নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপম

আমায় ভাসাইলি রে , আমায় ডুবাইলি রে ....

মাননীয় মন্ত্রী মহোদয়

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার...

মাননীয় মন্ত্রী মহোদয় › বিস্তারিত পোস্টঃ

গউফ্রি বার্গারঃ গভীরতার দিক দিয়ে পৃথিবীর অন্যতম আর ভয়ংকর এক গুহা

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৪



বিশ্বের অন্যতম গভীর আর ভয়ঙ্কর এ গুহাটি ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।১৯৫৪ইংরেজীর ২৪ মে ফরাসি অভিযাত্রী জোসেফ বার্গার এটি প্রথম আবিষ্কার করায় তার নামানুসারে এর নাম রাখা হয় গোউফ্রি বার্গার (Gouffre Berger)।

তৎকালীন সময়ে এটি ছিল বিশ্বের সবচেয়ে গভীর গুহা । যদিও গভীরতার দিক দিয়ে বর্তমানে গোউফ্রি বার্গার বিশ্বে ২৮ তম ।







আর কয়েকটা সাধারণ গুহার মত পাহাড়ের গা ঘেঁষে তৈরি হয়নি এ গুহাটি। মাটির ১হাজার ১২২ মিটার বা ৩ হাজার ৬৮১ ফুট নিচে রয়েছে গুহাটির শেষ প্রান্ত। গুহাটি এতটাই গভীর যে গুহার একদম শেষ প্রান্ত থেকে ভূপৃষ্ঠে ফিরে আসতে সময় লাগে প্রায় ১৫ থেকে ৩০ ঘন্টা তাও যদি যাত্রাপথে দীর্ঘ কোন বিরতি নেওয়া না হয়ে থাকে ।গুহার ভেতরের অংশের দেয়াল আর ছাদ শক্ত লাইমস্টোন বা চুনাপাথর দিয়ে তৈরি।







গোউফ্রি বার্গারের গভীরতা আর গালফ বার্গারের সৌন্দর্য পর্যটকদের জন্য একটি দারুন আকর্ষণ । কিন্তু এর সম্পূর্ণ সৌন্দর্যকে উপভোগ করা বেশ চ্যালেঞ্জিং একটা ব্যপার বিশেষ করে গুহার শেষ ১০০০ মিটার ।

গুহাটির শেষ প্রান্তে মাটি পাওয়া যায় না; অথৈ পানি।

জোয়ার দেখা দিলে গুহার ভূগর্ভস্থে পানি হু হু করে ঢুকে পড়ে। তখন গুহার ভেতরের অংশের ছাদ পর্যন্ত পৌঁছে যায় পানি। এই জোয়ারের পানির তোড়ে ১৯৯৬ সালে এক অভিযাত্রী দলের কয়েকজন ডুবে মারা যান।









এরপর অনেকেই এর মধ্যে ঢোকার চেষ্টা করেছেন।কেউ কেউ এর তলানিতে গিয়ে পৌঁছতে পারলেও অনেকেই ব্যর্থ হয়ে ফিরে এসেছেন।

সম্প্রতি এক ব্রিটিশ অভিযাত্রী দল গুহার অভ্যন্তরে প্রবেশ করে সেখানকার বেশ কিছু ছবি তুলে এনেছেন।



গুহার একদম বাইরের প্রবেশদ্বার এটি







কিছুদূর যাবার পরই পেতে হয় পানির দেখা



গুহার ভেতরে রয়েছে কেভিং রিভার









................................................

তথ্যসূত্রঃ ডেইলি মেইল ইউকে

ছবিঃ গুগলের সৈজন্যে

মন্তব্য ৮২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:২০

বোকামন বলেছেন: হূম ....
শেয়ার করার জন্য ধন্যবাদ ..
(যাওয়ার ইচ্ছে আছে :| )

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমারে নিয়া যাইয়েন । একলা যাইতে ভয় পাই :(

২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৯

রওনক বলেছেন: ভয় পেয়েছি, +

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভয় পাইলে হইবো ;)

ধন্যবাদ :)

৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৭

শান্তা273 বলেছেন: ইশ কি ভয়ংকর!

