নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপম

আমায় ভাসাইলি রে , আমায় ডুবাইলি রে ....

মাননীয় মন্ত্রী মহোদয়

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার...

মাননীয় মন্ত্রী মহোদয় › বিস্তারিত পোস্টঃ

প্রেমের গল্প অথবা একটি ছেলে মানুষই কবিতা

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২





এটি একটি প্রেমের গল্প

দুস্টু মিস্টি প্রেমের গল্প

সাহসী মনের হটাৎ করে বোকা হবার গল্প

চতুর ছেলের প্রেমে পড়ে ধোঁকা খাওয়ার গল্প।।



স্থাপত্যকলার মেয়ে আর

প্রকৌশলের ছেলের গল্প,

টঙ দোকানে ধোঁয়া উঠা চা সাথে

আধপোড়া সিগারেটে

তর্ক জমানো গল্প।।



জোৎস্না রাতে দুজন মিলে আকাশছোয়া স্বপ্ন দেখার গল্প,

দূর পাহাড়ের কিনার ঘেসে ছোট্ট একটি ঘর বানাবার গল্প।

কালো ছেলের আর ফর্সা মেয়ের

পালিয়ে যাবার গল্প,

পালাতে গিয়ে ঘরের টানে মেয়েটার আবার

ফিরে আসার গল্প।।





দুঃখের গল্প , রাগের গল্প

একলা ঘরের কোণায় বসে বালিশ বুকে মেয়েটার আজ

কেঁদে ফেলার গল্প ।



নিরবতার গল্প

ঘর ভাঙ্গার গল্প

দূরে যাবার গল্প ।



শেষ বিকেলের আলোতে

অভিমানে দিঘীর জলে

আজ ছেলেটার সারাদিন

তাকিয়ে থাকার গল্প ।।

.......................................



উৎসর্গ করছি জনৈক গণ্ডমূর্খ ভাইকে । ভাই মেয়েটার ডিপার্টমেন্টের নাম জানতে চেয়েছিলেন । :P



কবিতাটি গতকাল রাতে আমার ব্লগস্পটে প্রকাশিত ।

মন্তব্য ৫৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
১ম ভালোলাগা।


+++


ভাই মেয়েটার ডিপার্টমেন্টের নাম জানতে চেয়েছিলেন । :P

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ ।

আর বইল্লেন না , বড় ভাইদের নিয়া এই একটা সমস্যা । এদের যন্ত্রনায় ছুডু ভাইগুলা ঠিক মত প্রেমও করতে পারে না । :P

২| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: হা হা হা!!! এবার মুবাইল নাম্বার দিয়া ফালাও। :P


সকল সাস্টিয়ানকে এগিয়ে আসার আহবান করছি। এই যাত্রায় আমাগো মন্ত্রীসাবের যদি কিছু হয়!!!

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ছি ছি ভাই ...

আপনি দেখি এখন যত্র তত্র মোবাইল নাম্বার চাইয়া বসেন । :P

লক্ষন সুবিধের না , বিয়েটা এইবার কইরা ফালান । আর কত ?? :P

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫

িনহাজ রিমন বলেছেন: +++++++++++
কবিতা সুন্দর হয়েছে...

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ রিমন ভাই ।

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কয়েকটা শব্দ তো বুঝলামই না। বড় কবি B-) ভাল লেগেছে ;)

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হায় হায় কি বলেন ??
এত্তো সহজ বাংলায় লিখলাম , তাও বুঝলেন না ? :( :(

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: অগ্রিম ফডু.............।।
সেন্ড বাই গুগল মামু =p~ =p~

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

ইডা কোন নোয়াখাইল্যা মাইয়ার ছবি গো ভাই ??

ছবি লাগবো আমারে কইলেন না ক্যান ?? গুগলরে জিগাইতে গেলেন ক্যান ??
এই লন আসল ছবি

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: নিরবতার গল্প
ঘর ভাঙ্গার গল্প
দূরে যাবার গল্প ।


সুন্দর!!


