নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

শুভ মহালয়া

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৮



সবার প্রথমে সবাইকে আমার পক্ষথেকে শুভ মহালয়ার শুভেচ্ছা।

সনাতন ধর্মালম্বীদের সবচাইতে বড় উৎসব দূর্গা পূজার শুরু আজ থেকে। আজ ভোরে চন্ডী পাঠের মাধ্যমে মা দূর্গাকে স্বর্গলোক ছেড়ে মর্ত্যলোকে আসার আমন্ত্রন জানানো হবে এবং শুরু হয়ে যাবে দূর্গাপূজার ক্ষন গননা। দেবী দূর্গার ভক্তবৃন্দ এই দিনে গঙ্গা নদী তীরে আত্নীয় পরিজন ও পূর্ব পূরুষদের আত্নার সদ্গতি প্রার্থনা করেন।

মহালয়ার ঠিক সাত দিন পর ষষ্ঠী পূজার মাধ্যমে মূল পক্রিয়া শুরু হবে।

এবার ৩০ শে সেপ্টেম্বর ষষ্ঠী পূজা

১ লা অক্টোবর সপ্তমী

২ রা অক্টোবর অষ্টমী

৩ রা অক্টোবর নবমী

এবং

৪ র্থ অক্টোবর বিজয়া দশমী পালন করা হবে।



দেবী আসা ও যাবার ক্ষেত্রে যে নিয়ামক অনুযায়ী উহা নির্ধারিত এবং তার ফলাফল কি তা নিন্মরুপ।



“রবৌ চন্দ্রে গজারূঢ়া, ঘোটকে শনি ভৌময়োঃ, গুরৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধবাসরে।”



যার অর্থ হলো সপ্তমীর দিনে যদি রবিবার এবং সোমবার হয়, তাহলে দুর্গার আগমন ও গমন হবে গজে।



ফল-“গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা”।



ঠিক এই রকমই শনিবার ও মঙ্গলবারে দুর্গার আগমন ও গমন হলে, ঘোটকের প্রভাব থাকবে।



ফল-“ছত্রভঙ্গস্তুরঙ্গমে”।



যদি বুধবারে দেবী দুর্গার আগমন ও গমন হয়, তাহলে তিনি আসবেন এবং যাবেন নৌকায়।



ফল-“শস্যবৃদ্ধিস্তুথাজলম”।



আবার দুর্গার আগমন ও গমন যদি বৃহস্পতি ও শুক্রবারে হয় তাহলে তিনি দোলায় আসবেন এবং যাবেন।



ফল-“দোলায়াং মরকং ভবেৎ”।



এবার দেবী দূর্গা নৌকাতে চড়ে মর্ত্যলোকে আসবেন এবং পালকিতে চড়ে স্বর্গোলোকে ফিরে যাবেন। প্রতি বছর গজ, ঘোটক, নৌকা, দোলা এইসব যানবাহন করে দেবী দুর্গার মর্ত্যে আসা ও যাওয়ার সময় শুভ, অশুভ, ক্ষয়ক্ষতি ও নানাভাবে মানুষের মৃত্যুসংবাদও শোনা যায়।এবারের দেবীর আসা যাওয়ার সূত্র অনুযায়ী বলা যায় শষ্য ও জল বৃদ্ধি অপর দিকে মড়ক।





সে যাই হোক দেবী দূর্গার আগমন আমাদের এই দেশের সকল মানুষের জন্য অনেক অনেক শুভ কামনা বয়ে নিয়ে আসুক।জাতি হিসাবে আমরা সবাই একসাথে মিলেমিসে থাকতে পারি।মনের ভেতরের অসুরকে যেন দমন করতে পারি ,দূর্গা পূজোর প্রারম্ভে এই হোক আমাদের সবার প্রার্থনা।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৩

আলম 1 বলেছেন: অনেক শুভ কামনা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ আলম ভাই।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২০

অপূর্ণ রায়হান বলেছেন: মহালয়া শুভেচ্ছা আপনাকেও :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

ডট কম ০০৯ বলেছেন: আপনাকেও ধন্যবাদ অপূর্ণ রায়হান ভাই।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সবাইকে অনেক শুভেচ্ছা জানাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা ভাই।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২১

নুরএমডিচৌধূরী বলেছেন: অনেক অনেক সুন্দর
অনেক অনেক শুভ কামনা
আর লতা গোলাপের শুভেচ্ছা রইল
ভাল থাকবেন

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৫

ডট কম ০০৯ বলেছেন: আপনাকে মহালয়ার শুভেচ্ছা নূর এমডি চৌধুরী।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১

মুদ্‌দাকির বলেছেন:

দারুন পোষ্ট !! ব্লোন কমপ্লিটিলি !!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১

জামান শেখ বলেছেন: শুভ মহালয়া :
পুজার দাওয়াত পাবো ভাইয়া? :D

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

ডট কম ০০৯ বলেছেন: আমি তো ভাই মুসলিম। যান তাও দাওয়াত দিয়েই দিলাম।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

সুমন কর বলেছেন: সবাইকে মহালয়ার শুভেচ্ছা !!!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৫

ডট কম ০০৯ বলেছেন: সুমন ভাই দাওয়াত কই!! দাওয়াত কিন্তু পাই নাই। ;)

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

আমিনুর রহমান বলেছেন:


মহালয়ার শুভেচ্ছা !




অফ টপিকঃ ;)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৬

ডট কম ০০৯ বলেছেন: আপনারেও শুভেচ্ছা আমিন ভাই। ;)

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভ মহালয়া।।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৭

ডট কম ০০৯ বলেছেন: মহালয়ার শুভেচ্ছা কবি!! ;)

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪০

সোনালী ডানার চিল বলেছেন:
শুভেচ্ছা পরম্পরা!
শুভ হোক সব উৎসব!!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৮

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ কবি সোনালী ডানার চিল।

আপনাকে মহালয়ার শুভেচ্ছা।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৪

জুন বলেছেন: ঈদ ও পুজার শুভেচ্ছা ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩২

ডট কম ০০৯ বলেছেন: এত আগে দিলে কেমনে কি জুন আপ্পি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.