নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

নীল অপরাজিতা,হুমায়ূন আহমেদ

৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৩

বুক রিভিউ



নীল অপরাজিতা উপন্যাসটি ঘুরপাক বা আবর্তন করেছে একজন লেখক কে ঘিরে যার নাম শওকত। এই লেখকের জীবনের ছোট একটা অধ্যায় উপন্যাসে তুলে ধরা হয়েছে খুব সুচারূরুপে। লেখকের জীবনের প্রাপ্তি,অপ্রাপ্তি,মায়া,মোহ সবই আছে উপন্যাসের বিভিন্ন লাইনে লাইনে। মূল গল্পের সারাংস এখন বলতেই হচ্ছে।



শওকত সাহেব তার লেখা শেষ করার জন্য অবস্থান পরিবর্তন করেন,কারন পরিবেশ পার্থক্যে লেখকদের লেখনী কখনো কখনো অন্যরকম মাত্রা নিয়ে আসে সেই বিষয়টা পরীক্ষা করা,এছাড়াও লেখক শওকত সাহেব তার চলমান জীবন থেকে কিছুটা ব্রেক চেয়েছিলেন। আসলে জীবন চলার পথে সংসার ধর্ম করতে করতে অধিকাংশ পুরুষই বোধহয় একটা সময় হাপিয়ে উঠে যার বহিঃপ্রকাশ ঘটেছে উক্ত ঘটনার মধ্য দিয়ে। স্থান পরিবর্তনের সাথে সাথে আশেপাশের পরিবেশ যেমন বদলায় তেমনি চেনা মানুষের স্থানে অপরিচিত মুখ চলে আসে। সেই প্রবাহমানতায় গল্পের নায়িকা পুস্পের আগমন। দারুন সুন্দর নাম “পুস্প”। পুস্পের নাম যেমন সুন্দর তেমনি তাহার রুপ। পুরুষরা বোধকরি মেয়েদের রুপই আগে দেখে,আর লেখকরা আরো বেশি দেখেন। লেখক শওকত সাহেব তার চেতন বা অবচেতন মনে সেই রুপের প্রেমে পড়ে যান। আসলে শব্দটা প্রেম হবে না হবে মোহমায়া, তিনি পুস্পের মোহমায়ায় পড়ে যান। অসাধারণ সেই মুগ্ধতা। কিন্তু প্রকাশের অবকাশ ছিল না।অপর দিকে গল্পে শওকত সাহেবের স্ত্রীর প্রতিও অনেক স্থানে তারপ্রতি কিছুটা অভিমান প্রকাশ পেলেও ভালবাসাকে তা ছাপিয়ে যেতে পারে নি।কিন্তু জীবনে অনেক কিছু চাইলেও বাস্তবতা,সামাজিকতা,নিজের বিবেকবোধ এর কারনে মানুষ তা বলতে পারে না বা তাকে উপেক্ষা করে চলতে হয়। পুস্পের প্রতি লেখকের এই দূর্বলতা এবং তার নিজের ভেতরের অন্তর্দন্দ্ব দিয়েই শেষ হয়েছে গল্পের উপ্যাখ্যান। হুমায়ুন আহমেদ নিজে গল্পটি শেষ না করে পাঠকের মনের ভাবনার উপর ছেড়ে দিয়েছেন শেষ অংশে এসে যার কারনে পাঠকের দায় বেড়ে গিয়েছে অনেকটাই।



উপন্যাসটি সুখ পাঠ্য এবং পড়ার পর বর্ষা ঋতুকে নতুন করে ভাবনায় এনে দেবে যে কাউকে। আমরা সচরাচর প্রকৃতিকে পর্যবেক্ষন করিনা উপেক্ষা করে যাই,কিন্তু এই উপন্যাস পাঠের মধ্যদিয়ে সচেতন পাঠকের মাঝে নতুন করে বর্ষাকে দেখার সাধ হবে বলে আমার ধারনা। গল্পে নারী মন কেমন এবং বিভিন্ন পরিস্থিতিতে তাদের ব্যাবহার কেমন হয় তার সম্পর্কে ধারনা পাওয়া যাবে।এই ক্ষেত্রে একটা বিষয় উল্লেখ্য যে, শওকত সাহেবের লেখালেখি করার জন্য স্থান পরিবর্তন তার স্ত্রী পছন্দ করেন না তার প্রতিফলন আমরা দেখতে পাই তার স্ত্রী তার ব্যাগ গোছানোর সময় অপ্রয়োজনীয় একটা বই দিয়ে দেয়। হয়তো এটাই ছিল শওকত সাহেবের স্ত্রীর নীরব প্রতিবাদ।



লেখনীর এই পর্যায়ে সামান্য সমালোচনা করতে চাচ্ছি।আমার কাছে উপন্যাস হিসাবে এর চরিত্রের সংখ্যাগুলি সল্প মনে হয়েছে। পুস্পের চরিত্র আরো বিকশিত হবার সুযোগ ছিল বলে মনে হয়েছে। আর এ কথা না বলে থাকতে পারছি না যে, বইটির প্রচ্ছদ মোটেও গল্পের সাথে যায় নি। প্রচ্ছদে আরো ভাল কিছু আশা করেছিলাম একজন পাঠক হিসাবে। আমার কাছে মনে হয়েছে প্রচ্ছদটা উপন্যাসের আগে করা হয়েছে বা তাড়াহুড়ো করে করা হয়েছে।



বইটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক - নীল অপরাজিতা





বিঃদ্রঃ- জীবনের প্রথম বুক রিভিউ লেখার চেষ্টা করলাম,জানিনা কেমন হয়েছে। ভুল ত্রুটি গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করা গেল। গঠনমূলক পরামর্শ সর্বদা গ্রহনযোগ্য।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১১

মামুন রশিদ বলেছেন: রিভিউ ভাল্লাগছে । বইটা পড়া নাই । নিয়ে গেলাম, ইচ্ছে হলে কোনদিন পড়ব ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৭

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই।

২| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৩

অপূর্ণ রায়হান বলেছেন: রিভিউ ভালো হয়েছে +++++++

শুভেচ্ছা :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ন রায়হান ভাই। ভাল থাকুন।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৮

আমিনুর রহমান বলেছেন:



নীল অপরাজিতা - এই বই কেনো :P

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩১

ডট কম ০০৯ বলেছেন: কোন বই হইলে খুশি হইতেন জানায়ে যান। সেই বইয়ের রিভিও লেখুম নে। ;)

৪| ৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

অনন্ত আরেফিন বলেছেন: বই পড়ে আপনার অনুভূতি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। হুমায়ূন আহমেদ এর এই বইটা পড়া হয়নি। রিভিউ দেয়ার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে পড়ে নেবো এটা।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩

ডট কম ০০৯ বলেছেন: পড়ে ফেলুন।পড়লে জ্ঞান বাড়িবেক। ;)

৫| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৭

সুমন কর বলেছেন: রিভিউ পড়ুম না ।।। :D :D

প্রশ্ন কইরেন না।

ভাল থাকুন।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৪

ডট কম ০০৯ বলেছেন: আপনার এমন কেমেন্টস এ আমি দ্বিধানিত্ব!! বুঝলাম না।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৩

বোকামানুষ বলেছেন: অনেকদিন আগে পড়েছিলাম

এই বই যখন পড়েছি তার অনেক আগে থেকেই হুমায়ূন আহমেদ এর সাথে শাওনের সম্পর্ক নিয়ে বিভিন্ন কথা চলছিল আর তখন এই বই পড়ার পর আমার মনে হয়েছিল লেখক যেন নিজের জীবনকেই উপন্যাসে নিয়ে আসছেন

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪০

ডট কম ০০৯ বলেছেন: হয়তো বা ।

লেখকের জীবন সেই ভাল জানতেন।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৮

অপু তানভীর বলেছেন: যখন হুমায়ুন আহমেদের গল্প পড়তে শুরু করি তখন শুরুর দিকেই এইটা পড়েছিলাম । এখন যেন দৃশ্য গুলো চোখের সামনে ভাসে । আপনার রিভিউ পড়ে আমার মনে পড়ে গেল পুরানো কথা ! :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪২

ডট কম ০০৯ বলেছেন: যাক আপনাকে পুরোনো দিনে ফেরত নিতে পেরে ভাল লাগছে।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৫

এহসান সাবির বলেছেন: আমার কাছে রিভিউ ভালো লাগছে...... বইটা পড়া বলেই হয়ত বেশি ভালো লেগেছে রিভিউ...


শুভ কামনা।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ কামনা আপনার জন্য।

৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৫০

প্রবাসী পাঠক বলেছেন: হুমায়ূন আহমেদ এর প্রায় প্রতিটি বই পড়েছি। এই বইটিও পড়া। এই উপন্যাসে বাবু চরিত্রটি আগমনের পর থেকেই খুব উপভোগ্য হয়ে উঠে।


রিভিউ ভালো লেগেছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫০

ডট কম ০০৯ বলেছেন: বাবুকে তো পুস্প নিয়ে আসে খেলাটা উপভোগ করার জন্য। ;)

১০| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৮

অপ্রতীয়মান বলেছেন: ব্লগ লেখকদের A+ দেবার ব্যবস্থা নাই পোষ্ট বুঝে, নয়তো আপনারে একটা A+ দিয়ে দিতাম বুক রিভিউটার জন্যে B-)) পড়ে নিয়ে আবার আসবো রিভিউয়ের সাথে কতটা মিলাতে পেরেছি ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

ডট কম ০০৯ বলেছেন: বাব্বাহ

আমার জীবনের অনেকগুলি প্রাপ্তির মধ্যে আপনার এই কেমেন্টস টি একটি হয়ে রইল।

১১| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার রিভিউ । :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ কলমের কালি শেষ।

১২| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো রিভিউ। বইটা মোটামুটি লেগেছিলো।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫২

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

রহস্যময়ী কন্যা বলেছেন: পড়ে ফেলসি অনেক আগেই :)

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৭

ডট কম ০০৯ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ রহস্যময়ী।

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সহজাত রিভিউ ভালো লাগলো।

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪২

ডট কম ০০৯ বলেছেন: অনেক গুলা ধন্যবাদ দূর্জয় ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.