নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি দুষ্টু প্রকৃতির না হলে আমার ব্লগে মজা পাবেন না।

ঘুড্ডির পাইলট

আমি পাইলট তবে বিমানের না ঘুড্ডির।আমি গতীময়, দুর্গম,অজেয়, ক্লান্ত কিন্তু বিরতীহিন। https://www.facebook.com/rafatnur81/

ঘুড্ডির পাইলট › বিস্তারিত পোস্টঃ

ঘুড্ডির পাইলট ও এস আই মোজাফ্ফর

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

কাওরে কমেন্ট দিতে পারতেছিনা , আর নিজের ব্লগের কমেন্ট গুলোর জবাবও দিতে সময় লাগতেছে তােই দুখিত ।



থানার টেবিলের উপর রাখা জিলাপির ঠোংগা হতে একটা জিলাপি এক হাতে নিয়ে অন্য হাতে কানে মোবাইলটা ধরে কথা বলছে এস,আই মোজাফ্ফর হোসেন , মোবাইলের কলার তাকে জিলাপিটা খেতেই দিচ্ছে না ! কথার মাঝে কয়েকবার মুখ হা করে জিলাপিটাকে দন্তের জাতাকলে পিশতে চেয়েছে মোজাফ্ফর, কিন্তু কাকতালীয় ভাবে তখনই কলার এমন কিছু বলেছে যে জিলাপিটা তার পান খাওয়া দাতের আক্রমন হতে রক্ষা পেয়ে শোকর করেছে ! ফোনটা আসার পর হতে এমন চারবার হলো !অফিসার রুমের বাইরের বারান্দায় টুলে বসে কনস্টেবল রজ্জব সেটাই ফলো করছিলো !একসময় ফোনে কথা বলা শেষ হলো জিলাপিটা না খেয়ে ঠোংগায় রেখে বাইরে বেরিয়ে এলেন মোজাফ্ফর সাহেব ।



# রজ্জব ? সবাই তৈরী ? আমাদের এখনই বেরোতে হবে !

* জি স্যার সবাই পিকাপে বসা আছে ।

# টেবিলের উপর থেকে ঠোংগাটা লও, আমি গাড়িতে বসলাম, আজকা সারারাত ডিউটি ।



মধ্য বয়সি মোজাফ্ফর সাহেব বিয়ে সাদী করেননি , বন্ধুরা তাকে আনমেরিড পুলিশ ডাকে, তার সাথের বন্ধুরা সবাই ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছে , সেসব বিয়েতে দাওয়াতও খেয়েছে সে !এই মুহুর্তে ছোট্ট এই মফস্বল শহরের গন্যমান্য এক ব্যাবসায়ীর পালিয়ে যাওয়া মেয়ে আর তাকে ভাগিয়ে নিয়ে গিয়ে আপ্সর্ধা দেখানো ছেলেটিকে খুঁজছে এস,আই মোজাফ্ফর , এমপি সাহেব নিজে ওসি সাহেবকে ফোন করেছিলেন যে করেই হোক শহর ছেড়ে পালাতে দেয়া যাবে না ।সমস্ত শহরে নাকাবন্দি করে রাখা আছে , পালিয়ে যাওয়া জুটিকে ধরা খুব কঠিন কিছু নয় , শহরের ঢুকার ও বেরোবার পথ তিনটা, তিন জাগাতেই চেকপোষ্ট বসানো আছে সকল বাস গাড়ি চেক না করে করে শহর থেকে বের হতে দেয়া হচ্ছে না ! মোজাফ্ফর সাহেব পিকাপ নিয়ে ঘুরে ঘুরে প্রতিটা চেকপোষ্টের তদারকি করছেন ।



জিলাপি খেতে গেলে হাত আঠা আঠা হয়ে যায় ! আর হাত চট চট করে এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার ,টিশ্যু পেপার দিয়ে ধরে খেলে জিলাপির ঝোলের আঠা হাতে লাগতো না , তাই একটা বন্ধ দোকানের সামনে পিকাপ থামানোর ইশারা করলেন মোজাফ্ফর । মফস্বলের দোকানদার রাত ১১ টা বাজতেই দোকানের ঝাপ নামিয়ে ঘুমায় ! এই রাতের বেলা দোকানের সামনে পুলিশ দেখে দোকান্দারের চোখ কপালে উঠেছে ! কোনরকম ঢোক গিলে টিশ্যু দিয়ে পুলিশ বিদায় করলো প্রথমে টাকা নিতে চায় নাই ! পরে মোজাফ্ফরের ধমকে টাকা নিয়ে ঝাপ বন্ধ করেছে ।এদিকে স্টেডিয়াম রোডের চেকপোষ্টে ঢাকাগামি একটা বাস আটকে রেখেছে পুলিশ । মোজাফ্ফর নিজে গিয়ে যাত্রিদের সনাক্ত করে তারপর বাস ছাড়বে ।



