নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

সংস্পর্শ

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১০





সুখী মেয়ে

তোমায় বোঝা বড় দায়,তুমি অসীম বা সসীম কোনটাই নও

তুমি সমুদ্র নও পাখি নও আলো নও আধার ও নও

তুমি কি!!



সেদিন সন্ধ্যায় এক গাল হেসে বলেছিলে"হারিয়ে যাচ্ছি"

জানি তুমি সত্যি হারিয়ে যাবে

মিথ্যের আলো ছায়ায় তুমি থাক না

কঠিন কথাগুলি তোমার কাছে সাধারণ,খুব সাধারণ

আমার মত নয়,অন্য কারো মত সাধারণ

তাহলে আমি কি!!



আমার হৃদয় জুরে অনেক কথা, অনেক প্রশ্ন, তোমায় ঘিরে

তুমি তা জানা সত্বেও নিজেকে আধার বানাও হরহামেশাই

তুমি অচেনা নও,অজানা নও এমন কি অসাড় ও নও

আসলেই তুমি কি!!



প্রশ্নের উত্তর জানা নেই! জানা হবে না তোমায় পেলেও!!

এ অপ্রাপ্তি নয়,

এ অপারগতা

এ শুন্যতা

এ স্থিরতা।



প্রস্থানে,

যে হাসিটুকু দিয়ে গেলে,তা আমি পারিনি ফেলে দিতে

জেনে রাখিস!!

যেদিন তোর সব হাসিকে উহ্য করতে শিখে যাব

সেদিন আমিও হব সুখী পুরুষ!!

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৬

অদৃশ্য বলেছেন:






আহা ভালোবাসা... লিখাটি সেরকমই ফিল করাতে বাধ্য করলো... দারুন লেগেছে আমার...



শুভকামনা...

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৬

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য

লেখাটা লিখে আমার ও খুব ভাল লেগেছে।

২| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৩

রিফাত ২০১০ বলেছেন: ভাল লাগল

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৮

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ

এইডা কিছু হই??

হাহহাহা

৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ছবিতা আর কবি দুটোই সুন্দর +++

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৮

ডট কম ০০৯ বলেছেন: কান্ডারি ভাই ভাল কইছেন তো ভাল। হাহহাহহাহ

৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৯

জমরাজ বলেছেন: সেদিন সন্ধ্যায় এক গাল হেসে বলেছিলে"হারিয়ে যাচ্ছি"

অসাধারণ লাগলো।

ভাল থাকবেন।

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৪

ডট কম ০০৯ বলেছেন: জমরাজ কবিতা পড়ে!!

আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হইয়া যাইতাছে। মাইরালা।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২০

অপ্রকাশিত কাব্য বলেছেন: এই অপ্রাপ্তি নয়,অপারগতা সুন্দর

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৫

ডট কম ০০৯ বলেছেন: আসলেই এ আমার অপ্রাপ্তি নয়, অপারগতা। ;)

৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩২

বাকপ্রবাস বলেছেন: সুন্দর++++++++

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৭

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ বাকপ্রবাস। ভাল থাকুন।

৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০১

ইমিনা বলেছেন: বহুত সুন্দর হইছে।
আমরা সবাই দোয়া করি আপনি যেন ওই সুখী মেয়ের হাসি কে উহ্য করতে পারেন ।।

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৪

ডট কম ০০৯ বলেছেন: ইমিনা,

সুখী মেয়ের হাসি উহ্য করার মত ক্ষমতা আমার নাই।

সেই ক্ষমতা বিধাতা আমারে দেয় নাই।

আমি অপারগ। ;)

৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৬

সোজা কথা বলেছেন: ভালো লাগল।

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৯

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ সোজা কথা!!

ভাল থাকুন।

৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: nice post.

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৭

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী। ভাল থাকুন।

১০| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৫

মামুন রশিদ বলেছেন: প্রস্থানে,
যে হাসিটুকু দিয়ে গেলে,তা আমি পারিনি ফেলে দিতে


তারপর 'তুমি' থেকে 'তুই' ! ভালোবাসার কোমল বিষাদ ভেঙ্গে দাঁড়িয়ে থাকা সবল সুখী পুরুষ !!

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৭

ডট কম ০০৯ বলেছেন: ঠিক ধরেছেন মামুন রশিদ ভাই!!

আপনার জন্য একশকেজি ধইন্ন্যাপাতা। হাহহাহহাহ।

১১| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

আমিনুর রহমান বলেছেন:




বাহ ! বাহ !! বেশ !!!


যেদিন তোর সব হাসিকে উহ্য করতে শিখে যাব
সেদিন আমিও হব সুখী পুরুষ!!



আপাতত আপনে মহাপুরুষ ;)

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৯

ডট কম ০০৯ বলেছেন: মহাপুরুষ হবার প্লান অনেক আগেই বাদ দিছি।

আমি মহাপুরুষ নই আমি মরাপুরুষ।

জানেন তো গান খানি পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত।

;) ;)

১২| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:

কবিতাটি পড়ে দারুণ অনুভূতি হল।


+++++++++

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩০

ডট কম ০০৯ বলেছেন: মনের সকল অনুভূতি দিয়ে লেখা ।হবে না হবে তো। হাহহাহহা

ভাল থাকুন স্নিগ্ধ শোভন।

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

আমার যেখানে একটা খটকা লেগেছিল, সেটা মামুন ভাই অলরেডি পয়েন্ট আউট করেছেন ;)

আপনি এত সুন্দর ছবি কোথায় পান?


কবিতা ভালো লাগলো।

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৮

ডট কম ০০৯ বলেছেন: ফারিহান ভাই ভাল কইছে তো সব ভাল।

আপনার একটা কমেন্টস আমার কাছে অনেক অনেক দামী।

ভাল থাকুন।

১৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: এ অপ্রাপ্তি নয়,
এ অপারগতা
এ শুন্যতা
এ স্থিরতা।


দুর্দান্ত একটি কবিতা পড়া হলো !

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৭

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাই।

আপনার কবিতা সংকলনে যাতে আমার লেখা থাকে সেইজন্য মাঝে মাঝে লিখি।

ভাল থাকুন।

১৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৯

সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: ভালো লাগলো...ধন্যবাদ আবেগের অবগাহনে ভাসাবার জন্য...

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৫

ডট কম ০০৯ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আশরাফ ভাই।

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুখী মেয়েকে নিয়ে কবিতা দারুন হইছে।

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৮

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয় ভাই।

আপনার অনুপ্রেরনায় ই তো আমার এই পথচলা।
নইলে কবিতা আর লেখা হত না।

১৭| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৫

এহসান সাবির বলেছেন: বেশ কবিতা হয়েছে।

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১২

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ এহসান সাবির ভাই।

ভাল থাকুন।

১৮| ০১ লা মে, ২০১৪ দুপুর ১:১২

দীপান্বিতা বলেছেন: + :)

০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:১০

ডট কম ০০৯ বলেছেন: স্বাগতম আমার ব্লগে দীপান্বিতা।

১৯| ০৫ ই মে, ২০১৪ রাত ১:৩৮

বাংলার পাই বলেছেন: আমার হৃদয় জুরে অনেক কথা, অনেক প্রশ্ন, তোমায় ঘিরে
তুমি তা জানা সত্বেও নিজেকে আধার বানাও হরহামেশাই
তুমি অচেনা নও,অজানা নও এমন কি অসাড় ও নও। ----------অসাধারণ কবিতা।

আমি বিমোহিত।

শুভেচ্ছা নিবেন।

০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ বাংলার পাই আপনার এহেন উৎসাহমূলক মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.