নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপম

আমায় ভাসাইলি রে , আমায় ডুবাইলি রে ....

মাননীয় মন্ত্রী মহোদয়

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার...

মাননীয় মন্ত্রী মহোদয় › বিস্তারিত পোস্টঃ

(ইমেইলের স্ক্রীন শট সহ আপডেটেড) জাফর ইকবাল স্যারকে নিয়ে সাম্প্রতিক বিতর্ক এবং এ বিষয়ে স্যারের বক্তব্য

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

ঘটনাঃ

বাংলাদেশ ব্যাংকের একটা অনুষ্ঠান ছিলো সেটা। টপিক ছিল 'স্কুল ব্যাংকিং'। স্বাভাবিকভাবেই সেখানে স্কুলের বাচ্চাকাচ্চারা উপস্থিতি ছিল এবং বাচ্চাদের উৎসাহিত করতে সেখানে জাফর ইকবাল স্যারকে আমন্ত্রন জানানো হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে ৫ টি ব্যাংক-কে ক্রেস্ট দেয়া হয়। এই পাঁচটি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক-ও ছিলো। পত্রিকা এবং ফেসবুকে একটা ছবি প্রকাশিত হয়েছে যেটাতে দেখা যাচ্ছে যখন ইসলামী ব্যাংক-কে ক্রেস্ট দেয়া হয় তখন স্যার হাততালী দিচ্ছেন।



আসল ঘটনাঃ



স্যারকে যখন আমন্ত্রন জানানো হয় তখন তাকে বলা হয় যে অনুষ্ঠানে তিনটি ব্যাংক-কে ক্রেস্ট প্রদান করা হবে।

ইনভাইটেশন কার্ডটার কপিঃ



এইখানে

এইখানে

এইখানে



স্যার বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আতিউর রহমানকে বিশ্বাস করেই অনুষ্ঠানে গিয়েছিলেন। কারণ আতিউর রহমানের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক অনুষ্ঠানে স্যার আগে উপস্থিত ছিলেন। জাফর ইকবাল স্যার ভাবেননি আতিউর রহমানের উপস্থিতিতে এরকম কিছু ঘটবে।



যাই হোক, স্যার একটুও জানতেন না যে অনুষ্ঠানে ইসলামী ব্যাংক-কে ক্রেস্ট প্রদান করা হবে। ইনভাইটেশন কার্ডে যে তথ্যটা দেয়া হয়েছিলো সেটা ছিলো ভুল। সেখানে তিনটি ব্যাংক-এর কথা থাকলেও অনুষ্ঠানে ক্রেস্ট দেয়া হয় পাঁচটি ব্যাংককে। ...এবং যখন ইসলামী ব্যাংক-কে ক্রেস্ট দেয়া হয় তখন মাইকে একবারও 'ইসলামী ব্যাংক' কথাটা বলা হয়নি। বারবার বলা হয় 'আইবিবিএল'। এই পুরো ব্যাপারটি স্যারকে বিভ্রান্ত করে দেয়।



পুরো ঘটনা হচ্ছে এরকম।



ব্যাপারটি ধরতে পারার পর স্যার নিজেও অনেক হতাশ হয়েছেন।



স্যারের সাথে আমার কথা হয়েছে। স্যার আমাকে মেইলও করেছেন।





মেইলটি এখানে হুবুহু কপি পেস্ট করে দিলামঃ



you are right- i didn't know they were going to give

crests to islami bank. (look

at the attached card it didn't mention the

name of the bank- it says three banks

but five banks were given crests)i always trusted

the judgement of governor atiur

rahman, he arranged fund for treatment

of a freedom fighter when i asked him a few

years ago. so when he requested

me to be there it never occured to me something

like this could happen. the program was

innocent enough-banking of school

children i went to encourage the children.

in fact i didn't realise it was the

same islami bank til later

(there were other banks with similar names) because

they kept calling it IBBL. i am really upset-

more than you. trust me, i have no

intention to promote a bank

funded by the war criminals.




m. zafar iqbal



আশা করি ভুল বুঝাবুঝির অবসান হবে এবার।



আলীম আল রাজি ভাইয়ের ফেবু পোস্ট থেকে কপি পেস্ট করে দিলাম ।

মন্তব্য ১৩১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১৩১) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

ঢাকাবাসী বলেছেন: আতিয়ার একটা নীচু মানের চামুচ মনে হয়।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: যা বলার পরিস্কার করে বলুন

২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫

পিকেকে টিটু বলেছেন: :(

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: :(

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

দুই পা ওয়ালা গাধা বলেছেন: তাই না.।।। গাধা মানব কোথাকার

লেখক হইছে মাটি খাইয়া


আই বি বি এল মানে জানেনা কিন্তু দিগন্ত টিভি কার তা তো ঠিকই জানে

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: নিজের নিক নেইম দিয়েই তো নিজের পরিচয় দিয়ে গেলেন । আপনাকে আর কি বলবো ...

৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

আমিনুর রহমান বলেছেন:

পোষ্টে +++

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই :)

৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

পোকেমোন০০৭ বলেছেন: খুবই দায়সারা জবাবের মেইল। স্কুল ব্যাংকিং নামের যে প্রজেক্ট তাতে সবচেয়ে বেশি একাউন্ট খোলা হয়েছে ইসলামী ব্যাংকে এবং প্রথম ক্রেস্টটা তাদেরকেই দেওয়া হয়। উনার মত একজন দায়িত্বশীল ব্যাক্তি অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে বুঝতে পারলেন না যে এখানে ইসলামী ব্যাংককে পুরস্কার দেওয়া হবে? তার মানে দাড়াল কোন অনুষ্ঠানের মূল বিষয় বস্তু সম্পর্কে বিষদ ভাবে স্টাডি না করে বুদ্ধিজীবি হিসাবে নিজেকে শো আপ করতে গেছেন।
আর আমি নিজে গতকাল ১০.৩০ মিনিটের এন টিভির খবরে দেখলাম উনি অত্যান্ত হাসি মুথে ইসলামী ব্যাংকের এমডি'র সাথে হাত মিলিয়েছেন। যার নাম উনার সামনে ঘোষনা করা হয়েছে, যদি উনি সত্যিকার অর্থেই বিষয়টা এড়িয়ে যেতে চাইতেন তাহলে তিনি তখনি অনুষ্ঠান বর্জন করতে পারতেন। এবং তাতে করে আপনার মত উনার শিষ্যরা খুশি মনে এই বিষয়টা নিয়ে ব্লগিং করতে পারতেন।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: দেখুন , করতিপক্ষ কিন্তু ওদের ইনভাইটেশন কার্ডে ইসলামি ব্যাংকের নাম উল্লেখ করে নি ।এমনকি অনুষ্ঠানেও অত্যন্ত সুকৌশলে ইসলামি ব্যাংক না বলে আইবিবিএল বলেছে ।

কেনো করে নি, কেন বলেছে ??
কারণ তারা জানে যে ইসলামি ব্যাংকের নাম উল্লেখ থাকলে জাফর ইকবাল ঐ অনুষ্ঠানে যেতেন না ।

আর ইসলামী ব্যাংকের ঐ কর্মকর্তাকে পুরস্কৃত করার জন্য বাংলাদেশ ব্যাংক নিয়ে কিছু বলছেন না , অথচ পুরস্কৃত একজনের পুরস্কার পাবার সময় হাততালি দেবার জন্য পূর্বের সব কাহিনী ভুলে গিয়ে জাফর ইকবালের গুষ্ঠি উদ্ধার করছেন ??

