নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি দুষ্টু প্রকৃতির না হলে আমার ব্লগে মজা পাবেন না।

ঘুড্ডির পাইলট

আমি পাইলট তবে বিমানের না ঘুড্ডির।আমি গতীময়, দুর্গম,অজেয়, ক্লান্ত কিন্তু বিরতীহিন। https://www.facebook.com/rafatnur81/

ঘুড্ডির পাইলট › বিস্তারিত পোস্টঃ

জম জম পানির গবেষনায় , অসাধারন কিছু তথ্য

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৯

হজ্ব করতে গিয়ে আমরা সকলেই জমজমের পানি নিয়ে আসি । মুসলমান ধর্মের মানুষদের কাছে জমজমের পানি অতি পবিত্র বলে ধরে নেয়া হয় ! জমজম কূপটির অবস্থান কাবাঘর থেকে ২১ মিটার পূর্ব দিকে! জমজম পানি কুপের সৃস্টি ইতিহাস কারও ই অজানা নয় তাই সেই প্রসংগে যাচ্ছি না তবে অনেকের কাছে অজানা এমন কিছু তথ্য দিতে চাচ্ছি ।

জম জম পানির কুপ নিয়ে বিস্তর গবেষনা হয়েছে এবং এখনও চলছে । এমনকি 'জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার' আছে সৌদি জিওলজিক্যাল সার্ভের।

মাটি থেকে প্রায় ১০.৬ ফুট নিচে জমজম কূপের পানির স্তর। কখনো কখনো জমজমের পানি ৮,০০০ লিটার প্রতি সেকেন্ডে ২৪ ঘণ্টা ধরে পাম্প করা হয়। তখন পানির স্তর ৪৪ ফুট নিচে নেমে যায়। কিন্তু পাম্প বন্ধ করার মাত্র ১১ মিনিটের মধ্যে তা উঠে আসে ১৩ ফুট ওপরে!!!! প্রতি সেকেন্ডে ৮০০০ লিটার পানি পাম্প করার মানে হচ্ছে, এক দিনে প্রায় ৬৯০ মিলিয়ন লিটার পানি উত্তোলন হয়। তাই বিজ্ঞানীরা অবাক হন ভেবে, কিভাবে ১১ মিনিটের মাথায় তা আগের অবস্থায় ফিরে আসে!!!!

অাল্লাহর কুদরতে প্রাকৃতিকভাবেই এখানে একটি অতিরিক্ত একুইফার আছে।জেনে নেই একুইফার কি ? একুইফার হচ্ছে ভূগর্ভস্থ পানির একটি স্তর, যা একটি ভেদ্য শিলার জন্ম দেয়, যার মাধ্যমে ভূগর্ভস্থ পানি সহজে নিষ্কাশন করা সম্ভব হয়।

জমজমের পানির কিছূ বৈশিষ্ঠ হলোঃ

ক) জমজমের পানির কোনো রং নেই, এমনকি কোনো গন্ধও নেই।
খ) এর একটি স্বতন্ত্র স্বাদ আছে। পানি সাধারণত আমাদের পিপাসা মেটায়; কিন্তু জমজমের পানি পিপাসার সঙ্গে সঙ্গে ক্ষুধাও মেটায়।
(ইউরোপিয়ান ল্যাবরেটরি জমজমের পানির নমুনা সংগ্রহ করে গবেষণা করে দেখেছে, এতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের আধিক্য রয়েছে। ফলে এটি ক্লান্তি দূর করতে ভূমিকা রাখে।)
গ) এতে ফ্লোরাইডের ভূমিকা আছে, যা জীবাণু প্রতিরোধে সহায়ক।

জাপানি বিজ্ঞানী মাসারু এমোটোর গবেষণার কিছূ ফলাফল তুলে ধরা হলোঃ

☆ সাধারণ পানির ১০০০ ফোঁটার সঙ্গে যদি জমজমের পানির এক ফোঁটা মেশানো হয়, তাহলে সেই মিশ্রণও জমজমের পানির মতো বিশুদ্ধ হয়ে যায়।
☆ জমজমের পানির মতো বিশুদ্ধ পানি পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না।
☆ জমজমের এক ফোঁটা পানির যে নিজস্ব খনিজ গুণাগুণ আছে, তা পৃথিবীর অন্য কোনো পানির নেই।
☆ জমজমের পানির উপাদানগুলোকে পরিবর্তন বা রূপান্তর করা যায় না।

