নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

নির্মলার ব্যাথা

২৮ শে জুন, ২০১৪ বিকাল ৫:২৩





আমি আর খুব বেশী দিন বাঁচব না,নির্মলা



জানতে চাইলেম কী খেতে চাও কবি? শেষ কোন ইচ্ছে

উত্তরে কবি বলেছিল,সিগারেট কে ভীষন মনে পড়ে

আর সুপর্না কেও,বড় বেখেয়ালী সে!

এরপর

কবি মৃদু হাসলো

শেষ সেই হাসিতে লেখা ছিল

কবিদের সুখ আর দুঃখের হাসি সমান্তরাল,একই রুপ



কবি হাসির কত যে মানে

কবি'র দুঃখ কে যে জানে!



মানুষ ফুরায়ে যায়, হারায়ে যায়

কবি বেঁচে থাকে,

টিকে থাকে কোন রমনীর একান্ত,একলা মুহুর্তে



কবি সুপর্নাকে পায়নি,আমায় বাঁধেনি ভালবাসার ছলে

আমার জীবনে এখনো সে বেঁচে, আমার একলা বিকেলে।



ভালবাসা বড় নির্মম,

জীবন গল্পে কবিদের প্রস্থানে সুপর্ণাদের কিছুই হয় না

নির্মলারা কবিকে ভেবে,জীবন গল্পে,সুখের দেখা পায় না।





মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৮

মামুন রশিদ বলেছেন: বাহ, সুন্দর ।

২| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫৪

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই।

শুভকামনা নিরন্তর।

৩| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

জুন বলেছেন: কবি হাসির কত যে মানে
কবি'র দুঃখ কে যে জানে
!

খুব ভালোলাগলো কবিতা ডট কম ০০৯।
+

২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ জুন!!

আপনার কমেন্টস আমার জন্য উৎসাহ হয়ে থাকবে।

ভাল থাকুন।

৪| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভালবাসা বড় নির্মম,
জীবন গল্পে কবিদের প্রস্থানে সুপর্ণাদের কিছুই হয় না
নির্মলারা কবিকে ভেবে,জীবন গল্পে,সুখের দেখা পায় না+++

অসম্ভব সুন্দর হয়েছে।

২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

ভাল থাকুন সর্বদাই।

৫| ২৯ শে জুন, ২০১৪ সকাল ৮:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর লিখেছেন।

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:১০

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই। ভাল থাকবেন।

৬| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১০:১২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর।

মানুশ* মনে হয় টাইপো।

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:১১

ডট কম ০০৯ বলেছেন: ঠিক করে দিয়েছি দূর্জয় ভাই।

৭| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১১:১২

বৃতি বলেছেন: ভালো লাগলো :)

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:১২

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ বৃতি।

ভাল থাকুন সকল সময়।

৮| ২৯ শে জুন, ২০১৪ রাত ৮:২৫

আহমেদ জী এস বলেছেন: ডট কম ০০৯ ,




নির্মলারা এমনিই নির্মল হয় ! জীবনের গল্পে নির্মলাদের সুখের কথা লেখা থাকেনা কোথাও ।

কবিরাও এমনি করেই সিগারেটের ধোঁয়ার মতো উড়িয়ে দেয় নির্মলাদের, নিকোটিনের মজাটুকু নিয়ে .........

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:০৯

ডট কম ০০৯ বলেছেন: হতে পারে আহমেদ ভাই।

৯| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ !

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:১৩

ডট কম ০০৯ বলেছেন: বাহ!!

বলার জন্য অনেক ধইন্ন্যা। ;)

১০| ৩০ শে জুন, ২০১৪ রাত ৮:৩৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:১৪

ডট কম ০০৯ বলেছেন: আপনার কমেন্টস আমার কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ।

খুব খুশি হয়েছি হামা ভাই।

ভাল থাকুন।

১১| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:০০

আমি স্বর্নলতা বলেছেন: ভালো লাগল কবিতা।

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৩

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ স্বর্নলতা কবিতা পড়ার জন্য।

১২| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:০৬

রাহুল বলেছেন: ভালোতো......

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৬

ডট কম ০০৯ বলেছেন: হুম্ম ভাল তো ভাল না। ;)

১৩| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:২৬

লাবনী আক্তার বলেছেন: হুম! বেশ লিখেছেনত!!

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৩

ডট কম ০০৯ বলেছেন: হুম্ম!! আপনার কমেন্টস ও বেশ মানিয়েছে এই লেখার সাথে।

ভাল থাকুন সকল সময়। ;)

১৪| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:৪৮

সুমন কর বলেছেন: মজার কবিতা। ভাল লাগল।

০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৬

ডট কম ০০৯ বলেছেন: আপনাকে ব্লগে দেখলেই ভাল লাগে।

অনেক ধন্যবাদ সুমন ভাই আপনার মন্তব্যের জন্য।

১৫| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১:১৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সুন্দর পোস্টটা যাচ্ছে মাসসেরা সংকলনে ...
অভিনন্দন অগ্রীম ...

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৮:২৯

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ মুনতাসির নাসিফ ভাই। ভাল থাকুন।

১৬| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নিজেকে ভাঙ্গেন।

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৩০

ডট কম ০০৯ বলেছেন: আর কত ভাঙ্গা যায় আর কত পোড়া
সবাইতো ভাঙ্গিতে চায় দেয় না কেউ জোড়া।

;০

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.