার লাইক ( এক লাইন বাদে /:) /:) )

অপদার্থ ছিলাম সব সময়,
কদাচিৎ ভীতুও
:( :( :( /:) /:) ;) ;) ;)

ভাল লাগার প্রকাশের আর কোন মাধ্যম পাইতাছি না + ছাড়া :( :( :( :( :(

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমার যাহা সত্য তাহাই কবিতা ।

ঐ একলাইনই কবিতার প্রাণ :P

প্লাসের জন্য ধইন্যা ।

১২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৯

শিপন মোল্লা বলেছেন: চমৎকার কবিতা।

প্রথম কবিতাই মন কেরে নিলেন না জানি দ্বিতীয় কবিতায় কি করেন।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ ।

দ্বিতীয় কবিতায় মন ফেরত দিয়ে দেবো :P

১৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩১

রুদ্র মানব বলেছেন: প্রথম কবিতা হইলেও ভাল্লাগছে পইড়া :)

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ রুদ্র মানব ।

কবিতা তাইলে এখন কন্টিনিউ করা যায় । কি বলো ? :P

১৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লিখছেন।
শুভকামনা।।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে দুর্জয় ভাই ।

১৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৬

মামুন রশিদ বলেছেন: ব্যাপক হা-হুতাশময় কোবতে :( :((



ভালোই হইছে ;)

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: 'ভালো' এর পর অতিরিক্ত একটা 'ই' লাগাইয়াই তো কনফিউশনে ফালাই দিলেন মামুন ভাই । :(

১৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৪

জাকারিয়া মুবিন বলেছেন:
প্রথম কবিতা মোবারক।:)

খানাদানার ব‍্যবস্থা কই?

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ মুবিন ভাই ।

এই লন হাজীর বিরিয়ানি খান ...

১৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৬

বটবৃক্ষ~ বলেছেন: রাজপথে দেয়া সব মিছিলে,অন্যমনস্ক মনে
তুমি মিশে ছিলে,তুমি মিশে ছিলে,তুমি মিশে ছিলে ।


আসলেই দারুন!!!!!!++++
কোবতে না লিখ্খা এতদিন কি লিখসেন মিয়া!!!!
উপস! সরি!! মাননীয় মন্ত্রী মহোদয়.....???

নিয়েল ( হিমু ) বলেছেন: ঐদিন যে ব্ল্লা লাল তোমার প্রিয় রং B:-) B:-) B:-)
হাহাহ,,.....হাসতেই আছি!!!!! =p~ =p~ =p~

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: গরু মেরে জুতা দান করলেন নাকি ? X(
ব্যপার নাহ,জুতা জোড়া ছিঁড়া গেছে। দুইটা জুতার প্রয়োজন ছিলো :P :P

অনেক অনেক ধন্যবাদ :D

১৮| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো ভাইয়া।


১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

আপনার নিকটা বেশ ইন্টারেস্টিং লাগলো ।

১৯| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

শুধু বলব অসাধারন রকম ভাল হয়েছে কবিতাটি।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই । আপনাদের কাছ থেকে কোন কমপ্লিমেন্ট পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার ।

২০| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৩

মামুন রশিদ বলেছেন: 'ই' প্রত্যয় এখানে ভালো'র কমপ্লিমেন্টারি হিসাবে ব্যবহৃত হবে ;)



সত্যি কথা হইলো কোবতে জোস হইসে, ;)


আর আমরা ইহাও জানলাম, মন্ত্রী এখন প্রাপ্তবয়স্ক হইসে :P :P

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হা হা হা :D :D

তাইলে আর দেরী কেন,পাত্রী দেখা শুরু কইরা দেন :P :P :P :P

২১| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০

প্রিয়তমেষূ বলেছেন: প্রথম কবিতা মনে হলো না, পাকা লেখনী, খুব সুন্দর অনুভুতি মালা!

