নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

নূন্যতম জীবন

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

প্রতিনিয়ত আমি হেরে যাচ্ছি আমার সময়ের কাছে

আকাঙ্খাগুলো হয়ে যাচ্ছে মরুভূমির অর্কিড

জল বিহীন জীবন যাপন,কন্টকময় নাট্য।



আর মাত্র ছটি বছর ভেবেছিলাম.........

ভাবনার প্রথমা থেকেই শুরু হয়েছে অনিশ্চিত যাত্রা

এক একটা দিন,এক একটা নব্য যন্ত্রনা।



প্রীতিলতা,

তুমি কি ভেবে দেখেছ এসব

তুমি বলেছিলে তুমি আমায় বোঝ!

সত্যি কি বোঝ,নাকি তুমিও সময়ের মত মিথ্যে বল?



মানুষ পর্বত ডিঙ্গায়,আমি সময় ডিঙ্গাতে পারি না

বিধাতার কাছেও দারুন উপভোগ্য আমার জীবন মঞ্চ

নাটকের পর নাটক চলে বিরতিহীন.........



এখন,

সব ছেড়ে ছুড়ে বিবাগী হবার অপেক্ষায়,আমার নূন্যতম জীবন।

মন্তব্য ৫২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: প্রিতীলতা,
তুমি কি ভেবে দেখেছ এসব
তুমি বলেছিলে তুমি আমায় বোঝ!
সত্যি কি বোঝ,নাকি তুমিও সময়ের মত মিথ্যে বল? +

সুন্দর কয়টি লাইন । শুভ রাত্রি ভ্রাতা :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

ডট কম ০০৯ বলেছেন: রাত তো মাত্র শুরু এখনি শুভ রাত্রি বলি কি করে!! ;)

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩১

আমিনুর রহমান বলেছেন:




আহা ! বিবাগী ;)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

ডট কম ০০৯ বলেছেন: বিবাগী নামে জেমস ভাইয়ের একটা গান হুনছিলাম অনেক আগে সেই ছুডু বেলায়।

আপনার আহ!! বিবাগী শুইনা সেইরাম টেস পাইলাম।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

বাংলার পাই বলেছেন: মানুষ পর্বত ডিঙ্গায়,আমি সময় ডিঙ্গাতে পারি না
বিধাতার কাছেও দারুন উপভোগ্য আমার জীবন মঞ্চ
নাটকের পর নাটক চলে বিরতিহীন.........
-------------------সত্যি সময় বড়ই জটিল জিনিস। সব কিছুর সাথে পারা গেলেও সময়ের সাথে পারা যায় না।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৯

ডট কম ০০৯ বলেছেন: জি ভাই!!

সময় গলার টুটি চেপে ধরে কোন স্কোপ রাখে না। :(

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

ডি মুন বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

++++++


তবে বানানের ব্যাপারে আরেকটু সচেতনতা আশা করছি।


শুভকামনা রইলো কবির প্রতি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১০

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ ডি মুন ভাই।

ভবিষ্যতে অবশ্যই চেষ্টা করবো।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

ইমিনা বলেছেন: এখন,
সব ছেড়ে ছুড়ে বিবাগী হবার অপেক্ষায়,আমার নূন্যতম জীবন।

.........
আরে, আমারও তো এই বিবাগী হবার ইচ্ছা। আপনি যদি বিবাগী হতেই পারেন তবে আমার কাছে দারুন উদাহরণ হয়ে থাকবেন যাকে আমি অনুসরণ করতে পারবো পরবর্তীতে ;)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪১

ডট কম ০০৯ বলেছেন: আপনে কুনোদিন বিবাগী হইবার পারবেন না।

আপনে হইলে হইবে বিবাগীনি ;)

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫০

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর চরনগুলো । ভাল লাগলো । :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

ডট কম ০০৯ বলেছেন: আপনারে অনেক ধইন্ন্যা। ভাইডি।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৭

সুমন কর বলেছেন: মানুষ পর্বত ডিঙ্গায়,আমি সময় ডিঙ্গাতে পারি না
বিধাতার কাছেও দারুন উপভোগ্য আমার জীবন মঞ্চ


সুন্দর হয়েছে। তা কবি, ৬ বছর কি ভেবেছিলেন ? B-)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৭

ডট কম ০০৯ বলেছেন: ছয় বছর হয়তো জীবনটাকে টেনে নিয়ে যাবো।

হয়তো বা ছয়বছর পর বিবাগী হব।

নয়তো ছয়বছরে সময়কে বুঝে নেব।

অনেক কিছুই হইতে পারে বা পারতো।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাবনাময় পংক্তিমালা ৷

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৮

ডট কম ০০৯ বলেছেন: হাহহাহাহা

ভাবনাই কেবল সম্বল। ভাল থাকুন জাহাঙ্গীর আলম পাঁচ দুই। ;)

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক জোস..! :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ আফসানা যাহিন চৌধুরী।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৪

হৃদয় রিয়াজ বলেছেন: ভালো লাগল খুব। সরল ভঙ্গিমায় দারুন লিখনি।

++++++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

ডট কম ০০৯ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ হৃদয় রিয়াজ ভাই। আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকুন।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: কি সুন্দর কবিতা যে আপনি লিখেন !!
মুগ্ধ হলাম !

