নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

শুভমিতার সাথে কাটানো বিকেল

০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৬





শুভমিতা,

নয়নতারা ফুল গুঁজে দেবার শখ ছিল,তোমার অগোছালো চুলে

সাধ ছিল ঘুম জড়ানো বিকেলে,চায়ের কাপ হাতে বসব দুজন

মুখোমুখি নয় পাশাপাশি।

তুমি পাশে আছো,এই ভাবনাই আমার অনেক প্রাপ্তি

চন্দ্রাহত মানুষের যেমন নীল জোছনা



আমার সাদাকালো জীবনে তোমার ছিটিয়ে দেয়া রঙ

একদিন দারুণ শিল্প কর্ম হবে।



বিকেলের রোদ আড়মোড়া ভাঙ্গে শেষ বেলায়

তোমার স্বলজ্জ হাসি দেখে ফিরে যাবে সেও

সময় এগিয়ে যাবে অজানা অস্বাভাবিক গতিতে

আড় চোখে তুমিও দেখবে,অসমাপ্ত আমাকে

চোখে চেয়ে, চোখ পড়বে,মন খুলে দেখবে



আর আমি,

তোমায় দেখব চায়ের কাপে ভালবাসা মেসানো তরলে

ভুলেও মনে করব না

সিগারেট আর লাইটার লুকিয়ে আছে তোমার সযত্ন আঁচলে।

মন্তব্য ৪৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসম্ভব রকমের ভাল লাগলো -----কেমনে লিখলেন এত সুন্দর করে----

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:০৮

ডট কম ০০৯ বলেছেন: যতটা ভাল বললেন ততটা কি আর ভাল লিখতে পেরেছি আমার মনে সন্দেহ আছে।

২| ০৩ রা মে, ২০১৪ রাত ৮:০১

তাসজিদ বলেছেন: শুভমিতা কে?

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:০৯

ডট কম ০০৯ বলেছেন: শুভমিতা সেই,
যাকে আমি ভালবাসি,যার পাশে থাকতে চাই খুব কাছাকাছি। ;)

৩| ০৩ রা মে, ২০১৪ রাত ৮:২৩

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর ।

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:১০

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ মামুন রশিদ ভাই। ভাল থাকুন।

৪| ০৩ রা মে, ২০১৪ রাত ৯:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তুমি পাশে আছো,এই ভাবনাই আমার অনেক প্রাপ্তি
চন্দ্রাহত মানুষের যেমন নীল জোছনা


নাইস টাচ এন্ড নাইস ওয়ান :)

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:১০

ডট কম ০০৯ বলেছেন: সব আপনাদের দোয়া কবি আহমেদ আলাউদ্দিন। ;)

৫| ০৩ রা মে, ২০১৪ রাত ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: আর আমি,
তোমায় দেখব চায়ের কাপে ভালবাসা মেসানো তরলে
ভুলেও মনে করব না
সিগারেট আর লাইটার লুকিয়ে আছে তোমার সযত্ন আঁচলে।
:)

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:১১

ডট কম ০০৯ বলেছেন: ভুলেও মনে করব না
সিগারেট আর লাইটার লুকিয়ে আছে তোমার সযত্ন আঁচলে।

সেলিম ভাই কি সিগারেট খায় না পান করে জানতে মন চায়!

৬| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার! দারুন হয়েছে। আবৃত্তি শুনলে ভালো লাগত।

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:১২

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ কাল্পনিক ভাই,আপানার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।

৭| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১:৪২

বাংলার পাই বলেছেন: আমার সাদাকালো জীবনে তোমার ছিটিয়ে দেয়া রঙ
একদিন দারুণ শিল্প কর্ম হবে-------------চমৎকার কবিতা।


আমি মুগ্ধ আপনার কবিতা পড়ে।

শুভেচ্ছা নিবেন।

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:১৩

ডট কম ০০৯ বলেছেন: সমস্যা ঐখানেই আমি আমার কবিতা পড়ে মুগ্ধ হতে পারি না। আফসুস।

৮| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৩:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:

চমৎকার!!!

খুব ভালো লাগলো।

++++++

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:১৪

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভাই। ভাল থাকুন।

৯| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৩:২৯

স্বপ্ন দুঃস্বপ্ন বলেছেন: আহ . . . .এমন ভালবাসার মানুষ কবে যে খুজে পাবো|শেষের দুটি লাইন মাথায় লেগেছে . . .

