নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি দুষ্টু প্রকৃতির না হলে আমার ব্লগে মজা পাবেন না।

ঘুড্ডির পাইলট

আমি পাইলট তবে বিমানের না ঘুড্ডির।আমি গতীময়, দুর্গম,অজেয়, ক্লান্ত কিন্তু বিরতীহিন। https://www.facebook.com/rafatnur81/

ঘুড্ডির পাইলট › বিস্তারিত পোস্টঃ

ঘুড্ডির পাইলটের কুয়াকাটা ভ্রমন এবং উপুর্যপরি সাইজ খাওয়ার হাইলাইটস।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

তখন আমি মাত্র মেট্রিক দিছি ছুটি ইনজয় করবার লাগি ছয়সাত জনের একটা ছোট রেজিমেন্ট লইয়া গেলাম কুয়াকাটা ঘুরতে। সাথে কোন মুরুব্বি নাই । সারা দিন একটার পর একটার বিড়ি ধরাই আর টানি । ইসটাইল করনের লাইগা সারাদিন চুখে সানগ্লাস পইরা থাকতাম । খালি ঘুমানের সময় খুলতাম। একদিন রাইতে হোটেলের বারান্দার লাইট এর লাগি ঘুমাইতে পার্তাছিলাম না। ঐ দিন চুখে সান গ্লাস পইরাই ঘুমাইছি। দুই দিন ধইরা আছি কুয়াকাটায় । ৮ দিনের মিশন আছিলো । কারন ৪র্থ দিন থিকা এই খানে মগ উপজাতিদের দের একটা অনুস্টান হবে। বিয়াপুক বিনোদন এর আশায় আমরা ওয়েট করতাছিলাম ঐ দিনের জন্য। ঐদিন নাকি মগ দের মগি কন্যারা অনেক সুন্দার কইরা সাইজা ড্যান্স মারে। আবার মেলাও হয়।সমস্যা একটা ছিলো ঐখানের পানি অনেক লবন তাই আমরা মিনারেল বোতল খাইতাছিলাম। বোতল পাওয়া না গেলে স্থানীয় ভাবে ছুড পেকেটের মধ্যে পানি ভইরা বেচতাছে ঐটাও কিনা খাইছি। পেকেট গুলা দেকতে বিছানার বালিশের মতোন। ।

