নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপম

আমায় ভাসাইলি রে , আমায় ডুবাইলি রে ....

মাননীয় মন্ত্রী মহোদয়

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার...

মাননীয় মন্ত্রী মহোদয় › বিস্তারিত পোস্টঃ

প্রিয় প্রেমিকা,পত্র দিও

১১ ই মে, ২০১৩ রাত ১২:১৯

প্রিয় প্রেমিকা,

গত আষাঢ়ে জীবনের ২০ টা বছর পার হলো

তোমার মত আর কাউকে পাওয়া যায়নি বলে,

বৃষ্টি হলে এখনও আমায় একাই ভিজতে হয় ।



বড় রাস্তার পাশে তোমার সেই প্রিয় অর্জুন গাছটা এখন আর নেই

সেখানে এখন বড় রেস্তোরা , বিরিয়ানীর ঘ্রাণ ।

তোমার এই ভালোবাসার শহরে

আজ আমি বড্ড বেমানান ।



বড় আম গাছটার আড়ালে

যেখানে বসে জীবনের সেরা কয়েকটি মুহূর্ত কাটিয়েছিলাম

আজ সেখানে ইমারত তুলেছে ঢাকা মহানগর ।

বৃষ্টি এলে আগের মতো আর আশ্রয় খুজে পাই না

উন্নয়নের বন্যায় ভাসছে এখন তোমার প্রিয় শহর ।





তোমার এই উন্নত শহরটাকে আমার হাতে ছেড়ে

তুমি বেশ আরামেই আছো শুনেছি

শ্যানন স্ট্রীটের বাড়িতে ।

আমার খবর কি রাখো প্রেমিকা ?

আমি যে আজ হারিয়েছি পথ

কালো ধোঁয়া আর অন্ধ গলিতে ।।



...................................................

কবিতা উৎসর্গ করলাম, পছন্দের দুই শহুরে পাখি একজন আরমান ও আমিনুর রহমান জেসন ভাইকে ।

মন্তব্য ৬৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৩ রাত ১২:২৩

মামুন রশিদ বলেছেন: তোমার মত আর কাউকে পাওয়া যায়নি বলে,
বৃষ্টি হলে এখনও আমায় একাই ভিজতে হয় ।


আমারও একা একা ভিজতে ভালো লাগেনা ;) :P


পিলাচ দিবার বাটন টা কই ??

১১ ই মে, ২০১৩ রাত ১২:২৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনিও একা ভিজেন নাকি ??????? :O :O :O

২| ১১ ই মে, ২০১৩ রাত ১২:২৬

একজন আরমান বলেছেন:
আমার খবর কি রাখো প্রেমিকা ?
আমি যে আজ হারিয়েছি পথ
কালো ধুয়া আর অন্ধ গলিতে ।।


শেষটা বেশি ভালো লাগলো।

মাই কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো মাননীয় মন্ত্রী মহোদয় কেন রেগুলার কবিতা লিখে না?

১১ ই মে, ২০১৩ রাত ১২:৩০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ আরমান ব্রাদার । :)

কারণ প্রতিদিন মাথায় পিনিক উঠে না :P

৩| ১১ ই মে, ২০১৩ রাত ১২:২৭

একজন আরমান বলেছেন:
ওহ শিরোনামটা দেখে মনে হল হেলাল হাফিজের আত্মা ভর করেছিল ;)

১১ ই মে, ২০১৩ রাত ১২:৩২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ওহ তাইতো!!!
খেয়াল করি নাই :P

চ্যালার কবিতায় গুরুর ছোয়াই তো থাকবো :D

৪| ১১ ই মে, ২০১৩ রাত ১২:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর কবিতা। আর শহুরে পাখি হিসেবে আরমানকে দেখে অনেক আরাম পেলাম। ;) :)

১১ ই মে, ২০১৩ রাত ১২:৩৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ ব্রাদার ।

