নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

ঈষৎ তন্দ্রা

০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৬





আমি ঈষৎ হাসিলাম!
ঈশ্বর মুচকি হাসিয়া উহা ফেরত দিলেন......
আমি অবাক হইলাম?!
ঈশ্বর ও দেখি আমার মত অবাক হইয়া সেদিকে চাহিয়া রহিলেন!!


ধ্যাত!!??

যে রাতে আমি প্রথম ঈশ্বর হলাম,দারুন ঝাকুনিতে তন্দ্রা ছুটিল
দেখিলাম মদের বোতলের উপর ............
আমি আর ঈশ্বর বিপরীতমুখী বসে ভাবছি............সত্য কোন জনা?

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অসাধারণ।
দারুণ এক প্রশ্ন দিয়ে গেলেন।


ওহে ইশ্বর।
সোজাকথা বুঝি নে বাপু জটিল করে বলো।

আরশীতে যদি না দেখি তোমায়
এক বৈঠকেই ঈশ্বরীয় অস্তিত্ব সংকটে।

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৩

ডট কম ০০৯ বলেছেন: যদি সত্যিকারে ভেবে দেখেন তাহলে একবার মনে হবে আমি নই অন্যকেউ ঈশ্বর,আবার মনে হবে আমিই ঈশ্বর। এই দ্বিধাদন্ধে জীবনের অনেকটা সময় কেটে যায়। তাই প্রশ্ন জাগে মনে।

সত্য কোণ জনা?

২| ০৯ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

সুমন কর বলেছেন: ভিন্ন রকম, ভালো লাগল।

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৪

ডট কম ০০৯ বলেছেন: যখন যা মনে আসে তার উপর লিখি। এখানে আমার কোন হাত নেই।

৩| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৯

গোফরান চ.বি বলেছেন: ভালো লাগলো।

ভাবনার মিল খুজিয়া পাইতাছি ব্রাদার।

ভালো লাগা জানিয়ে গেলাম ।

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৯

ডট কম ০০৯ বলেছেন: শুনিয়া আমোদ বোধ করিলাম। দেখা হইলে মিলিয়া লইবক্ষন। ভাল থাকিবেন দুয়া রহিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.