জানতাম না আমদের জন্য কি বিপদ ওয়েট কর্তাছে। আমাদের টিম এর জনি আছিলো একডু লুল টাইপের। লুল বুজেন তো ? (এই অংশ টি মুছে ফেলা হয়েছে) । নির্দিস্ট দিনে মগা অনুষ্টানে আমাদের রেজিমেন্ট ও গেলো। বোরিংনেস কাটানোর জন্য তিন ডা দলে ভাগ হয়ে ঘুর্তাছিলাম। জনি লুলা পাগলা হের গ্রুপে কাউরে নেয় নাই। সারাদিন মগ কন্যা গো আজগুবি ডেন্স আর নাম না জানা খাবার খাইয়া রাইতে হোটেলে ফিরা আইলাম। কিন্তু জনি ফেরত আসলো না। আমরা ওর জন্য ওয়েট কর্তাছি আর রুমে বইসা টাস খেলতাছি (অপকোর্স টুয়েন্টি নাইন :-/ ) । মামুন আর রিয়াজ গেছিলো বিচে। হঠাত রুমের দরাজায় টোকা পরলো ভাবছি ওরা কেউ আইছে। আমি দরজা খুলতে গেলাম , দেহি একটা মগা লোক আর হোটেলের একটা কর্মচারি দাড়ায়া আছে। মগায় পেন্ট সার্ট পরছে কিন্তু পেন্ট সার্ট এর ধরন দেইখা মনে অইলো এইডি হেতে জীবনে আইজকাই প্রথম পিনছে। ;) হোটেলর কর্মচারি আমারে কইলো একটু আসতে হবে। গেলাম রিসিপশন টাইপের একটা রুমে। (খরচ কমানোর লাইগা কমদামি হুটেলে উটছিলাম) গিয়া দেহি ছালমান খান বডির আরেকটা মগা বইসা আছে। আমারে দেইখা বাংলায় কইলো এই ছেলেটা ? লগের মগায় উত্তর দিবার আগেই আমি টাশ কইরা একটা শব্দ হুনলাম । বুজলাম এইডা আমার গালে পরছে । জিগাইলাম বিষয় কি ? লগে লগে আরেকডা দিতে গেলো সইরা গেলাম কইলাম ভাই যেইডা দিছেন হেইডাই হজম হয় নাই , মারেন কনে ? আমি করছি কি ? লগের মগায় মগি ভাষায় কি জানি কইলো । বডি বিল্ডার আমারে আর মারলো না। তয় কইলো আমাগো সবাইরে অর লগে যাইতে হইবো মগ রাজার রাজ বারিতে। এর মদ্যে হোটেলের কর্মচারি আমার লগের বাকি সবাইরে ডাইকা নিয়া আইছে। তয় মামুন আর রিয়াজ তহনও বাইরে। জনি ও আসে নাই। হোটেল কর্মচারি কইলো আপনারা যান আমি আপনেগো বাচানের বেবস্থা করতাছি মালিকরে খবর দিতাছি (তহন তো মামা মোবাইল আছিল না লোক পাডায়া খবর দিবো অনেক সময় লাগবো :( )। বডি বিল্ডার আমগোরে কইলো হের নাম পেপেং হেতে রাজার পুলা । মাইজজা পুলা। আমগো ভিতরে কোন দুই বান্দর হের বইনেরে টিজ করছে (রাজকন্যারে ইবটিজিং = প্রিন্সেসটিজিং) । আমি কইলাম আমি করি নাই আমার লগের সবাই কইলো আমরাও করি নাই । কিন্তু পেপেং মানতে নারাজ কইলো হের বইনে আমগো সনাক্ত করবো। তাই আমগো যাইতে অইবো । হোটেলের কর্মচারি কইলো পেপেং হইলো এই ইলাকার রংবাজ । আমরা আরও ডরাইলাম যহন দেকলাম হোটেলের বাইরে ৪০ টার উপরে ইন্ডিয়ান মটর সাইকেল। প্রত্যেক টার উপরে দুইডা একডা কইরা মগা পাতি রংবাজ। একটায় আবার গরমের মইদ্যে লেদার জ্যাকেট পরা। এরই মইদ্যে মামুন আর রিয়াজ আইসা পরলো অরাও বন্দি হইলো মগ রাজপুত্র পেপেং এর হাতে । আমগো সবাইরে মটরসাইকেলে উডান হইলো। আমি যেইডায় বইছি হেইডায় তিনজন । আমার জাগা হইলো মটরসাইকেলের কেরিয়ারে । এর উপর রাস্তা ভালো না। জাক্কানিতে আমার অবস্থা কাহিল । মগ রাজার রাজবারিতে ঢুকলাম। দেহি আধুনিক রাজপ্রাসাদ একতলা বিলডিং সামনে একটা উঠান টাইপের, হের উপর কয়েকটা টুল, টুলের উপর কিছু বুইরা মগ বইসা আছে। ঘড়ের বারিন্দায় একটা হাতল অলা চেয়ার , বুজলাম এইডা সিংহাসন। সিংহাসন এর দিকে চোক যাইতে দেকলাম রাজায় বইসা আছে । রাজাডা মামা কি কমু ! আজগুবি ইস্টাইলের একটা ভুরি অলা লোক । আমি জীবনে এমন আজব টাইপের ডাবল ভুরি দেহি নাই ! পেডের উপর আরকেটা পেড। পুরা ডুপ্লেক্স ভুরি। মনে হইতাছিলো একটা টেডি বিয়ার চেয়ারে বইসা আছে। হের পাশের চেয়ারে দেহি ইলাকার চেয়ার মেন ও আছে। কিমুন যেন একটা বিরক্ত ভাব । আমগোরে বসতে দেয়া হইলো না । কারন আমরা আসামি । রাজায় কোন কতা কইতাছে না। চেয়ার মেন সাবে কইলো তোমরা ইনার মেয়েকে কি বলছো ? আমরা কোরাস ইস্টাইলে কইলাম আমরা কিচু জানি না । বিশ্বাস করেন আমরা কিছু করি নাই। লগে লগে আমগো উপর একটা কইরা লাডির বারি ইস্টার্ট করলো পেপেং। রিয়াজরে যহন বারি দিছে দেহি ভর ভর কইরা পানির লাহান কি জানি বাইর হইয়া অর পুরা পেন্ট আর মাটি ভিজা গেলো। আয় হায় হালায় মাইর খাইয়া ছোড কাম কইরা ফালাইছে ! আমি সিরিয়ালে রিয়াজের শেষে আছিলাম ।এমনিতেই মটরসাইকেলের কেরিয়ারে বইছিলাম পিছনের অবস্তা পুরা, হিরো সিমা , নাগাসাকি। রিয়াইজ্জায় ফিডান খাইয়া যেই কাম করছে আমারে ফিডা দিলে আমি শেষ ! তাই আমার টার্ন আইলে আমি হেরে রিকুয়েস্ট করলাম পিছে না মাইরা পিডে মারেন। পেপেং কি জানি চিন্তা কইরা আমার পিডে কনুই দিয়া একটা ডলা দিলো ( এইটারে বলে কনি মারা ) । প্রথমে আরাম লাগলো পরে স্প্রিং এর মতো ছিটকাইয়া সামনে পইরা গেলাম।পরছি রিয়াইজ্জার *তের উপরে বুজলাম এইডা *ত না হালার পকেটে পানির পেকেট আছিল হেইডা ফিডানের ঠেলায় বাস্ট করছে। এরই মদ্যে রাজ কন্যা আইসা পরলো আইডেন্টিফাই করতে। আমি মাইর বেশি খাইছি আর মাইর খাইতে রাজি না। গিয়্ই হের পায়ে ধইরা পরলাম । কইলাম ফ্লিজ লাগে আপনে কন আমি আপনেরে কিছু কইছি ? এই বারে চেয়ারমেন কইলো এই ছ্যামরা হের পাও ছার , হে বাংলা বোজে না। । ইস মামা ! রাজকন্যার পাও ডা যে কি ফর্সা ! আর কি জানি সেন্ট মাকছে কি যে সুন্দার সুবাস। রাজ কন্যায় কইলো মগা ভাষায় এই পোলা না । বাস আমি খালাস :D । এই ভাবে বাকিরাও পাও ধইরা খালাস পাইলো মামুন ছারা। রাজ কন্যা অর দিকে সন্দেহ নিয়া তাকাইছিলো। পেপেং তো রেডি, যে ই না পিডান দিতে লইছে অমনি হালায় অ উ ই টাইপের বোবাগো লাহাইন শব্দ করা শুরু করছে ! চেয়ার মেন তো টাস্কি , কয় এইডা কি বোবা নাকি ? বুজলাম মামুনে ট্রিক্স করতাছে , আমরা কইলাম হ হেতে বোবা জন্ম থিকা ;) । বাস মামুইন্নায় ও খালাস। বাকি রইলো জনি। আমরা কইলাম অয় রুমে আসে নাই । আর আমরা অর লগে আছিলাম না। এই বার ডুপ্লেক্স ভুরিঅলা রাজায় কইলো (বাংলায়) তোমরা আমার মেয়েরে কিছু বলো নাই কিন্তু আমার লোকেরা তোমাদের উপর টর্চার করেছে । আমি দুখিত । তোমরা কিছু মনে নিও না। তোমরা এক কাজ করো তোমরা আমার অতিথি । হোটলে থিকা ব্যাগ বুগ নিয়া আসো তোমরা আমার বাড়িতে থাকবা। পেপেং এর চেহারায় ও কেমুন যেন চেইঞ্জায়া গেলো, একটা শালাতো ভাই শালাতো ভাই ভাব। বাস আমরা জয়ি। আমরা হোটেলে গিয়া দেহি জনি বইসা আছে ।হালায় বাংলা মদ খাইয়া আইছে। অরে সহ আমরা গেলাম আবার রাজার বারিতে। রাইতে কি যে সুন্দার আপ্যায়ন । পেপেং নিজে আমার পিডে টাইগার বাম লাগাইয়া দিছে । পরদিন সকালে নাস্তা করলাম । দুপুরে রাজকন্যা আমগো বর্মি সং হুনাইলো আট নয়ডা । একটাও বুজি নাই মাগার প্রতিডা সং এর শেষে হাততালি মাস্ট । বিকালে রাজ কন্যা, পেপেং আমরা সবাই মেলায় গেলাম। মেলায় আমি নাগর দোলায় বইছি রাজকন্যার লগে, আর অর লগে দোভাসি একডা সখি আছিল । নাগর দোলায় বইসা রাজকন্যা আমারে কইলো জনি বুলে অরে মেলার ভিড়ে বার বার ধাক্কা দিতাছিলো ।শুইনা আমার মাথায় রক্ত উইঠা গেলো। আমি অন্য সময় হইলে এতোডা এগ্রেসিভ হইতাম না । কারন রাজকন্যায় আমারে আগে খালাস করছে আবার যতক্ষন রাজবারি ছিলাম আমার দিকে তাকাইয়া বেশি বেশি হাসছে। (আমারও যানি কিমুন যেন দুর্বল দুর্বল লাগছে :!> :#> )। নাগর দোলার নিচে বালি আছিল আর নাগর দোলা এক তলা সমান উচা আছিল। আমি হেইডার উপর দিয়া লাপ মাইরা নিচে নাইমা গেলাম। জনি নিচে খারায়া আছিল, একটা লাডি লইয়া পেপেং ইস্টাইলে দিলাম এক বারি । X(( মহুর্তে সবাই চাইয়া বেক্কল হইয়া গেলো। সবাই কইলো কিরে দোস্ত পাগল হইয়া গেলি ? আমি কইলাম এই শালা লুল এর লাইগা কাইল রাইতে আমরা বিপদে পরছি। যাই হোক পেপেং ঐ খানে আছিলো না । তয় আমি অরে আরও সাইজ দিবার গেছিলাম । কিন্তু রাজকন্না আইসা আমার হাতের থিকা লাডি নিয়া নিলো । আর আকার ইংগিতে থামতে কইলো। যাই হোক বাকি সবাই অরে বকাঝকা করলো । আমরা সবাই রাজকন্নার কাছে মাপ চাইলাম আর রিকুয়স্টে করলাম যাতে পেপেং না যানে। রাইতে আর রাজ বাড়ি থাকলাম না। হোটেলে থাকলাম। পরদিন বারি ফেরত চইলা আসলাম।

তবে এখনও কুয়াকাটা যাই । আমার বাড়ি থিকা একদম কাছে । রাজ বাড়িতে ঘুরতে যাই । তবে থাকি না। রাজকন্নার বিয়া হইয়া গেছে । নামডা উচ্চারন করতে কস্ট তাই নাম কইলাম না। আপনেরা আমার লগে কুয়াকাটা গেলে রাজ বাড়ি নিয়া যামু। পেপেং এর বড় ভাই এহন রাজা। মগা রাজা।



একটা কতা কই আপ্নাগো ঘুরতে গেলে একটু দুস্টামি ফাইজলামি হইতে পারে কিন্তু ইভটিজিং রিস্কি বেপার। আমরা ব্লগার ইভটিজিংএর বিরুদ্ধে।







আগের নিকের লেখা ছিলো এটা আগের নিকটাকে মিছ করি। কিন্তু পরলোকগমনকারি মানুষের ছবির মতো নিকের লেখা গুলো সংরক্ষন করছি ...