ঐ কর্মচারীকে কেন পুরস্কৃত করা হয়েছিলো তা জানেন কি ভাই ?? স্কুল ব্যাংকিং এ তার কন্ট্রিবিউশনের জন্য । সেটা যদি হাত তালি দেবার মতো কোন কাজ হয়ে থাকে তবে বাচ্চাদের মটিভেইট করার জন্য আমি হাততালি দিতে যাবো না কেন ??? হাত তালি ই তো দিয়েছি ।
তুষার তো নিজের স্বার্থে গিয়েছিলো , জাফর ইকবালের এইখানে স্বার্থ কি ভাই??

৬| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

আমি মোঃ চয়ন বলেছেন:

তালি টা কি স্যারে ঘুমের ঘোর দিছিলো ? নাকি হাত আটো হয়ে গেছিলো ?? :-B :-B

আগে আব্দুর নুর তুষার, পরে জাফর ইকবাল !! মারহাবা !!

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পোস্ট পড়ে মন্তব্য করেন ।

৭| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮

বাক স্বাধীনতা বলেছেন: ইসলামী ব্যাংকতো দেখি বহাল তবিয়তে আছে। বর্জনের ডাক দিয়ে কী লাভ হইল?

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এরই নাম নোংরা রাজনীতি ...

তবে আশা রাখি হবে , ধীরে ধীরে হবে ।
আশা তো রাখতেই হবে ।

৮| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১০

লেজ কাটা শেয়াল বলেছেন: O khoda!
R kto gordob camca dekhaba?

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আয়নার সামনে যাইয়া এই প্রশ্নটা আবার করেন ...

৯| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩

সৈয়দ শমশের বীন মুর্তজা বলেছেন: ++++++

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ

১০| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬

সৈয়দ শমশের বীন মুর্তজা বলেছেন: জামাতি বরাহ গুলোর স্ট্যাটিজি এই রকম। দাওয়াত দেবার সময় বলে এক কথা। কৌশলে বিভিন্ন ধরনের কাজ করে। উদ্দেশ্যমুলক এঙ্গেল থেকে বিভিন্ন ধরনের ছবি তুলে রাখে।
তবে ধরা দরকার সেইসব লোকদের। যারা সারকে অনুষ্ঠানে আনার জন্য লবিং করেছিল।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: তবে ধরা দরকার সেইসব লোকদের। যারা সারকে অনুষ্ঠানে আনার জন্য লবিং করেছিল।

সহমত । তবে কে ধরবে ভাই ??সবাই তো জাফর ইকবালকে জামাতী বানাতেই ব্যস্ত । /:) /:) /:) /:)

১১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

সৈয়দ শমশের বীন মুর্তজা বলেছেন: জামাত মরিয়া হয়ে উঠেছে দেখাতে যে ওরা সবাইকে কিনে নিতে পারে। সব কিছু কিনে নিতে পারে। কিন্তু এত বুদ্ধি করেও শেষ রক্ষা হবে না।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সহমত আবারো ...

জয় সত্যেরই হবে ।

১২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫

এনাম হক বলেছেন: jamater bank na baler bank dekhar time Ase ? Bangladesh er Arthik khate koto boro role Play kortese , koto manush job kortse eidai important ... ?
Obantor kotha vodai ra sara kew bolbe na ... !!!

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনারা সেটা বুঝবেন না

১৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫

এনাম হক বলেছেন: jamater bank na baler bank dekhar time Ase ? Bangladesh er Arthik khate koto boro role Play kortese , koto manush job kortse eidai important ... ?
Obantor kotha vodai ra sara kew bolbe na ... !!!

১৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

৭ ১ নিশান বলেছেন: উনি খুব বই লিখেছেন আর কি? ধার করা কল্প কাহিনী লিখে বড় হোয়া যায় না। আর বেসীদিন মূখোশ পরে থাকাও যায় না। ওনার চেয়ে অনেক বড় বৈজ্ঞানিক বাংলাদেশে আছে। উনি একজন সুবিধাবাদী মাত্র। যে মুক্তিযুদ্ধের চেতনা বেচে খেয়েদেয়ে ঘুরে বেড়ান। কোথায় থাকে এই ষাড় যখন টিপাইমুখ বাধ হয়? রামপালে সুন্দরবন এর শরীরে ক্যন্সার এর বীজ এর মত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেদ্র করা হয়। কোথায় থাকে উনি যখন ফেলানী ঝুলে থাকে কাঁটাতারে? কোথায় থাকে উনার দেশপ্রেম ? উনি আসলে একজন ভন্ড মানুষ। শুধু কোন এক দলের কথা না বলে উনি যদি দেশের কথা বলতেন তাহলে দেশ জাতি উনাকে মনে রাখত। ডাঃ মুহাম্মদ ইউনুসকে তাড়িয়ে দিলেও উনি মুখ বুঝে থাকেন? উনি কোনদিন ছাত্রলীগের হানাহানির বিরুদ্ধে কথা বলেন নি কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবুল মারা গেলে উনি ছিলেন নীরব। বিশ্বজিৎ হত্যার পর উনার কলমের কালি ছিল না। এর পরো কি বলব যে উনি একজন পীর। তাহলে কি সে দল কানা? হ্যা জামাত স্বাধীনতা বিরোধী তাদের বিচার সবাই চাই কিন্তু এছাড়াও যে দেশে অন্য অনেক বিষয় আছে কাজ করার তা ভুলে গেলে এর ভবিষ্যত ভাল হয় না।
আর যদি ইসলামী ব্যাংকের উপর এত রাগ থাকে তাহলে কারো ক্রিকেট বিশ্বকাপ দেখা ঠিক হয়নি কারন এর প্রধান স্পন্সর ছিল এই ইসলামী ব্যাংক। তাই শুধু শুধু লোক দেখান দেশপ্রেম দেখানোর কোন দরকার আছে বলে মনে হয় না।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হুম এর মানে হইলো বাংলাদেশে যত ঘটনা ঘটবো সব কিছু নিয়েই জাফর ইকবালের কথা বলতে হইবো , নচেৎ বেচারা ভন্ড আর বাকিরা সাধু ।

কিছু গল্প লিখমু । একটু ধার করা কল্প কাহিনী চাচ্ছিলাম আপনার কাছে ??

১৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

এম আবু জাফর বলেছেন: ৭ ১ নিশান মন্তব্যে ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ক্যান ?? নিজের কিছু বলার নাই ????? ;) ;) ;)

১৬| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

দুই পা ওয়ালা গাধা বলেছেন: জাফর স্যারের মাথায় সমস্যা আছে।। একটা ব্যাঙ্ক বর্জনের মানে বুঝে তিনি???

নিজেই নিজেরে বাঁশ মারার প্লান।

আর এইটা যে সাপোর্ট করে তারে বাঁশপ্রেমিক উপাধি দেওয়া হোক

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আয়োডিন খান বেশী করে

১৭| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

সীমানা ছাড়িয়ে বলেছেন: জাফর ইকবালকে ধোয়া তুলসী পাতা মনে করার কোন কারন নাই। কোন এক ব্যাচের শির্ষস্থানীয় এক ছাত্র গ্র্যাজুয়েট করার পর তিনি শিক্ষক হিসেবে নিয়োগ দেন নি কারন ঐ ছাত্র পাঞ্জাবী টুপি পড়ত। যদিও ঐ ছাত্র জামায়াত-শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিল না। ঐ ছাত্র কিন্তু পরবর্তীতে নিজ মেধার গুনে শাবিপ্রবির চেয়ে ভাল ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে। পাঞ্জাবী টুপি পড়লেই কেউ জামাত হয়ে যায় না, এটা বোঝার মত গুন যার নাই, তার সম্পর্কে আর কি বলব?

