নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

পরমা

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৩


পরমা নামের এক বন্ধু ছিল
ভুল হল কথাটা,বন্ধু নয়,পাশের বাড়ির ভাড়াটিয়া ছিল
সু নয়না আর স্পষ্টবাদী----
আমি ছিলাম বাউন্ডুলে আর তার আশাবাদী।
এক সন্ধ্যায় বলেছিলাম "তোমাকে চাই"
পরমা,সেদিন খুব হেসেছিল ,তাচ্ছিল্যের হাসি
ব্যাঙ্গ করে বলেছিল,"আমার হাতের রেখায় তুমি নেই"

উত্তরে আমিও হেসেছিলাম,বলেছিলাম-- মৃদু স্বরে
"আমারো দু হাত আছে,হাতের রেখা আছে"

কে শোনে কার কথা,
আমার কথা আমাতেই শেষ, বিধাতাও শোনে নি!
পরমা না হয় মানবী,তুমি কেন শুনলেনা বিধাতা
নাকি আমার ও মত তুমিও সীমাবদ্ধ হও মাঝে মাঝে!!
মৃদু স্বর, আর না শোনাটাই ঘুরিয়ে দিল জীবন চক্র
কল্প গল্প শেষ হল।

বাস্তব গল্পে,
আজ পরমা অন্য কোথাও,আমি শুভমিতাকে নিয়ে সুখ খুজি ভোররাতে।

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৭

মারস্ শীতল বলেছেন: শুভমিতা এতে অবগত কিনা? :P

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৫

ডট কম ০০৯ বলেছেন: শুভমিতা জানলে কি আর রক্ষা আছে। জীবন যৌবন সব ই যাবে।

২| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৯

অপূর্ণ রায়হান বলেছেন: সাতসকালে পরমা কাব্য ভালো লাগলো ভ্রাতা । প্লাস ++++++

পরমা নামে কিন্তু একটা মুভিও আছে ;) :#>

ভালো থাকবেন :)

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৫

ডট কম ০০৯ বলেছেন: ভাই ছবিটা কই পামু একটু কইবেন। দেখিবার বড় সাধ তারে।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০২

নুরএমডিচৌধূরী বলেছেন: এতদিন পরেও পরমাকে মনে করছেন এত করে
শুভমিতাকে কি ঠকানো হচ্ছেনা কিছুটা ?
নাকি মনটারে দুই প্রান্তে রেখেছেন ?

ঠান্ডা ঠান্ডা কি আবেগময় স্মৃতি চারণ
আমার হৃদয়টাকে খুব করে ছুঁয়েছে কবি।
একদিন অনেক বড় কিছু দেখবই।
অনেক শুভ কামনা রইল আপনার প্রতি
আর আপনার পরমা আর শুভমিতার প্রতি
শুভ সকাল

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৬

ডট কম ০০৯ বলেছেন: ভুলিতে পারি না তারে ভোলা যায় না
বারে বারে মনে পড়ে কেন জানি না।

এ ছাড়া আর কিছু বলার নাই কবি নুর এমডি চৌধুরী।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৫

সজীব বলেছেন: ++++++

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৭

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২১

অপূর্ণ রায়হান বলেছেন: https://www.youtube.com/watch?v=Xya3sKYkM2M


১৮+ কিন্তু ! :P

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩২

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

আমার ৩২+ চলছে। ;)

৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: বাস্তব গল্পে,
আজ পরমা অন্য কোথাও,আমি শুভমিতাকে নিয়ে সুখ খুজি ভোররাতে।



শুধু ভোররাতে কেন? B-) B-) B-) B-)




সুখে থাকুন সবসময়। শুভমিতার জন্য শুভকামনা, আপনার জন্য ভালবাসা।

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৭

ডট কম ০০৯ বলেছেন: সুখ খুজতে ভোর রাত ই উত্তম।

আপনার সুন্দর কমেন্টসের জন্য অনেক ধন্যবাদ ইমতিয়াজ ভাই। ভাল থাকুন।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৪

শেরজা তপন বলেছেন: ভাল লাগল ভ্রাতা- কবিতার মাঝে গল্প পড়ে নিলাম। :)

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৮

ডট কম ০০৯ বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ শেরজা তপন ভাই।

৮| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৪

মদন বলেছেন: +

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৩

ডট কম ০০৯ বলেছেন: আপনারেও পিলাস। মদন।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৬

বেলায়েত হােসেন ইমন বলেছেন: জয় হোক শুভমিতার। তবে কেবল ভোর রাতে নয় সব সময়ের জন্য। কিন্তু ভাই এমন একজন পরমা আমি ও খুঁজে বেড়াচ্ছি কল্প লোকে। ওরে বাবা কী দুর্ভাগ্য ! বাস্তবে দেখি তিনজন এসে হাজির। এখন কি করি বলুনতো ?