মন্তব্য ২৭২ টি রেটিং +৬১/-০

মন্তব্য (২৭২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

শায়মা বলেছেন: আরেক রাজকন্যার দেখা পাও দোয়া করি!!!:)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

ঘুড্ডির পাইলট বলেছেন: এক রাজকন্যা লয়া অনেক বিপদে আছি। :(

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

বাংলার হাসান বলেছেন: চরম বিনোদন পাইলাম। খিক খিক খিক

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

ঘুড্ডির পাইলট বলেছেন: বিনুদুন এ ভরপুর , বিনুদুন হপে সারা সকাল দুপুর।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

বাংলার হাসান বলেছেন: পিলাচ দিতে ভুইলা গেছিলাম ++++++++++++++++++++পিলাচ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: কন্কি ? ভুলে যাওয়া কিন্তু ভালো লক্ষন না ;)

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

তামিম ইবনে আমান বলেছেন: পেপেন এর বড় ভাই এখন মগাচীপ । ক্ষেক ক্ষেক ক্ষেক

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: মগের রাজা তো ছিফ ই হইবো , সেই হিসাবে মগাচিপ ;)

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

তামিম ইবনে আমান বলেছেন:
শায়মাপি, ঘুড্ডি বুইড়া মানুষ। হেই ব্যাডা আরেক রাজকন্যা নিয়া কি করবো। আমার লাইগা দুয়া করেন :P :P :P :P

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন: বদ পুলাপাইন :-P

=p~ =p~

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

ক্যাপ্টেন জুক বলেছেন: পিলাচ দিলাম। এইবার পইরা দেখি :P :P :P B-)) B-))

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

ঘুড্ডির পাইলট বলেছেন: মান না পইড়াই পিলাচ ? B:-) গুছলের পরে গায়ে সাবান B:-)

=p~ =p~ =p~

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

প্রিয়তমেষূ বলেছেন: রাজকন্যারে ইবটিজিং = প্রিন্সেসটিজিং

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

ঘুড্ডির পাইলট বলেছেন: প্রিন্সেসটিজিং ? অপকুর্চ ইটা রাজকীয় টিজিং :-B

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

পণ্ডিত মশাই বলেছেন: ব্যপক মজা পাইলাম।
থ্যাঙ্কু :D :D :D

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: বিনুদুন পাইলেই আমি খুশি :D

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

শিপন মোল্লা বলেছেন: রাজকন্যাকে নিয়া কোন কথা বরদাস হবে না।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ইয়ে ইডা কি সেই রাজকইন্যা ? B:-) আগে কবেন তো ? :-B

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: রাজকইন্যার আর কুনু ভইন নাই? পুস্ট ভালু পাইলাম। পিলাচ বন্যা হইবেক++++++++++++++++++++

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

ঘুড্ডির পাইলট বলেছেন: আগের পোষ্টেও চিয়ারম্যান এই কতা কইছিলো । উখানে কলাম পেপেং আছে সাবধান। 8-|

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

হাসান রেজভী বলেছেন: যাইতে চাই .... নেক্সট টাইমে গেলে ব্লগে ঘোষণা দিয়েন .. :)


+++++

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: আমি তো মুনয় কিছুদিন থিকা নিয়মিত ঐখানেই থাকুম।

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বালু হইচে ... :D :D

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: বালু লাগলে আমারও বালু লাগে আমি কুব কুশি হই। =p~ =p~ =p~

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

অনির্বাণ তন্ময় বলেছেন:
"... যতক্ষন রাজবারি ছিলাম আমার দিকে তাকাইয়া বেশি বেশি হাসছে। (আমারও যানি কিমুন যেন দুর্বল দুর্বল লাগছে...)" :P


"নাগর দোলার নিচে বালি আছিল আর নাগর দোলা এক তলা সমান উচা আছিল। আমি হেইডার উপর দিয়া লাপ মাইরা নিচে নাইমা গেলাম" ---- লায়োক চাকিব কান ইস্টাইল =p~ =p~ =p~


পিলাস লন। কুয়াকাটা গেলে আপনেরে লইয়া যামু। হের আগে আপনার লগে কতা আছে। সিরিয়াস কথা। ;)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: খালি ফুনাইবেন , কিছুদিন পরে থিকা নিয়মিত অই খানেই থাকার ইচ্ছা আছে।

১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

রোড সাইড হিরো বলেছেন: দারুণ মজা পাইলাম +++ ...

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

ঘুড্ডির পাইলট বলেছেন: আন্তরকি অভিনন্দন গ্রহন করুন এবং মজাটা সংরক্ষন করে রাখুন ফ্রিজে B-))



দেশে মজার অনেক অভাব শুধুই দুস্বপ্ন। :(

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

জুন বলেছেন: যত ফান করেই লিখো আমিতো পড়তে পড়তে ভয় পেয়ে গিয়েছিলাম আর ভাবছিলাম আমিন বাজারের কাহিনী না হয়। অবশ্য তাহলে আর লিখতে হতোনা এই পোষ্ট। বড় হতভাগ্য সেই ছেলেগুলো।
খুব প্রান্জল লেখা ভালোলাগলো।

ইভ টিজিং কোন দেশে কোন পরিস্থিতিতেই কাম্য নয়।

+

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: এইটা সইত্য ঘটুনা । হইতে পারতো আমিন বাজারের কাহিনি , যদি পেপেং আমারে আরেকটা থাপ্রা দিতো :(

১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

ক্যাপ্টেন জুক বলেছেন: "এরই মদ্যে রাজ কন্যা আইসা পরলো আইডেন্টিফাই করতে। আমি মাইর বেশি খাইছি আর মাইর খাইতে রাজি না। গিয়্ই হের পায়ে ধইরা পরলাম । কইলাম ফ্লিজ লাগে আপনে কন আমি আপনেরে কিছু কইছি ? এই বারে চেয়ারমেন কইলো এই ছ্যামরা হের পাও ছার , হে বাংলা বোজে না। । ইস মামা ! রাজকন্যার পাও ডা যে কি ফর্সা ! আর কি জানি সেন্ট মাকছে কি যে সুন্দার সুবাস।"

এত আদর-যত্নের পরেও লুলামি ছাড়েন নাই :-/ :-/ =p~ =p~ =p~

...ইয়ে মানে.......আরেকবার গেলে আমারেও নিয়া যাইয়েন............. :#> :#> B-)) B-)) B-)) B-)) B-)) B-)) :P :P :P :P :P :P :P :P :P :P :P

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: বর্মি ছেন্ট মাখছে , অইটা সুবাসে লুল হয়া গেছিলাম B-))

১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

লিঙ্কনহুসাইন বলেছেন: রাজাডা মামা কি কমু ! আজগুবি ইস্টাইলের একটা ভুরি অলা লোক । আমি জীবনে এমন আজব টাইপের ডাবল ভুরি দেহি নাই ! পেডের উপর আরকেটা পেড। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ ব্যাপক মজা পাইলাম

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ডুপ্লেক্স ভুড়ি । অনেক রুচিশীল মানুষ , মুখে অনেক রুচি সকল খাবারই তার ভালো লাগে । :D

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২

কান্ডারি অথর্ব বলেছেন:
একটা কতা কই আপ্নাগো ঘুরতে গেলে একটু দুস্টামি ফাইজলামি হইতে পারে কিন্তু ইভটিজিং রিস্কি বেপার। আমরা ব্লগার ইভটিজিংএর বিরুদ্ধে।

কথা সত্য কথার সাথে পুরোপুরি সহমত পাইলট সাহেব ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নাকে ধইন্যবাদ , তবে বেশিরভাগ বিবাহিত লুকেরা ইভটিজিং এর থিকা দুড়ে থাকে । B-)



কারন তারা নারীদের রুদ্রমুর্তি দেখে দেখে নিয়মিত জ্ঞান হারিয়ে ভদ্র হয়ে যায়। :( :((

১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

অনির্বাণ তন্ময় বলেছেন:
লেখক বলেছেন: খালি ফুনাইবেন , কিছুদিন পরে থিকা নিয়মিত অই খানেই থাকার ইচ্ছা আছে।

কুনখানে?
কুয়াকাটা???