আরমান ভাই দ্যা লুল পাখি ।

বরিশাইল্যা ,
বাট মানুষ ভালা :D

৫| ১১ ই মে, ২০১৩ রাত ১২:২৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আহা, প্রেমিকা ই নেই।
থাকলে এই কবিতা মেইল করতাম :)

১১ ই মে, ২০১৩ রাত ১২:৩৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হা হা হা

অনেক ধন্যবাদ ব্রাদার :)

৬| ১১ ই মে, ২০১৩ রাত ১২:৩০

এম হুসাইন বলেছেন: প্রতিটি কথাই হৃদয় ছুয়ে গেলো ভাই...... প্রিয়তে না নিয়ে পারলাম না......

তবে কোট করছি এই দুটি লাইন......

আমার খবর কি রাখো প্রেমিকা ?
আমি যে আজ হারিয়েছি পথ
কালো ধুয়া আর অন্ধ গলিতে ।।


৩য় +++

১১ ই মে, ২০১৩ রাত ১২:৩৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: লজ্জা পাচ্ছি মিনহাজ ভাই :P

কবিতার শেষ দিকটায় একটু তাড়াহুড়া করে ফেলেছি ।
যাই হোক, অনেক ধন্যবাদ মিনহাজ ভাই ।

৭| ১১ ই মে, ২০১৩ রাত ১২:৩১

স্বপনবাজ বলেছেন: বাহ ! সেই হয়েছে !
মানিক মিয়ার বাড়ি ভাঙ্গার ব্যাবস্থা করতেছি !

১১ ই মে, ২০১৩ রাত ১২:৪০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চইল্যা আসেন , শালা এইমাস থেকে বাসা ভাড়া আরো ২ হাজার বাড়িয়ে দিয়েছে । শালারে ধরতে হইবেক । :P

৮| ১১ ই মে, ২০১৩ রাত ১২:৩৩

আমিনুর রহমান বলেছেন:

কবিতা দেখি আরমান হইছে :P ;)


ব্যাখ্যা লাগলে আরমানরে ইনবক্স করিস :D

১১ ই মে, ২০১৩ রাত ১২:৪১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: জাতি এতো বোকা না , ব্যাখ্যা জাতি বুঝতে পারছে । :P

৯| ১১ ই মে, ২০১৩ রাত ১২:৩৪

বোকামন বলেছেন:



ভালোলাগা রেখে গেলাম মাননীয় মন্ত্রী মহোদয়।
ভালো থাকবেন ভাই

১১ ই মে, ২০১৩ রাত ১২:৪২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ বোকামন ব্রাদার ।

আপনিও ভালো থাকবেন ।

১০| ১১ ই মে, ২০১৩ রাত ১২:৩৮

হাসান মুহিব বলেছেন: প্রিয় প্রেমিকা,

তোমার মত আর কাউকে পাওয়া যায়নি বলে,
বৃষ্টি হলে এখনও আমায় একাই ভিজতে হয় ।

১১ ই মে, ২০১৩ রাত ১২:৪৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনারও সেইম কেস নাকি ??

বুকে আসেন ব্রাদার , বুকে আসেন আমার । :D

১১| ১১ ই মে, ২০১৩ রাত ১২:৪১

একজন আরমান বলেছেন:
ভাই তাইলে এইরাম পিনিক মাঝে মাঝে ওঠা ভালো। :)


আমি কিন্তু তোমার আর আমিনুর ভাইয়ের নামে মানহানির মামলা করবো।

১১ ই মে, ২০১৩ রাত ১২:৪৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমিনুর ভাইয়ের নামে করেন , আমি রাজসাক্ষী হবো :P

১২| ১১ ই মে, ২০১৩ রাত ১২:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: প্লাসায়িত :)

১১ ই মে, ২০১৩ রাত ১২:৫৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যায়িত :D

১৩| ১১ ই মে, ২০১৩ রাত ১২:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার পরিচিত একজনের পেরমিকায় তার ছবি দেইখা বলছে এইটা কুন বুড়া বেটার ছবি !!!

