নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

মুরগীর পাড়া আমার খাওয়া ডিমের গল্প

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০১



কবি বলে গেছেন পৃথিবী গদ্যময় আমি দেখি জীবন ডিমময়।

সকাল বেলার নাস্তা খাই পরোটা ডিম ভাজা। গুড,ভ্যারি গুড ব্রেকফাস্ট।নামখানা যদিও ইংরেজ লোক ব্রেক দিয়া শুরু করছে কিন্তু উহা ব্রেক হয় না।

লাঞ্চে মাঝে মইধ্যেই হয় ডিমভুনা বা ডিমভাজা কমন পইড়া যায়।যাহার অন্যতম কারন হইল উহা সহজলভ্য এবং সহজে রন্ধনকৃত।যাক খাইলাম দুপুরে ডিম।

পাঠক ভাবিতেছেন ইহাতেই আমি জীবনকে ডিমময় কহিতেছি। মোটেও না।

সন্ধ্যায় অফিসে থাকিলে এখখানা টিফিন খাই,উহাতে অবধারিত ভাবে একপিস করিয়া সিদ্ধডিম থাকে।জগতের সকল নিয়মের বত্যয় হইতে পারে এইখানে তা ঘটিবার সম্ভাবনা মোটেও নাই।

ভাই ও বন্ধু বান্ধবী সকল এইখানে থামিলে চলিবে না।রাত্রে কাচ্চি খাইবার মানসে পিয়নকে বলিলাম যাও কাচ্চি লইয়া আসো।জিহবার টেস্ট চেঞ্জ করি।কিঞ্চিত র‍্যাঙ্কে উঠি।পিয়ন হুকুম ও অর্থ পাইবার মাত্র ছুটিয়া গেল। সে হোটেল হইতে কাচ্চি কিনিয়া আনিয়া সুন্দররুপে পরিবেশন করিবার পর দেখিলাম এক পিস ছোট খাসির মাংশের সহিত উহাতেও ডিমের মাখামাখি উপস্থিতি।

এই গরীবের জীবনের খাদ্যাভাসের সারাংশ দাড়াইলো নিন্মরুপ-

সকালে ডিম
দুপুরে ডিম
সন্ধ্যায় ডিম
অতঃপর
রাতেও ডিম।

এইবার গীবন ডিমময় না হইয়া যায় কোথায়। ওহে মুরগী জাতি তোমরা কবে টায়ার্ড হইবা।এই যাত্রা ছাড়িয়া দেয়া যায় না।


নোট- এই লেখাখানি অপু তানভীর ভাইকে উৎস্বর্গ করা হইল।তিনি ইতিপূর্বে অনেক কিছু এই অধমের নামে করিয়াছেন। ঋণ লইয়া বাঁচিতে চাহি না ঋণ শোধাইতে চাহি।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৫

মামুন রশিদ বলেছেন: আন্ডাময় গিবন :P

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬

ডট কম ০০৯ বলেছেন: গীবনে আর আছে কি আন্ডা আর আন্ডা।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২২

ভিটামিন সি বলেছেন: ভাইজান রাত্রে স্বপনে ডিম বা ডিম্ব জাতীয় কোন কিছু দেখেন না??

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

ডট কম ০০৯ বলেছেন: ও স্বপ্নের কথা বলতে ভুলে গেছি, ইদানিং স্বপ্নে ঘোড়ার ডিম ও দেখি!!

ভাল কথা মনে কইরা দিছেন ভাইটামিন সি।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

প্রেমিক চিরন্তন বলেছেন: ডিম আচে ডিম
http://bdnewseveryday.com/

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

ডট কম ০০৯ বলেছেন: আপ্নেও দেহি খবরের ডিম বেচবার লাগছেন।

৪| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:২৩

কলমের কালি শেষ বলেছেন: হট্টিমাটিম টিম, আমরা সারাবেলা খাই ডিম =p~ =p~ =p~ :P

০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৩

ডট কম ০০৯ বলেছেন: সেটাই তো দেখা যাচ্ছে।

৫| ০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: আন্ডাময় গিবন কাহিনি খুবই ভালো লাগলো ভ্রাতা ;)

ভালো থাকবেন সবসময় :)

০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৬

ডট কম ০০৯ বলেছেন: ডিম খাইতে খাইতে কি আর ভাল থাকা যায়।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১২

হাসান মাহবুব বলেছেন: রাতে ঘুমানোর সময় ঘর অন্ধকার করে অন করেন ডিমলাইট। এইখানেও ডিম :#)

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৫

ডট কম ০০৯ বলেছেন: হাহহাহহা

দারুন বললেন তো।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১১

দীপংকর চন্দ বলেছেন: বেশ তো!

শুভকামনা রইলো। অনিঃশেষ।

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৭

ডট কম ০০৯ বলেছেন: হুম্ম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.