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: হ আমার বাড়ি থিকা মাত্র ৩ ঘন্টার পথ।

২০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

রাইসুল নয়ন বলেছেন: ভাই আমার খুব সখ একটা উপজাতি বিয়ে করার ।।
কি ভালো হবে !!!!!!
গাইলাইবে আমি বুঝমুনা, আবার আমি গাইলামু ও বুঝবনা :) :)
আহ!! কি মজা !!!
একটা ব্যবস্থা করেন বড় ভাই ।।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

ঘুড্ডির পাইলট বলেছেন: কিন্তু তার রান্না কি খাইতারবেন , হুনচি সাপ খুপও খায় তারা । ;)

আপ্নে দেখেন উপজাতির মতো দেখতে কিন্তু উপজাতি না এমুন মায়া বিয়া করেন। 8-|

২১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

আশিক মাসুম বলেছেন: কমেন্ট কইরা যায়গা দখল করে গেলাম। পড়ে পইড়া কমেন্ট করুম। B-) ;) ;)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: বরিশালের লঞ্চেও এমুন ছিট দখল চলে। ;)

২২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হি হি ভাইজান ব্যাপক মজা পাইলাম।
=p~ =p~ =p~ =p~ =p~
১০ ম পিলাস।(কতনাম্বার পিলাস দিছি উল্লেখ করলাম কিন্তুক)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

ঘুড্ডির পাইলট বলেছেন: অবশ্যই উল্লেখ করবি , যদি মিছা কতা কস ? B-)

২৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

অতনু কুমার সেন বলেছেন: কারন রাজকন্যায় আমারে আগে খালাস করছে আবার যতক্ষন রাজবারি ছিলাম আমার দিকে তাকাইয়া বেশি বেশি হাসছে। (আমারও যানি কিমুন যেন দুর্বল দুর্বল লাগছে


ভাবির কাছে কইয়া দিমুহানে , ......... ;) ;) ;) ;) :#) :#) :#) :D :D :D =p~ =p~ :P

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: আরে বেডা তহন হের পাত্তা আছিলো নাকি ? :P

২৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

নিয়েল ( হিমু ) বলেছেন: হুম পাহাড়া বসাইতে হবে। পাহাড়ায় খাড়াইলাম । ;)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: কি নির্ঘুম প্রহরী B:-)

=p~ =p~ =p~

২৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

তামিম ইবনে আমান বলেছেন:
প্লাস দিসি কিন্ত

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন: হ বিশ্বাস করছি ।

২৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

অনির্বাণ তন্ময় বলেছেন:
তাইলে তো আপনারেই আমার দরকার :-B :-B :-B

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: দরকার লাগলে তো আছি । :-B

২৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

রীতিমত লিয়া বলেছেন: হাহাহাহা হাসতেইছি। মজা পাইলাম।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

ঘুড্ডির পাইলট বলেছেন: হাসি থামছে ? B:-)

:-B




২৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাবিজান কি জানে রাহকইন্যার কতা?

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

ঘুড্ডির পাইলট বলেছেন: যানবো না ক্যালা। তারে আমি ডড়াই নাকি ? B-)



আশে পাশে আবার নাইতো ? :-*

২৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

উণ্মাদ তন্ময় বলেছেন: পরছি রিয়াইজ্জার *তের উপরে বুজলাম এইডা *ত না হালার পকেটে পানির পেকেট আছিল হেইডা ফিডানের ঠেলায় বাস্ট করছে =p~ =p~ =p~

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: টেস্টে বুজি নাই


স্মেল এ বুজছি।

৩০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

শার্লক বলেছেন: বহোত মজা পাইলাম। =p~ =p~ =p~

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন: মারহাবা B-)

৩১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হা হা হা বৌয়েরে ডড়ায় না এমুন পাব্লিক কমই আছে।
ভাবিরে কয়া দিমু কৈলাম!

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

ঘুড্ডির পাইলট বলেছেন: আরে কইছ না ! :-*


কিছু খাইতে মুঞ্চাইলে ক ? ঝালমুড়ি , চটপটি , হালিম কুন্টা খাবি। B-))

৩২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হা হা হা বৌয়েরে ডড়ায় না এমুন পাব্লিক কমই আছে।
ভাবিরে কয়া দিমু কৈলাম!

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

ঘুড্ডির পাইলট বলেছেন: আরে কইছ না ! :-*


কিছু খাইতে মুঞ্চাইলে ক ? ঝালমুড়ি , চটপটি , হালিম কুন্টা খাবি। B-))

৩৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

মিজানুর রহমান মিলন বলেছেন: বহুত মজা পাইলাম । ১৪তম ভাল লাগা ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নাকেও অসংখ্য ধন্যবাদ মিলন ভাই । প্রফাইল পিকচার পাল্টাইছেন নাকি ?

৩৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

মিজানুর রহমান মিলন বলেছেন: রাজকন্যায় আমারে আগে খালাস করছে আবার যতক্ষন রাজবারি ছিলাম আমার দিকে তাকাইয়া বেশি বেশি হাসছে। (আমারও যানি কিমুন যেন দুর্বল দুর্বল লাগছে :`> :``>> )

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

ঘুড্ডির পাইলট বলেছেন: দুপুরে রাজকন্যা আমগো বর্মি সং হুনাইলো আট নয়ডা । একটাও বুজি নাই মাগার প্রতিডা সং এর শেষে হাততালি মাস্ট । B-))

৩৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হ্যাহ্ ভাবিজানেরে কইলে আরো বেশী পাওয়া যাইবো। ;) ;)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

ঘুড্ডির পাইলট বলেছেন: আমি আগেই বুজছিলাম তুই একটা লেডি বেইমান । মাইয়া মানুষ মইয়া মাইনসের টানই টানবো। হুহ

৩৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

বনলতা মুনিয়া বলেছেন: কুয়াকাটা যামু। চলেন সবাই মিল্লা যাই :P :P :P :P :P

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: একটা প্লান হইতাছে অলরেডি । সব জানতে পারবি খরগোশ। :D

৩৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: B:-)

এই গল্পের রাজ কইন্যা অখনও মড়ে নাইক্কা

৩৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

সানড্যান্স বলেছেন: হাহাহাহাহ!!

দারুন!!!

কুয়াকাটা আসলেই অনেক সুন্দর জায়গা!!

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

ঘুড্ডির পাইলট বলেছেন: মন্তব্য করনের অনুমতি আছে দেইখা খুশি হলাম। যে পোষ্ট দিছেন । আসলেই সুন্দর যায়গা। :)

৩৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মাইয়া্ মানুষ তো মাইয়া মানুষেরেই টানবো। ;) ;) B-) :P

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: দেখুমনে আমারও দিন আইবো । হারাজীবন তো একলা থাইকবি না , আমি তখন কাউরে ছাপোর্ট দিমু।

৪০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

রেজোওয়ানা বলেছেন: বারান্দায় লাইটের জন্য সানগ্লাস পরে ঘুমালেন? /:)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: দড়জার চিপা দিয়া আলো আসে X( X((



ঘটনার দুইদিন আগে কিনছি ৭০ টেকায় | দামডা উসুল কর্তেঅইবো না ? B-))

৪১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

কবি মনির বলেছেন: স্টিকি করা হোক

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নের নাম কবির মনির ।
আপ্নে কি কবিতা লেখতে লেখতে মনির হইছেন ? নাকি মনির হয়া কপিতা লেখা শুরু করছেন ?

এই পোষ্ট স্টিকি করার মতো ? আমি স্পষ্ট দেক্তে পাচ্ছি আপ্নার ঘিলু আপ্নার মাথায় নাই আপ্নার হাটুতে গড়া গড়ি খাচ্ছে।

আসল নিকে কমেন্ট করা উচিৎ ছিলো। আর কপিতা গুলা ভালোই লেখছো মুল নিকে লেখলে বড়াবড়ের মতো কবি উপাধির মর্যাদা টিকে থাকতো ।

৪২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বহুত দেরী আছে। আপনের দাত নইড়া যাইতে পারে।
:P :P ;)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: হেই নড়া দাতে পান চিবামু আর ছাপোর্ট দিমু । বুইড়া মাইনসের ছাপোর্টের দামই আলাদা।

৪৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: মজা লাগলো!

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নে লগে থাকলে খুব ভালা হইতো । আরও মজা পাইতেন। :D

৪৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: তয় পানের পেচকির ছিটা না পড়লেই হইলো আরকি!! :D :D

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: পানের পিক ছিটামু ফ্লোরে ফ্লোরে , চায়ের কাপে , ধুয়ার লুক তো আছেই ;)

=p~ =p~ =p~

৪৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

মৃতস্বর বলেছেন: সামুতে কোন লেখা পড়ে আমার এতো হাসি আসেনাই, আজকে যেমনটা হাসলাম।। :D :D

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: এতো হাসি আসেনাই ? কেনু ? B:-)

৪৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

একুশে২১ বলেছেন: পরছি রিয়াইজ্জার *তের উপরে বুজলাম এইডা *ত না হালার পকেটে পানির পেকেট আছিল হেইডা ফিডানের ঠেলায় বাস্ট করছে।

হা হা হা। চরম বিনোদন।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

ঘুড্ডির পাইলট বলেছেন: দুপুরে রাজকন্যা আমগো বর্মি সং হুনাইলো আট নয়ডা । একটাও বুজি নাই মাগার প্রতিডা সং এর শেষে হাততালি মাস্ট । B-))

৪৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

শান্তা273 বলেছেন: মজা লাগলো খুবই!