জিলাপির সাথে টিশ্যু ঢুকে গেছে মুখের মধ্যে , একটু পর পর আংগুল দিয়ে সেটা খোঁজার ব্যার্থ চেষ্টা করছে মোজাফ্ফর আর বাসের ভেতর বসে থাকা প্রতিটি যাত্রির মুখ মন্ডল এর সাথে হাতে ধরে রাখা একটি মেয়ের ছবি মিলিয়ে মিলিয়ে দেখছে , মেয়ের ছবির সাথে পুরুষ মানুষের চেহারা মিলানোর চেষ্টা করায় কয়েকজন যাত্রি প্রতিবাদও করেছে ! কিন্তু মোজাফ্ফর তার দায়ীত্বে অবহেলা করার মতো এস আই নয় !



ছোট খাটো একটা চিতকার করে উঠলো কনস্টেবল রজ্জব ! স্যার এই দিকে আসেন ! বাসের পেছনের দিকে ছুটে গেলো মোজাফ্ফর ! বাসের পেছনের সিটে এক জোড়া তরুন তরুনী অসহায় ভাবে চেয়ে আছে এস,আই মোজাফ্ফরের দিকে ! দুই জোড়া করুন চোখ মোজাফ্ফরের দিকে করুনা ভিক্ষা চেয়ে বার বার হতাশায় ভেংগে পরছিলো । পকেট হতে একবার ব্যাবসায়ীর মেয়ের ছবিটা বের করে যাত্রা পালার রাবনের মতো অট্ট হাসি দিয়ে উঠলো মোজাফ্ফর ! সে হাসিতে তরুন তরুনির করুন চোখে শ্রাবনধারা শুরু হলো ! রজ্জবের হাতে জিলাপির ঠোংগাটা ধরিয়ে দিয়ে বললো যাও মিয়া গারিতে গিয়া বইসা খাইতে থাকো , পাবলিক চ্যাতাইয়া ঘোলা জল আরও ঘোলা কইরো না মিয়া ।



তরুন তরুনিকে নিয়ে বাস চলে গেছে ঢাকার উদ্দেশ্যে , এস, আই মোজাফ্ফর পিকাপের পিছনে অন্ধকারের মধ্যে দাড়িয়ে আছে , রজ্জবের হাতে তখনও জিলাপির ঠোংগা , রজ্জব জানে স্যার তাকে জিলাপি খেতে বললেও খাওয়া যাবে না , কারন স্যার আসলে তাকে জিলাপি খাওয়ার জন্য গাড়িতে পাঠায়নি । মোজাফ্ফর অন্ধকারে দাড়িয়ে চোখ মুছছে , আজ হতে১৬ বছর আগে মারুফা এতোটা সাহসি হলে আজ বন্ধুরা তাকে আনমেরিড পুলিশ ডাকতো না , অন্ধকারে স্যারের চোখ মোছা দেখা যাচ্ছে না তারপরও রজ্জব জানে তার স্যার কাঁদছে , স্যারকে তার চাইতে বেশি কে চেনে ?

মন্তব্য ৬১ টি রেটিং +২/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৪

মামুন রশিদ বলেছেন: হাহাহা, দুর্দান্ত লিখেছেন । ঘুড্ডির পাইলট এগেইন রকজ ;)

এসআই মোজাফ্ফরের মেয়ের ছবির সাথে ছেলেদের চেহারা মিলিয়ে দেখার অংশটা পড়তে গিয়ে হাহাশে :D :-B

জিলাপী খেয়ে মুখের ভিতর টিস্যু খুজতে যাওয়াটাও খুব মজার :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ মামুন ভাই :)
দুখিত রিপ্লাই দিতে দেড়ি হয়ে গেলো

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৯

কলমদানি বলেছেন: ভাল হইছে +

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ
দুখিত রিপ্লাই দিতে দেড়ি হয়ে গেলো

