নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

সেই তোমাকে যেই তুমি অস্তিত্বের অংশ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

****************************

কাঁধের উপর হাত রাখা যায়,হওয়া যায় নির্ভার

বিশ্বাস আর আস্থা মিলে শুরু হয় সংসার।

আমার হাতের তিনটে পদ্ম তোমারে করেছি দান

তুমি সৃষ্টি করেছ মনের জানালা,গড়েছ সন্তান



তোমার জন্য আকাশ আমি

জানে আমার অন্তর্যামী

তুমি হয়েছে সবুজ বাগান

আমার হৃদকমলের প্রাণ।



ভালবাসা কেবলি দিয়ে গেছ মোরে কেঁদেছ অফুরান

তোমারেই আমি চেয়েছি শুধু, যেখানে থেমেছে গান।



পূর্ণ আমার পূন্যবতী

কেন কর ডাকাডাকি!

তোমায় আমি কোথায় রাখি?

আমি যে নীল আসমান!!



সব ভাবনার সব শেষে তুমি আমি মিলেমিসে,সাজায়েছি মোদের ঘর

আসে আসুক কাল রাতি নিভে যাক ঝাড়বাতি,হইয়ো নাকো পর।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪

সুমন কর বলেছেন: মিষ্টি প্রেমের কবিতা। ;)

পূর্ন =পূর্ণ
পূন্যবতী = পূর্ণবতী; হবে হয়ত।

শুভ দুপুর।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

ডট কম ০০৯ বলেছেন: পূর্ণ বানান ঠিক করতেছি। আর পূন্যবতী ওটাই হবে।

অনেক ধন্যবাদ সুমন ভাই। ;)

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর :)

ভালো থাকবেন ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ রায়হান ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম। ভাল থাকুন আপ্নিও।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

ইমিনা বলেছেন: এত্তোগুলা ভালোবাসার কথা ;)

আহ্, এমন ভালোবাসার কবিতা কেন লিখতে পারি না |-) |-) |-) |-)

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১

ডট কম ০০৯ বলেছেন: আগে বিবাহ শাদী করেন তারপর জামাইকে উদ্দেশ্য করে লিখবেন ইনশাআল্লাহ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রথম স্তবক যেন কবিতার ভেতর আরেক কবিতা, খুব ভালো।

পুরো কবিতাই সুন্দর।।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ কবি দূর্জয়। আপনার লম্বা কমেন্টস পেয়ে আমি যারপরনাই আনন্দিত। ;)

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাবীর জন্য শুভকামনা ;)

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

ডট কম ০০৯ বলেছেন: ভাবীর জন্য সবাই শুভ কামনা করে!! আমার জন্য কি?

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

মামুন রশিদ বলেছেন: তোমার জন্য আকাশ আমি
জানে আমার অন্তর্যামী
তুমি হয়েছে সবুজ বাগান
আমার হৃদকমলের প্রাণ।

মাখোমাখো প্রেমপদ্য ;)

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

ডট কম ০০৯ বলেছেন: অনেকদিন পর লিখলাম তো বৌ কে নিয়ে তাই মাখামাখি একটু বেশী হয়েছে মনে হয়। ;)

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লাগলো । সুন্দর ছন্দ ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

ডট কম ০০৯ বলেছেন: যাক ছন্দময় কিছু তাহলে আমার হাত দিয়ে হয়েছে।

আপনাকে আমার ব্লগে স্বাগত্ম কলমের কালি শেষ।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮

আমিনুর রহমান বলেছেন:



আহা ! মধু ;) ;) ;)

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ সাধু সাধু!!

;) ;) ;)

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯

কালো যাদুকর বলেছেন: ভাল।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

ডট কম ০০৯ বলেছেন: যাদুকরের যাদুময়ী মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

নুরএমডিচৌধূরী বলেছেন: খুবি সুন্দর হয়েছে স্যার
এতো প্রেম কোথা থেকে আসে
অনেক অনেক শুভ কামনা রইল
আপনার জন্যে
ভাল থাকবেন স্যার

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ নূর ভাই। এত স্যার স্যার করলে খেলুম না। ;)

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৮

অপ্রতীয়মান বলেছেন: ভালবাসা কেবলি দিয়ে গেছ মোরে কেঁদেছ অফুরান
তোমারেই আমি চেয়েছি শুধু, যেখানে থেমেছে গান

আহা! অন্তরের চাওযা পাওয়া গুলি কবিতয় ঝরে ঝরে প্রকাশ পাচ্ছে :D :D


আগেই পড়েছিলাম, এখানে একটু দেরিতে পড়লাম আর কি ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

ডট কম ০০৯ বলেছেন: অলিভার ভাই ধন্যবাদ!! ;)

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর, তবে সব জায়গায় ছন্দটা ঠিকঠাক মেলে নাই।

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৪

ডট কম ০০৯ বলেছেন: সামনে আরো সাবধানী হব ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.