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

ঘুড্ডির পাইলট বলেছেন: মজা লাগার জন্যই তো লিখা :D

৪৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

তন্দ্রা বিলাস বলেছেন: রাজকন্যা তো রূপকথার জিনিষ!!!!




মজা পাইলাম।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

ঘুড্ডির পাইলট বলেছেন: সে হইলো কুয়াকাটার মগ জাতীর রাজার মেয়ে।

৪৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: লেখক বলেছেন: পানের পিক ছিটামু ফ্লোরে ফ্লোরে , চায়ের কাপে , ধুয়ার লুক তো আছেই
হাসতে হাসতে গড়াগড়ি দেওনের ইমু হইবেক ভাইজান!!! =p~ =p~ =p~

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন: B-)) B-))

৫০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

্নিজাম জয় বলেছেন: "রিয়াইজ্জার *তের উপরে বুজলাম এইডা *ত না হালার পকেটে পানির পেকেট আছিল হেইডা ফিডানের ঠেলায় বাস্ট করছ"
পোলাটা সব দিক দিয়াই বাশ :P :P :P

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

ঘুড্ডির পাইলট বলেছেন: পুরাই বাশ =p~ =p~ =p~

৫১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

এ্যাপেলটন বলেছেন: আমার না ! রাজকন্যার মতো অনেক বেশী বেশী হাসি পাইতেছে !!!.

....৯৫ এ কুয়াকাটা গেছিলাম । ...তখন টারজান হাউজের মতো কয়েকটা হোটেল ছিলো !!..

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: এখন কিছুটা উন্নত হইছে । কুয়াকাটা থেকে কিছু দুরে আমাদের একটা রেস্ট হাউজ আছে।

৫২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

কবি মনির বলেছেন: এটাই আমার ১০০% হালাল এবং পরীক্ষিত নামের নিক। চাইলে জাতীয় পরিচয়পত্র দেখাতে পারি। সাবধানে কথা বলবা পাইলট।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ১০০ % হালাল কিনা সন্দে আছে , ছিটিং ছারভিচ কলাম ব্যান । ছুলেমানি ব্যান , আইজকা দেখলাম । সেকারনেই বুঝি জলুনি শুরু হয়ে গেছে ! :-B

৫৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

মাহী ফ্লোরা বলেছেন: লেখা পইড়া অনেক হাসছি! =p~ =p~

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: অনেক আগের লেখা । এতোদিন পরেও যে কাউকে হাসাতে পারবে ভাবি নাই। লেখা পড়ার জন্য ধন্যবাদ।

৫৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

রাইসুল সাগর বলেছেন: খিক খিক, আফনের লেহা হইড়া আমি হাসতেই আছি হাসতেই আছি। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

শুভকামনা বাই।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: দাত মুখের ভেতর রেখে মুচকি হাসি হাসতে হবে । নইলে দাতে ঠান্ডা লেগে যাবে।

৫৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

লোনলিফাইটার বলেছেন: ;) ;) B-)) B-)) :P :P :P



আগের নিকের লেখা ছিলো এটা আগের নিকটাকে মিছ করি। কিন্তু পরলোকগমনকারি মানুষের ছবির মতো নিকের লেখা গুলো সংরক্ষন করছি ..

আমার গুলারেও করতে হবে :( :( :(

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

ঘুড্ডির পাইলট বলেছেন: কইরালান , আমিও তো ভাবতাছি আরও একটা নিক খুইলা এই লেখাগুলা কপি করা শুরু করুম ।

৫৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

মারুফ মুকতাদীর বলেছেন: টুটাল বিনুদুন , তয় ভাবিছাব আবার ব্লগ পড়ে না তো, নাইলে ক ইলাম আবার কনি খাইতে হইতারে…………… খিকজ ;)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: অই জিনিসটার নাম কনি জানতাম। কিন্তু কখনো খাই নাই , অইটাই ফাস্ট খাইছি। আসলে মাইরপিট লাগলে কনি দেওনের চান্স কম থাকে। B-))

৫৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
মজা পাইছি লেখা পড়ে

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

ঘুড্ডির পাইলট বলেছেন: সইত্য ? কছম কইরা কন নইলে কলাম পেপেংরে ডাকুম। B-)



অনেক দিন লেখা দেন না ।

৫৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

অন্য মানুষ।। বলেছেন: ইস মামা ! রাজকন্যার পাও ডা যে কি ফর্সা ;) ;) ;)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

ঘুড্ডির পাইলট বলেছেন: ছেন্টের সুবাস আর সেই মুহুর্ত অসাধারুন লুলিয় অনুভতি। :P

৫৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

মামুন রশিদ বলেছেন: চরম চরম একটা কাহিনী পড়লাম । প্রথমে ভাবছিলাম শুধুই গল্প । তবে আস্তে আস্তে রাফাত ভাই এবং রেজিমেন্টের যেসব কাহিনী পড়ছি তাতে এটা সত্য বইলাই বিশ্বাস করলাম ।



একটা যায়গায় আপত্তি আছে । ক্যারেকটারলেস ইজ ক্যারেকটারলেস, লুল ইজ এনাদার থিংগস..

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন: হুম ঠিক বলছেন ক্যারেক্টার লেস ইজ ক্যারেক্টার লেস লুল ইজ লুল । কারেকশন কইরা দিতাছি ।

৬০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

নিয়েল ( হিমু ) বলেছেন: মশকরা করেন না মজা লন কুনটা ? X( X( X(
(পোষ্ট এখনো পড়ি নাই । জানি পড়া কাহিনী তবুও পড়ুম সব শেষে। অল রেডি কমেন্ট A 2 Z পৈড়া ফেলছি কয়েকবার)
পাহাড়া কিয়ের বুঝেন নাই ?
কবির কাহিনী কি ? X( X(
পোষ্ট ইস্টিকি করার দাবি জানাইছে আমি হেরে থাপ্রানির দাবি জানাইতাছি । X( X(

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: তারে থাপ্রা দেয়া হইছে , অখন দেখার বিষয় তাতে তার শিক্ষা হইছে কিনা। :-B

৬১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩

নিয়েল ( হিমু ) বলেছেন: বুঝছেন কি আমার পাহাড়ার বিষয়টা ? যেই টা আমি আপনার গত কয়েকটা পোষ্টেও বসাইছিলাম ?
নাকি উপ্রে দিয়া গেছে গা /:)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

ঘুড্ডির পাইলট বলেছেন: বুজছি উপ্রে দিয়া যায় না। ;) ছিটিং ছারভিচ ব্যান খাইছে। এইটা দিয়া ল্যাদাইতাছে ।

৬২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

("_") বলেছেন: জাক্কাস লিখছেরে!!!

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

ঘুড্ডির পাইলট বলেছেন: আরও আগের লেখা । তয় আফনের নিকটা সুন্দর।

৬৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

আশিক মাসুম বলেছেন: হাহাহা বস আগে মনেহয় পড়ছিলাম লিখাটা পরিচিত লাগতাছে। তয় মজা পাইছি, সব গ্রুপেই এমন ২/৪ টা জনি থাকে ;) ;) ;)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

ঘুড্ডির পাইলট বলেছেন: জনিরাই তো খাইলো জালাইয়া। :(

৬৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

ভার্চুয়াল ফাইটার বলেছেন: অনেক মজার ছিলো । :D ++++++
একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে একটা পোষ্ট দিবেন বলেছিলেন।

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

ঘুড্ডির পাইলট বলেছেন: হ্যা দিবো কিন্তু তিনি অনুমতি দিচ্ছেন না তাই পোষ্ট দিতে পারছি না। অবশ্য অনুমতি ছাড়াই দিতে পারি উনি সেটা জানবেন না। কিন্তু আমি এটা চাচ্ছি না। :)

৬৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

সিরাজ মিয়া বলেছেন: এটা হলো ব্লগিয় শুশিলের আসল পরিচয়। ভেড়ি ফানি।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: সিরাজ মিয়ার গুড়া কৃমি আছে এখনও ?! এতো কষ্ট তো করন লাগে না ! মাঠ তো খালি কইরা দিলাম।

৬৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০১

ভার্চুয়াল ফাইটার বলেছেন: আমরা এখনও পোষ্টে আছি । অতএব ব্যাক্তি আক্রমন না করলে গদাম থেকে বাঁচতে পারবা। X( X((




@ সিরাজ মিয়া
বেকুব মিয়া।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: সিরাজ আসলে বেকুব না , হেতে অনেক চালাক , দেখলেন না কতো বড় একটা গেম খেললো ?

