নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপম

আমায় ভাসাইলি রে , আমায় ডুবাইলি রে ....

মাননীয় মন্ত্রী মহোদয়

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার...

মাননীয় মন্ত্রী মহোদয় › বিস্তারিত পোস্টঃ

সিলেটে ব্লগ ডেঃ মজায় মজায় একটি বিকেল

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

বেশ কয়েকজন পুরনো সাথে এক ঝাক নতুনের সমন্বয়ে সিলেটে উদযাপন করলাম ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস । শিরোনাম পড়েই বুঝে ফেলার কথা যে এইবারের ব্লগ ডে টা অন্যান্যবারের চাইতে অনেক বেশী মজা করে পালন করা হয়েছে সিলেটে । মজার পরিমাণ এতই বেশী হয়েছে যে, দীর্ঘ ছয় মাস পর আমি বাধ্য হয়েছি এই সামুতে একটা পোস্ট দিতে !!



প্রতিবারের মতো এবারের ব্লগ ডে'রও একটা মটো লাইন ছিল,একটা শিরোনাম ছিলোঃ যোগাযোগে সামাজিক মাধ্যম ও আমাদের দায়বদ্ধতা । দিনশেষে বলতে হয় সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত হয়ে আমাদের সিলেটের ব্লগাররা ইতিমধ্যেই বেশ খানিকটা দায়বদ্ধতার প্রমাণ দিয়ে ফেলেছেন ।



আমাদের ব্লগীয় মিলনমেলার এবারের ভেন্যু ছিলো নবনির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার । আসুন এক ঝলক ঘুরে আসি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে,আমাদের এবারের ভেন্যু থেকে ।







ছবি দেখে নিশ্চই বুঝতে পারছেন উপরের শহীদ মিনারটি বাংলাদেশের সব চাইতে সুন্দর শহীদ মিনার এবং নিঃসন্দেহে একটি অন্যন্য স্থাপত্যকির্তী ।



সময়টাছিলো বিকেল চারটা । যথা সময়ের বেশ আগেই যথাস্থানে পৌছে আমি মন্ত্রী মহোদয় বাংলাদেশের অন্যান্য মন্ত্রী মহোদয় থেকে নিজেকে একটা স্বতন্ত্র অবস্থানে নিয়ে আসি । :D তারপরেই আগমন ঘটে সিলেটে ব্লগ ডে উদযাপনের মূল হোতা আমাদের সবার প্রিয়

এবং শ্রদ্ধেয় গল্পকার মামুন ভাইয়ের ( ব্লগার মামুনুর রশীদ ) । ভাইয়া একা আসেন নি । সাথে নিয়ে এসেছেন উনার সুযোগ্য এবং অত্যন্ত মিস্টি দুই মেয়েকে ( আমরা অবশ্য ভাবীকেও চেয়েছিলাম মামুন ভাই :P )।

মামুন ভাইয়ের পর সস্ত্রীক ( দুই মেয়ে সহ) আমাদের মাঝে আসেন আমাদের মধ্যে সব চাইতে পুরনো ব্লগার-ব্লগার প্রভাষক ভাই । প্রভাষক ভাইয়ের স্ত্রী শর্বরী শর্মিও সামুর এক সময়ের খুব নিয়মিত এবং জনপ্রিয় ব্লগার।

যাই হউক, প্রভাষক ভাই সম্পর্কে চুপিচুপি একটা কথা বলি... নিন্দুকেরা বলে ব্লগে আমার বয়স যতনা হয়নি তার চাইতেও বেশীবার প্রভাষক ভাই ব্লগ দিয়ে ইন্টারনেট চালিয়ে ব্যান খেয়েছেন । সামুতে উনার হাজারে হাজারে মাল্টি । ;)



এরপরই আমাদের সাথে যোগ দেন বিশিষ্ট ছড়াকার, প্রবন্ধাকার প্রেমিক মাতাল ( ব্লগার নুর ইসলাম রফিক) । এই ভদ্রলোকের নাম শুনে বেশ সাধারণ মানুষ মনে হলেও উনাকে আমার যথেস্ট রহস্যময় মানুষ মনে হয়েছে । উনি একজন উঠতি সেলিব্রিটি । ছবি তোলেন না । অনেক কস্ট করেও মাতাল ভাইয়ের একটা ছবি তুলতে পারি নাই । :(