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভয় কি মরণে , থাকিতে সন্তানে ... :P :P

ধন্যবাদ শান্তা273

৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: পোস্টে ভালো লাগা। তয় উখানে যাইতে ডর করে!! :(

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভাই চলেন একবার যাই ...
এই জীবন রাইখ্যাই কি লাভ বলেন । তার চাইতে একটু এডভ্যাঞ্চারই করেই মরি :P

৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: শেষৈর ছবিটা কিসের বর্ননা দেন ।

২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভাই ফটু দেইখ্যাই তো বুঝা যাইতাছে ফটুটা অধিক ঠান্ডায় কাতর এক ব্রিটিশ ক্লাইম্বারের :(

৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

জীবন্মৃত০১ বলেছেন: যামু, যামু না কেন? যাইতে হৈবই...

২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সাব্বাশ এই তো চাই ...

ধন্যবাদ ।

৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫

বাংলাদেশী দালাল বলেছেন: গুহাটার জন্ম ইতিহাস কি?

২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: জন্ম ইতিহাস বলতে কি গুহাটি কিভাবে সৃষ্টি হয়েছে সেটা জানতে চাইছেন ??

যদি তাই হয় , তাহলে বলি ... গুহাগুলো সাধারনত প্রাকৃতিক ভাবেই সৃষ্টি হয়, ইরোসন,ফ্র্যাকচার প্রভৃতি কারণে পাথরের ওয়েদারিং এর ফলে ।

আরো ডিটেইলস জানতে চাইলেও বলা যাবে সমস্যা নাই । এইগুলা নিয়াই কারবার ।

ধন্যবাদ ।

৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

সাইবার অভিযত্রী বলেছেন: আমারেও নিয়া যাইয়েন । একলা যাইতে ভয় পাই :(

২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আরে আপনে এতক্ষন কই ছিলেন ...
আপ্নারেই তো খুজতেছিলাম । চলেন এক লগে যাই ।
ব্যাগ গুছান । পাসপোর্ট ভিসা আছে তো ??? :P :P

৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এতক্ষনে বুঝলাম PME'র ইস্টুডেন্ট এর এই পুস্ট দেয়ার রহস্য কি?? আইচ্ছা ভাই, গুহা ক্যান সৃষ্টি হয়?? মজা করলাম। :P :P :P

আসলে তোমার কাছ থেকে গুহা সৃষ্টির রহস্য জানার ইচ্ছে হয়েছে। আচ্ছা এর সাথে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ভূমিকম্প কিংবা আগ্নেয়গিরির কোন সম্পর্ক আছে কি?

আশা করবো এই নিয়ে একটা পোস্ট পাব।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হেহেহে ... যাক একমাত্র আপনিই বুঝতে পারছেন । আপনার গণ্ডমূর্খ নিকটা পরিবর্তন করে অন্তর্যামী করার জন্য সামু করতিপক্ষকে অনুরোধ করছি । :P

আর গুহা যেভাবে সৃষ্টি হয়ঃ হুম আগ্নেয়গিরির এবং ভূমিকম্পের সম্পর্ক আছে ।
surface এর কিছু গুহা volcanic eruption(আগ্নেয়গিরির অগ্নুৎপাত) এর ফলে,কিছু কেমিক্যাল reaction এর ফলে সৃষ্টি হয় ।

যেমন limestone এর এর পাহাড় acid rain এর সাথে reaction করে কিংবা weathering এর ফলে যেমন কোন স্থানের bedding এর loose soil গুলা eroded হয়ে যেতে পারে।

আবার landslide(ভূমিকম্পের কারণে প্লেট সরে যাওয়া) এর ফলেও গুহা সৃষ্টি হতে পারে।

১০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রথমে ভাবছিলাম খাবার নিয়া পোষ্ট এখন দেখি পুরাই গুহার ভেতর হারিয়ে যাওয়া।

+++++++++

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হা হা হা বার্গার দেখে এমনটা মনে হইছে নাকি ?? :P

যাই হউক,প্লাসের জন্য অনেক ধন্যবাদ ভাই ।

১১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪

জাকারিয়া মুবিন বলেছেন:
ভয়ানক গুহা!!!!