৬৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩

টিপু-সুলতান বলেছেন: ভালো লিখেছেন । আগে পড়া ছিলো মনে হচ্ছে।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ ভাই । চিটাগংয়ে শীত কেমুন এখন ?

৬৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৬

নোমান নমি বলেছেন: কুয়াকাটায় যাইয়া কুয়া কাইটা নিজেরাই কুয়াতে হাবুডুবু খাইলেন। এইটা কাম হইল কোন?

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: কুয়ায় আর নামতে পার্লাম কোই ! পেপেং এর মাইর খায়াই তো অস্থির।

৬৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৬

আদিম পুরুষ বলেছেন: লা লা = এদিকে আস। মগ ভাষা।
মং লা = সুন্দর শাপলা

কুয়াকাটায় গেলে মগ পাড়ায় যাওয়ার ইচ্ছে আছে। আমাদের এদিককার মগ গুলুর সাথে মিল থাকতে পারে। কেমন অবিশ্বাস লাগছ মগ মেয়েটা বাংলা পারে না শুনে।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: মগ প্রিন্চেচ বাংলা পারে না আর বুজেও না। অখন মুনয় পারে।কুয়াকাটা গেলে ফুন দিয়েন।

৭০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩০

শামীম আরা সনি বলেছেন: আহালে :P :D B-)) :#) :-P :#> :#> =p~

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: আহালো !

৭১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭

আবু মান্নাফ খান বলেছেন: পাইলট সাহেব ভোরে আপনার লেখা দিয়া দিন শুরু হইল। কেমুন যায় দেহা যাক। :| :| :| :| :|

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: অখন পর্যন্ত কি অবস্থা ভাই ?

৭২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৮

মাহবু১৫৪ বলেছেন: ভাল লাগলো শুনে

++++

পরিবারের সাথে বেশ কয়েকবার প্লান করেচিলাম কুয়াকাটা যাবো। কিন্তু সেটা সম্ভব হয় নি। খুব ইচ্ছে আছে যাওয়ার। জানি না, পারবো কি না যেতে

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

ঘুড্ডির পাইলট বলেছেন: গেলে আমারে ফুনদিয়েন আমাদের বাড়ি থেকে বেশি দুরে না।

৭৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৯

ঘুমকাতুর বলেছেন: :) :) :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

ঘুড্ডির পাইলট বলেছেন: :(

৭৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৩

রাইসুল নয়ন বলেছেন: নাহ !!!
সংকর বিবাহ করা যাইব না, আজীবন চির চালকুমাড় থাকলেও না :-P =p~
হামনে ভাই হইয়া ভাইরে এইডা কি বুদ্ধি দেলেন !!!
এইয়া কোনও কতা, ,
থাউক মনের দুস্ক মনে থাউক =p~

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

ঘুড্ডির পাইলট বলেছেন: আমি কয়ছি দেক্তে মগা চিহারা হইবো কিন্তু আদতে মগ হইবো না।

৭৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬

তোমোদাচি বলেছেন: ্কুয়াকাটা ট্যুর দিয়েছিলাম আপনার মত ৫/৬ জন বন্ধু মিলে কিন্তু সেটা ইউনিভার্সিটি পাশ করার পর। অসম্ভব মজা করেছিলাম, এর পর আর কখনো সবাই এক জায়গা হওয়া হয় নি, বাকি জীবনে আর হবে কিনা সন্দেহ, এক এক জন এক এক দেশে ... নস্টালজিয়া পেয়ে বস্ল আপনার লেখাটা পুড়ে।
ধন্যবাদ!

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: আবার গেলে আমারে ফুন দিয়েন । আমার বাড়ি কুয়াকাটার কাছেই ।

৭৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়তে নিলাম।খুব সুন্দর পোস্ট ভালো লাগলো।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই । দোয়া করি দ্রুত দিল্লির লাড্ডু খেতে পারেন।

৭৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪

খান মেহেদী ইমাম বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন: =p~ =p~ =p~

৭৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

নিয়েল ( হিমু ) বলেছেন: সিরাজ @ খিয়াল কৈরা X( X( X(

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

ঘুড্ডির পাইলট বলেছেন: সিরাজের খেয়াল আছে , সেই জন্যই তো খুচা খুচি চালায়া যাইতাছে । মাঠ তো খালি কইরা দিলাম। হেরপর আর কি চায় ?

৭৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

নিয়েল ( হিমু ) বলেছেন: সিরাজ আর মনির ।

**পোলা গো বুদ্ধি আছে কৈতেই হয় । মাল্টি চালায় তাও অন্যের নামে । **পোলা ।

রেডি আছি এখন খালি পোষ্টে উপস্থিত না X( X( X(

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: হুম অনেক বুদ্দি রাখে । মাইনসের নাম দিয়া নিক খুইলা মাল্টি বানাইছে ।

৮০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

s r jony বলেছেন:
ঐ মিয়া মিছা কথা কন ক্যা?????
আমি তো কোনো দিন স্বপ্নেও কুয়াকাটা জাই নাই!!!!!!!!!!
আর রাজকন্যার সাথে "ইটিস পিটিস"করার তো প্রশ্নই উঠে না!! B:-) B:-) B:-)


আমার নাম নিয়া "কুৎসা রটানোর জন্যে পুস্ট রিপর্টেদ"X( X(



:P :P




জটিল হইছে ভাই, হাহালুখে =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

ঘুড্ডির পাইলট বলেছেন: এই জনি আর এচ আর জনি এক না আর আপ্নে কুয়া কাটা যান নাই এটা ঠিক তবে আপ্নার লগে একটা বিষয় তার অনেক মিল। ;)

৮১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

স্পাইসিস্পাই001 বলেছেন: সুপার্ব.........।

অনেক হাসলাম ;) =p~ :D ;) .......

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ হাসি সাস্থে্র জন্য ভালো। :)

৮২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: খুব সুন্দর পোস্ট ভালো লাগলো।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ দাওয়াত রইলো। :)

৮৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

সিলেটি জামান বলেছেন: রাজকন্যাটাকে ম্যানেজ করতে পারলে আপনিও হইতে পার্তেন মগা রাজা ;) ;)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: মগা জামাই হইতাম :P

৮৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

জাহিদ হাসান বলেছেন: :D :D

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

ঘুড্ডির পাইলট বলেছেন: :) :p

৮৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

নিয়েল ( হিমু ) বলেছেন: ডিউটি ।

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ভালোই তো নির্ঘুম প্রহরির দায়ীত্ব পালন করতাছেন। ;)

৮৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

নিয়েল ( হিমু ) বলেছেন: সাম্প্রতিক যারা ব্লগ দেখেছে । খেয়াল করেন মজা পাইবেন ;)

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: এইটা কি নয়া নাকি , দাড়ুন হইছে :D

৮৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

তারছেড়া লিমন বলেছেন: আমরা ব্লগার ইভটিজিংএর বিরুদ্ধে।

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: অব্যশই ইভটিজিং ভালু জিনিস না। :)

৮৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

আমি তুমি আমরা বলেছেন: +++

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ । বাবুটা কবে বড় হবে ? :)

৮৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭

নিয়েল ( হিমু ) বলেছেন: পিংপিং না পিকিং আছিল নাম ?

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

ঘুড্ডির পাইলট বলেছেন: পেপেং । মগা রাজার পুলা । মগা রাজপুত্র ।

৯০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২২

আবু মান্নাফ খান বলেছেন: যাক ভাই আপনার লেখা পইড়া দিন টা এক্কে বারে রাজকইন্নার ফর্সা পাও দেখনের যে সুখ সেই সুখে গেছে।

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

ঘুড্ডির পাইলট বলেছেন: কন্কি ? ভাই তাইলে তো মিস্টি পাওনা হয়া গেলু। :)

৯১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪০

মাক্স বলেছেন: দেরী কইরা ফালাইলাম বোধহয়।
মগরাজের বাইত যাইতে মুন্চায়:P

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: দেড়ি হয় নাই , কবে যাইবেন বলেন ? :)

৯২| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

অনীনদিতা বলেছেন: ওয়াও কোয়াকাটা:):)
আমি ৪বার গিয়েছি ঐখানে।
যাতায়াত ব্যাবস্থা ছাড়া সবকিছুই খুব ভালো লেগেছে।
সত্যি কথা বলতে কক্সবাজারের বীচের চেয়ে কোয়াকাটার বীচটা বেশি ভালো লেগেছে।

আপনার লেখায়++++++++

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ।

৯৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

লাবনী আক্তার বলেছেন: আপনার কাহিনি পইড়া মনে হইতাছিল যে আমি english মুভির কোন কাহিনি পরতাছি। :D :D

ভালো লাগছে।

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

ঘুড্ডির পাইলট বলেছেন: ইংলিশ মুভির কাহিনি বুঝি এমুন হয় ?