তথ্য সুত্রঃ দেশি বিদেশি ওয়েব সাইট
( অনেকদিন পরে ব্লগ পোস্ট দিলাম পাঠকদের পোস্ট পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ , মন্তব্যের উত্তর দিতে দেড়ি হলে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন । )

মন্তব্য ১৮৪ টি রেটিং +২২/-০

মন্তব্য (১৮৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২১

নিজাম বলেছেন: আলহামদুলিল্লাহ।

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: মহান আল্লাহর কুদরত হলো এই জমজমের পানি ! তিনি আমাদের তার রহমতের ছায়া দান করুন ।

২| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫০

মামু১৩ বলেছেন: পানযোগ্য সকল বিশুদ্ধ পানিই আল্লাহের রহমতের পানি।

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: পৃথিবীর সব কিছুই তো মহান অল্লাহ সৃস্টি করেছেন ।

৩| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জমজম ,পৃথিবীর এক বিস্ময় !

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ঠিক বলেছেন ,
কেমন অছেন লিটন ভাই ? অনেক দিন পর আপ্নার সাথে কথা হলো ।

৪| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার !

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ

৫| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৮

মিলটন বলেছেন: জমজম, সেতো এক আশ্চর্য।

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: মনে ইরাদা আছে নিজ চোখে দেখার ।

৬| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৯

জর্জ মিয়া বলেছেন: ক) জমজমের পানির কোনো রং নেই, এমনকি কোনো গন্ধও নেই।
# সাধারনত কোন পানিরই রঙ ও গন্ধ ই থাকেনা।
খ) এর একটি স্বতন্ত্র স্বাদ আছে। পানি সাধারণত আমাদের পিপাসা মেটায়; কিন্তু জমজমের পানি পিপাসার সঙ্গে সঙ্গে ক্ষুধাও মেটায়।
# তাইলে এক্সট্রা খাদ্য গ্রহণের কি দরকার মালুম হইলো না।

(ইউরোপিয়ান ল্যাবরেটরি জমজমের পানির নমুনা সংগ্রহ করে গবেষণা করে দেখেছে, এতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের আধিক্য রয়েছে। ফলে এটি ক্লান্তি দূর করতে ভূমিকা রাখে।)
গ) এতে ফ্লোরাইডের ভূমিকা আছে, যা জীবাণু প্রতিরোধে সহায়ক।
# তাইলে অসুখ বিসুখ তো এই জল খাইলেই ভালো হইয়া যাবার কথা তাইনা? কিল্লাই যে মুসলিম রা মেডিসিন গেলে !!

# মানুষ সাধারনত আরবদেশকে যতটা খনখনে শুকনা বলে থাকে, বাস্তবে ততটা না । মক্কা নগরি গড়ে উঠেছে ওয়াদি ইব্রাহিম নামক এলাকার পাশে, এই ওয়াদি ইব্রাহিম সুদূর অতীত থেকে জনপ্রিয় কারন এখানে প্রতি বছর প্রচুর বৃষ্টি হয়, ফলে ফসল চাষের জন্য যথেষ্ট পানি পাওয়া যায় । ভূতাত্ত্বিক গবেষনা থেকে দেখা গেছে যে ওয়াদি ইব্রাহিমে বৃষ্টি হবার ফলে পতিত পানি যখন মাটির নিচে যায়, তখন একটি আন্ডারগ্রাউন্ড রিজার্ভ তৈরি করে পানির, যা জমজম কুপে এসে পৌছায় । মজার বেপার হলো, গ্রীষ্মকালের দিকে জমজম কুপকে সাময়িকভাবে জনগনের বেবহার থেকে বন্ধ করে দেওয়া হয় এ কারনে যে তখন পানির পরিমান শেষের দিকে পৌছায়, ফলে কুপ শুকিয়ে ধংস হবার আশংকা থাকে । এবার জমজমের পানির কুদরতি রোগ প্রতিকারক ক্ষমতা সম্পর্কে বলতে হলে অবশ্যই পানি নিয়ে পরীক্ষা করে দেখতে হবে । আজ পর্যন্ত যত ল্যাবে পরীক্ষা করা হয়েছে জমজমের পানি, রাসায়নিক গঠন সাধারন পানির মতো একইরকম দেখিয়েছে, কোনো বেশিকম কিছুই না, আর রোগীদেরকে খাইয়ে দিয়ে সাধারন পানির চেয়ে বিশেষ কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি । যেসব লোক দাবি করে থাকে জমজমের কুদরতি ক্ষমতা সম্পর্কে, তারা কেবল অন্য এক বন্ধুর ক্ষেত্রে হয়েছে গোছের লোকমুখীয় কাহিনি বর্ণনা করে থাকে, যার সত্যতা এখনো পাওয়া যায়নি । বরঞ্চ চিন্তার বেপার হলো,জমজমের পানিতে আর্সেনিক নামক সেই বিপদজনক বিষাক্ত মৌলটি পাওয়া গেছে এবং তার পরিমান নিরাপদমাত্রার ৩ গুন উপরে, আর ভু অভ্যন্তরে বিদ্যমান জীবানুগুলোর কথা নাই বললাম । প্রশ্ন জাগে যে আল্লাহ তায়ালা, যিনি সর্বজ্ঞানী পরম দয়ালু, তিনি কেনো তার কুদরতি কুপে আর্সেনিক ও জীবানু যুক্ত করে তার পেয়ারের বান্দাদেরকে যন্ত্রনাতে ফালাতে চান।
রাসায়নিক গঠনে প্রাপ্ত আর্সেনিক সম্পর্কে খবর