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: এম,পি'র হুকুম তাও আপনি মোজাফফরকে এইরকম ঝুঁকির মধ্যে ফেলে দিলেন?!!! ব্যাটার চাকরি তো শ্যাষ! বিয়াও করা হইল না, চাকরিটাও যাইব! :((

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন: বউ নাই যেহেতু চাকরি দিয়া কি করবো ;)

দুখিত রিপ্লাই দিতে দেড়ি হয়ে গেলো

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮

নেক্সাস বলেছেন: আমিও মামুন ভাইয়ের কথায় প্রতিধ্বনি করব... দূর্দান্ত লিখেছেন

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই :)
দুখিত রিপ্লাই দিতে দেড়ি হয়ে গেলো

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২১

ছায়ানীড় বলেছেন: +

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ ভাই :)
দুখিত রিপ্লাই দিতে দেড়ি হয়ে গেলো

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

ইখতামিন বলেছেন: :P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ
দুখিত রিপ্লাই দিতে দেড়ি হয়ে গেলো

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই অতটুকুন সাহস মারুফা করলে মোজাফ্ফর এভাবে আনমেরিড থাকতো না। মারুফারও বোধ বিয়ে হয়নি ।কিংবা হলেও মনের মানুষের সঙ্গে তো হলো ।পালিয়ে বিয়ের ফ্লেভারই আলাদা ।কেমন একটা থ্রিল কাজ করে। :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নে পালাইয়া বিয়ে করলে আমারে জানায়েন আমি থাকার বন্দ বস্ত কইরা দিমুনে ।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫২

শূন্য পথিক বলেছেন: শুরুতে হিমুর কথা মনে হয়ে গেছিলো! দোষ কিন্তু আমার না!!! :P :P B:-/

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

ঘুড্ডির পাইলট বলেছেন: :)


দুখিত রিপ্লাই দিতে দেড়ি হয়ে গেলো

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

তন্দ্রা বিলাস বলেছেন: আবারো মুগ্ধ হলাম।
প্লাস নেন।



দেখি কাওরে পটাইতে পারলে একটা চান্স নিমুনে ;) তয় আমার যা পারফমেন্স তা দিয়া এইডা পুরাই অসম্ভব :P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

ঘুড্ডির পাইলট বলেছেন: দেখেন ট্রাই কইরা :)

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক কথায় চমৎকার । যদিও শেষটা একটু তাড়াতাড়িই হয়ে গেল ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: লিটন ভাইকে দেখে খুব ভালো লাগছে । :) আসলেই শেষটা আরেকটু বড় হতে পারতো ।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

দুর্দান্ত পাইলট ভাই। অনেক দিন পর আপনার লেখা পেয়ে ভালো লাগছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাই ।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

একুশে২১ বলেছেন: খুব ভালো লেগেছে। ++++++++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ :)

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

এহসান সাবির বলেছেন: দারুন...!!! +++++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুরাটাই মজার, কিন্তু শেষে এসে মোজাফ্ফরের জন্য কষ্ট হলো। মোজাফ্ফর ও রজব দুজনের চরিত্রই সুন্দর ফুটিয়েছেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: গল্প পড়ার জন্য ধন্যবাদ :)

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৩

জীনের বাদশা বলেছেন: ভাই দুর্দান্ত লেখছেন, আপনার লেখার হাত দেখি পুরাই পল্টি খাইছে।চিনা যাইতেছে না। যাই হোক পোস্টে প্লাস।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ ভাই ফোন দেন না কেন ? :)

১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪২

প্রিন্স হেক্টর বলেছেন: জোস হইছে :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ প্রিন্স ।

১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

শীলা শিপা বলেছেন: শেষটা আমি অন্যরকম ধরে রেখেছিলাম...পড়তে ভাল লাগল...এভাবে পালিয়ে বিয়ে করতে পারতাম!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

ঘুড্ডির পাইলট বলেছেন: পালাইয়া বিয়া করেন ! না করছে কিডা ? হেল্প লাগ্লে বইলেন ।

১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: অনেকদিনপর প্রিয় ঘুড্ডির পাইলটকে দেখে খুব খুশি হলাম । আশা করছি এখন থেকে তার নিয়মিত লেখা পাব ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

ঘুড্ডির পাইলট বলেছেন: মোবাইল দিয়া সবসময় থাকতে কষ্ট হয় নাইলে সবসময় থাকতাম ।

১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে চরিত্রের পূর্ণগঠন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ :)

