নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ আঁচলে জাম্বুরা ফুলের ঘ্রাণ

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৮





কবিতা হারিয়ে গেছে তার বিশুদ্ধতাকে ধারণ করতে

ক্লান্ত পথিকের পায়ে পায়ে ঘুরে একদিন ফিরবে,আলয়ে



সে দিন আঁচল বিছিয়ে রেখো,

নিষিদ্ধ আঁচলে বেঁধে দেবো জাম্বুরা ফুলের ঘ্রাণ

খুব গোপনে তুলে দেব একটি নিস্পাপ প্রাণ।



মায়াতে না বেঁধে তারে,ছায়াতে ছেড়ে দিও

শেষ চাওয়াতে তার পুরোনো স্পর্ষ নিও।

ফিরে এসো বলো,বিদায় বলো না

ফেরাতে যায়, বিদায়ে না ফেরা



এবার আত্নহননের পথে ছুটবে কবিতা

পরিশুদ্ধতার পর নিজেকে বিলীন করতে

সৃষ্টিশীল সব প্রাণ জাম্বুরা ফুলের শুকনো ঘ্রাণে মিশে যাবে!



এরপর ভুলে যাবে সব,সব ভুলে যাবে তারপর



পুরোনো কবিতাকে মনে পড়লে,দিগন্তের পানে চেয়ে থেকো



এক শীতের শেষে জাম্বুরা ফুলের ঘ্রাণে,আবার যদি ব্যাকুল হও

জেনে রেখো,

আগত বর্ষার মধ্য দুপুরে কবিতা ফিরে আসবেই।









নোট- দুই কবি একটা কবিতা এই কবিতার পূর্নতা দান করেছেন আলাউদ্দিন ভাই।কবিকে ধন্যবাদ। B-)

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: এক শীতের শেষে জাম্বুরা ফুলের ঘ্রাণে,আবার যদি ব্যাকুল হও
জেনে রেখো,
আগত বর্ষার মধ্য দুপুরে কবিতা ফিরে আসবেই।


অনবদ্য ডটকম ভাই !

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০১

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাই!!

কবিতাটা লিখে আসলে আমার নিজের কাছেও ভাল লেগেছে।

২| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫০

মামুন রশিদ বলেছেন: জাম্বুরা ফুল কিন্তু সত্যিই খুব সুন্দর । ছোট, সাদা আর মিষ্টি সুঘ্রাণ! ধুলোয় গড়ায় অনাদরে ।


আমি নিশ্চিত, কবিতার ভাবনাটা আপনি পেয়েছেন সদ্যফোটা জাম্বুরা ফুল দেখেই!

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৪

ডট কম ০০৯ বলেছেন: এই জন্যই বলা হয়েছে জ্ঞানী লোক এর জন্য ইশারা কাফি হয়।

হাহহাহহাহা।

আসলে প্রতিদিন অফিস শেষে যখন বাড়িতে ফিরি। আমার বাড়ির কাছে আসলেই জাম্বুরা ফুলের গন্ধে আমি মাতোয়ারা হয়ে যাই।

সেই থেকে মাথায় গেঁথে গিয়েছিল। কবিতাতে তার ই ছাপ পড়েছে।

ভাল থাকুন মামুন ভাই।

৩| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

সুমন কর বলেছেন: শিরোনামে ঘ্রাণ বানানটি ঠিক করে দিয়েন।

কবিতায় ভাল লাগা।

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৪

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই। বানান ঠিক করে দিচ্ছি।

৪| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

বেকার সব ০০৭ বলেছেন: ভাল লাগার মত কবিতা

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৯

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৫| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর কবিতা

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৯

ডট কম ০০৯ বলেছেন: অনেক অনেক ধইন্ন্যা কান্ডারি অথর্ব ভাই।

ভাল আছেন তো।

৬| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৯

এহসান সাবির বলেছেন: জাম্বুরা ফুল........!!

কবিতা দারুন।

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১০

ডট কম ০০৯ বলেছেন: হ! এইখানে এসে আটকে গেছি।

৭| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা আরমান ভাই। আর আলাউদ্দিন ভাইকেও ধন্যবাদ। :)

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১০

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই। ভাল থাকুন।

৮| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! কবিতা দারুন লেগেছে। আর জাম্বুরা ফুল আগে দেখি নাই।
অনবদ্য কবিতা এবং ফুলের জন্য ধইন্না নেন।

১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৮

ডট কম ০০৯ বলেছেন: কা ভা ভাই
আপ্নে যদি জাম্বুরা ফুলের সৌরভ নেন তাহলে তো আমারে আরো বেশী ধইন্ন্যা দিবেন বইলা মনে হইতাছে।

জীবনের কোণ এক ধাপে আপানার সেই সৌভাগ্য হোক বিধাতার কাছে প্রার্থনা করি।

ভাল থাকুন।

৯| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪২

অদৃশ্য বলেছেন:






চমৎকার হয়েছে লিখাটি...


শুভকামনা...

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪১

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য ভাই!!

আপনার মন্তব্যের জন্য। ভাল আছেন তো!!

১০| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


পুরোনো কবিতাকে মনে পড়লে,দিগন্তের পানে চেয়ে থেকো

এক শীতের শেষে জাম্বুরা ফুলের ঘ্রাণে,আবার যদি ব্যাকুল হও
জেনে রেখো,
আগত বর্ষার মধ্য দুপুরে কবিতা ফিরে আসবেই।


অসাধারণ লিখেছেন আরমান ভাই।


অনেক অনেক শুভ কামনা।

২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৫

ডট কম ০০৯ বলেছেন: বহুকাল পর আপনার একটা কমেন্টস পাইলাম
ফারিহান ভাই।


নিজেকে সন্মানিত বোধ করছি।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
:) :)

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৭

ডট কম ০০৯ বলেছেন: হাসেন কেন দূর্জয় ভাই।

কি হইল!!

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩০

মায়াবী রূপকথা বলেছেন: জাম্বুরা ফুল?! লোল।
এটাও ভালো। দুই কবিকেই শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.