জনৈক গণ্ডমূর্খ ভাইয়ের ডিপার্টমেন্ট প্রকৌশল কিনা জাতি জানতে চায়! :)

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হেহেহে...
জনৈক গণ্ডমূর্খ ভাইয় রসায়নের ব্রিলিয়ান্ট ইস্টুডেন্ট ;)

অনেক ধন্যবাদ আপনাকে ।

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

মামুন রশিদ বলেছেন: প্রেমের গল্প কিন্তু কোন ছেলেমানুষী কবিতা নয় । অত্যন্ত সিরিয়াস ব্যাপার । ;)


আগাম শুভকামনা । !:#P

গণ্ডমূর্খ ভাই সিরিয়াসলি অর্পিত দায়িত্বটুকু পালন করবেন আশা রাখছি । :P

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হাহাহা ধন্যবাদ মামুন ভাই ।

গণ্ডমূর্খ ভাই ইতিমধ্যেই প্রসেসিং শুরু করে দিয়েছেন । :P

৮| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

জাকারিয়া মুবিন বলেছেন: কিছু বানান ভুল আছে, ঠিক করে নেবেন।

দূর পাহাড়ের "কেনার" "ঘেঁষে" ছোট্ট একটি "ঘড়" বানাবার গল্প।
কিনার, ঘেসে, ঘর হবে।

পালাতে গিয়ে "ঘড়ের" টানে মেয়েটার আবার
ঘরের হবে।

আজ ছেলেটার সারাদিন
"থাকিয়ে" থাকার গল্প ।।
তাকিয়ে হবে।


প্রেমের গল্প ভাল্লাগছে। :)

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বাঙালী হয়ে বাংলা বানান ভুল করা আসলেই একটা লজ্জাজনক ব্যপার ।

ধন্যবাদ মুবিন ভাই , ভুল গুলো ধরিয়ে দেবার জন্য ।

ভালো থাকবেন ।

৯| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: গল্প ভালো লেগেছে। :)

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: :P
ধন্যবাদ ধন্যবাদ ।

১০| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

মেয়েটার নাম আমিও জানতে চাই। :P

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: নাম পরের পর্বেই জানতে পারবেন আশা করি :P

১১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০০

আমিনুর রহমান বলেছেন: জনৈক গণ্ডমূর্খ (লুল) তোরে মাইনাস ;)


রুপম অসাধারণ ছন্দময় প্রেমের গল্প +++



অ.ট. প্রতিদিনই তোকে একবার ফোন দিবো ভাবি আর যখনই ফোন দিতে যাই কোন না কোন কাজে আটকে যাই :P

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হুম আমিও প্রতিদিন হাতে ফোন নিয়া বসে থাকি আপনি ফোন দিবেন বলে ...
কিন্তু আপনি আর ফোন দেন না । :( :(

কেনু কেনু কেনু ???

১২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০২

স্বপনবাজ বলেছেন: ভালো লাগলো !

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ ব্রাদার :)

১৩| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: @ৎঁৎঁৎঁ ভাই, (কঠিন নাম, লিখতেই কেমুন লাগে, তাই কপি পেস্টু করে দিলাম ;) ) আপ্নে কি আমাকে সন্দেহ করতেছেন??? B:-/ B:-/

@মামুন ভাই, মন্ত্রী চাইলে অবশ্যই দায়িত্ব নিতে আমি রাজি আছি। :P

@আমিনুর ভাই, তুমিও কি আমারে সন্দেহ করতাছ?? তুমারে সুলায়মানি মাইনাচ। X( X(


@ লেখক, টেনশন নাইক্কা আমি আছি। আর ইডা কি মাইয়ার ছবি দিলা?? ইডার দেখি চুখের উপ্রে কালি জমছে!! B-)) B-)) B-))

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কালে কালে বয়স তো কম হইলো না আপনার !!!

এখনও তো নিজেরই কোন ব্যবস্থা করতে পারলেন না , আমার ব্যবস্থা কিভাবে করবেন??? :P

আর ঐডারে কালি কয় না , ঐডা সুরমা মনে হয় । আমি নিজেও সিওর নাহ । :D

১৪| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৯

আমিনুর রহমান বলেছেন:

@জনৈক গণ্ডমূর্খ , যারে সন্দেহ করা লাগে আমিতো তারেই করছি, আর মাইয়াডার ছবি আসলেও কেমন কেমন হেফাজত দেখলে কুবর আচে ;)

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হেফাজত !!!!

হাহাহা

বেইল নাই হেফাজতের :D

১৫| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আমিনুর রহমান বলেছেন:

@জনৈক গণ্ডমূর্খ , যারে সন্দেহ করা লাগে আমিতো তারেই করছি, আর মাইয়াডার ছবি আসলেও কেমন কেমন হেফাজত দেখলে কুবর আচে

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হেফাজত !!!!