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হুম , আসলেই ভয়ানক ।

ধন্যবাদ ।

১২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভাবছিলাম এ লয়া এক্টা পুস্ট লেইখ্যা আমারে উৎসর্গ কর্বা। এহন দেহি কিসের কি? এখানেই এনচার দিয়া দিলা। হতাশ!!!!

তয় এ নিয়া ব্যাপুক পরিমাণে জানার ইচ্ছা আছে। আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে হালকা পাতলা পড়ছিলাম ত। /:)

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এ নিয়া আস্ত একটা পোস্ট লেখার মত এতো যোগ্যতা এখনও অর্জন করি নাই । মাত্র তো দ্বিতীয় বর্ষে উঠলাম,আর ছাত্র হিসেবেও যথেস্ট ফাকিবাজ ।

আরেকটা কবিতা লিখেছি , ঐটা আপনাকে আর আরমান ভাইকে উৎসর্গ করবো ।

১৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: উরে মারছে কপিতা দেখার উপেক্ষায় রইলাম!!!

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হেহেহে অপেক্ষায় থাকুন,কবিতা আসবেই :P

১৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:১৩

আল ইফরান বলেছেন: ভালো লাগলো দেইখা :) :) :) (একটু একটু ভয়ও পাইছি কিন্তু :P

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভয় পাইছেন ??

আহ ভয় পাইলেই তো পোস্ট সার্থক :P

১৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: জোসেফ বার্গার


ইডা কেমুন নাম হইলো ! বার্গার

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ঘুড্ডির পাইলট নিক হইতে পারলে জোসেফ বার্গারে কি দোষ করছে? :P :P

১৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:২১

একজন আরমান বলেছেন:
দারুন পোস্ট।
প্রিয়তে।

আরও কিছু জানতে পারলে আরও ভালো লাগলো।
বাকি ২৭ টা নিয়া কবে লেখবেন?

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ আরমান ভাই ।

হুম আসলেই আরেকটু বিস্তারিত লিখতে পারলে ভালো হতো । কিন্তু কি জানেন তো এইগুলা নিয়া কিছু লেখা আসলেই একটা প্যাঁড়ার মত । বাস্তব এক্সপেরিয়েন্স তো কিছু নাই , তাই সব কিছুই লিখতে হয় নেট থেকে ইনফো নিয়ে । উইকি তে গিয়েও এই ব্যপারে তেমন কোন ইনফো পাই নি । শেষ পর্যন্ত একটি ব্রিটিশ জার্নালের দ্বারস্থ হতে হয়েছে , তাই শত ইচ্ছা সত্ত্বেও বিস্তারিত কিছু লিখতে পারিনি ।

ভবিস্যতে আরো সময় নিয়ে লেখার চেস্টা করবো ।
অনেক অনেক ধন্যবাদ ।

১৭| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

একজন আরমান বলেছেন:
বুঝতে পেরেছি ভাই। সামান্য সাজেশন দিলাম আর কি।
মাইন্ড খাইয়েন না। :P

সামনে আরও সুন্দর পোস্ট দিবেন সেই আশায় বসে রইলাম।
শুভকামনা। :)

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আরে ধুর , মাইন্ড করমু ক্যান ? ;)

মাইন্ড করই নাই মোটেও ।

১৮| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৩

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: ভালো লাগলো।
++++++++

প্রিয়তে

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফজলে আজিজ রিয়াদ ভাই:)

১৯| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২০

*কুনোব্যাঙ* বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

প্রথমে ভাবছিলাম খাবার নিয়া পোষ্ট এখন দেখি পুরাই গুহার ভেতর হারিয়ে যাওয়া।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এই নিন বার্গার খান


আপনি তো ব্যাঙ , তাই আপনার জন্য সাপের বার্গার :P

২০| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৪

রুদ্র মানব বলেছেন: অসাধারণ B:-) B:-) B:-)

ছবিগুলা দেইখা গুহায় যাইতে মুচাইতেছে =p~ =p~ =p~

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ রুদ্রমানব !