২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সত্যি প্রথম কবিতা
এর আগে যা লিখেছি সবই আগডুম বাগডুম ছড়া :D

অনেক ধন্যবাদ ।

২২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

আমিনুর রহমান বলেছেন: কোবতে ভালা হয়েচে ++++




পোলাপাইন যে কখন বড় হয়ে গেল বুঝলাম না :(

২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পিলাচের জন্য ধন্যবাদ ।

সঠিক সময়ে সঠিক জিনিস না বুঝার জন্য মাইনাচ X( X(

২৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩০

একটু স্বপ্ন বলেছেন:
ম্যাচিউরড, কবি ও কবিতা!

কবিতা ক্ষানিক কম বুঝলেও এটা যে ভাল কবিতা সেটা বুঝতে সমস্যা হয়নি। দশে নয় দিলাম ভাবনায় আর আট এর কাঠামোতে.. চলবে তো? :)

২০ শে মার্চ, ২০১৩ রাত ১:০১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চলবে মানে রীতিমত চলতে শুরু করে দিয়েছে । :P

যুথী আপুকে বলবেন একটু কস্ট করে পড়ার জন্য । উনি কিন্তু একজন উচু মানের কবি :D

২৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৬

আবিদ ফয়সাল বলেছেন: প্রথম কবিতা হিসেবে তো অসাধারণ লিখেছেন !!!

+

২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ঐ একটু চেস্টা করেছি আরকি ;)

অনেক ধন্যবাদ ফয়সাল ভাই ।

২৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৬

এম হুসাইন বলেছেন: ভালো লাগলো মাননীয় মন্ত্রি মহোদয়।

++++++++

আরও কবিতা চাই আমরা।

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হুসাইন ভাই

২৬| ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল ;) B-)) :P

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমারও ;)

অনেক অনেক ধন্যবাদ :)

২৭| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: অদ্ভুত ভাল হয়েছে। চালিয়ে যান। সামুতে ২য় কবিতা কবে প্রকাশ হবে?

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই ।

শীঘ্রই প্রকাশিত হবে ;)

২৮| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১২

মাহবু১৫৪ বলেছেন: খুব ভাল লাগা আপনার প্রথম কবিতা

++++

ভাল লাগা

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাহবু১৫৪ ভাই

২৯| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

মেঘরোদ্দুর বলেছেন: প্রথম লেখাতেই মাত হয়ে গেল। অতি মনোহর।

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আহা ... মন ছুয়ে গেলো ;)

ধন্যবাদ আপু

৩০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৭

ধানি মরিচ বলেছেন: অতিশয় সুন্দর কবিতাটি। এমন কবিতা পড়লে প্রেম করতে সাধ জাগে যে..
:P :P

২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হেহেহে ... তাই নাকি ??

তাইলে সুন্দর রমণ অথবা রমনী দেখে ঝাপিয়ে পড়ুন প্রেমে :P

অনেক ধন্যবাদ ।

৩১| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

শায়মা বলেছেন: সুন্দর!

২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ শায়মা আপু !

৩২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৭

সোমহেপি বলেছেন: ++++++++++++

২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ সোমহেপি

৩৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৯

আমিভূত বলেছেন: কবিতায় ভালোলাগা +++++++

২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনার কমেন্টেও ভালোলাগা :)

৩৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: অতপরঃ আমিও ভালো লাগা রেখে গেলাম :P

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এতোক্ষন পর ! /:) /:) /:) /:) /:)

আপনি কি সিওর হইতে পারতেছিলেন না কবিতাটি ভালা হইছে না খারাপ হইছে ?? X( X( X( X(

৩৫| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৭

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার কবিতার বিশুষ্ক আবেগ আমাকে ছুঁয়ে গিয়েছে!!
ভালোলাগা রেখে গেলাম..............

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সোনালী ডানার চিল আপনাকে ।
ভালো থাকবেন সব সময় ।

৩৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪

শ্রাবণ জল বলেছেন: সুন্দর লিখেছেন।
ভাল লাগা

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.