নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপম

আমায় ভাসাইলি রে , আমায় ডুবাইলি রে ....

মাননীয় মন্ত্রী মহোদয়

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার...

মাননীয় মন্ত্রী মহোদয় › বিস্তারিত পোস্টঃ

মারা যাওয়া মানুষগুলোর জন্য কিছু করতে চান?? তাইলে মানুষ নামের এই কুত্তাগুলারে ধরিয়ে দিন

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৩

আপনার ভাই বোনদের মৃত্যুর প্রতিশোধ নিতে চান ?? ফেসবুকে স্ট্যাটাস লিখা বাদ দিয়া এই কুত্তাগুলারে খোঁজা স্টার্ট করেন ।



এই হচ্ছে মেইন কালপ্রিট ,পুলিশ এরে খুজছে । এতো গুলা মানুষকে মেরে হারামিটা ঘাপটি মেরে বসে আছে,একে যেখানেই পাবেন পুলিশের হাতে তুলে দিন অথবা গণধুলাই দিন ।







এই চুতিয়াটার নাম এম্পি মুরাদ । উপরের চুতিয়াটারে এই চুতিয়াটাই উদ্ধার কইরা নিজের হেফাজতে রাখছে,এরে ধরেন । পুলিশের আশা কইরা লাভ নাই , নিজেদেরই কিছু করতে হইবো ।









সাময়িক পোস্ট , স্যরি টু বি অফেন্সিভ । উপায় নাই , মাথা গরম ।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৬

এম হুসাইন বলেছেন: এই কুত্তা গুলারে উল্টা লটকাইয়া পিডানি উচিৎ, যাতে করে আরও ১০ টা দেইখ্যা শিক্ষা পায়... পোস্টে +++++


শুভকামনা ভাই।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ঠিক এইটাই করতে হবে , রাস্ট্রীয় শোক ঘোষনা করে , কালো ব্যাজ ধারণ করে , মানববন্ধন করে কোন লাভ হবে না । আমাদের দেশে সব চেয়ে সস্তায় বিক্রি হয় গারমেন্টস শ্রমিকের লাশ , এই ট্র্যাডিশন বন্ধ করতে হবে ।

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৭

মায়াবীনি৬৫৪ বলেছেন: পোস্টে +++

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: প্লাস দিয়া কি করমু ?? দেশে থাকলে আগামীকাল থেকেই মাঠে নেমে পড়ুন , চুতিয়া গুলান দেশেরই কোন জায়গায় ঘাপটি মেরে বসে আছে । এদের ধরিয়ে দিন ।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২০

আমি ব্লগার হইছি! বলেছেন: আবার দেখি কাঁদলো সাভার
বাড়ছে মিছিল লাশের,
আগুন লাগা-ভবন ধ্বসা
চিত্র বারো মাসের!
সাভার জুড়ে লাশের দিকে
বিশ্ববাসীর চোখ,
অবিবেচক খুনি মালিক
তাদের বিচার হোক!

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অবিবেচক খুনি মালিক
তাদের বিচার হোক!

৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৪

কাজী মামুনহোসেন বলেছেন: এম হুসাইন বলেছেন: এই কুত্তা গুলারে উল্টা লটকাইয়া পিডানি উচিৎ, যাতে করে আরও ১০ টা দেইখ্যা শিক্ষা পায়... পোস্টে +++++


শুভকামনা ভাই।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ঠিক এইটাই করতে হবে , রাস্ট্রীয় শোক ঘোষনা করে , কালো ব্যাজ ধারণ করে , মানববন্ধন করে কোন লাভ হবে না । আমাদের দেশে সব চেয়ে সস্তায় বিক্রি হয় গারমেন্টস শ্রমিকের লাশ , এই ট্র্যাডিশন বন্ধ করতে হবে ।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৬

নষ্ট ছেলে বলেছেন: ভাই, এরা তো পলাতক না যে ধরিয়ে দিব। পুলিশ তো ইচ্ছা করেই ধরছে না।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পুলিশ অপারগ ভাই ,দেখেন যাইয়া হারামীটা লুকিয়ে আছে কোন মন্ত্রী কিংবা এমপির বাগানবাড়িতে । মনের খুশীতে রাম কিংবা ভোদকা খাচ্ছে , এমতাবস্থায় এরে ধইরা পুলিশ তার চাকরী হারাইবো নাকি ??

