নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

কারণহীন অকারণ

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪১



রাস্তায় দাঁড়িয়ে ফুল বেঁচে সামিয়া,সিগন্যাল ওর জন্য আর্শীবাদ
একটা সিগন্যাল যেন একটা নতুন সম্ভাবনা
ফুল সবাই কেনে না,দম বন্ধ করার মত আটকে রাখে গাড়ির কাঁচ
কেউ কেউ কড়া চোখে চায়,কেউ বলে "যাহ ভাগ"
এত নিঃগ্রহ সহ্য করেও হাতের ফুলগুলোকে ফেলে দিতে পারে না সে
সামিয়া তার অনর্থক জীবনটাকেও ফেলে দিতে পারে না।

পরন্ত বিকেল বা সন্ধ্যায় ফুল বিক্রি হয়, বিক্রি হলেই টাকা চলে আসে হাতে
প্রতিটি টাকার মূল্য সে জানে,ক্ষুদ্র দশ টাকার কী দারুন মূল্য তার জীবনে।

আজ সে একটা দারুণ কাজ করেছে,
হাতের শেষ গোলাপটি কিছুতেই বিক্রি হচ্ছিল না
এইতো কিছুক্ষন আগে কালো গাড়িতে বসা,এক সুদর্শন যুবককে
চারবার অনুরোধের পরও যখন ফুল কিনতে রাজী হল না
বিনা মূল্যেই দিয়ে দিয়েছে তার হাতে।

সামিয়া বা অজ্ঞাত সেই যুবক জানে না............
বিনামূল্যের সেই গোলাপে কি ছিল অশ্রু না ভাললাগা?

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

স্বপ্নীল পরান বলেছেন: undefinedভাল লাগল।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

ডট কম ০০৯ বলেছেন: ধইন্ন্যা পাতা গ্রহন করুণ এক কেজি।

২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

সুমন কর বলেছেন: বাস্তব কবিতা !!

নতুন বছরের শুভেচ্ছা.... !:#P

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

ডট কম ০০৯ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও সুমন ভাই। ভাল থাকুন।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: শেষের দিকটা ভালো লাগল বেশি। তবে অশ্রু বা ভালো লাগা না হয়ে বিদ্রূপও হতে পারে।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

ডট কম ০০৯ বলেছেন: হতে পারে বিদ্রুপ ও হতে পারে দায় থেকে মুক্তি ও। অনেক ধন্যবাদ রাজপুত্র।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

জিহাদ বাবু বলেছেন: ভাল লেগেছে

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২০

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ জানবেন।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২০

ডট কম ০০৯ বলেছেন: আপনাকেঊ শুভেচ্ছা। সাবির ভাই। সকল সময়ের জন্য ভাল থাকুন।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: গভীর পর্যবেক্ষন!

অনুভব আরও গভীর!

জীবন ঘনিস্ট কাব্যে ভাললাগা +++++++++++

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন। ব্লগে স্বাগতম।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:৪০

ফেরদৌসা রুহী বলেছেন: দৃশ্যগুলি মনে হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি।

আমি বেশির ভাগ সময় সিগন্যাল থেকে ফুল নেই, যদি ফুল পছন্দ হয়।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

ডট কম ০০৯ বলেছেন: ফুল কেনা উত্তম!!

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩

আমি স্বর্নলতা বলেছেন: শেষ লাইনটার গভীরতা অনেক।

একরাশ ভালোলাগা রেখে গেলাম।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫

ডট কম ০০৯ বলেছেন: অনুপ্রেরণা পেলাম ভাল থাকবেন স্বর্নলতা।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

আলোরিকা বলেছেন: ' পরন্ত বিকেল বা সন্ধ্যায় ফুল বিক্রি হয়, বিক্রি হলেই টাকা চলে আসে হাতে
প্রতিটি টাকার মূল্য সে জানে,ক্ষুদ্র দশ টাকার কী দারুন মূল্য তার জীবনে।'

' সামিয়া বা অজ্ঞাত সেই যুবক জানে না............
বিনামূল্যের সেই গোলাপে কি ছিল অশ্রু না ভাললাগা? '

সামুতে অনেক লেখাই পড়ি , মন্তব্য করি , কখনও শুধু লাইক বাটনে চাপ দিই কিন্তু অনেক দিন পর এই লেখাটি পড়ে কেমন যেন একটা মিশ্র ভাল লাগা-বিষাদময় অনুভূতিতে মন ভরে গেল - বোঝাতে পারছি না .........

অনেক অনেক ভাল লাগা ও শুভ নববর্ষ ডট কম :)

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

ডট কম ০০৯ বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমি সম্পূর্ন সেই অনুভূতিতে যা আপনি পেয়েছেন কবিতা পড়ে। ব্লগে স্বাগতম আপনাকে। ভালথাকবেন।

শুভ নববর্ষ।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

হাসান মাহবুব বলেছেন: শেষের লাইনটা ভালোই। নতুন বছরে আরো ভালো কবিতা চাই।

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

ডট কম ০০৯ বলেছেন: চেষ্টা সর্বদাই থাকবে। আমি এখনো শিক্ষানবীস তাই আশার মান দন্ড বেশী না করাই উত্তম। ধন্যবাদ হাসান ভাই।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কবিতায় ভাল লাগা।

নতুন বছরের শুভেচ্ছা।

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলা। শুভ ইংরেজী নববর্ষ।

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

রক্তিম দিগন্ত বলেছেন: সামিয়া বা অজ্ঞাত সেই যুবক জানে না............
বিনামূল্যের সেই গোলাপে কি ছিল অশ্রু না ভাললাগা?


কবিতার পুরোটা তো লুকিয়ে এখানেই। পুরোপুরি থ্রিলড আমি। শুরুর দিকে যেইরকমটা ভেবেছিলাম - শেষে এসে অন্যরকম আবহ পেলাম।

++

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ রক্তিম দিগন্ত কবিতা পড়ার জন্য। ভাল থাকুন অহর্নিশ।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

কিবরিয়াবেলাল বলেছেন: সুন্দর চিত্রকল্প ।

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

ডট কম ০০৯ বলেছেন: সুন্দর মন্তব্য।

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:



জীবন দর্শন নিয়ে কবিতা। দারুণ +++

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

ডট কম ০০৯ বলেছেন: এটা জীবন দর্শন হবে কিনা তা বলতে পারি না। তবে আপনার এই মন্তব্য আমায় দারুন অনুপ্রানিত করল।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

নুরএমডিচৌধূরী বলেছেন: কবিতায় ভাল লাগা জানবেন।োনেক++++

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ নূর ভাই। ভাল থাকবেন।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

মায়াবী রূপকথা বলেছেন: অসাধারন ভাইয়া । আগেই পড়ে গিয়েছি

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ মায়াবী রুপকথা। ভাল থাকুন সকল সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.