২১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:২৫

মামুন রশিদ বলেছেন: মন্ত্রী হঠাৎ করে গুহা, গভীরতা জাতীয় গুহ্য জিনিস নয়া পড়লো কেন ?? :P


কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো.. :|
(আইজু ইস্টাইল)

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৪২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কি আর করবো মামুন ভাই,
বউ বলিল, বর্তমানে সব কিছুরই গভীরতা খুজিতে হইবেক । আইজূর স্ট্যাটাসেরও গভীরতা খুজিতে হইবেক । এই গভীরতা খুজতে খুজতেই এই পোস্টের অবতারণা । :D

২২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৩

মাগুর বলেছেন: খাইসে! :-* ৩ হাজার ৬৮১ ফুট!! :-* :-*

একবার তো নেমে দেখার ইচ্ছা হয়ে গেলো.... 8-|

মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন, গুহা পরিদর্শনের জন্য কি কোন রাষ্ট্রীয় খরচে ব্লগারদের একটি দল পাঠানো হোক [দলে আমাকে নিতে হবে কিন্তু :-0 ]

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: রাস্ট্রীয় খরচে তো অলরেডি এক সদস্য বিশিষ্ট একটি টিম সেদিন গেলো । ঐখান থেকে এসেই তো পোস্ট টা দিলাম !! :P

২৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৬

মাগুর বলেছেন: আর হ্যাঁ....ব্যাঙ ভাইয়ের মতো আমিও ভাবসিলাম খাওয়ার নিয়া পোস্ট :P

যাই হোক ৮/১০ টা পিলাচ লন :-< :-<
++++++++++

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: :) :)

ধন্যবাদ ধন্যবাদ ।

২৪| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

শব্দহীন জোছনা বলেছেন:
ছবি গুলা খুব ভালো লাগল





+




২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:১২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ শব্দহীন জোছনা

২৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮

ফাহিম আহমদ বলেছেন: আপনার ব্লগে এই প্রথম আসলাম মনে হয়। অনেক ভাল লাগল মাননীয় মন্ত্রী সাহেব.... ;) ;) ;)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৩২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হুম ফাহিম ভাই এইবারই প্রথম আসলেন ।

স্বাগতম আপনাকে মন্ত্রীর মন্ত্রণালয়ে !! :P

ভালো থাকবেন নিরন্তর ।

২৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আপনি কাকে সবচেয়ে যোগ্য মনে করেন?

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ক্যাচাল এড়াইতে চাইলে আমার মতে স্পিকার আব্দুল হামিদই বেস্ট হবে।
বেচারার সব দিক দিয়েই গ্রহনযোগ্যতা আছে ।

২৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আপনি কাকে সবচেয়ে যোগ্য মনে করেন?

০২ রা জুন, ২০১৩ রাত ১:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপ্নারে

২৮| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আপনি কাকে সবচেয়ে যোগ্য মনে করেন?

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমাদের নাসিরও কিন্তু খারাপ না :P

২৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫

জুন বলেছেন: ছবি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ :)
+
আমিও ৩/৪টা কেভসে গিয়েছি। ভয়ংকর সেই সব অভিজ্ঞতা মাননীয় মন্ত্রী।
তার থেকে দুটো ছবি দিলাম ।

ফুকেটে , ছবির ক্যানোতে আমি । শুয়ে ঢুকতে হয়েছে,

বোরা কেভস আরাকু অন্ধ্র প্রদেশ ভারত বাদিক দিয়ে নিচে নেমে যাচ্ছি আরো গভীরে।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ আপু ছবিগুলো শেয়ার করার জন্য ।