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পুরান কাহিনী ...
এইটা নিয়া ইতিমধ্যেই অনেক ক্যাচাল হইছে । আপনাকে নতুন করে সেইগুলো বলে সময় নস্ট করতে চাই না ।

১৮| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩

নিয়েল হিমু বলেছেন: যদিও টপিকটা এক তবুও এখানে আরেকটু পাবা আর উপরের ছাগু নিক গুলো কিন্তু একজন চালাচ্ছে । খুব খেয়াল করে । এদের ঝাড়ি দিয়ে অফ যাইতে বলো ।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আহা মেইন নিকে আসার সাহস কি ওদের কখনো ছিলো নিয়েল ভাই ??

মজা লন ...
মজা ।

আমি এখন জাফর স্যারের ব্যপারটাতে পুরোপুরি নিশ্চিত , তাই খুব ভালো লাগছে । কাল ক্যাম্পাসে গিয়ে চেস্টা করবো স্যারের সাথে এই বিষয়টা নিয়ে সামনা সামনি কথা বলার , জানিনা স্যার ক্যাম্পাসে আছেন কিনা ।

১৯| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

৭ ১ নিশান বলেছেন: যদি একজন স্যার এসব নিয়ে কথা না বলেন তাহলে সে তার জাতির সাথে বেইমানী করে চলেছেন । আনু মোহাম্মদ ও স্যার তিনি রাস্তায় মার খেয়ে লুটিয়ে পড়েন লিমনের জন্য। তেল গ্যাস নিয়ে কথা বলতে যেয়ে তিনি রক্ত বিলিয়ে দেন। আমি নিজের জাফর স্যার এর একজন ভক্ত কিন্তু তার এমন নীরব ভুমিকা আমাকে অবাক করেছে। আর গল্প দিয়ে দেব সমস্যা হবে না।
তার যে জনপ্রিয়তা তরুণদের মধ্যে তা লক্ষ্মনীয় কিন্তু তিনি আমাদের কেবল আশাহত করে চলেছেন। তার উচিত আরো বেশি করে কাজে নামা।
আনু মোহাম্মদকে সরকার বলেছিল যে আপনি এত কথা বলেন কেন। এর জবাবে স্যার বলেছিলেন যে, আমাকে বেতন দেয় জনগন তাই আমি তাদের জন্য কথা বলি, আমাকে কোন দল বা সরকার বেতন দেয় না। কিন্তু দুঃখের বিষয় এসব ব্যাপার গুলো জাফর স্যার এর ভিতর দেখতে পাই না। আপনি পান কিনা সে আপনার ব্যাপার।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমি কিন্তু পাই। আনু মুহাম্মদের টা তেও পাই , জাফর ইকবাল স্যারের টাতেও পাই এবং এইখানেই আপনার সাথে আমার মূল পার্থক্য ।

২০| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

আমিনুর রহমান বলেছেন:

>>> একটু অন্য পোষ্টে গেসিলাম কিন্তু ব্য ব্য এদের আওয়াজে আর থাকা গেলো না, এখানে চলে আসতে হলো ...


পোষ্টের বিষয়বস্তু ছেড়ে মুল বিষয়কে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেন তারাই যারা যুক্তি খুজে পায় না। কালা আর কানা এদের সাথে তর্ক করাই বৃথা সময় নষ্ট।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এটা ওদের চিরাচরিত স্বভাব , কি আর করবেন ।

২১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭

আমি মোঃ চয়ন বলেছেন: লেখক বলেছেন: ঐ কর্মচারীকে কেন পুরস্কৃত করা হয়েছিলো তা জানেন কি ভাই ?? স্কুল ব্যাংকিং এ তার কন্ট্রিবিউশনের জন্য । সেটা যদি হাত তালি দেবার মতো কোন কাজ হয়ে থাকে তবে বাচ্চাদের মটিভেইট করার জন্য আমি হাততালি দিতে যাবো না কেন ??? হাত তালি ই তো দিয়েছি ।

ইসলামী ব্যাংক এই প্রথম হাত তালি দেওয়ার মত কাজ করেনি । বহু বছর ধরে দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক। দেশের একমাত্র AA+ রেটেড ব্যাংক। একক ভাবে সবচেয়ে বেশি রেমিটেন্স আনে............ ভগর ভগর ভগর ......... এত সাফল্যের পরও এই ব্যাংক বন্ধ বা রাষ্ট্রায়ত্ব করতে হবে। কারন, এটা জামাতি ব্যাংক।

অথচ সামান্য ৮৬ হাজার স্কুল ব্যাংক একাউন্ট খোলায় জাফর ইকবালের সে কি হাত তালি !!

আর আপনিও আসছেন সেটা জায়েজ করেতে !!

trust me, i have no
intention to promote a bank
funded by the war criminals.

m. zafar iqbal



হাত তালি দিলে কি "ডিসকারেজ" হয় না "প্রোমট" হয় ???

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হুম ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে বলেই ঐটাকে নিষিদ্ধ না করে রাস্ট্রায়ত্ত করার কথা বলা হয়েছে ।

ঐটা জামাতি ব্যাংক বলে রাস্ট্রায়ত্ত করার কথা বলা হচ্ছে না , জামাতের বিভিন্ন অপকর্মে ওরা আর্থিকভাবে সাহায্য করে বলেই মালিকানা পরিবর্তনের কথা বলা হইছে ।

আর বাকি যে কথা গুলো বললেন সেটার রিপ্লাই আপনাকে দেয়া সময় নস্ট করার মতো একটা কাজ ।

২২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৩

লেজ কাটা শেয়াল বলেছেন: :-DEvabei opoconder cmnt gulo dlt kore jibika nirbaho koro tomra!

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এখন কি হবে তাইলে ??

২৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৭

শামীম সুজায়েত বলেছেন: স্যারের ওই ছবি নিয়ে ব্যাখ্যা দেয়া, বিচলিত হওয়া বা আলোচনা-সমালোচনা করার কিছু দেখিনা। ধরেই নিলাম তিনি জেনে বুঝে বাংলাদেশ ব্যাংকের অনুষ্ঠানে গেছেন, ইসলামী ব্যাংকের এক কর্মকর্তার ক্রেষ্ট গ্রহনকালে হাততালি দিয়েছেন, তো দোষের কি আছে।

জামাতের সবকিছুকে "শত্রু" র চোখে দেখা বা মনে করে নেয়ার "দৃষ্টিভঙ্গি" আমার কাছে সঠিক বলে মনে হয়না। সবকিছু নিয়ে কি "বন্ধে"র দাবি তুলতে হবে?
বন্ধ করে দেয়ার মধ্যে কোন আনন্দ বা বাহাদুরী নেই। বরং জামাতের লোকজন যদি কাউকে মিসগাইড করে, আসুন আমরা তাকে গাইড করি। ইসলামি ব্যাংক জামাতকে যদি অর্থ দিতে থাকে, আসুন আমরা আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে দেই।

প্রসঙ্গক্রমে বলি, দেশের প্রাইভেট ব্যাংক গুলো তাদের অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ জমা করে রাষ্ট্রিয় কোষাগারে। সেই টাকা দেশের কল্যাণে ব্যায় হয়। আরও একটি বিষয় হলো ইসলামী ব্যাংক বছরে লাভ করে ১৫ শ কোটি টাকা। দেশের অন্যকোন ব্যাংক এটির ধারের কাছে নেই্। এই ব্যাংকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিরও অভিযোগ নেই। বরং এটি রাষ্ট্য়াত্ব করা হলে "হলমার্ক কেলেঙ্কারীর" পুনরাবৃত্তি ঘটবে।


