নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

অলৌকিক পূর্নিমা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১০





অলৌকিক পূর্নিমা



"আমি আমার দুঃখ গুলোর উপর শুয়ে আছি,চোখের উপর আকাশ

সেখানে চাঁদ আর কিছু তারা ছাড়া কেউ নেই,

তারাগুলি মাঝে মাঝে উঁকি দিচ্ছে খেয়ালে বেখেয়ালে



ওদের দেখে বুঝে গেলাম,

জীবনটা যেমন মিথ্যের ফাঁকি ছিল,তেমনি এখনকার মৃত্যুটাও।



কালো অমাবশ্যায় মৃত্যু হয়েছিল বলেই বুঝি

এমন অলৌকিক পূর্নিমা দেখালে বিধাতা।"



উৎস্বর্গ পত্র- আজকের চাঁদ কে।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৫

সুমন কর বলেছেন: সুন্দর !!

অাজ কি চাঁদ এমন উঠেছে !!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২০

ডট কম ০০৯ বলেছেন: অসাধারণ চাঁদ উঠেছে সুমন ভাই।

ষোড়শী প্রেমিকা চাঁদ আমার।

;) :) ;)

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো কবিতা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ কবি দূর্জয়!!

আপনাদের মত তো আর লিখতে পারি না। তাই অল্পেই সন্তুষ্ট আমি। ;)

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতায় ভাল লাগা রেখে গেলাম।

শুভকামনা ভাই।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০০

ডট কম ০০৯ বলেছেন: আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা সোনালী ডানার চিল।

উড়তে থাকুন ঘুরতে থাকুন। ;)

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই।!!

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

মামুন রশিদ বলেছেন: গত রাতের চাঁদটা আসলেই ছিল সুন্দর, অলৌকিক সুন্দর । কবিতায় তা যথার্তই ফুটে উঠেছে ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৪

ডট কম ০০৯ বলেছেন: চন্দ্র অবলোকন স্বার্থক আমার।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সেই লেবেলের চাঁদ উঠছে কিন্তু !

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৫

ডট কম ০০৯ বলেছেন: সেইটাই তো কইছিলাম। খেলা দেখা বাদ দিয়া চাঁদ দেখেন।

এইবার বুঝলেন তো।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪২

আলম দীপ্র বলেছেন: সবচেয়ে ভালো লাগল ভাই উৎসর্গ পত্রটা ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৬

ডট কম ০০৯ বলেছেন: হুম্ম বুঝতে হবে!!

আলম ভাই।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার! অনু কাব্যে +

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৭

ডট কম ০০৯ বলেছেন: আপনার এহেন উচ্ছসিত প্রশংসার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

দীপংকর চন্দ বলেছেন: জীবনটা যেমন মিথ্যের ফাঁকি ছিল,তেমনি এখনকার মৃত্যুটাও

শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক।

২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩২

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮

মায়াবী রূপকথা বলেছেন: ছোট সুন্দর স্ট্রং। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.