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৪

ডট কম ০০৯ বলেছেন: বাস্তবে তিনজন আপনি তো ভাই মহা সৌভাগ্যবান।

১০| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫২

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ভাবনীয় লেখা । পড়ে ভালু লেগেছে । :)

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৮

ডট কম ০০৯ বলেছেন: আপনার এমন সুন্দর মন্তব্য ও আমার ভালু লেগেছে।

১১| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: হায় পরমা ! আহ পরমা :) :)

১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৩

ডট কম ০০৯ বলেছেন: আহা শুভমিতা, এই শুভমিতা। ;)

১২| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪১

আমিনুর রহমান বলেছেন:




শুভমিতাকে না হয় ভোর দেন আর বাকী সময়গুলো কাকে ! সেটাও বইলা ফেলান আমরা কিছু কইতাম না :p

১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৫

ডট কম ০০৯ বলেছেন: বাকী সময় পরমা কে ভাবী আর ভাবী। ;)

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৫

মামুন রশিদ বলেছেন: ট্র্যাজিক... :((


'পরমা' নামটি শুনলে চিত্তে চাঞ্চল্য বয়ে যায় । এই নামের মুভিটা নিশ্চয়ই দেখেছেন ;)

২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৬

ডট কম ০০৯ বলেছেন: হুম আপনার গল্পের মতই।

মুভিটা দেখিনি আজ দেখার ইচ্ছা আছে। ;)

১৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৮

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪১

ডট কম ০০৯ বলেছেন: আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

১৫| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:১৬

অপ্রতীয়মান বলেছেন: পরমা,সেদিন খুব হেসেছিল ,তাচ্ছিল্যের হাসি
ব্যাঙ্গ করে বলেছিল,"আমার হাতের রেখায় তুমি নেই"

উত্তরে আমিও হেসেছিলাম,বলেছিলাম-- মৃদু স্বরে
"আমারো দু হাত আছে,হাতের রেখা আছে"


তাচ্ছিল্যকে আপন দম্ভ দেখিয়ে পরাস্ত করতে চাইলেন, কিন্তু পরাস্ত হল না অবশেষে। আপন জেদ চাপায়েই সামনে এগিয়ে গেলো..


আমার কথা আমাতেই শেষ, বিধাতাও শোনে নি!
পরমা না হয় মানবী,তুমি কেন শুনলেনা বিধাতা
নাকি আমার ও মত তুমিও সীমাবদ্ধ হও মাঝে মাঝে!!


আক্ষেপ আর আশাভঙ্গের সুর একই সাথে বিদ্রূপ।




চরম ভালোলাগা জানিয়ে গেলাম :)


তবে এখন মনে হয় শুভমিতা ভালো থাকলেই সব অপ্রাপ্তি পূর্ণতা হয়ে যায় ;)

২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫০

ডট কম ০০৯ বলেছেন: দারুন বিশ্লেষন অপ্রতীয়মান।
আজকাল ফেসবুকে দেখি না আপ্নারে তেমন কি হইছে?

১৬| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৮

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

১৭| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৩

লাজুক ছেলে...... বলেছেন: দিলেন ত ভাই পুরান বেদনা জাগাইয়া.........
কি দরকার পুরান কাসুন্দি ঘাঁটাঘাঁটি করার....

"নগদ যা পাও হাত পেতে নাও
বাকির খাতা শুন্য থাক
কাজ কি সখি দুরের বাদ্যে
মাঝখানে যে বেজায় ফাক......"

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৫

ডট কম ০০৯ বলেছেন: অতীতে আপনি না থাকলে বর্তমানেও আপনাকে খুজে পাওয়া যেত না। ;)

মাঝে মাঝে অতীত স্মরণ করা ভাল।

১৮| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৪

তুষার কাব্য বলেছেন: আহা...বেচারী শুভমিতার জন্য এক সকাল দুঃখ 8-| :((

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৮

ডট কম ০০৯ বলেছেন: শুভমিতার জন্য দুঃখিত হইবার কিছু নাই। সে তো সুখেই আছে বাউন্ডুলে কে নিয়ে।

১৯| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৬

আহসানের ব্লগ বলেছেন: ছবির ললনা :( :((

২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৭

ডট কম ০০৯ বলেছেন: আরে না।

ছবি তো ছবি ই। ;)

২০| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সুমন কর বলেছেন: গল্পে গল্পে কবিতায় ভাল লাগা রইলো।

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪০

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই। আপনাকে অনেক দিন পর পেলাম।

২১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫

মায়াবী রূপকথা বলেছেন: দারুন থিম, কেমন যেন সুনীল ঘরানার অথবা জয় গোস্বামীর মত লাগলো।

২২| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫০

ডট কম ০০৯ বলেছেন: মাইরালচে কথা ফেরত নেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.