১১ ই মে, ২০১৩ রাত ১:২৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: তো ??

এই ধরনের অপ্রাসঙ্গিক মন্তব্য আপনার মতো একজন সিনিয়র ব্লগারের কাছ থেকে আশা করা যায় না । দয়া করে আরেকটু দায়িত্বশীল হোন ।








:P :P :P :P

১৪| ১১ ই মে, ২০১৩ রাত ১:০৯

একজন আরমান বলেছেন:
তোমার নামেও করবো। :-0 :-0 :-0

১১ ই মে, ২০১৩ রাত ১:২৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সাক্ষী পাবেন না :P

১৫| ১১ ই মে, ২০১৩ রাত ১:৩০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১১ ই মে, ২০১৩ রাত ১:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ হাঃমাঃ ভাই

১৬| ১১ ই মে, ২০১৩ রাত ৩:০৫

আমিনুর রহমান বলেছেন:

পিনিক আরমান কিতা কয় ! আমি তো এখন তার মানের কিছু করি নাই ! করলে তো মামলা করার আগেই তো নিজে ফুটুস মারবো :P :P :P

১১ ই মে, ২০১৩ সকাল ১১:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পিনিক সম্রাট আরমান ব্রাদার আমারে ইনবক্সে কইছে, আপনে বুঝি তারে নিয়া স্ক্যান্ডাল ছড়াচ্ছেন ।
সে আমারে রাজসাক্ষী বানাইয়া আপনার নামে মামলা করবার চায় ... :D

১৭| ১১ ই মে, ২০১৩ রাত ৩:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
আমার খবর কি রাখো প্রেমিকা ?
আমি যে আজ হারিয়েছি পথ
কালো ধুয়া আর অন্ধ গলিতে ।।



সুন্দর!!!

একরাশ ভাললাগা রইলো।

১১ ই মে, ২০১৩ সকাল ১১:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ শোভন ভাই

১৮| ১১ ই মে, ২০১৩ ভোর ৫:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো+

১১ ই মে, ২০১৩ সকাল ১১:৫০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ ব্রাদার

১৯| ১১ ই মে, ২০১৩ সকাল ৭:০৩

সিলেটি জামান বলেছেন: আজ কালকার প্রেমিকা পত্র দেয়না মিসকল দেয়। দেশের যা অবস্থা মন্ত্রী সাহেব মন্ত্রীত্ব বাদ কবিতা লেখা শুরু করছেন। জাতী কি তাহলে আরেক জন হু.মু. এরশাদ আশা করতে পারে :-P :-P

কোবতে খান পছন্দ হইছে :) :)

১১ ই মে, ২০১৩ সকাল ১১:৫৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনি তো ব্রাদার প্রবাসে থাকেন , তাই ভাবী আপনারে বাধ্য হইয়াই মিসকল দেয় :P
আমরা দেশের মানুষ এখনও পত্র চালাচালিতেই থাকতে চাই । :)

হুমু এরশাদ সকল দেশের সকল পুরুষ জাতির আদর্শ । :P :P :P

২০| ১১ ই মে, ২০১৩ সকাল ৮:১১

মামুন রশিদ বলেছেন: আমিনুর রহমান বলেছেন:

কবিতা দেখি আরমান হইছে :P ;)



আমি কিন্তু কিছু কই নাই :P

১৩ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমি কিন্তু কিছু বুঝি নাই :P

২১| ১১ ই মে, ২০১৩ সকাল ৮:২১

লাবনী আক্তার বলেছেন: পত্র দিও
আর নাহলে যত্ন করে ভুলেই যেও।

'পত্র দিও' কবিতার দুটি লাইন মনে পড়ল আপনার শিরোনাম দেখে।


কবিতায় ভালোলাগা রইল। :)

১৩ ই মে, ২০১৩ রাত ১০:২৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ :)

২২| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৪২

একজন আরমান বলেছেন:
:-P :-P :-P

১৩ ই মে, ২০১৩ রাত ১০:২৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পান খাইয়া জিহ্বার তো বারোটা বাজাইছেন
:P :P :P

২৩| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ফুরাই ফাটিয়ে দিয়েছিস!!!!