মাতাল ভাইয়ের পর একে একে উপস্থিত হতে থাকেন বাপ্পী ( ব্লগার সোজা কথা ), নীরব মানুষ পাপ্পু (ব্লগার পপস),গল্পকার পার্থ তালুকদার ( ব্লগার পার্থ তালুকদার), সদ্য বিসিএস ফেইল ব্লগার প্রতিভাবান বালক ( মানুষ পাশ করেও স্ট্যাটাস দেয় না , উনি প্রতিভাবান বলেই ফেল করেও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে সেটা জানিয়েছেন :D),হ্যান্ডসাম পুরুষ পলাশ ভট্টাচার্য (ব্লগার দুরন্ত পলাশ),সাংবাদিক শরীফ তুহিন, ব্লগার জিনিয়াস পাগল ,সদা হাস্যময় ফটোগ্রাফার ফয়সাল খলিলুর রহমান ভাই ( ব্লগার খলিলুর রহমান ফয়সাল) এবং মুনসী আলিম (ব্লগার সৃষ্টিশীল আলিম)।



মুনসী ভাই কবি মানুষ । কবিতা লিখে ভদ্রলোক বেশ কিছু পুরস্কারও ইতিমধ্যে বাগিয়ে নিয়েছেন। কবি হলেও গাম্ভীর্য বলতে কোন জিনিস মুনসী ভাইয়ের মধ্যে পাই নাই । উনার মত প্রাণখোলা, কবি অথচ রসিক মানুষকে আমাদের মাঝে পেয়ে আমরা সত্যিই বেশ মজা করেছি এবং উনার সংগ খুব ভালোভাবেই উপভোগ করে নিয়েছি ) ।



এরপর ক্ষানিক বিরতিতে আমাদের মাঝে পৌছান প্রিয় আলমগীর ভাই (ব্লগার ইঞ্জিনিয়ার আলমগীর) । আলমগীর ভাইয়ের খুব শীঘ্রই শুভ বিবাহ হতে যাচ্ছে , সামুর সকল ব্লগারের দাওয়াত রইলো । পাত্রী বৈদেশিক । :P



যাই হউক সবাই উপস্থিত হবার পর আমরা আমাদের এবারের ব্লগ ডে'র চকোলেট কেকটা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করি । এরপর চলে দেশ ও জাতি নিয়ে এক জ্ঞানগর্ভ আলোচনা সমালোচনা এবং ব্লগীয় খাওয়া দাওয়া , সাথে চলে একের পর এক ফটোসেশন। আলোচনা সমালোচনার এক পর্যায়ে আমাদের মধ্যে এসে উপস্থিত হন পুরনো ব্লগার, স্টিকি ব্লগার-ব্লগার নিশাত শাহরিয়ার ।



সবশেষে সন্ধ্যার পর আরেক চক্র চা পানের পর আমরা যে যার রাস্তা ধরে এগুতে শুরু করি ।



ছবিতে ছবিতে ব্লগ ডেঃ ছবিয়ালঃ মামুন রশীদ, ফয়সাল খলিলুর রহমান এবং আমি মন্ত্রী ।





সুস্বাদু চকোলেট কেক,ক্রেডিট মামুন ভাইয়ের...





কলমের বদলে হাতে তাঁর ছুরি! আমরা কি এমন গল্পকার চেয়েছিলাম ??





মিস্টি হাসির গম্ভীর কবি মুনসী আলীম (ব্লগার সৃষ্টিশীল আলীম)...





সদ্য বিসিএস ফেইল ব্লগার প্রতিভাবান বালক...





কেক কাটছে ব্লগার প্রভাষক ভাইয়ের ছোট মেয়ে...





কেক নিয়ে কিভাবে গল্প লিখা যায় সে বিষয়ে গল্পকার পার্থ তালুকদারকে টিপস দিচ্ছেন আরেক গল্পকার মামুন রশীদ ... :D





এবার সবাই মিলে একসাথে ...



দুটি কথা না বললেই নয়, আমাদের সবাইকেই অকপটে স্বীকার করে নিতে হবে যে এবারের ব্লগ ডে উদযাপনের সমস্ত কৃতিত্ব মামুন রশীদ ভাইয়ের । আমাদের সবাইকে একত্রিত করা থেকে আরম্ভ করে কেকের সাথে ছুরি নিয়ে আসা অবধি সব কয়টি কাজেই মামুন ভাই দারুণভাবে তার সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন ।উনি না থাকলে বা এগিয়ে না আসলে হয়তো সিলেটে এবার ব্লগ ডে এভাবে উদয়াপন করা সম্ভব হতো না ।

মন্তব্য ৪৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

মামুন রশিদ বলেছেন: সব কাজের কাজী মাননীয় মন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা!

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা কি সুন্দর ব্লগ-ডে কাটাইলেন......

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনাদের কি অবস্থা?? ব্লগ ডে করেন নাই?