তাই আমাদেরই এরে খুইজ্যা বার করতে হইবো , আপনার কিংবা আমার এলাকাতেই হারামীটা লুকিয়ে আছে , একটু চোখ কান খোলা রাখলে হারামীটারে ধরতে বেশী টাইম লাগবো না । ধইরাই কোন কথা না , গণধুলাই ।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৭

এম এম কামাল ৭৭ বলেছেন:

নষ্ট ছেলে বলেছেন: ভাই, এরা তো পলাতক না যে ধরিয়ে দিব। পুলিশ তো ইচ্ছা করেই ধরছে না।

সহমত।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পুলিশ অপারগ ভাই ,দেখেন যাইয়া হারামীটা লুকিয়ে আছে কোন মন্ত্রী কিংবা এমপির বাগানবাড়িতে । মনের খুশীতে রাম কিংবা ভোদকা খাচ্ছে , এমতাবস্থায় এরে ধইরা পুলিশ তার চাকরী হারাইবো নাকি ??

তাই আমাদেরই এরে খুইজ্যা বার করতে হইবো , আপনার কিংবা আমার এলাকাতেই হারামীটা লুকিয়ে আছে , একটু চোখ কান খোলা রাখলে হারামীটারে ধরতে বেশী টাইম লাগবো না । ধইরাই কোন কথা না , গণধুলাই ।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০

ইকবাল পারভেজ বলেছেন: ওরা পলাতক নয়, মল খা আলমগীর ও হাসিনার আশ্রয়ে আরামেই আছে|

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হুম , সেজন্য আমাদেরই এদের খুইজ্যা বার করতে হইবো , আপনার কিংবা আমার এলাকাতেই হারামীগুলা লুকিয়ে আছে , একটু চোখ কান খোলা রাখলে হারামীগুলারে ধরতে বেশী টাইম লাগবো না । ধইরাই কোন কথা না , গণধুলাই ।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৮

আমিনুর রহমান বলেছেন:


যেখানে এমপি এবং পুলিশের সহযোগিতায় সে পালিয়েছে আর হরতালকারীরা ফাটল ধরা ভবনটি নড়াচড়া করায় সাভারের "রানা প্লাজা" ধসে পড়তে পারে বলে সন্দেহ করছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সেখানে কতখানি সহযোগিতা পাবার আশা রাখতে পারি আমরা !!!

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আশা আমাদের রাখতেই হইবো আমিনুর ভাই । এই জানোয়ারগুলারে যেমনেই হউক ধরতে হইবো মাস্ট । প্রয়োজন হইলে সামনের দিন গুলোতে শাহবাগ থেকে গোলাম আজম , নিজামীর সাথে এই কুত্তাগুলারও বিচার চাওয়া হইবো ।

৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫২

প‌্যাপিলন বলেছেন: আর মাত্র ৮/১০ দিন অপেক্ষা করুণ, কামরু, গোযমের রায়ের দিন আসছে। ৫/৬ মাস পর আবার কোন গার্মেন্ট আগুনে পুড়লে, বা ধ্বসে পড়লে আমরা আবার সরব হবো । আর সোহেল রানার তো কপাল খুলে গেল। আগামী ইলেকশনে না আবার মুরাদরে ল্যাং মেরে নমিনেশনটা পেয়ে যায়!
তারপরও........

কষ্টে আছি..........

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আশা হারালে চলবে না ভাই । আশা আমাদের রাখতেই হইবো । এই জানোয়ারগুলারে যেমনেই হউক ধরতে হইবো মাস্ট । প্রয়োজন হইলে সামনের দিন গুলোতে শাহবাগ থেকে গোলাম আজম , নিজামীর সাথে এই কুত্তাগুলারও বিচার চাওয়া হইবো ।

১০| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:




২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক হয়েছে , আর নাহ । এইবারেই শেষ ।

আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ

১১| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১

একজন আরমান বলেছেন:


আর কতো রক্ত দিয়ে পোশাকের মূল্য নির্ধারিত হবে?

শোক নয়, শাস্তি চাই।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শোক নয় , শাস্তি চাই ।

আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.