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

ডট কম ০০৯ বলেছেন: আমিও আপনার কবিতার মুগ্ধ পাঠক সকল সময়ের জন্য।

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

আবু শাকিল বলেছেন: খুব সুন্দর :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ আবু শাকিল ভাই।

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬

সেলিম আনোয়ার বলেছেন: পর্বত ডিঙানো সম্ভব। সময় ডিঙানো সম্ভব নয় ।

+

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

ডট কম ০০৯ বলেছেন: চেষ্টায় আছি, একদিন না একদিন সফল হব ই সেলিম ভাই।

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩

নুরএমডিচৌধূরী বলেছেন: প্রতিনিয়ত আমি হেরে যাচ্ছি আমার সময়ের কাছে

আকাঙ্খাগুলো হয়ে যাচ্ছে মরুভূমির অর্কিড

জল বিহীন জীবন যাপন,কন্টকময় নাট্য।



আর মাত্র ছটি বছর ভেবেছিলাম.........

ভাবনার প্রথমা থেকেই শুরু হয়েছে অনিশ্চিত যাত্রা

এক একটা দিন,এক একটা নব্য যন্ত্রনা।



প্রীতিলতা,

তুমি কি ভেবে দেখেছ এসব

তুমি বলেছিলে তুমি আমায় বোঝ!

সত্যি কি বোঝ,নাকি তুমিও সময়ের মত মিথ্যে বল?



মানুষ পর্বত ডিঙ্গায়,আমি সময় ডিঙ্গাতে পারি না

বিধাতার কাছেও দারুন উপভোগ্য আমার জীবন মঞ্চ

নাটকের পর নাটক চলে বিরতিহীন.........



এখন,

সব ছেড়ে ছুড়ে বিবাগী হবার অপেক্ষায়,আমার নূন্যতম জীবন।
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
কবিতার সব কটি চরনি
উপভোগ্য,মন ছোয়ে যাওয়ার চরন
তাই পুরোটাই আমাকে hi-light করতে হল স্যার
অনেক অনেক শুভ কামনা
ভাল থাকবেন X( X( X( X( X( X(

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৮

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ নূর সাহেব।

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৭

দুখাই রাজ বলেছেন: চমৎকার কবিতা । শুভ রাত্রি ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৯

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ দুখাই রাজ। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

সাইফুদ্দিন আযাদ বলেছেন: ভালো লাগলো....

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫১

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ সাইফুদ্দিন ভাই।

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার কবিতা।+++

প্রতিনিয়ত আমি হেরে যাচ্ছি আমার সময়ের কাছে


সব ছেড়ে ছুড়ে বিবাগী হবার অপেক্ষায়,আমার নূন্যতম জীবন।


বিবাগী হইবার মুঞ্চায় :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০১

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

বিবাগী হওয়া এত সোজা না।

১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

সাফরিনলিপি বলেছেন: খুব সুন্দর, ভালো লাগলো। সময় ???? খুব কঠীন বেপার।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ সাফ্রিন লিপি। ব্লগে স্বাগতম।

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৫

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: গুড

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩১

ডট কম ০০৯ বলেছেন: ওয়েল খাম। ;)

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৫

বৃতি বলেছেন: সুন্দর লিখেছেন ডট কম ০০৯। অনেক ভালো লাগলো।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ বৃতি।

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৩

আল-মামুন জুয়েল (হিমু) বলেছেন: ভাবনার প্রথমা থেকেই শুরু হয়েছে অনিশ্চিত যাত্রা

এক একটা দিন,এক একটা নব্য যন্ত্রনা .চিরন্তন

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৯

ডট কম ০০৯ বলেছেন: হুম হিমু ভাই। ভীষন প্যারা।

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪২

অপ্রতীয়মান বলেছেন: সব ছেড়ে ছুড়ে বিবাগী হবার অপেক্ষায়,আমার নূন্যতম জীবন

হঠাৎ সব ছেড়ে ছুড়ে বিবাগী হবার ইচ্ছে জাগলো কেন ভাইয়া! :-*

কবিতা চমৎকার হয়েছে :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৬

ডট কম ০০৯ বলেছেন: মাথা আউলাইয়া গেছে অপ্রতীয়মান ভাই।

তাই একটু বিবাগী হইতে মুঞ্চায়।

২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৮

মামুন রশিদ বলেছেন: বিবাগি জীবনে আমারেও সাথে লইয়েন :-B

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৩

ডট কম ০০৯ বলেছেন: তাইলে কি আর বিবাগী থাকবে!! ;)

২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১২

ফা হিম বলেছেন: মানুষ পর্বত ডিঙ্গায়,আমি সময় ডিঙ্গাতে পারি না

বিধাতার কাছেও দারুন উপভোগ্য আমার জীবন মঞ্চ

নাটকের পর নাটক চলে বিরতিহীন.........


ভালো লেগেছে

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই। আমার ব্লগে স্বাগতম।

২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর । ম্নে হয় বার বার পড়তে ইচ্ছা করবে ।শুভ কামনা রইল ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৪

ডট কম ০০৯ বলেছেন: আপনার জন্যিও অনেক শুভকামনা রইল!! ব্লগে স্বাগতম।

২৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৫

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো ভাই।

শুভকামনা। অনিঃশেষ।

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৬

ডট কম ০০৯ বলেছেন: আপনাকেউ আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা দীপংকর চন্দ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.