নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

আমি মহাশুন্যে

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫০




সৌমিত্র জানিস,
আমার ভীষন মন খারাপ,মন খারাপ হলে----
দুই পা উপরে তুলে দোলাতে ইচ্ছে করে,উল্টো কাজ!!
আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা সঠিক দিকে ঘুরছে না
বিপরীত দিকে ঘোরাটাই সঠিক আবর্তন।
তোর কি মনে হয়?

পাগল ভাবছিস আমাকে!! ভাবছিস বুঝি নেশা টেশা করেছি?
আরে গাধা ওসব কিচ্ছু না।
দেখিস একদিন ঠিক পৃথিবী উলটো দিকে ঘুরবে
শুনিস নি!! মহা প্রলয়ের আগে সূর্য পশ্চিমে উদিত হবে!!
ভেবে দেখ উলটো আবর্তন ছাড়া একি আর সম্ভব।

বুঝে দেখ,পৃথিবীও একদিন ক্লান্ত হবে,আমি ক্লান্ত হচ্ছি না
মন খারাপ দূরে সরিয়ে ফেলার চাইতে,গাড় জমাট বাধাচ্ছি
পৃথিবীর উলটো আবর্তনে মহা প্রলয় হলে,মন খারাপের উলটো আবর্তনে......


আমি মহাশুন্যে!!!

মন্তব্য ৩৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬

বিজন রয় বলেছেন: আমরা মানুষরা কোথায় যে একদিন হারিয়ে যাবো।
শূণ্যে বা মহা.....
ভাল লেগেছে।
+++

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ বিজন রয়। ব্লগে স্বাগতম। ভাল থাকুন।

২| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৪

আলোরিকা বলেছেন: Tit for Tat :)

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১

ডট কম ০০৯ বলেছেন: প্রত্যেক ক্রিয়ার ই একটি সমান ও বিপরীত ধর্মী পতিক্রিয়া আছে। বানীতে নিউটন।

৩| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৪

তার আর পর নেই… বলেছেন: কবিতার মতো লাগে নি, চিঠির মতো লেগেছে।

পৃথিবীর উলটো আবর্তনে মহা প্রলয় হলে,মন খারাপের উলটো আবর্তনে ……?? কি হতে পারে?

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০

ডট কম ০০৯ বলেছেন: মন খারাপের উলটো আবর্তনে = আমি মহা শুন্যে।

৪| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০

হাসান মাহবুব বলেছেন: মহাজাগতিক বিষাদী পাগলামি!

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩২

ডট কম ০০৯ বলেছেন: হয়তো এইটাই সত্যি। মহাজাগতিক বিষাদী পাগলামি। অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

৫| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। কেমন আছেন?

৬| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০০

সুমন কর বলেছেন: চলে যাচ্ছে.....! ভালো না মন্দ, বুঝতে পারছি না !

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

ডট কম ০০৯ বলেছেন: তারমানে মোটামুটি আছেন।

৭| ৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

আমিই মিসির আলী বলেছেন: সূর্য বিপরীত দিক থেকে উঠলে বুঝি এটা মানে দাঁড়াবে যে পৃথিবী এতদিন উল্টো ঘুরছিলো!!!


সময় ফুরালে হারায় সবই। একদিন পৃথিবীর সময় শ্যাষ হবে দ পৃথিবী ও হারাবে।

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:২১

ডট কম ০০৯ বলেছেন: মিসির আলী সাহেব বলেন দেখিনি "সময়" এর সংজ্ঞা কি?

৮| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেকদিন পর ঘোরলাগা অনুভব। +

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৭

ডট কম ০০৯ বলেছেন: ঘোর কাটুক বেলা অবেলায়। ধন্যবাদ দিশেহারা রাজপুত্র। ভাল থাকুন অহর্নিশ।

৯| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৪

মায়াবী রূপকথা বলেছেন: Onek din por vaiya! Valo legeche :)

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮

ডট কম ০০৯ বলেছেন: অনেক দিন পর ই আসলে। কাজের চাপে লিখি কম আর ফেসবুকে সব সময় শুষে নিচ্ছে আজকাল।

১০| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ২:১৮

বাংলা রেসিপি বলেছেন: সুন্দর

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ।

১১| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২২

মোস্তফা সোহেল বলেছেন: বাহ চমৎকার কবিতা।ধন্যবাদ কবি

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩০

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই। ভাল থাকুন।

১২| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

চমৎকার কবিতা।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ ভাই।

১৩| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৪

রোষানল বলেছেন: উদভ্রান্ত জীবন

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৫

ডট কম ০০৯ বলেছেন: দিকভ্রান্ত জীবন।

১৪| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:




দারুণ।

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০১

ডট কম ০০৯ বলেছেন: অনুপ্রানিত।

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৪

রাজসোহান বলেছেন: মহাজাগতিক কবিতা, হাহা! প্লাস :)

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

ডট কম ০০৯ বলেছেন: অনেক দিন পর রাজসোহান ভাই কে দেখলাম। কেমন আছেন? ভাল তো।

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৫

ফরিদ আহমাদ বলেছেন: সৌমিত্র শুনুক চাই না শুনুক আমি শুনেছি,মেনে নিচ্ছি সব পৃথিবী আরো কয়েকটা দিন অবসর পাক।
কবিতায় ভালোলাগা।

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ ভাই ফরিদ আহমাদ।

১৮| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

রাজসোহান বলেছেন: আছি একরকম। আপনিও ভালো থাকুম ঘুম ভাই! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.