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

সেলিম আনোয়ার বলেছেন: মাননীয় মন্ত্রীমহোদয় অনেক পরিশ্রম সফল একটি অনষ্ঠান সম্পন্ন করেছেন ।
অনেক আনন্দ করেছেন বুঝা যায় । পোস্টে আর অনুষ্ঠান আয়োজনে ভাল লাগা ।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। অনেকদিন পর আপনাদের সবার মন্তব্য পাচ্ছি। ভালো লাগছে।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ !

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ অভি ভাই।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

পার্থ তালুকদার বলেছেন: যাক্, এমন একটা অনুষ্ঠানে অামিও ছিলাম।
ধন্যবাদ মন্ত্রী সাহেব।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনি আপনারা ছিলেন বলেই তো আড্ডাটা এতো প্রানবন্ত হয়েছে।

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০১

তুষার কাব্য বলেছেন: দারুন জমেছে তাহলে....অভিনন্দন সবাই কে..

মামুন ভাই তো বস :D

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হুম মামুন ভাই আসলেই বস! ধন্যবাদ আপনাকে।

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ জমজমাট , শুভঅভিনন্দন ।।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সামনের ব্লগ ডে তে সম্ভব হলে আপনাকে প্রধান অতিথি করে নিয়ে আসবে বন্ধু।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৯

আন্ধার রাত বলেছেন:
আমার কেক খাবার সুযোগ হইলো নারে, অথচ আমার খান্ধাত ঘটনাটা ঘটলো। :)

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কি বলেন?? কথা শুনে তো সিলেটিই মনে হচ্ছে। আসলেন না কেন ভাই??

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫২

জাদিদ বলেছেন: এই সেরেছে রে!! মন্ত্রী মহোদয়কে দেখি দেখা যায়!

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হুম ভাই। সবই আপনাদের দোয়া। :D

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৮

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আহা ;) ;) ;) আমাদের সেলঢি টা তো দারুন এসেছে !! :-P :-P :-P =p~ =p~

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কিন্তু সামু বেশ প্রবলেম করছে ভাই ওটা নিয়ে। দিলাম পোস্টের লাস্টে, চলে আসছে প্রথমে।

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: একটা হাজিরা না দিয়ে গেলে কেমন লাগে। :)

ছবির সাথে বর্ণনা চরম হইছে। প্রতিভাবান বালকের প্রতিভা পাতিল নিয়ে নাড়া চাড়ার তেব্র নিন্দা জানাচ্ছি।

মামুন ভাই প্রসঙ্গে আমারও একই কথা,
"কলমের বদলে হাতে তাঁর ছুরি! আমরা কি এমন গল্পকার চেয়েছিলাম ??"

প্রভাষক ভাই পুরো পরিবার নিয়ে হাজির!! মিস করলাম সাথে রাগও করলাম। গত দুই বছরই উনারে এ দিনটাতে পাই নি। |-) |-) সাথে উনার মাল্টি বিষয়ক গুফন খবরও জানলাম। ;)

ইঞ্জিনিয়ারের ইঞ্জিনে নতুন পার্টস যোগ হচ্ছে শুনে আমিও ব্যাপুক পুলকিত। B-)) B-)) আশা করি বিয়ার আগেই এই অধম দাওয়াত পাইবো।

ফয়সল ভাইয়ের সাথে টুকটাক কথা হইছিল আগে বাকিদেরকে চিনি না মনে হচ্ছে। তবে সবার জন্যই শুভ কামনা।

পোস্ট দাতা সম্বন্ধে কোন মন্তব্য নাই। :-B :-B

সবাইকে আবারও ব্লগ ডে'র শুভেচ্ছা। অনেক অনেক মিস করি সব্বাইকে। :D :D :D

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপ্নি খুব খারাপ মিয়া

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

আরজু পনি বলেছেন:

শহীদ মিনারটি দেখতে সত্যিই চমৎকার।

আর ছবি দেখেই বোঝা যাচ্ছে বেশ খেয়েছেন :P

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪১

নিশাত শাহরিয়ার বলেছেন: আলমগীর ভাইয়ের খুব শীঘ্রই শুভ বিবাহ হতে যাচ্ছে , সামুর সকল ব্লগারের দাওয়াত রইলো । পাত্রী বৈদেশিক । ;)

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: :p

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪১

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: কেউ আমারে মাইরালা /:)

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বিয়ে তো করছেনই, এম্নিতেই মরবেন।

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৫

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: রুপম পোস্টে আরও ছবি যোগ করলে ভালো হইতো

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমি মোবাইল থেকে ইউজ করি ভাই। ছবি যোগ করা খুব পেইনফুল

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৮

দুরন্ত পলাশ বলেছেন: ছুরি হাতে মামুন ভাইকে খলনায়কের মত লাগছে !