রাজাকারের বিচার চাই। জামাত ইসলামের রাজনীতিরও নিষেধাজ্ঞা চাই। কিন্তু কোন লাভজনক প্রতিষ্ঠান বন্ধ করার মধ্য দিয়ে হাজার হাজার মানুষ ও তাদের পরিবারকে অনিশ্চিত জীবনের মুখে ফেলে দেয়ার সমর্থন করিনা। তাই জাফর ইকবাল স্যারের এ বিষয়টি নিয়ে কথা বলা মানে তাকে হেয় করা, প্রশ্নের মুখে ফেলে দেয়া।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সহমত ।

কোন লাভজনক প্রতিষ্ঠান বন্ধ না করে সেটাকে কিভাবে শুধু জনগনের কাজে লাগানো যায় সরকারের সেই ব্যবস্থাই নেয়া উচিত ।

২৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৮

নিয়েল হিমু বলেছেন: হু এটা ঠিক নিজের নিকে আসার সাহস নাই যেটা তাদের কোন কালেই ছিল না । স্যারকে পাওয়া গেলে তো ভালই হবে একটা ছবি তুলে ফেইল স্যারের সাথে । তাহলে আমার পরে ২য় স্থান তুমার হবে ;)
চৌহাট্টা থাকব কালকে ১১টার পরে ।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চেস্টা করবো ।

স্যারের শিডিউল পাইলে আপনেরে ফোন দিমু নে ।

২৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০১

বাক স্বাধীনতা বলেছেন: জাফর ইকবাল স্যার এর নামে যে মেইলটা প্রচার করা হচ্ছে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। জাফর ইকবাল স্যার একটা অনুষ্ঠানে গেছেন, সেখানে অনেক্ষণ বসে থেকে ভাষন শুনেছেন, পুরষ্কার বিতরণী পর্যন্ত সেখানে বসে থেকেছেন; আর ভাষণগুলোতে ইসলামী ব্যাংকের নাম একবারও উচ্চারিত হয়নি বা তিনি টের পাননি যে এখানে ইসলামী ব্যাংকের কেউ একজন (বিশেষতঃ এমডি) এটা হবার সম্ভাবনা কম। তবে স্যার একজন ভদ্রলোক জন্য সেখানে কোন বাদানুবাদ করেন নি। ফর্মালিটি মেইনটেইন করেছেন। এরকমটাই হবার কথা।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আলীম আল রাজী আমার ভাইয়ের ক্লাস মিট । আমি কালকেই ঐ মেইলের একটা স্ক্রীন শট যোগাড় করে এইখানে আপলোড করে দিবো ।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মেইলের স্ক্রীন শটটি যুক্ত করে দিয়েছি ।

২৬| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৫

বাক স্বাধীনতা বলেছেন: @শামীম সুজায়েত সরকারি ব্যাংক লাভের ধারে কাছেও নাই এটা একটা ভুল কথা বললেন। জনতা ব্যাংকের ২০১২ সালে লাভ ১৪০০ কোটি টাকার কিছু বেশি। অগ্রণী ব্যাংকের ১৩১৮ কোটি টাকা। তবে হ্যাঁ, হলমার্ক কেলেঙ্কারীর কারণে, গচ্চা যাওয়া টাকাগুলো অনাদায়ী ধরলে সোনালী ব্যাংকের লস ১২৭৮ কোটি টাকা। ২০১২ সালে ইসলামী ব্যাংকের ইনকাম ১৮৪০ কোটি টাকা প্রায়।

২৭| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: জাফর ইকবাল স্যার কারা ভুল বুঝবে ভাই এটা আগে বলেন দেখি। ছাগু ছাড়া জাফর ইকবাল স্যারকে নিয়ে চুলকানি আর কারো আছে বলে আমি বিশ্বাস করি না।

মুক্তিযুদ্ধের আদর্শ কি যার কাছে শেখা তার প্রতিটি কথা/কাজ আমি পূর্ণ বিশ্বাস থেকে শ্রদ্ধা করি। তাই এসব প্রমানের দরকারও আমার কাছে নাই। যাদের কাছে দরকার তাদেরকে আমি ছাগুর জাত ভাই বলে মনে করি।

খুব কম মানুষই আছে যারা জাফর স্যারের মত মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে পেরেছেন নতুন প্রজন্মের কাছে। তাই যারা উনার কাজকর্ম নিয়ে সন্দেহ প্রকাশ করে তাদের CTN.

তারপরও তথ্য প্রমাণ উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।



## উপরে যারা দ্বিমত করছে এই ছাগুগুলারে সামুতে দেখতে দেখতে আমি বিরক্ত। সবগুলাই চেনা নিক।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হুম আমার মনেও কোন সন্দেহ ছিল না , কিন্তু আমি চাইনা স্যারকে নিয়ে কোন বিতর্ক থাকুক সেজন্যই পোস্ট টা শেয়ার করেছি ।

আর পোস্ট টা আমার লেখা না , আলীম আল রাজি ভাইয়ের । আপনার ধন্যবাদটা আমি উনার কাছে পৌছে দিবো ।

২৮| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: আমি মোঃ চয়ন নামের ছাগুটারে কয় মাস ধরে দেখছি। এই ছাগুটার কাছে কোনো ধরনের ব্যাখ্যা দিয়ে নিজের ওয়েট কমাবেন না। কইষা একটা লাথি দিয়া বের করে দেন। মেজাজটাই খারাপ করে দেয়।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হুম এইটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত সামুর । ক্রমান্বয়ে হেইট স্পিচ ছড়িয়ে যাচ্ছে । নববর্ষ থেকে শুরু করে আমার দেশের সব কিছুতেই ওর সমস্যা ।

২৯| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৬

শিপন মোল্লা বলেছেন: হায়রে বাঙালী কোন কিছু পায়লে আর দেরি করে না, ভাল মন্দ বিচার করে না চুলকাইয়া তাকে ছ্যারা বেরা করতেই হবে। সমালোচনা করে তাকে নিচে নামানোর চেষ্টা কি নোংরা মানসিকতার জাতী আমরা। ফেসবুক আর ব্লগে আজ জাফর স্যারকে নিয়ে চুলকানি দেখছি কিছু অতি উৎসাহী চেতনা ধারী পাবলিক। তাদের মুখে থু। কি এমন কলঙ্ক করলো ? কে পুরস্কার নিল আর সে হাত তালি দিলো! শালার আজব যতো সব।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমরা এক অদ্ভুত জাতি

৩০| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৫

আমিনুর রহমান বলেছেন:

দায়িত্ববান নাগরিক বলেছেন: মুক্তিযুদ্ধের আদর্শ কি যার কাছে শেখা তার প্রতিটি কথা/কাজ আমি পূর্ণ বিশ্বাস থেকে শ্রদ্ধা করি। তাই এসব প্রমানের দরকারও আমার কাছে নাই। যাদের কাছে দরকার তাদেরকে আমি ছাগুর জাত ভাই বলে মনে করি।

সহমত

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: : হুম আমার মনেও কোন সন্দেহ ছিল না , কিন্তু আমি চাইনা স্যারকে নিয়ে কোন বিতর্ক থাকুক সেজন্যই পোস্ট টা শেয়ার করেছি ।

৩১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৬

একজন আরমান বলেছেন:
সঠিক তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ আরমান ভাই :)

৩২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৭

হাসান মাহবুব বলেছেন: এক শ্রেণীর মানুষ বেজায় খুশি হয়া গেসিল।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ;) ;) তা আর বলতে......