আমার কথা না মিরাক্কেল ৬ এ শ্রীলেখা মিত্র আবু হেনা রনিকে একবার এ কথা বলেছিল। ;) ;)

আমিনুর ভাইয়ের কমেন্টে আরেকবার ফাটাফাটি। :-P :-P

১৩ ই মে, ২০১৩ রাত ১০:২৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: রনি কিছু পাঠিয়েছিলো নাকি ?? :P :P

২৪| ১২ ই মে, ২০১৩ রাত ১২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:
শহুরে পাখি দুটি বড়ই বদ ;) ;) ;)

১৩ ই মে, ২০১৩ রাত ১০:২৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হেহেহেহে ঠিক কইছেন , পুরাই বদ । :)

২৫| ১২ ই মে, ২০১৩ রাত ২:১৯

বটবৃক্ষ~ বলেছেন: সিলেটি জামান বলেছেন: আজ কালকার প্রেমিকা পত্র দেয়না মিসকল দেয়। দেশের যা অবস্থা মন্ত্রী সাহেব মন্ত্রীত্ব বাদ কবিতা লেখা শুরু করছেন। জাতী কি তাহলে আরেক জন হু.মু. এরশাদ আশা করতে পারে =p~ =p~ =p~

১৩ ই মে, ২০১৩ রাত ১০:২৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সিলেটি জামনে লেখক বলেছেনঃ আপনি তো ব্রাদার প্রবাসে থাকেন , তাই ভাবী আপনারে বাধ্য হইয়াই মিসকল দেয়
আমরা দেশের মানুষ এখনও পত্র চালাচালিতেই থাকতে চাই ।

হুমু এরশাদ সকল দেশের সকল পুরুষ জাতির আদর্শ । :P :P

২৬| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:০৮

এক্সপেরিয়া বলেছেন: ভাল কবিতা । সুন্দর ।

১৩ ই মে, ২০১৩ রাত ১০:৩০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ ব্রাদার

২৭| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৫

মেঘরোদ্দুর বলেছেন: কবিতা ভালো লাগলো সেই সাথে যাদের উৎসর্গ করা হলো তাদের নাম দেখে আরো ভালো লাগলো।

১৩ ই মে, ২০১৩ রাত ১০:৩১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু ।

২৮| ১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

কালোপরী বলেছেন: :)

১৩ ই মে, ২০১৩ রাত ১০:৩১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: :)

২৯| ১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

এসএমফারুক৮৮ বলেছেন: ভাল লাগলো।

১৩ ই মে, ২০১৩ রাত ১০:৩১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ ।

৩০| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৭

শাশ্বত স্বপন বলেছেন: ..........আমার খবর কি রাখো প্রেমিকা ?
আমি যে আজ হারিয়েছি পথ
কালো ধুয়া আর অন্ধ গলিতে ।।

ভাল লাগলো কবিতা।

আমিও একই অবস্থায় আছি। আমার কবিতা পড়েন আর চলেন দুইজনে মিলে একটা হারিকেন কিনি, তারপর দুজনে দুই প্যাকেট পুরান ঢাকার বিরিয়ানি খেয়ে( শেষ খাওন, টাকা আমিই দিমু) ট্রেনের অপেক্ষায় থাকি........