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: জানি না আপ্নার বয়স কতো তবে আপ্নি একটু কম বুঝেছেন সেটা বোঝা যাচ্ছে !
পানির রং হয় না গন্ধ হয় না এ কথা আপ্নাকে কে বলেছে ?
বুড়ি গঙ্গা বা অন্য কোন দুষিত পানি এক গ্লাস খেয়ে দেখেন , এখানে
ক) জমজমের পানির কোনো রং নেই, এমনকি কোনো গন্ধও নেই। দ্বারা পানির বিশুদ্ধতাকে বোঝানো হয়েছে ।

গ) এতে ফ্লোরাইডের ভূমিকা আছে, যা জীবাণু প্রতিরোধে সহায়ক। আমি নিজেই কিছূ সমস্যা হয়ে মুক্তি পেয়েছি সুতরাং আপ্নার মন্তব্যর এই অংশটুকুর গুরুত্ব নেই আমার কাছে ।

আর যে লিংক দিয়েছেন সেটার সত্যতাও আমার কাছে দুর্বল কারন আমি এখনও এমন কোন মানুষ দেখিনি যে কিনা জমজমের পানি পান করে অসুস্থ্য হয়েছে বা আর্সেনিক আক্রান্ত হয়েছে ! সত্য যেটা হতে পারে সেটা হলো জমজম কুপ হতে পানি বহন করার পাত্র বা সংরক্ষন করার পাত্রে কোন দুষিত পদার্থ থাকলে সেটা আগে বিবেচনা করতে হবে ।

৭| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৬

মাঘের নীল আকাশ বলেছেন: সাধারণ পানির ১০০০ ফোঁটার সঙ্গে যদি জমজমের পানির এক ফোঁটা মেশানো হয়, তাহলে সেই মিশ্রণও জমজমের পানির মতো বিশুদ্ধ হয়ে যায়।...এটা কিভাবে সম্ভব? বাকীগুলো না হয় ধর্মীয় বিশ্বাসে মেনে নিলাম।

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: যদি আপ্নি এই বিষয়ে গবেষনা করে থাকেন তবে বুঝতে পারবেন , শুধু মাত্র বিশ্বাস থেকে এখন পৃথিবীতে কিছুই হয় না সবাই প্রমান চায় এবং কেউ পায় কেউ পায় না ।

৮| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৭

মাঘের নীল আকাশ বলেছেন: সম্ভবতঃ বিশুদ্ধ নয় পবিত্র বলে বিবচেনা করা যেতে পারে!

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০০

ঘুড্ডির পাইলট বলেছেন: বিশুদ্ধ না হলে পবিত্র হয় না অঅগে বিশুদ্ধ হতে হবে ।

৯| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৮

রাখালছেলে বলেছেন: তথ্যসুত্র নাই । কথাবার্তার ঠিক ঠিকানা নাই । মনে যা আসল তাই বলে গেলাম টাইপ ।

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৯

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার মনে হয় এখন ইন্টারনেট আমাদের হাতের মুঠোয় , একটু সার্চ দিলে অনেক কিছুই আমরা জানতে পারি ! সেটা না করে নিজেকে বিজ্ঞ প্রমানের চেস্টাটা একটু বেশিই বোকামি ।

১০| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরে ! আপনি কেঠা ? আগে কমেন্ট করে গেছি মাগার , খেয়াল করি নাই ।
বহুদিন পর আপনাকে দেখে ভাল লাগছে ।

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো আছি ভাই :)

১১| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অবিশ্বাসীরা চিরকালই একই রুপে থাকে!!! ;)

আবু জেহেল কে যখন শত শত প্রমাণ দেয়া হত দেখে শুনে বুঝেও বলত.. যাদু!!!