৩৩| ২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৫

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই, আংশিক তথ্যের ওপর ভিত্তি করে আবালদের লাফালাফিতে আমিও কিছুটা বিব্রত হয়েছিলাম তবে আশাহত হইনি,

আমার বিশ্বাস ছিল স্যার জেনে শুনে এরকম কাজ করতে পারেন না, এবং হয়েছেও তাই....


ভাই, এত কষ্ঠ করে তথ্য প্রমাণ হাজির কারর জন্য ধন্যবাদ না দিয়ে পারছি না।

আমার পক্ষ থেকে এর বিনিময়ে প্লাস ছাড়া আর কিছু দেয়ার সামর্থ নেই, তাই প্লাস দিলাম +++

ভাল থকবেন,
শুভকামনা রইল

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এই ধন্যবাদটা আসলে আমার প্রাপ্য নয় ভাই ।
এইখানে গিয়ে আলীম আল রাজি ভাইকে ধন্যবাদ দিয়ে আসুন ।

৩৪| ২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৮

নিয়েল হিমু বলেছেন: থেনক্স ফর স্কিন শট :)

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ইউ আর মোস্ট ওয়েলকাম :)

৩৫| ২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫২

কাজী মামুনহোসেন বলেছেন: trust me, i have no
intention to promote a bank
funded by the war criminals.


স্যার আপনার প্রতি বিশ্বাস ছিল, বিশ্বাস আছে এবং বিশ্বাস থকবে..
আশা করি ভবিষ্যতে এসব ব্যাপারে আরও বেশী সতর্কতা অবলম্বন করবেন।


ধন্যবাদ

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সহমত । বিশ্বাস ছিলো , বিশ্বাস থাকবে ।

৩৬| ২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৫

যোগী বলেছেন: আমি জানতাম নিঃশ্চয় ঐ ঘটনার পেছনে কোন যুক্তিপূর্ন কারন আছে এবং তা তিনি তাঁর কোন না কোন লেখায় তুলে ধরবেন।

জাফর ইকবালের প্রতি আমাদের আস্থা একদিনে তৈরী হয়নি যে এক দিনের কোন তুচ্ছ ঘটনা শুনেই আমরা তার প্রতি ধারনা বদলে ফেলবো।
জন্মের পর থেকেই তিল তিল করে তার প্রতি আমার ভালবাসা তৈরী হয়েছে। তাই অপেক্ষায় ছিলাম উনি যেকোন ঘটনার সুন্দর ব্যাখ্যা দিবেন।

ভাল কথা কাল দেখলাম এক স্বাধীনতার পক্ষে কথা বলা লোক ঐ পোষ্টে লেখক কে বেশ সাপোর্ট দিয়ে যাচ্ছে। ব্যাপারটা ধরতে পারিনি।

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কে যে স্বাধীনতার পক্ষে , আর কে যে বিপক্ষে সেটা কি এত্তো সহজে বুঝা যায় যোগী ভাই ??

৩৭| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৮

তুহিন সরকার বলেছেন: জাফর স্যারের এখন থেকে আরেকটু সাবধানতা অবলম্বন করা উচিত।
পোস্টের জন্য ধন্যবাদ।
শুভকামনা রইল।

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ ভাই

৩৮| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আশা করি ভুল বুঝাবুঝির অবসান হবে এবার।

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ঠিক তাই ...

৩৯| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: যেই সব ছাগুর বাচ্চা জাফর ইকবাল স্যারের ছিদ্র খুঁইজা তালি দিতাসে এই বলদাগুলার স্যার কি জিনিস এইটা বুঝতেই মিনিমাম আরেকবার জন্মাইতে হইব!

আপনার পোস্টের জন্য ধন্যবাদ!

শুভকামনা!

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ।

৪০| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৬

পেপার চেজ বলেছেন: আহারে, স্যারে বাইচ্চা মানুষ। না বুইজ্জা হাসছে। আপনেরা হ্যারে মাফ দ্যান। :)

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: দ্যিস ইজ নট দ্যা রাইট প্লেইস ফর ইউ ।ল্যাদাইতে চাইলে অন্য জায়গায় যান ।

৪১| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৭

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: খুব খুশি হলাম- :) :)

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনি খুশী হয়েছেন জেনে আমিও খুশী হলাম ।

৪২| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১

শিপু ভাই বলেছেন:
আমি কালকে রাতে বাসায় যাওয়ার পর এই ব্যপারটা আমার এক বন্ধু ফোন করে জানায়। আমি ওকে এটা ছড়িয়ে দিতে বলি। আমার স্ট্যাটাসেও কমেন্টে দিতে বলি।

খুব অস্বস্তি হচ্ছিল- কষ্টও লাগছিল !!!

যাক বিষয়টা পরিস্কার হল সবার কাছে!!!

তবে স্যারকে আরো সতর্ক হতে হবে। আমার মনে হয় পুরো ব্যাপারটা একটা "সেট আপ" ছিল স্যারকে বিব্রত করার জন্য।



২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: স্যারকে খুব কাছ থেকে দেখেছি , স্যারের প্রতি আমার বিশ্বাসটা এতো হালকা না যে আইজুদ্দিনের এক কথাতেই সেটা নস্ট হয়ে যাবে ।

আপনার কাছে বিষয়টা পরিস্কার করতে পেরেছি বলে আনন্দিত ।

ভালো থাকবেন ।

৪৩| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯

শিপু ভাই বলেছেন:
পোকেমন০০৭ কে দেয়া রিপ্লাইটা ঠিক যুক্তিযুক্ত মনে হল না ভাই।


আর হ্যা, পোকেমন০০৭ আমাগো "ভাই" না "বইন"। আমাগো চ্যার্মেন০০৭ এর "ভইন"!!!

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শিপু ভাই , আমি যথেস্ট ভদ্রভাবে উনার কথার রিপ্লাই দিয়েছি । ঠিক কোন পয়েন্ট টা যুক্তিযুক্ত মনে হয়নি সেটা যদি একবার ধরিয়ে দেন তবে আমার পক্ষে সেটার উত্তর দেয়া সহজ হবে ।


আর পোকেমন০০৭ যে আমাদের চেয়ারম্যান ভাইয়ের বোন সেটা আমার জানা ছিলো না । স্যরি ফর দ্যাট ।

৪৪| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫

কোবিদ বলেছেন: 'ফালতু ক্যাচাল'
আসলে বাঙ্গালীরা যে হুজ্জুতের জাতি তা আবারও প্রমাণিত হেলো।
যে যার অবস্থান থেকে ধর্মব্যবসায়ীদের মুখোশ খোলার ইচ্ছা পোষণ
করলে এই ক্যাচালের আবশ্যকতা হতোনা। আসল কাজে নাই আছে
শুধু ক্যাচালে। জাফর স্যারের মতো একজন বিজ্ঞ ও গুণী মানুষ ইচ্ছা
করলে এই ক্যাচাল এড়িয়ে যেতে পারতেন। এখানে যারা মন্তব্য করেছেন
পক্ষে বিপক্ষে তারাও শুধু ক্যাচালের জন্যই ক্যাচাল করছেন। কোন সুষ্ঠ
সমাধান কারোরই কাম্য নয়। সুষ্ঠ সমাধান হলেতো আর ক্যাচাল করার
ক্ষেত্র থাকেনা !! তাই ক্যাচাল ছিলো, আছে আর থাকবে আগামীতেও।
ক্যাচাল থেকে বাঙ্গালীদের পরিত্রান নাই

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক দিন পর জাফর ইকবালকে নিয়ে কুৎসা রটানোর জন্য একটা কিছু পেয়েছে বাঙ্গালী। সহজে কি সেই সুজোগ সে ছাড়বে ??