ছোট্র এক নদীর কাছে
আমি ভালবাসা চেয়েছিলাম।
নদীকে বলেছিলাম,
জীবনের না পাওয়া সীমাহীন গল্প।


নদী, আমাকে একটু ভালবাসা দেবে?
এক টুকরো লাল ফিতের মত ভালবাসা
অতি-দূর নক্ষত্র থেকে ছিটকে আসা
আমি এক উত্তপ্ত মরুভূমি।
যার ঠিকানা--চিরজ্বলন্ত মহাশ্মশান
যার অন্তর আর বাহির বড় জ্বালাময়
যার অন্তরাত্মা ছিন্ন করেও
একটু সুখ, একটু শান্তি পাওয়া যাবে না।
শতাব্দির পর শতাব্দি ধরে
আমি ক্লান্ত, নীড় হারা পাখির মত


ক্রমাগত ছুটছি, ক্রমাগত ছুটছি
কোন এক নিদ্রাহরণীর ছোঁয়া পেতে
একটু ভালবাসার জন্য।

মেঘের কাছে, পাহাড়ের কাছে
শিলার কাছে, অরন্যের কাছে, ঝরণার কাছে
এমনকি ভোরের শিশিরের কাছে
আমি ভালবাসা চেয়েছি।
কেউ কথা দিলেও
শেষ কথা, কেউ রাখেনি।
তবে হ্যাঁ, শিশির ভালবাসা দিয়েছিল
সকালের এক চিলতে কিরণ
সে ভালবাসা কেড়ে নিয়ে গেছে।

আজ থেকে সাড়ে চারশ কোটি বছর আগে
আমার জন্ম; এতটা বছর
শুধু ভালোবাসার কাঙাল হয়েই
সৌরজগতের আনাচে-কানাচে ঘুরেছি
পাইনি কারো সামান্য বিশ্বাস।
সমুদ্রের ডাকে ছুটে গিয়েছি
স্রোতের আঘাত পাথরের মত সয়েছি।
আজো, মরুভূমি হয়েই আছি।
আমি জানি, আমি কারো স্পর্শ পাব
কবে পাব, জানি না ।
শতাব্দির সিঁড়ি বেয়ে বারবার জন্ম নিয়েছি আমি
এ জন্ম, নদী, আমি তোমার কাছে এসেছি।

নদী আমার সমস্ত দুঃখ-যন্ত্রণা
নিরব ভাষায় বুঝেছিল
এক ফোঁটা বিশ্বাসও দিয়েছিল
নদীর চুলের সিঁথিতে সিঁদুর দিতেই
হঠাৎ করে বলল,
‘তুমি দাঁড়াও, অপেক্ষা কর...।’
আমি দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করেছিলাম
পুরো এক হাজার বছর;
নদী আর ফিরেনি।

সিঁদুরে হাত, আজ রক্তের প্রবাহ বয়ে চলে...
আমার জানা ছিল না
সব নদীর একাধিক মুখ থাকে।

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চমৎকার !

অনেক ধন্যবাদ ব্রাদার , আমি রাজি আছি ।

৩১| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

নোমান নমি বলেছেন: বিরানীর ঘ্রান কিন্তু ভালু।

কবিতা ভালো হইছে

১৮ ই মে, ২০১৩ রাত ১০:১২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: :)
অনেক ধন্যবাদ নোমান ভাই

৩২| ১৯ শে মে, ২০১৩ রাত ১২:৫০

মহাজাগতিক পাগল বলেছেন: এমন একটা কবিতা অনেক দিন পড়ি নাই । বেশি ভাল হইছে ।

২০ শে মে, ২০১৩ রাত ১২:৪৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: :) :)

ধন্যবাদ পাগল ভাই ।

৩৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৫৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++++

চমৎকার ।

২৯ শে জুন, ২০১৩ রাত ১:২২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ বর্ষণ ভাই :)

৩৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:০২

খেয়া ঘাট বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++্
একগুচ্ছ প্লাস।

"টেক্সাসের সেই শ্যানন স্ট্রীটের অভিজাত বাড়িতে "- আহারে!!!!!!!!!!
কোনো খবর কি পৌঁছে দিতে হবে???

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনি থাকেন নাকি আশে পাশে ?? :-* :-*

বাসা নাম্বার দিবো ?? একটা পত্র পৌঁছানোর ছিলো । :!> :!>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.