নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

শেষ চিঠি সুনিপুণা তোমাকে

১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫১







সুদীর্ঘ পত্র লেখার ইচ্ছে ছিল তোমার কাছে,ছদ্মনামের সম্ভাষণে



শুরুতে তোমার প্রতি প্রশ্ন থাকবে

মধ্য গগনে আমার আশা নিরাশারা

শেষক্ষণে বিদায়ী উষ্ণতা।



হয়নি কিছুই,বাস্তবতায় হয় না

বাস্তবতা কেড়ে নিতে জানে,পূর্ণতা শেখেনি

আমিও শিখিনি পত্র লিখতে যেমন!



তাই,

ক্ষণকাল আয়ু নিয়ে আমার ইচ্ছেটা মরে যায় প্রতিদিন

তোমাকে লেখা হয় না

কালিতে তোমায় দেখা যায় না।



সেকারণেই,

কত কী না লিখি আজকাল নিজের মনে

তুমি কি জানো মনে মনে কত লেখা আছে জমে?

মনের কাগজ তাই পোষ্ট হয় না কখনোই।



ভালবাসাকাংখী পুরুষ লিখতে পারেনা একটি পত্র

মনের ভেতর যতই লিখুক,থাকুক মহাকাব্য।



দেখো একদিন ঠিক ই লিখে ফেলব,যার শুরু হবে এমন-------

"শেষ চিঠি,সুনিপুণা তোমাকে"

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩০

সুমন কর বলেছেন: তাই,
ক্ষনকাল আয়ু নিয়ে আমার ইচ্ছেটা মরে যায় প্রতিদিন
তোমাকে লেখা হয় না
কালিতে তোমায় দেখা যায় না।

সুন্দর !!



ক্ষনকাল > ক্ষণকাল
কারনে > কারণে
পূর্নতা > পূর্ণতা

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:১১

ডট কম ০০৯ বলেছেন: ঠিক করে দিয়েছি সুমন ভাই।

অনেক ধন্যবাদ।

২| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪২

লেখোয়াড় বলেছেন:
ভালবাসাকাংখী পুরুষ লিখতে পারেনা একটি পত্র
মনের ভেতর যতই লিখুক,থাকুক মহাকাব্য।

ভাল বলেছেন, লিখেছেন।

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:১২

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ লেখোয়াড় ভাই।

ভাল থাকুন।

৩| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৬

লেখোয়াড় বলেছেন:
আপনি আমাকে চিনেন নাকি?

এমনভাবে লেখোয়াড় ভাই বললেন যেন কত দিনের চেনা।
কতটুকু জানেন আমাকে?

ভাল খুব ভাল।

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৫

ডট কম ০০৯ বলেছেন: দেখলেই কি আর চেনা হয়ে যায়
চিনি বল্লেই কি আর তারে চেনা যায়।


হাহহাহাহ

লেখোয়াড় ভাই,আপ্নাকে যতটুকু চেনার তা কমেন্টসের মধ্য দিয়েই চিনে নিয়েছি। ;)

ভাল থাকুন নিরন্তর।

৪| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৬

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নবাজ অভি ভাই!!

ভামোস আর্জেন্টিনা।

৫| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৯

কলমের কালি শেষ বলেছেন: আহারে অব্যক্ত ভালোবাসা । দেইখেন আবার আপনার মহাকাব্য কেউ পড়ে ফেলতে পারে !!! সুন্দর হয়েছে ।

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৭

ডট কম ০০৯ বলেছেন: যার জন্য মহাকাব্য লেখা হয় সে পড়তে পারে না। অন্যেরা পড়ে মজা নেয়।

আপনার কলমের কালি শেষ হল কিভাবে?

৬| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:০১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ভালবাসাকাংখী পুরুষ লিখতে পারেনা একটি পত্র
মনের ভেতর যতই লিখুক,থাকুক মহাকাব্য।

লাইনটা ভাল্ললাগচ্ছে

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৬

ডট কম ০০৯ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিকারগ্রস্থ মস্তিষ্ক ;)

৭| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

দেখো একদিন ঠিকই লিখে ফেলব, যার শুরু হবে এমন-
‘শেষ চিঠি, সুনিপুণা তোমাকে’



প্রেমের শেষ ওখানেই! বিচ্ছেদের বিষাদ।


কবিতা ভালো লাগলো আরমান ভাই।

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৮

ডট কম ০০৯ বলেছেন: আপনার ভাল লাগছে ব্যাস আর কিছু চাই না।

অনেকদিন পরে লিখার চেষ্টা করলাম।

ভাল আছেন তো ফারিহান ভাই।

৮| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৩

মামুন রশিদ বলেছেন: ভালবাসাকাংখী পুরুষ লিখতে পারেনা একটি পত্র
মনের ভেতর যতই লিখুক,থাকুক মহাকাব্য।


দারুণ!