সুষ্ঠ সমাধান আমার কাম্য । আমি চাই না আমাদের দেশের গুনী মানুষদের নিয়ে নোংরা রাজনীতির কোন খেলা খেলা হউক । আমি উনাদের সব ধরনের বিতর্কের উরধে রাখতে চাই ।

৪৫| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬

সোহানী বলেছেন: আশ্চর্য এটা একটা কিছু হলো?? তো কি হয়েছে... জাফর স্যার হাততালি দিলেই কি মহাভারত অসুদ্ধ হয়ে গেল ..............

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সেটাই ...

৪৬| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৬

মোমের মানুষ বলেছেন: ভাই বাদ দেন তো এই ভন্ডামী। আপনার মনে চাইলে, আপনার দেশ প্রেম বেশি হইলে আপনি তাদের বয়কট করেন । গন জাগরনমঞ্চ নিয়ে সবচেয়ে বেশি যে মিডিয়গুলো মাতামাতি করত তরাই একপাশে মঞ্চ দেখাত আরেক পাশে ইসলামি ব্যাংকের এ্যাড দেখাত, আর সে সময় গনজাগরনের আন্দোলনের সাথে পাল্লা দিয়ে চলত জামাতি পন্যের বিজ্ঞাপন। এই তো সেদিনও মাল চাচ্চু বিরাট একখান হাসি দিয়ে গেমসের জন্য ইসলামি ব্যাংক থেকে অনুদান নিল। সকালে জামাতি ব্যাটা গো লগে লেনদেন-এক সাথে বসে অনুষ্ঠানে অংশগ্রহন, হরদম-মহরম, আর বিকালে এসে মিডিয়ার সামনে তাদের বিশেধঘার, তাদের বয়কটের সিদ্ধান্ত। আহা রাজনীতীবিদরা বড়ই বিনোদন ঘটাইতে পারে।

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এইখানে জাফর ইকবালকে নিয়ে কথা হচ্ছে । মাল মোহিত , মিডিয়া এইগুলো নিয়ে আসতেছেন কেন ??

এইগুলো নিয়ে ব্লগে সারাদিনই তো ক্যাচাল হচ্ছে ।

৪৭| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬

মোমের মানুষ বলেছেন: ৭ ১ নিশান বলেছেন: উনি খুব বই লিখেছেন আর কি? ধার করা
উনি একজন সুবিধাবাদী মাত্র। যে মুক্তিযুদ্ধের চেতনা বেচে খেয়েদেয়ে ঘুরে বেড়ান।

মন্তব্যে ++++++++++
এরা জ্ঞানী না জ্ঞানপাপী, এরা সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে জ্ঞান বিতরন করে, এদের সামজিক ভাবে বয়কট না করা পর্যন্ত দেশে শান্তি আসবে না

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন:

৪৮| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: শাহজালাল বিশ্ববিদ্যালয় আজকের এই অবস্থানের পিছণে ওনা র ব্যাপক অবদান রয়েছে। এটা অনস্বীকার্য।

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: একদম মনের কথাটাই বলেছেন ।

৪৯| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩

হাসান নাঈম বলেছেন:
"trust me, i have no
intention to promote a bank
funded by the war criminals."

জাফর ইকবাল স্যারকে পেলে যে প্রশ্নটা করতাম সেটা হল:

বাংলাদেশে 'ওয়্যার ক্রিমিনাল' বা যুদ্ধাপরাধী কারা? ৭২ সালে ১৯৫ জন যুদ্ধাপরাধীর যে তালিকা করা হয়েছিল তারা সবাই ছিল পাকিস্তানী সেনাবাহীনির অফিসার -এবং তাদের পাকিস্তানে ফেরত পাঠান হয়েছে। আর বর্তমানে ট্রাইবুনালে যাদের বিচার চলছে তাদের কার বিরুদ্ধে 'যুদ্ধাপরাধ' এর অভিযোগই আনা হয় নি।(বিচার চলছে মানবতাবিরোধী অপরাধের) - তাহলে এরাও কেউ যুদ্ধাপরাধী নয়( ডাকাতের বিরুদ্ধে নিশ্চয়ই কেউ চুরির মামলা করবে না )। তাহলে বাংলাদেশে যুদ্ধাপরাধী কারা যাদের বিচারের জন্য আপনারা আন্দোলন করছেন বা যাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে আপনি কখনই প্রোমোট করবেন না বলে শপথ করছেন??

৫০| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০

জাতির মামু বলেছেন: শামীম সুজায়েত বলেছেন: স্যারের ওই ছবি নিয়ে ব্যাখ্যা দেয়া, বিচলিত হওয়া বা আলোচনা-সমালোচনা করার কিছু দেখিনা। ধরেই নিলাম তিনি জেনে বুঝে বাংলাদেশ ব্যাংকের অনুষ্ঠানে গেছেন, ইসলামী ব্যাংকের এক কর্মকর্তার ক্রেষ্ট গ্রহনকালে হাততালি দিয়েছেন, তো দোষের কি আছে।

জামাতের সবকিছুকে "শত্রু" র চোখে দেখা বা মনে করে নেয়ার "দৃষ্টিভঙ্গি" আমার কাছে সঠিক বলে মনে হয়না। সবকিছু নিয়ে কি "বন্ধে"র দাবি তুলতে হবে?
বন্ধ করে দেয়ার মধ্যে কোন আনন্দ বা বাহাদুরী নেই। বরং জামাতের লোকজন যদি কাউকে মিসগাইড করে, আসুন আমরা তাকে গাইড করি। ইসলামি ব্যাংক জামাতকে যদি অর্থ দিতে থাকে, আসুন আমরা আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে দেই।

প্রসঙ্গক্রমে বলি, দেশের প্রাইভেট ব্যাংক গুলো তাদের অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ জমা করে রাষ্ট্রিয় কোষাগারে। সেই টাকা দেশের কল্যাণে ব্যায় হয়। আরও একটি বিষয় হলো ইসলামী ব্যাংক বছরে লাভ করে ১৫ শ কোটি টাকা। দেশের অন্যকোন ব্যাংক এটির ধারের কাছে নেই্। এই ব্যাংকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিরও অভিযোগ নেই। বরং এটি রাষ্ট্য়াত্ব করা হলে "হলমার্ক কেলেঙ্কারীর" পুনরাবৃত্তি ঘটবে।


রাজাকারের বিচার চাই। জামাত ইসলামের রাজনীতিরও নিষেধাজ্ঞা চাই। কিন্তু কোন লাভজনক প্রতিষ্ঠান বন্ধ করার মধ্য দিয়ে হাজার হাজার মানুষ ও তাদের পরিবারকে অনিশ্চিত জীবনের মুখে ফেলে দেয়ার সমর্থন করিনা। তাই জাফর ইকবাল স্যারের এ বিষয়টি নিয়ে কথা বলা মানে তাকে হেয় করা, প্রশ্নের মুখে ফেলে দেয়া।

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কোন লাভজনক প্রতিষ্ঠান বন্ধ না করে সেটাকে কিভাবে শুধু জনগনের কাজে লাগানো যায় সরকারের সেই ব্যবস্থাই নেয়া উচিত ।

৫১| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

এম হুসাইন বলেছেন: ++++++++++++

গুড জব ব্রো!

