নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকীয় টুকরো কাব্য

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২

(১)

আজো

তোমার সামান্য উস্কানিতে এইখানে ঝড় বহে

অগোছালো পনা এই জীবনে আর কত সহে।



(২)

অর্থহীন বাক্যের অর্থ খুজো না রমনী

দিন কাটলেও,ফুরাবেনা না যামিনী



(৩)

আজ,

রঙ সব নারী আর প্রকৃতির গায়,পুরুষের মনে কেবলি পাপ

চোখ চঞ্চল,ক্লান্ত পা

ওরে মন,যেদিক খুশি সেদিক চলে যা।



(৪)

শব্দের বিকল্প নেই,সমুদ্রের মত বড় হতে চাই,আর ঝড় হব তোমার মনে।



(৫)

সব কেড়ে নাও,দাবীটুকু রেখে যাও!!



(৬)

মানুষ কেন মরে যায়!!

মানুষ কেন হারায় তার জীবনে জন্মদাতা

উত্তর জরুরী!! উত্তর জরুরী? বিধাতা



(৭)

বুকের ভেতর কষ্ট বাজে,কষ্ট বাজে দারুণ

মাথার ভেতর নষ্ট বাজে,নষ্ট কাজে করুণ।



(৮)

তোমায় নিয়ে অল্প কথা হৃদয় জুড়ে অল্প বাড়াবাড়ি

আমায় নিয়ে নিশ্চুপ তুমি,তবু হয় নাই ছাড়াছাড়ি।



(৯)

সমান্তরালে অনেক কিছুই বয়ে চলে,আমরা কেবল নদীকেই দেখি

তোমার ভেতর এতকাল বয়ে গেলাম আমি,দেখতে পাওনি নাকি?



(১০)

যারে ফুল দেইনি সে মালা হাতে নিয়ে দাঁড়িয়ে

আর যারে সব দিলেম

সে আমা হতে,মন হতে,প্রান হতে গেল হারিয়ে।





নোট- আমার টুকরো কাব্যগুলি একত্র করার চেষ্টা করলাম আর কি!!

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

মহিদুল বেস্ট বলেছেন: সব কেড়ে নাও,দাবীটুকু রেখে যাও!!" ভাল লাগলো

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৮

ডট কম ০০৯ বলেছেন: আসলেই দাবীটুকু রেখে যাওয়া উচিত।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

মামুন রশিদ বলেছেন: বাহ বাহ! ভালো লাগছে ;)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৮

ডট কম ০০৯ বলেছেন: ভাল লাগছে শুনে আমারো ভাল লাগলো।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

সুমন কর বলেছেন: ফেসবুকের ব্যাপারগুলো ব্লগে না দেয়াটাই ভাল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৯

ডট কম ০০৯ বলেছেন: খুব যুক্তি যুক্ত কথা।

কিন্তু কি করবো সুমন ভাই,কাজ ছিল না তাই অকাজ করলাম।

সরি

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ বেশ ! আমারো একবার আইডিয়া এসেছিল , ফেসবুকের স্ট্যাটাস গুলো এক করে রেখে দেই , হয়নি পরে !
শুভেচ্ছা ডট কম !

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০০

ডট কম ০০৯ বলেছেন: অভি ভাই করে ফেলেন। একটা সুবিধা পাবেন।

এক জায়গায় সব টুকরো কাব্য!!

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুণ।
টুকরো কাব্যগুলি দারুন লাগলো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০১

ডট কম ০০৯ বলেছেন: ভাল লাগার জন্য অনেক অনেক ধইন্ন্যা আশরাফুল ইসলাম দূর্জয় ভাই।

আপনি আছেন বলেই ব্লগে আসা হয় মাঝে মাঝে কেন যেন আমার তাই মনে হয়।

হহাহাহহা

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
ভাই, দারুণ কিছু টুকরো-টাকরা!!
শুভকামনা রইল!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ সোনালী ডানার চিল

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩০

আফ্রি আয়েশা বলেছেন: টুকরো কাব্য ভালো লেগেছে :)

০১ লা মার্চ, ২০১৪ সকাল ৯:৪৯

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ আফ্রি!!

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৭

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর সব কটাই।

০১ লা মার্চ, ২০১৪ সকাল ৯:৫০

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া।

৯| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৯

ইমিনা বলেছেন: " সব কেড়ে নাও,দাবীটুকু রেখে যাও!!"
হি হি হি ... দাবীটুকু যদি হয় কোন কিছু কেড়ে না নেওয়ার ?

১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০১

ডট কম ০০৯ বলেছেন: ওমা! বলে কি এই মেয়ে এইরাম দাবী কি সে মানবে!!

১০| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১১

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪২

ডট কম ০০৯ বলেছেন: আপনাকে সালাম।

১১| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে বাহ! চমৎকার তো। বেশ ভালো লাগল।

তবে ফেসবুকের কবিতা ব্লগে দেয়া যাবে না, এমন কোন নিয়ম তো কোথাও শুনি নাই!! যাইহোক, আপনাকে অনুসারিত কইরা নিলাম। যেন আর মিস না হয় আরমান ভাই। :)

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪১

ডট কম ০০৯ বলেছেন: কন কি!!

কাল্পনিক ভালবাসা ভাই।

আপনার কমেন্টস পেয়ে আমি ধন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.