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:১৫

ডট কম ০০৯ বলেছেন: পেয়ে যাবেন ভাই, কিঞ্চিত অপেক্ষা করুন। হাহহাহহা

১০| ০৪ ঠা মে, ২০১৪ ভোর ৪:৪৯

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, দারুণ হয়েছে!

একরাশ শুভেচ্ছা।

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:১৬

ডট কম ০০৯ বলেছেন: আমারে কবি কইয়েন না।

আপনাদের লেখার ধারে কাছেও আমার লেখা যাবে না।

১১| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:১৩

মায়াবী ছায়া বলেছেন: বাহ, ভাল লাগলো।।

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:১৬

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ মায়াবী ছায়া। ভাল থাকুন।

১২| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৯:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


অসম্ভব রকম ভাল লাগল কবিতাটা +++

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৪২

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি ভাই!! কেমন আছেন?

১৩| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমার সাদাকালো জীবনে তোমার ছিটিয়ে দেয়া রঙ
একদিন দারুণ শিল্প কর্ম হবে

অনেক ভাল লাগল।

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৪৪

ডট কম ০০৯ বলেছেন: আমার ব্লগে স্বাগতম বঙ্গভূমির রঙ্গমেলা। ভাল থাকুন।

১৪| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

এইত ভাল আছি। আপনি কেমন আছেন ?

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:২৭

ডট কম ০০৯ বলেছেন: খুব ভাল ও না আবার খুব খারাপ ও না। ;)

১৫| ০৫ ই মে, ২০১৪ রাত ১২:৫০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো কবিতা।
কিন্তু শুভমিতা কে?

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৩৫

ডট কম ০০৯ বলেছেন: উপরে উত্তর দেয়া হয়েছে কবি!!

হু ইজ শুভমিতা!!

আপনাদের এই ফ্যান্টাসি টা আমি দারুণ উপভোগ করি!! ;)

১৬| ০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৪৫

অদৃশ্য বলেছেন:





চমৎকার হয়েছে...


শুভমিতা, ওহ্‌ সরি... শুভকামনা...

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৫১

ডট কম ০০৯ বলেছেন: আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা।

১৭| ০৫ ই মে, ২০১৪ দুপুর ২:৪৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:



সুন্দর লিখেছেন ৷

০৫ ই মে, ২০১৪ বিকাল ৪:৩৮

ডট কম ০০৯ বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম আল-জাহাঙ্গীর ভাই।

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৮| ১০ ই মে, ২০১৪ সকাল ১০:০৬

ইমিনা বলেছেন: সর্বনাশ, এতো বেশী ধূমপান করলে তো আপনার ক্যান্সার হবে :P :P :P

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

ডট কম ০০৯ বলেছেন: শুভ মিতা জানে তাই সে তার সযত্ন আঁচলে লুকিয়ে রাখে সিগারেট আর লাইটার। হাহহাআহ

১৯| ১৪ ই মে, ২০১৪ সকাল ৮:০৭

বৃতি বলেছেন: শুভমিতার কবিতা চমৎকার লাগলো :)

শুভেচ্ছা।

১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

ডট কম ০০৯ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ বৃতি। ভাল থাকুন সব সময়।

২০| ১৬ ই মে, ২০১৪ সকাল ১০:৫১

রহস্যময়ী কন্যা বলেছেন: কবিতা অনেক ভালো লাগসে ভাইয়া :)

ইয়ে, এখন আইসক্রিম খাওয়ান :D B-) ;)

১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

ডট কম ০০৯ বলেছেন: কোনটা খাইবা ইগ্লু না কোয়ালিটি ;)

২১| ৩০ শে মে, ২০১৪ রাত ৯:৫৪

সুমন কর বলেছেন: সুন্দর !!

এইতো আছি, মোটামুটি। ব্যস্ত ছিলাম, কাঁটিয়ে উঠছি।

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

ডট কম ০০৯ বলেছেন: যাক ব্যাস্ততার অবশান হোক।

ভাল থাকুন সব সময়। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৮

মায়াবী রূপকথা বলেছেন: এতোগুলো পড়ে আপনার স্টাইল বুঝতে পারছি কিছুটা। ভালোই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.