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: থ্যাঙ্কস ব্রো

৫২| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

শিপু ভাই বলেছেন:
ঐ কর্মচারীকে কেন পুরস্কৃত করা হয়েছিলো তা জানেন কি ভাই ?? স্কুল ব্যাংকিং এ তার কন্ট্রিবিউশনের জন্য । সেটা যদি হাত তালি দেবার মতো কোন কাজ হয়ে থাকে তবে বাচ্চাদের মটিভেইট করার জন্য আমি হাততালি দিতে যাবো না কেন ??? হাত তালি ই তো দিয়েছি ।
তুষার তো নিজের স্বার্থে গিয়েছিলো , জাফর ইকবালের এইখানে স্বার্থ কি ভাই??



এই অংশটা ঠিক যুতসই হল না।



জাফর স্যারকে বিভ্রান্ত করা হয়েছে এটাই হচ্ছে আসল কথা। আমি না জাইনা যদি কোন ক্রিমিনালের সাথে কোলাকুলিও করি তাইলে সেটা অন্যায় হবে কেন?? সবাই সব কিছুই জানবে এমন না। তারচেয়েও বড় কথা স্যারকে কৌশলে (আমার মনে হয়) এরকম বিব্রতকর পরিস্থিতিতে ফেলতেই ছাগুদের একটা সেট আপ ছিল এটা। আর আতিউর রহমান তাতে সহায়তা করছে।
টিভির খবরে "ইসলামী ব্যাংক" না বললে আমিও বুঝতাম না যে ঐ হালার্পো জামাতী শুয়োর!!!

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বুঝতে পেরেছি । ইসলামিক ব্যাংকের ঐ কর্মচারীর উদ্দেশ্যে জাফর ইকবালের হাততালি দেবার বিষয়টা আপনি কিংবা আপু কেউ ই এখনও মেনে নিতে পারছেন না ।

মেইলটা আবারো পড়ুন ।

in fact i didn't realise it was the
same islami bank til later
(there were other banks with similar names)
becausethey kept calling it IBBL.


অনুষ্ঠানটা ছিলো স্কুল ব্যাংকিং কে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার জন্য স্কুলের বাচ্চাদের উৎসাহিত করা বিষয়ক । আইবিবিএল ব্যাংক ( ইসলামী ব্যাংক বলা হয় নি ) এই ব্যাপারে সব চাইতে বড় ভূমিকা রেখেছে,তাই আইবিবিএলের ঐ কর্মচারীকে বাংলাদেশ ব্যাংক পুরস্কৃত করেছে । এবং এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ বলেই জাফর ইকবাল তখন হাততালি দিয়েছিলেন ।

খেয়াল করুন , সবার প্রথমেই পুরস্কৃত করা হইছে ঐ লোকটিকে ওর আসল পরিচয় লুকিয়ে । ইসলামী ব্যাংক যেখানে ইসলামী ব্যাংক নামেই সারা দেশে পরিচিত সেখানে শুধু মাত্র ঐ অনুষ্ঠানেই কেনো সেটাকে আইবিবিএল বলে সম্বোধন করা হলো ??????

কারণ বাংলাদেশ ব্যাংক জানতো , জাফর ইকবাল নামের ঐ লোকটি তার জীবনে সব চাইতে বেশী ঘৃণা করেন জামাত শিবির এবং তাদের দূসরদের । সেজন্যই এই ষড়যন্ত্রটি করা হইছিলো ।

৫৩| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

শিপু ভাই বলেছেন:
আর আমি ভদ্রতা অভদ্রতার কথা বলি নাই ব্রাদার !!! হাহাহ
আমি পয়েন্টের/লজিকের কথা বলছি।

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হুম সেজন্যই আমি পয়েন্ট টা উল্লেখ করে দিতে বলেছিলাম ব্রাদার !

৫৪| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

শিপু ভাই বলেছেন:
হাহাহাহ
আপনি যেটা বলছেন আমিতো সেটাই বলছি।

স্যার না জেনে হাত তালি দিয়েছেন। ব্যাস!!!

ইসলামী ব্যাংক বা জামাত সংশ্লিষ্ট কিছু আরো ভাল কাজ করলেও স্যার জেনে শুনে হাত তালি দেয়ার পাব্লিক না!!! উনি জানলে নিঃসন্দেহে অনুষ্ঠান বয়কট করতো বলে আমার বিশ্বাস!!!

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমি প্রথম কথাগুলোর আপনি যেই পয়েন্ট টা তুলে এনেছেন যুক্তিসঙ্গত নয় বলে সেটারই ব্যাখ্যা দিয়েছি ।

"উনি জানলে নিঃসন্দেহে অনুষ্ঠান বয়কট করতো বলে আমার বিশ্বাস!!!"

জাফর ইকবাল সম্বন্ধে আপনার কনফিডেন্সের যথেস্ট অভাব আছে শিপু ভাই । সেজন্যই আপনার কথায় ঐ ছাগল টার পোস্টে ছাগলটা জাফর ইকবাল সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলার ফ্লোর পেয়ে গিয়েছিলো ।

৫৫| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

শিপু ভাই বলেছেন:
এবং অবশ্যই এটা একটা ষড়যন্ত্র!!!

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এবং আপনি সেই ষড়যন্ত্রে পা দিয়েছিলেন শিপু ভাই । সেটা জেনেই হউক আর না জেনেই হউক ।

৫৬| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩

এস বাসার বলেছেন: আইবিবিএল !!!

এই মালটা কবে পয়দা হলো?

শালা বানচুতিয়ারা পারেও! চান্দে ছাইদী, মসজিদের মাইক, আর এখন আবিবিএল!!!

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমি নিজেও জানতাম না কিন্তু আইবিবিএল মানেই যে ইসলামী ব্যাংক:P

৫৭| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪

ছোট দা বলেছেন: কি বইলা ধইন্যবাদ দিমু বুজতাসিনা !!!!!!!


++++++ :D

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ আমার প্রাপ্য না ব্রাদার । ধন্যবাদ প্রাপ্য আলীম আল রাজি ভাইয়ের । অবশ্য গতকাল রাত থেকেই উনি ধন্যবাদের পানিতে স্নান করছেন । :P

৫৮| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১

ছোট দা বলেছেন: lol . আপনেও একটু করেন ! ;)

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ;) ;)
আমি ছাগু বর্ষণে বর্ষিত হচ্ছি :P

৫৯| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২

শিপু ভাই বলেছেন:
"উনি করমর্দন করেছেন।"


এর বেশি কিছু কিন্তু আমি বলি নাই। ছাগুরাতো চান্সেই থাকে!!!

ঐ ব্লগারের পোস্টের সমর্থনেও কিছু বলি নাই।
আপ্নে আমাকে জিজ্ঞেস করায় বারবার ওখানে মন্তব্য করতে হয়েছে!!!



আমি নিয়মিত পড়ি- হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল এর লেখা বই আর মাসুদ রানা।

একজন শিক্ষক, একজন ভাল লেখক হিসেবে ডঃ মুহাম্মদ জাফর ইকবালকে আমি পূর্ণমাত্রায় শ্রদ্ধা করি। কিন্তু বিভিন্ন বিষয়ে ওনার দেয়া মতামতের কিছু কিছু বিষয়ে আমি ভিন্ন মত পোষন করি। কিন্তু তার জন্যও অশ্রদ্ধা করি না। একজনের সব দৃষ্টিভঙ্গিই আমার ভালো লাগবে- তা না!!!