আপনার কবিতার নায়িকাদের নাম খুব সুন্দর, নামগুলো সংগ্রহে রাখার ইচ্ছে আছে :P

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৯

ডট কম ০০৯ বলেছেন: হাহহাহাহ

কী যে বলেন মামুন ভাই।

করতে থাকেন সংগ্রহ।

৯| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৩:২৪

সোনালী ডানার চিল বলেছেন:
আরমান ভাই, দারুণ লিখেছেন!
কবিতায় প্লাস!!

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫০

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ সোনালী ডানার চিল ভাই।

১০| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩২

অপ্রতীয়মান বলেছেন: আরমান ভাই এইটাও সিরাম ভালো লিখছেন B-) B-))

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫১

ডট কম ০০৯ বলেছেন: হয়তো বা।

১১| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫২

কলমের কালি শেষ বলেছেন: কলমের কালি শেষ বলেইতো ব্লগে আসা । প্রযুক্তির যুগে কলম আর কালি নিয়ে পড়ে থাকা কি চলে !!!..। B-)

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৮

ডট কম ০০৯ বলেছেন: তাও ঠিক বলেছেন।

আপনার তো মাইরি সেইরাম বুদ্ধি। ;)

১২| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

মানসিকতা দৃই করলে্ই তো হয়ে যায় । :)

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৯

ডট কম ০০৯ বলেছেন: সবার মানসিকতা এক নয়। কেউ পারে কেউ পারে না।

১৩| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৯

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই। ভাল থাকুন।

১৪| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শেষ হতেই শুরু হয় ;)

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:০২

ডট কম ০০৯ বলেছেন: শেষ হতে আর কি কি হয় কবি!!

পড়ার জন্য ধন্যবাদ।

১৫| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:০৬

চড়ুই বলেছেন: সেকারণেই,
কত কী না লিখি আজকাল নিজের মনে
তুমি কি জানো মনে মনে কত লেখা আছে জমে?
মনের কাগজ তাই পোষ্ট হয় না কখনোই।

ভালো লাগলো। যদিও নিছক কবিতা তবু কেন যেন মনে হচ্ছে কবিতার পিছনে কারো মনের কথা লুকানো।

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৮:২৪

ডট কম ০০৯ বলেছেন: কারো না কারো মনের কথা তো অবশ্যই চড়ুই।

কবিতা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

১৬| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৩

জসীম অসীম বলেছেন: ভাই, লেখা পড়ে ভীষণ মুগ্ধ হলাম। ধন্যবাদ।

২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

ডট কম ০০৯ বলেছেন: আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ সময় করে কবিতা পড়ার জন্য।

১৭| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৮

ইমিনা বলেছেন: যাক, সুন্দর এই কবিতাটি মিস করি নি। অনেক ভালো লিখেছেন।
ঈদের শুভেচ্ছা রইলো :) :) :(

২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

ডট কম ০০৯ বলেছেন: তোমার জন্য ও ঈদ শুভেচ্ছা রইল।

ভাল থেকো।

১৮| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০০

জুন বলেছেন: অপুর্ব তুমি কি জানো মনে মনে কত লেখা আছে জমে?
মনের কথাগুলো একদিন লিখে ফেলুন ডটকম, হয়তো পেয়ে যাবো সুনিপুন লেখায় মুগ্ধকরা কোন এক কবিকে ।
+

০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৬

ডট কম ০০৯ বলেছেন: আপনার এই কমেন্ট এ অনেক অনুপ্রেরণা পেলাম।

কিন্তু মনের সকল কথা কি কেউ লিখতে পারে!!
চেষ্টা থাকে হয়তো,কিন্তু বিষয়টা অনেক কঠিন অন্তত আমার কাছে।

ভাল থাকুন চিরদিন।

১৯| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৬

বৃশ্চিক রাজ বলেছেন: ব্রো ভাবী আর আপনাদের দুজনের পিকটা খুবিই সুন্দর। কোথায় তুলেছেন এটা ?

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১০

ডট কম ০০৯ বলেছেন: ভাই,
অতখানি উচ্চতায় আজো উঠিতে পারি নাই!!
আমার ব্লগে প্রায় সকল ছবি গুগল ও ফেসবুক থেকে ধার করা।

ভাল থাকুন।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৯

ডট কম ০০৯ বলেছেন: ক্যান আপনার সামনের ভ্রমন কাহিনীতে ওই খানে যাইবেন নাকি!! ;)

২০| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২

মায়াবী রূপকথা বলেছেন: একটু অগোছালো, জমাট বাধা হয়নি সেভাবে। শেষটা সুন্দর, তবে গতানুগতিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.