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আসলেই। তবে আপনাকে কিন্তু অনেক হ্যান্ডসাম লেগেছে ভাই।

১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

:D

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ

১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যারা আয়োজনের সাথে জড়িত ছিলেন, যারা অংশগ্রহণ করেছেন, যারা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন সবার জন্য আন্তরিক ধন্যবাদ

সামুর মন সব সময় ভাল থাক ---পুরাতন সব ব্লগার ফিরে আসুক ---বর্তমানে যারা লিখছে তারা মন খুলে লিখুক -- সামুর সাথে যারা সংশ্লিষ্ট সবাই ভাল থাকুন

---- ইয়া বড় বড় শুভকামনা ----

১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪

নুর ইসলাম রফিক বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় এর সঙ্গে আননন্দময় সময় কাটানোর আনন্দটাই আলাদা।
তাই আলাদা করে আলাদা ধন্যবাদ।

২০| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।

+++++++++++++

২১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: সিলেট বাসী অনেক মজা করেছে। অনাগত আগামীর জন্য শুভ কামনা।

২২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫০

প্রবাসী পাঠক বলেছেন: বরাবরের মতো এবারও ব্লগ দিবস উদযাপনের দিক থেকে সিলেট এগিয়ে।

সিলেটের সকল ব্লগারদের জন্য রইল শুভেচ্ছা এবং অভিনন্দন।

২৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৬

মামুন রশিদ বলেছেন: প্রবাসী পাঠক বলেছেন: বরাবরের মতো এবারও ব্লগ দিবস উদযাপনের দিক থেকে সিলেট এগিয়ে।


সাট্টিফিকেট পেয়ে গেলাম মন্ত্রী B-) B-)


থ্যান্কু, থ্যান্কু প্রবাসী ভাইজান । বারবিকিউর ছবি তোলার জন্য ক্যাম্রায় ঘষামাজা শুরু করে দিলাম ;)

২৪| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৪

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: চমৎকার আয়োজন সিলেট......! :)

শুভকামনা রইল।।

২৫| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১০

দুরন্ত পলাশ বলেছেন: মামুন ভাই আগমী ব্লগ দিবসে যদি কবিতা আবৃত্তির ব্যবস্থা করা হয় তাহলে খুব ভালো হবে ।

২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩

মামুন রশিদ বলেছেন: @দুরন্ত পলাশ,


২০১৩ সালের ব্লগডে তে কবিতা আবৃত্তির ব্যবস্থা করতে গিয়ে নিজেই ফেঁসে গিয়েছিলুম । আর কেউ এগিয়ে না আসায় আমাকে একাই একগাদা কবিতা ককশ্যকন্ঠে পাঠ করতে হয়েছিল /:) 8-|

২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

কম্পমান বলেছেন: খুব মিস করলাম ব্লগ ডে............... :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

২৮| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার আয়োজন! ভালো লাগলো খুব! +

অনেক শুভকামনা মন্ত্রী! অনেকদিন পরে আবার একটিভ হলেন! :)

২৯| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৬

সোজা কথা বলেছেন: মামুন ভাইয়ের কথা একটু আলাদা করে বলতেই হয়। উনি আমাদের থেকে বয়সে অনেক সিনিয়র। তারপরও প্রথম দিক থেকেই তিনি মূল উদ্যোক্তা হিসেবে কাজ করে গেছেন একজন তরুণের মতোই।বেশিরভাগ কাজই তিনি নিজ দায়িত্বে করেছেন। যা সত্যিই শিক্ষণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে। আশাকরি, ভবিষ্যতে আমাদের মধ্যেই এর প্রতিফলন ঘটবে।

পোস্টে অনেক অনেক ভাল লাগা রইলো।

৩০| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২১

মৃদুল শ্রাবন বলেছেন: মামুন ভাইয়ের "কোপাইলামু" ছবিটি ব্লগ ডের সেরা ছবি হইচে।

দারুণ আয়োজন দেখে ভালো লাগলো।

শহীদ মিনারটি খুব সুন্দর হয়েছে। এবার সিলেট গেলে ঘুরে আসতে হবে।

আপনার পোষ্টটিও দারুণ হয়েছে। স্টিকি পোষ্টে লিঙ্ক এড করে দিয়েছি। ভালো থাকবেন।

৩১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২

প্রামানিক বলেছেন: ব্লগ দিবসে সবাইকে শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.