২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ এটাই শুনতে চেয়েছিলাম ।

৬০| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: শিপু ভাই বলেছেন: জাফর স্যারকে বিভ্রান্ত করা হয়েছে এটাই হচ্ছে আসল কথা। আমি না জাইনা যদি কোন ক্রিমিনালের সাথে কোলাকুলিও করি তাইলে সেটা অন্যায় হবে কেন?? সবাই সব কিছুই জানবে এমন না। তারচেয়েও বড় কথা স্যারকে কৌশলে (আমার মনে হয়) এরকম বিব্রতকর পরিস্থিতিতে ফেলতেই ছাগুদের একটা সেট আপ ছিল এটা। আর আতিউর রহমান তাতে সহায়তা করছে।
টিভির খবরে "ইসলামী ব্যাংক" না বললে আমিও বুঝতাম না যে ঐ হালার্পো জামাতী শুয়োর!!!

এখন আতিউর রহমান'রে প্যাঁদানি দেন পদত্যাগের দাবি তুলেন।

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হুম আমাদের সেটাই করা উচিত। অথচ আমরা কি করছি ??

৬১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ভাই আমি জীবনে দুইবার ইসলামি ব্যাংকে গেছিলাম , একবার গেছি কিছুদিন আগে রুশানের জইন্য একজন টেকা পাঠাইছে সেইটা আনতে , আরেকবার গেছিলাম তখন আমি মতিঝিলে একটা শেয়ার কোম্পানিতে জব করতাম তখন , রাস্তা দিয়া যাইতাছি হঠাৎ খুব প্রেশার ফিল করলাম দেখলাম আশে পাশে কুনু যায়গা নাই , আর টাই পরা একজন মানুষকে রাস্তায় দাড়াইয়া ওয়ালের উপ্রে ইয়ে করতে দেখলে মানুষ কি ভাববে , কি আর করা ইসলামি ব্যাংক এর একটা শাখা দেখে ঢুকে গেলাম !

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শেষ , আপনিও তাইলে চেতনা ব্যবসায়ী হয়ে গেলেন পাইলট ভাই । :P

৬২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৮

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: এস বাসার বলেছেন: আইবিবিএল !!!

এই মালটা কবে পয়দা হলো?

শালা বানচুতিয়ারা পারেও! আর এখন আবিবিএল!!!

IBBL তথা ইসলামী ব্যাংক
বাংলাদেশ লিমিটেড যারা বন্ধের
জন্য প্রতিনিয়ত ম্যৎকার
করে তারা IBBL মানে জানেনা!!!
IBBL মানে বুঝে নাই
এটা না বলে যদি বলত IBBL =
ইন্টারন্যাশনাল ...বন্ধু ব্যাংক
লিমিটেড বুঝেছি তাহলেও
একটা উপযুক্ত সাফাই হত।

এস বাসার দেখেন আপনাদের মতো নাবালেগ ব্লগারদের কারনে, মানুষ এখন সব ব্লগারদের আবাল মনে করে...।

৬৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৮

এস বাসার বলেছেন: মোহাম্মদ আলমগীর খান @ জ্বী জনাব অনেক আবাল আছি! আফনাদের মতো ালের ঠেলায় এখনো ধান্দাবাজীটা ঠিকমতো শিখে উঠতে পারি নাই

৬৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

মামুন রশিদ বলেছেন: আউটস্টেশন উইদাউট ল্যাপ্পি, তাই যথাসময়ে মন্তব্য করতে পারিনি মন্ত্রী,


জাফরইকবাল স্যার ঐ অনুষ্টানে গিয়ে কোন ভূল করেননি । তেমনি ঐ অনুষ্টানে ইসলামী ব্যাংক কে আমন্ত্রন জানানো হয়েছিলো, এটাও তিনি জানতেন না । আর ব্যাংকারদের বাইরে 'আইবিবিএল' নামটা এতই অপরিচিত, তাই আইবিবিএল কে হাততালি দেয়াটাও কোন আলোচনার বিষয় হতে পারে না । ছাগুরা শুধু শুধু এটা নিয়ে চুলকিয়েছে, আর না জেনে কিছু বেকুব সুশীলও এদের সাথে যোগ দিয়েছে ।


আমাদের গ্রুপ পেজে কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, আপনার মনে আছে কিনা জানিনা । আমরা এমবিএ তে প্রাইভেট ব্যংকের কাস্টমার স্যাটিসফেক্টশন নিয়ে একটা রিসার্স করছি, আর আমার ভাগে পড়েছে ইসলামী ব্যাংক । সেই সুবাদে এখন আমার নিয়মিতই সেখানে যাওয়া হয় । ইসলামী ব্যাংকের সিংহভাগ মালিকানা আইডিবি'র, বাকিটা বাংলাদেশ সরকার আর সাধারন শেয়ারহোল্ডারদের । জামাত, ইসলামী ব্যাংক চালু হওয়ার শুরু থেকেই এর মুলব্যবস্থাপনা অর্থাৎ 'শরিয়া' কাউন্সিল কৌশলে দখল করে রেখেছে, এবং এর মাধ্যমে ব্যংকের যাবতীয় নিয়োগ, সিএসআর, এবং সব সুযোগসুবিধা নিজেদের করে নিয়েছে । কিন্তু ব্যাংকের মালিকানা মোটেই তাদের নয় । এখন ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক নয়, এশিয়ান রেটিংয়েও ঢুকে পড়েছে ।

এসাইনমেন্ট করতে গিয়ে আমার শুধু একটা কথাই মনে হচ্ছে, সরকার যদি ঠান্ডা মাথায় কৌশলে আগায়, তাহলে এই প্রতিষ্টানটাও হয়তো একদিন জামাত-মুক্ত করা যাবে । বিদেশী বিনিয়োগ এবং কিন্চিত সরকারী মালিকানা এই ব্যাংকটিকে বন্ধ করে দেয়ার চেয়ে নিজেদের নিয়ন্ত্রনে নেয়াটাই বেশি যৌক্তিক ।


ধান ভানতে একটু শীবের গীত গেয়ে নিলাম ।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।

আসলে একটা সত্যি কথা বলি , ইসলামী ব্যাংক ই যে আইবিবিএল সেটা আমি নিজেও জানতাম না , এবং আমি নিশ্চিত ম্যাক্সিমামই সেটা জানেন না । কাজেই স্যারেরও বিষয়টা না জানা কোন অবাস্তব চিন্তা না ।

আর দেখুন , আপনাকেও ইসলামী ব্যাংক নিয়ে পড়াশোনা করতে হয়েছে , এর মানে কি আপনার ইউনি কিংবা আপনি আপনারাও কি চেতনা ব্যবসায়ী হয়ে গেলেন? নিশ্চই না ।

দেশের অর্থনীতিতে , চিকিৎসা ক্ষেত্রে ইসলামী ব্যাংক , ইবনে সিনা দুইটারই অনেক গুরুত্ব রয়েছে , তাই এইগুলোকে বাজেয়াপ্ত না করে সরকার কিংবা অন্য কোন ব্যক্তি মালিকানায় নিয়ে যাওয়াটাই বুদ্ধিমত্তার পরিচায়ক হবে ।

৬৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৫

রুদ্র মানব বলেছেন: গুড পোস্ট

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: থ্যাঙ্কু

৬৬| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

বিপদেআছি বলেছেন: জাফর সাহেবের কম্পুটারে বাংলা ফ্রন্ট নাই ?!!! এর আগে উনাকে হিন্দি মিউজিকের তালে তালে নাচতে দেখছি !!!!

ইসলামি ব্যাংক একটা ভুয়া , এদের জেলে দেওয়া দরকার।

এদেশে সবাই ভন্ড।

১৪ ই মে, ২০১৩ রাত ১০:২০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বাংলা ফ্রন্ট কি জিনিস আবার ??

জাফর ইকবালে আপনার এত্তো চুলকানি কেন???

৬৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

প্রত্যাবর্তন@ বলেছেন: সুপার পোস্ট ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.