নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

মুভি ডাউনলোড করার সহজতম উপায়

১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০২



মুভি দেখতে কার না ভাল লাগে। কিন্তু অন্তর্জালের এই লক্ষ কোটি কোটি ওয়েব থেকে নিজের কাংখিত মুভির ভাল প্রিন্টের মুভি খুজে বের করে ডাউনলোড করা অনেক ঝামেলার কাজ। এই ঝামেলার কাজটি নিচের পদ্ধতি অনুসরন করে খুব সহজেই আপনিও আপনার ভাল লাগা মুভির ডাউনলোড করতে পারেন সহজে। একটু খেয়াল করে আমার টিউটোরিয়ালটি দেখুন সেই মোতাবেক কাজ গুলি সম্পন্ন করুন। দেখবেন মুভি ডাউনলোড করা কত সহজ।


প্রথমে আপনার ওয়েব ব্রাউজার ওপেন করুন। তারপর টাইপ করুন http://www.filechef.com এরপর Chose file type এ TV/Movies/Video সিলেক্ট করুন। নিচের ছবিটি খেয়াল করুন।




এরপর সার্চ বক্সে লিখুন আপনার কাংখিত মুভির নাম। যার ডাউনলোড লিঙ্ক আপনি খুজতেছেন।এন্টার চাপুন। নতুন একটি ওয়েব পেজ ওপেন হবে।



টিউটোরিয়ালটি তে আমি happy vagh jayegi মুভিটির লিঙ্ক সার্চ করেছি।



এরপর যেই লিঙ্ক আপনার পছন্দ হয় তাতে ক্লিক করে সেই ওয়েব পেইজটি ওপেন করুন।রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক লোকেসন এ ক্লিক করুন।



এবার আইডি এম ওপেন করে এড লিঙ্ক এ ক্লিক করে স্টার্ট ডাউনলোড বাটনে ক্লিক করুন। দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে।






উপরোক্ত কাজগুলি করার সময় কোন ধরনের সমস্যা হলে কমেন্ট করুন। আপনি আপনাকে সাহায্য করব। আপনার মুভি দেখার সময় গুলি আনন্দদায়ক হোক। শুভ কামনা সকল সময়ের জন্য।

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: হিজিবিজি ----

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

ডট কম ০০৯ বলেছেন: সরলভাবে শান্ত মন নিয়ে পড়ুন কিছুই হিজিবিজি মনে হবে না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

২| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২১

চাঙ্কু বলেছেন: এখন কেউ মুপি ডাউনলোড করে না! :P

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৪

ডট কম ০০৯ বলেছেন: তালি কি করে বইলে যান। শুনিয়া রাখি। পরবর্তীতে সেইটার উপর টিউটোরিয়াল লিখিব।

৩| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

পলাশের লাল রঙ বলেছেন: ভালো লাগল

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৪

ডট কম ০০৯ বলেছেন: শুনিয়া আমারো ভাল লাগল। ভাল থাকুন সকল সময়।

৪| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

গেছো দাদা বলেছেন: অনেক ধন্যবাদ ।

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৫

ডট কম ০০৯ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন গেছো দাদা। শুভকামনা সব সময়ের জন্য।

৫| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৪

মাহের ইসলাম বলেছেন: ধন্যবাদ।
পছন্দ হয়েছে।

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৬

ডট কম ০০৯ বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন সব সময়।

৬| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৪

রিফাত হোসেন বলেছেন: ডাউনলোড করে না এখন অনেকে আর কথা সত্য তবে অফলাইনে ৪কে চলচ্চিত্র এটাই ভাল পদ্ধতি।

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৯

ডট কম ০০৯ বলেছেন: ৪কে সম্পর্কে আমার ধারনা নাই তাই বলতে পারছি না। যদি একটু বিস্তারিত বলতেন তাহলে ভাল হত। ধন্যবাদ রিফাত হোসেন।

৭| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০০

সুমন কর বলেছেন: বিভিন্ন টরেন্ট সাইট থেকে তো সহজে ডাউনলোড করা যায়।

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪১

ডট কম ০০৯ বলেছেন: আমার কাছে টরেন্ট পেইন মনে হয়। আমি এভাবেই অভ্যস্ত। অনেকেই টরেন্ট ব্যবহার করেন।

৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১০

শাহারিয়ার ইমন বলেছেন: টরেন্ট দিয়ে তো ডাউনলোড করা সহজ

৯| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৮

মিখু হোসাইন তিতু বলেছেন: মোবাইলের পদ্ধতি টা যদি বলতেন...

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩

ডট কম ০০৯ বলেছেন: মোবাইলের ক্ষেত্রে একটা এপস আছে এডিএম। উহা নামাইয়া ইন্সটল করে নিন। তারপর মুভি সাইটে গিয়ে কাংখিত মুভি প্লে করে ডাউনলোড বাটনে চাপ দিন। ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে।

কোন সমস্যা পড়লে জানাবেন। সাহায্য করব।

১০| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৩:২৩

জাহিদ অনিক বলেছেন: বাহ ! পদ্ধতিটা দারুণ লাগলো আমার কাছে।
বেশ সার্চ অপ্টিমাইজেশন

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক ভাই। আপনার ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম। হ্যাপি মুভি ওয়াচিং।

১১| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

সেলিম আনোয়ার বলেছেন: মুভিখোরদের জন্য অমৃত পোস্ট ।+

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০০

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকুন সব সময়।

১২| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

জাহিদ হাসান বলেছেন: এত্ত কঠিন? এর চাইতে সহজ আমার ফিলোসফির পাঠ্যবইগুলো। অ্যারিষ্টটলের থিউরী বুঝতে পারলাম, কিন্তু তোমার পোস্টের মাথামুন্ডু কিছুই বুঝতে পারলুম না মামু ! /:)

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০১

ডট কম ০০৯ বলেছেন: প্রাক্টিক্যাল করুন বুঝতে সমস্যা হলে আমি আছি। আপনাকে সর্বাত্নক সহযোগিতা করব। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন সকল সময়।

১৩| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ২:১১

কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ ব্রো।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৯

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ কিশোর। আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকুন সকল সময়।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫

লিংকন১১৫ বলেছেন: অন লাইনে মুভি দেখি , বহু দিন ডালো করা হয়না , ভালো লাগলো

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৯

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ লিংকন১১৫ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.