হইতেও পারে ! B:-) আমারে নকল কইরা মুভি বানায় ? আমি অগোর নামে কেইছ দিমু । :-B

৯৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

মেহেরুন বলেছেন: চরম লাগলো রাফাত ভাই :) +++++

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

ঘুড্ডির পাইলট বলেছেন: তোমাকে অনেক অনেক ধন্যবাদ মেরুন আপু। জ:বাবু নিক খুলছে ?

৯৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

মেহেরুন বলেছেন: চরম লাগলো রাফাত ভাই :) +++++

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

ঘুড্ডির পাইলট বলেছেন: তোমাকে অনেক অনেক ধন্যবাদ মেরুন আপু। জ:বাবু নিক খুলছে ?

৯৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: মজা করে লিখলেও আমি জানি সেই সময় টা কি ভীতিকর ছিল !! আমরাও একবার কাছাকাছি ধরনের বিপদে পড়েছিলাম !!!

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নের আর আমার মইদ্যে মিল আছে । :) আপ্নে কুথায় গিয়া বিপদে পরছিলেন সেইটা নিয়া একটা পোষ্ট দেন । আপ্নার ড্রাকুলার পোষ্ট ভালা লাগছে।

৯৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

আমিনুর রহমান বলেছেন: এইবার মগ রাজার বাড়ি যাবো। রেডি থাইকো।


পোষ্টে ভালো লাগা।

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

ঘুড্ডির পাইলট বলেছেন: যায়গাটা অনেক সুন্দর , কিন্তু থাকার ব্যাবস্থা ভালো ছিলো না আগে , এখন একটা গেস্ট হাউজ আছে অনেক উন্নত ।

৯৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

দেবদাস. বলেছেন: বেশ সাবলীল লেখায় সুন্দর করে একখানা চাঁদের মতন প্লাস এঁকে দিলুম ।

++++

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: চান্দা পেলাচের জন্য আপ্নাকে ধন্যবাদ।

৯৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

ডেডম্যান বলেছেন:

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ওরে এযে দেকি প্রপাইল পিক চেইঞ্জ !!! :-B

১০০| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

মেহেরুন বলেছেন: আরে হেই কইসে আমারে নিয়া নিক খুলবো, কিন্তু সময় ই বের করতে পারতেসে না। কালকে যাও পারতো কিন্তু আমার শরীর টা এতোই খারাপ ছিল যে পিসির দিকে তাকাইতেই পারলাম না :(

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

ঘুড্ডির পাইলট বলেছেন: বেপার্না নিকের নাম হইবো জামাই আমি , জামাই বাবু ,জামাই ব্লগার অথবা ব্লগার জামাই বলছি

;)
;)
;)

১০১| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

আমি তুমি আমরা বলেছেন: বাবু চিরকাল বাবুই থেকে যাবে ;) :P

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

ঘুড্ডির পাইলট বলেছেন: বাবুটা আর বড় না হোক =p~ =p~ =p~

১০২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

একজন আরমান বলেছেন:
যদিও আগের নিকে এইটা পড়ছি। তয় এইটায় মনে হয় আরও একটু এডিট করা আছে।

আবারো হা হা লু খু গে।

++++++++++++++++++++++++

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ।

১০৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

নিয়েল ( হিমু ) বলেছেন: আমি ছালা সারাদিন ডিউটি দিতাছি আমারে একটা ধৈন্ন বাদ দেয় না X( X( X( X(

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

ঘুড্ডির পাইলট বলেছেন: কতো কেজি ধইন্না পাতা লাগবো ?

এক ট্রাক ধইন্না পাতা। ;)

১০৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

বিবেকের দংশনে জাস্টিন বিবার এবং সাঁইবাবার গ্যাংনাম আচার বলেছেন: :)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: কমেন্ট কুন্টা আর নিক কুন্টা ভাবতাছি B:-)

১০৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

খায়ালামু বলেছেন: কষ্ট কইরা হাসাইলেন
পিলাচ লন

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

ঘুড্ডির পাইলট বলেছেন: কষ্ট কইরা হাসলেন তাই ধইন্না পাতা লন। :)

১০৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

মাক্স বলেছেন: পরীক্ষাটা শেষ হৈলেই কুয়াকাটার দিকে দৌড় দিতাছি। চর তুফানিয়াটা দেইখ্যা আসার খায়েশ হইছে:)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: অবশ্যই দেখবেন । :)

১০৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

চাচ্চু বলেছেন: =p~ =p~ =p~

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

ঘুড্ডির পাইলট বলেছেন: চাচ্চুর শ্বাস রোগ থাকলে আর হইসেন না =p~ =p~ =p~

১০৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

চাচ্চু বলেছেন: বাইস্তা, তোমারে অনুসরণ কৈরলাম।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

ঘুড্ডির পাইলট বলেছেন: কন্কি চাচ্চু ? আমি তো আপ্নারে সবসময় অনুসরন করি ! B:-)



ধন্যবাদ চাচ্চু =p~ =p~ =p~

১০৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫

shfikul বলেছেন: আগের নিকের এই পোস্টে যেনো কি কমেন্ট করছিলাম?মনে নাই।তবে ঘটনাটা কিন্তু সেইরম।কুয়াকাটা গেলে আপনারে নিয়াই যামু।কন ফারাম থাইকেন।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: অবশ্যই আপ্নেরে লগে নিয়া যামু।


আগের নিকে এই কমেন্ট দিছিলেন : কুয়াকাটা যাইতে মঞ্চায়।হটাৎ একদিন একলাই আম্নেরে লই চোইলা যামু।

১১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

চেয়ারম্যান০০৭ বলেছেন: এইডা তো আগে পর্ছিলাম ,তাও পড়লাম আর হাসলাম :)

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন: হ কতা সইত্য । আগে পর্ছিলেন তখন কমেন্ট দিচিলেন :

রাজকইন্যার ভইন টইন নাই? :``>> অথবা পেপেং এর বউ অইলেও চলবো আছে নাকি কেউ ? যাইতে মুন্চায় :P

১১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

একজনা বলেছেন: বেফুক বিনুদিত হইলাম. =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন: বিনুদুনে ভরপুর ।

১১২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

ইন্সিত বলেছেন: আগেও পরছিলাম। যত বারই পরি না কেন, খুবই মজা পাই.........

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: হ অনেক মজাক।

১১৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

antaramitu বলেছেন: দারুন পিটা খাইসিলেন তো !!!

সরিইইই, আসলে লিখতে চাইসিলাম- দারুন লিখসেন তো !!!

=p~ =p~ =p~ =p~

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: কতো পিটা খাইলাম , কিন্তু সিধা তো হইলাম না । =p~ =p~ =p~ =p~

১১৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

ছোট গ্রাম বলেছেন: =p~

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: =p~ =p~ =p~ =p~

১১৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

M R Rana বলেছেন: B-) B-) B-)

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

ঘুড্ডির পাইলট বলেছেন: B-)

১১৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

নিয়েল ( হিমু ) বলেছেন: ..............,..

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন: প্রহরা চলছে ।

১১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: (সারা দিন একটার পর একটার বিড়ি ধরাই আর টানি ।)
ভাই এখোন তো টানের উপরে আছেন :P
=p~ =p~

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: আরে বাইচা আছিই তো বিড়ি আর কলের পানি খায়া B-))

১১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

যুবায়ের বলেছেন: আগে পিলাচ লন পরে পড়তাছি...