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভাই একদম সাড়ে দুর্দান্ত গল্প দিয়েছেন।

জিলাপিরে আপনি যেভাবে পক্ষপাতিত্ব করে বাঁচিয়ে রাখছিলেন, তাতে প্রথমে মনে করলাম গল্পের নায়ক বুঝি জিলাপি! পরে তো এস আই মোজাফ্ফরের সাথে আমারও ক্রন্দনের জোগাড় করে ছাড়লেন ;)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: ভাই জিলাপি আমার প্রিয় , তাই মোজাফ্ফরকে খেতে দিলামা না ;) শেষ পর্জন্ত তাকে কাদিয়ে ছাড়লাম ।

২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

আলাপচারী বলেছেন: ভালো

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ

২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

নাজিম-উদ-দৌলা বলেছেন:
কিঞ্ছিত মজাক পাইলাম :)
তাড়াতাড়ি ফুরায় গেল! সিরাম হচ্ছিল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন: শেষটা আরও বড় হতে পারতো । ঠিক মোজাফ্ফরের জীবনের মতো ।

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০

তারছেড়া লিমন বলেছেন: আজ হতে১৬ বছর আগে মারুফা এতোটা সাহসি হলে আজ বন্ধুরা তাকে আনমেরিড পুলিশ ডাকতো না , অন্ধকারে স্যারের চোখ মোছা দেখা যাচ্ছে না তারপরও রজ্জব জানে তার স্যার কাঁদছে , স্যারকে তার চাইতে বেশি কে চেনে ?
ভাই এই অংশটুকুর কোন তুলনা নেই..................... যে হারিয়েছে সেই একমাত্র হারানোর ব্যাথা কি তা বুঝতে পারে.++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

ঘুড্ডির পাইলট বলেছেন: কি ব্যাথা বিষে ?
বুঝিবে সে কিসে ?
কভু আশিবিষে !
দংশেনি যারে !

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭

শিপু ভাই বলেছেন:
আমি এইটা বানামুই!!!

আগেই কইয়া রাখলাম!!!

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: ঠিকাছে আমারেও একটা রোল দিয়েন ! ইয়ে ক্রিম রোল ;)

২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১২

মেহেদী হাসান মানিক বলেছেন: নাহ কুনুমতেই পেলাস দেওন গেল না :( :( :( আমি যে কেন [প্লাস দিতে পারিনা বুঝতেছি না

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: মডুকে মেইল করেন ।

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

চিরতার রস বলেছেন: পুড়াডা পড়ি নাই। কারণ গল্পডা তো আমি আগেই শুনছিলাম আপ্নের কাছ থাইক্কা। ;) প্রথমটুক পইড়াই বুইজালাইছি।

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: তাই নাকি ! এরপর আর গল্প বলা যাবে না ।

২৭| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩০

ক্ষ্যাপাপাগলা বলেছেন: দারুন লেখেন তো?
আপনার ছবির মতই সুন্দর হইসে.....++++++++++++++++++++++++++++++++++++++++++

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ :)

২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫

মেহেরুন বলেছেন: হাহাহাহা!!!! সেরকম লেখা। ঘুড্ডির পাইলট বইলা কথা। নতুন লেখা দাও রাফাত ভাই।

এই লেখা দুইটা পইড়া দেইখ সময় পাইলে

Click This Link
Click This Link

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

ঘুড্ডির পাইলট বলেছেন: এই লেখা কিডা লিকছে ? তুমি নাকি দুলাভাই ? B-))
আচ্ছা পড়তাছি :)

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

মেহেরুন বলেছেন: আমি এতো ভালা লেখতে পারি না জানই তো :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪

ঘুড্ডির পাইলট বলেছেন: তোমার ভ্রমন পোস্ট সমুহ মিস করি !

৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

মেহেরুন বলেছেন: হাহাহা!!! ইনশাল্লাহ আবার ভ্রমন পোস্ট দিমু.।আগে ভ্রমনে তো যাই :)

২৩ শে মার্চ, ২০১৪ ভোর ৫:০২

ঘুড্ডির পাইলট বলেছেন: অনেক দিন পরে সামুতে আসলাম , বাংলালায়ন প্রবলেম ! কেমন আছো ? :)

৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৭

সোজা কথা বলেছেন: আপনাকে আবার অনলাইনে দেখে মন্তব্য করতে আসলাম!

খুবই মজার একটা গল্প রাফাত ভাই। খালি হাসি আর হাসি। হাহাহাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.