হাহাহা

বেইল নাই হেফাজতের

১৬| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০২

প্রতিভাবান বালক বলেছেন: আশা করি পহেলা বৈশাখে আমারা মন্ত্রিকে জুটিবদ্ধ অবস্থায় দেখব ;) ;) ;) ;)

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পহেলা বৈশাখ কি পহেলা ফাল্গুনেও জুটিবদ্ধ অবস্থায় দেখিতে পাইবেন না ভাই :(( :(( :(( :(( :(( :(( :(( :((

১৭| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৭

মামুন রশিদ বলেছেন: ঞ: পহেলা বৈশাখের দাওয়াত পাইলাম মনে হয় :| B-)



একা আসবো, নাকি পুরা ফ্যামিলি ??

মন্ত্রী@, গণ্ডমূর্খ@, প্রতিভাবান@ অল সাস্টিয়ানস@


১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পুরো ফ্যামিলি না নিয়ে একা আসিতে গেলে ভার্সিটি গেইট থেকেই আপনাকে বিদায় করে দেয়া হবে :P :P :P

১৮| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০

একজন আরমান বলেছেন:
ওরে আমারে কেউ ধর রে।
এত্তো সুন্দর। :!> :!> :#>

আর মূর্খ চামে এইগুলা কি করতে চাইতাছে? X( X( X(( X((

ওরে তো কইলাম কয়দিন আমার হেফাযতে থাকতে। :P :P ;)

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শরম পাইলাম আরমান ভাই :!> :!> :!> :!>

আর গণ্ডমূর্খ ভাই চান্স নিতে চাইতেছে , বেচারা আর কত কাল পাশবালিশ নিয়া ঘুমাইবো ?? =p~ =p~ =p~ =p~ =p~

১৯| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: @আমিনুর ভাই, মাইয়ার ছবি যে কেমুন কেমুন তা তুমি কি করে বুঝলা????
শেষ পর্যন্ত ছুডু ভাইয়ের......... B:-) ঘোর কলিকাল আইস্যা পড়ছে!!! সাধু!!! সাধু!!!!

@মামুন ভাই, সিস্টেমে এ কুন দাওয়াত নিলেন??? :P

@ মন্ত্রী, ভালু মানুষের আজকাল দাম নাই!!! :(

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ডাকাইতের মন পুলিশ পুলিশ !!

আপনি ই তো সবার আগে ছুডু ভাইয়ের ......... দিকে নজর দিছেন । :D

কনফেশনের কথাটা কমু ভাই,ঐ যে নাম্বার চাইছিলেন ??? :P :P

২০| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ তার ছবি দিলে আরও ভালো হইতো !

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনি একটা ইস্কেচ আইক্যা দিয়েন :P

২১| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

ঘুড্ডির পাইলট বলেছেন: এরাম ছেকামাইছিন কয়টা খাইছেন জীবনে ?

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: উনেক উনেক :(( :(( :(( :(( :(( :(( :(( :((

২২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

একজন আরমান বলেছেন:
আরে পুরুষ মাইনসের আর শরম কিসের? :P :P ;)

চলুক কাব্যের ভ্রমন। :)

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হিহিহি ...
শরমের মইধ্যে আবার পুরুষ-নারী কি ?? :P

আপনারও চলুক ... :)

২৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

হাসান মাহবুব বলেছেন: সুইট কবিতা!

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ হা মা ভাই ।

নববর্ষের শুভেচ্ছা ।

শুভ রাত্রি ।

২৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

আমিভূত বলেছেন: কবিতা সুন্দর হয়েছে :D

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ ।

নববর্ষের শুভেচ্ছা , শুভ রাত্রি । :)

২৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১২

কালোপরী বলেছেন: :)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: :)

২৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯

ফালতু বালক বলেছেন: অভিমানে দিঘীর জলে
আজ ছেলেটার সারাদিন
তাকিয়ে থাকার গল্প ।।


ব্যাপার না, হাল ছাইরেন না মন্রী ভাই। হে হ্রে।

++++++++ কাব্যে।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ ব্রাদার :)

২৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪

বোকামন বলেছেন:





মাননীয় মন্ত্রী মহোদয়,
প্রতিটা গল্পই ভালো লাগলো !
শেষে কী এগুলো গল্পই থেকে যাবে...

১১তম ভালোলাগার গল্প(মন্তব্যে)
ভালো থাকবেন...

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ বোকামন ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.