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: পিলাচ লইছি । :D

১১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

যুবায়ের বলেছেন: বিকালে রাজ কন্যা, পেপেং আমরা সবাই মেলায় গেলাম। মেলায় আমি নাগর দোলায় বইছি রাজকন্যার লগে, আর অর লগে দোভাসি একডা সখি আছিল । নাগর দোলায় বইসা রাজকন্যা আমারে কইলো জনি বুলে অরে মেলার ভিড়ে বার বার ধাক্কা দিতাছিলো ।শুইনা আমার মাথায় রক্ত উইঠা গেলো। আমি অন্য সময় হইলে এতোডা এগ্রেসিভ হইতাম না । কারন রাজকন্যায় আমারে আগে খালাস করছে আবার যতক্ষন রাজবারি ছিলাম আমার দিকে তাকাইয়া বেশি বেশি হাসছে। (আমারও যানি কিমুন যেন দুর্বল দুর্বল লাগছে )। নাগর দোলার নিচে বালি আছিল আর নাগর দোলা এক তলা সমান উচা আছিল। আমি হেইডার উপর দিয়া লাপ মাইরা নিচে নাইমা গেলাম। জনি নিচে খারায়া আছিল, একটা লাডি লইয়া পেপেং ইস্টাইলে দিলাম এক বারি । মহুর্তে সবাই চাইয়া বেক্কল হইয়া গেলো। সবাই কইলো কিরে দোস্ত পাগল হইয়া গেলি ? আমি কইলাম এই শালা লুল এর লাইগা কাইল রাইতে আমরা বিপদে পরছি। যাই হোক পেপেং ঐ খানে আছিলো না । তয় আমি অরে আরও সাইজ দিবার গেছিলাম । কিন্তু রাজকন্না আইসা আমার হাতের থিকা লাডি নিয়া নিলো । আর আকার ইংগিতে থামতে কইলো। যাই হোক বাকি সবাই অরে বকাঝকা করলো । আমরা সবাই রাজকন্নার কাছে মাপ চাইলাম আর রিকুয়স্টে করলাম যাতে পেপেং না যানে। রাইতে আর রাজ বাড়ি থাকলাম না। হোটেলে থাকলাম। পরদিন বারি ফেরত চইলা আসলাম।
তবে এখনও কুয়াকাটা যাই । আমার বাড়ি থিকা একদম কাছে । রাজ বাড়িতে ঘুরতে যাই । তবে থাকি না। রাজকন্নার বিয়া হইয়া গেছে । নামডা উচ্চারন করতে কস্ট তাই নাম কইলাম না। আপনেরা আমার লগে কুয়াকাটা গেলে রাজ বাড়ি নিয়া যামু। পেপেং এর বড় ভাই এহন রাজা। মগা রাজা।
তয় কুনুদিন যদি কুয়াকাটা বেরাইবার যাই তাইলে কিন্তুক আপনার লগে যামু কইলাম??..

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

ঘুড্ডির পাইলট বলেছেন: অবশ্যই যাইবেন । :D

১২০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

ফারাহ দিবা জামান বলেছেন:
অনেক ভালো লাগলো।
রাফাত ভাই।

লেখা আরও ঘন ঘন চাই।
ভালো থেকো।
যদিও দেরি করে এলাম।

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

ঘুড্ডির পাইলট বলেছেন: আইজকাল সময় পাইনা । সামনে আবার দ্রুত লেখা দেয়ার চেষ্টা করবো। :)

১২১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

সপ্নাতুর আহসান বলেছেন: ঘন ঘন না হইলেও নির্দিষ্ট বিরতিতে লেখা চাই। আপনার লেখা বেশ উপভোগ করি। এইটা তো চরম হইছে।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: হা বিরতিহীনের বিরতীর দিন চলছে। :(

১২২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠান্তে ব্যাপক মজা লইলাম । =p~ =p~ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

ঘুড্ডির পাইলট বলেছেন: জানিয়া প্রিত হলেম :)

১২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

শিপু ভাই বলেছেন:
মগের মুল্লুকেও ইভটিজিং চলবে না!!!

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: মগের মুল্লুকে প্রিন্চেচ টিজিং হইছে। ;)

১২৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

নীল আকাশে স্বপ্নডানা বলেছেন: কথা হবেনা, খালি... =p~ =p~ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন: খালি =p~ =p~ =p~ =p~



:)

১২৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

নিয়েল ( হিমু ) বলেছেন: ...........

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন: প্রহরা চলছে অবিরাম বিরতিহীন ..............

১২৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১

নাইট রিডার বলেছেন: ডুপ্লেক্স ভুঁড়ি। হা হা প গে। পুষ্টে পিলাস। পরেরবার আপনার সাথে কুয়াকাটা যামু, মগা রাজবাড়ীর গেষ্টো হইতে মুঞ্চায়।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন:
অবশ্যই যাইবেন মুগের মুল্লুক থিকা ঘুইরা আইবেন ।

১২৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

গোলাপ ভাই বলেছেন: ডাকু রেজিমেন্টের চিফ, ৯নং সেক্টরের নির্ঘুম প্রহরী, প্রিন্সেস টিজার, ঘুড্ডির পাইলট

প্রিয় রাফাত কেমন আছো।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন:
হা ভাই ভালো আছি । নিয়মিত পান টান খাইতাছেন তো ?

১২৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

চয়নিকা আহমেদ বলেছেন:
বিয়াপুক বিনোদন ????????

তুমি এত হাসাও কিভাবে???

হাসতে হাসতে অবস্থা খারাপ।

পোস্টে প্লাস!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

ঘুড্ডির পাইলট বলেছেন:
হাসতে হাসতে পেট খারাপ হবে কেনো ? আমি কি এমিবা ? B:-)


B-)) B-)) B-))

১২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১

ডাব্বা বলেছেন: খুব মজা লাগল পড়তে। ভাল থাকুন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

ঘুড্ডির পাইলট বলেছেন: শুভকামনা ।

১৩০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

মেহেরুন বলেছেন: Click This Link

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০০

ঘুড্ডির পাইলট বলেছেন: বুজছি






অনেকদিন পরে রিপ্লাই দিলাম । ঢাকার বাইরে ছিলাম।

১৩১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

রোকসানা ইসমাইল বলেছেন: রাজকন্যারে ইবটিজিং = প্রিন্সেসটিজিং...... =p~ =p~

হাসতে হাসতে কুয়াকাটা গেসিগা !!! B-)) B-))

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন:
হাসতে হাসতে হাসের ডিমের দাম বারাইয়া দিয়েন না

B-)) B-))

১৩২| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১

মেহেদী হাসান মানিক বলেছেন: :-B :-B :-B :-B :-B :-B :-B :-B

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: চুকে চসমা দিলেন কবে ? :-B

১৩৩| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০০

বৈরাম খাঁ বলেছেন: আগে কন রাস্তা বালা আছেনি?একবার কুয়াকাটা যাওয়ার সময় তো আমার দুই াছা এক হইয়া গেছিল :(( ।সবচেয়ে বিরক্তির হইল তিনটা ফেরি পার হওয়া লাগে।


২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নে যে রাস্তায় গেছেন অইটা বাদে আরও একটা রাস্তা আছে ! কিন্তু সেটা সবাই ব্যাবহার করে না । আমার বাড়ি থেকে মাত্র ৩ ঘন্টার কম লাগে যাইতে ।

১৩৪| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

বৈরাম খাঁ বলেছেন: কুয়াকাটা থেইক্কা পটুয়াখালি আসার পর তো আমার ছোডখাড দুক্কের কাহিনি আছে :((

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

ঘুড্ডির পাইলট বলেছেন: হেইটা ব্লগে দেন ।

১৩৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬

জাহিদ গাছবাড়ী বলেছেন: যদিও দুঃখের মধ্যে আছি,
তবুও না হেসে পারলাম না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: যতো হাসি তত কান্না
বলে গেছে রাম সন্যা !

১৩৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৮

রাখালছেলে বলেছেন: কুয়াকাটা আমারও প্রিয় জায়গা । নিরিবিলি থাকার জন্য পারফেক্ট জায়গা । তয় নিরাপত্তা ব্যাপারটা জঘন্য। পর্যটকদের জন্য কোন নিরাপত্তা নাই । তারপরও ভাল লাগে । রাতে বীচে যাওয়া যায় না এটা খুব খারাপ লাগে ।

১৩৭| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৩:৫১

এম ডি এস হোসেন বলেছেন: মজা পাইসি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.