আসলে এডভেঞ্চার সব সময়ই একটা রোমাঞ্চকর বিষয় মনে হয় আমার কাছে,বাস্তবে যদিও বান্দরবন,খাগড়াছড়ি আর হামহাম ছাড়া অন্যকোথাও যেতে পারি নি যথেস্ট সুজোগ সুবিধার অভাবে । তাই গুগলে ঘুরেই সাধ মেটাতে হয় ।
এইভাবে ঘুরতে ঘুরতেই এই পোস্টের অবতারণা ।

৩০| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২

অনীনদিতা বলেছেন: বাপরে কি ভয়ংকর! B:-) B:-)

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মাউন্টেইন ডিউ খেতে পারেন , ভয় ডর কেটে যাবে আশা করি :P

ভালো থাকবেন সব সময় ।

৩১| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

মাহমুদা সোনিয়া বলেছেন: চমৎকার বর্ণনা! মাননীয় মন্ত্রীর তো একেবারে ভক্ত বনে গেলাম। :) :)

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হা হা হা তাহলে তো আমার আরো একটা ভোট বাড়লো ! কি বলেন ?? :P

৩২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯

সোনালী ডানার চিল বলেছেন:
নাইস পোষ্টে +++++++

৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:০০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে সোনালী ডানার চীন ।
ভালো থাকবেন সব সময় ।

আপনার নিকটা খুব পছন্দ হয়েছে ! :)

৩৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
গুহায় লাফ দিতে মন চায়। অনেক ভাল লাগল, ছবিসহ পোষ্টটা।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপাতত দিয়েন না । ছাগু পিটানোর জন্য আপনার মত একজন মহিলা নেত্রীর বেশ প্রয়োজন আছে এই সামুর । :P

ভালো থাকবেন আশা করি ।

৩৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:০০

অহন_৮০ বলেছেন: ++++

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ অহন ৮০ :)

৩৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১৯

মাক্স বলেছেন: ছবি দেখতে পারলাম না মুবাইলেত্তে দেখা যায় না :(
তবে আবার আসিব ফিরে এই পোস্টে। ;)

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৪৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অশেষ ধইন্যবাদ মাক্স ভাই

৩৬| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৬

আমিনুর রহমান বলেছেন:

চমৎকার পোষ্ট +++

মুগ্ধ হয়ে ছবিগুলো দেখছি। ভীষন যেতে ইচ্ছে করছে :)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই ।

সমস্যা নাই , দুই ভাই একসাথে যামু নেহ ;)

৩৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১১

এম হুসাইন বলেছেন: +++++

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ মিনহাজ ভাই

৩৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩

সোহাগ সকাল বলেছেন: চরম পোষ্ট! ভাল্লাগলো।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ সোহাগ ভাই

৩৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১১

এম হুসাইন বলেছেন: :P :P :P :#> মিনহাজ কেডা ভাই? চিনলাম না তো...... :P :P ;) :-/



পোস্ট কিন্তু অনেক আগে পরছি, মন্তব্য করা হয় নাই, যাইতে মুঞ্ছায় ওইখানে...... :)


২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মিনহাজ কেডা না ??? ;)

যাইমু নে একলগে , টেনশন নিয়েন না । :D

৪০| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৪

এম হুসাইন বলেছেন: ভাইসাব সিলটি নি??? :-/ :) ফেবু তে দেখছইন নি আম্রে? তে একটা গুতা দেউক্কা চাইন... :P :) :)

আর না পাইলে ওখানো আপনার লিঙ্কটা দেইন না পিলিজ...... :-/ :)

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সিলোটি নি মানে ?? আপনি যে সিলোটি গ্রুপটাতে জয়েন করছেন ঐটার এডমিন আমি B-)

আমার ফেবু

৪১| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:১১

রেজওয়ান তানিম বলেছেন: ইন্টারেস্টিং

১২ ই মে, ২০১৩ রাত ১:৫৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হুম অনেক ইন্টারেস্টিং , ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.