আর এই যুগের অবিশ্বাসীরা বিজ্ঞানীর নাম সহ দেবার পরও বলে- বানানো কথা!

যাকগে- তাতে জমজমের মাহাত্ব্য বিন্দুমাত্র কমবে না।
বিশ্বাসী শুধু নয় সকল মাখলুকের উপর আল্লাহর রহমত এভাবেই বর্ষিত হতে থাকুক সর্বদাই।!

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: কিছু মানুষ নির্বোধ প্রমানের জন্য প্রানপন চেস্টা করে , এটা তারা বোঝে না ;)


বিশ্বাসী শুধু নয় সকল মাখলুকের উপর আল্লাহর রহমত এভাবেই বর্ষিত হতে থাকুক সর্বদাই।!

১২| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৮

নতুন বলেছেন: বিশ্বাসের ব্যাপারে গবেষনা আর প্রমানের দরকার নাই।

জমজমের পনিতে পিএইচ ৮ যা অনেকেই বেশি মনে করেনা।

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৫

ঘুড্ডির পাইলট বলেছেন: কিছূ বিষয় আছে যেটা কেউ বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে !

যারা বিশ্বাস করে তাদের কাছে প্রমান দ্রুত ধরা দেয় !

১৩| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৯

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৬

ঘুড্ডির পাইলট বলেছেন: সময় নিয়ে লেখা পড়ার জন্য আপ্নাকেও ধন্যবাদ :)

১৪| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১০

ভ্রমরের ডানা বলেছেন: অনেক সুন্দর তথ্য। থ্যাংকস।
সুবহানাল্লাহ।

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: লেখাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ !

১৫| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১১

মেহেরুন বলেছেন: অনেক দিন পর আপনার পোস্ট দেখে ভালো লাগলো। কেমন আছেন??

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২২

ঘুড্ডির পাইলট বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি , তুমি আর দুলাভাই কেমন আছো ? প্রফাইল পিকের বাবুটা কে ?

১৬| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৭

নতুন বলেছেন: লেখক বলেছেন: কিছূ বিষয় আছে যেটা কেউ বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে !
যারা বিশ্বাস করে তাদের কাছে প্রমান দ্রুত ধরা দেয় !


প্রমান আর বিশ্বাস দুইটা দুই জিনিস।<< যেটা প্রমানিত সেটা যে কেউই নিজে করে দেখতে পারে। সেটা না বিশ্বাস করলেও প্রমানিত হবে।

আমি জমজমের অতিরন্জিত উপকারের প্রচারনা পক্ষেনা। অনেকেই মনে করে যে এতে অনেক রোগব্যাধি সারায় সেটা বিশ্বাস, প্রমান না।

নিচের খবরটি দেখুন যেটা বিবিসি করেছিলো উইকের জমজমের বিক্রির ব্যাপারে।

এই জমজম ব্যবসায়ীরা তাদের লাভের জন্য জমজমের অনেক উপকারের কথাই প্রচার করবে।https://www.youtube.com/watch?v=TXQLenY_Wfw

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৩

ঘুড্ডির পাইলট বলেছেন: জমজমের পানি কেবল মানুষের কল্যানের জন্য ব্যবসার জন্য নয় !
বিবিসি , সি এন এন জাতীয় অনেক নিউজ চ্যানেল এর প্রচারিত নিউজ কোন বিষয়কে নিয়ন্ত্রন করার জন্য প্রকাশিত হয় এটা সকলেই জানে ।

বি বি সি বা এই জাতীয় নিউজ চ্যানেল এর প্রকাশিত নিউজগুলো কোন ধর্মগ্রন্থ্যের বানীর মতো চিরন্তন নয় !

আমি সেটা বিশ্বাস করি যেটা আমি দেখেছি বা বুঝেছি , এখানে বিবিসি অঅমার কাছে গুরুত্বপুর্ন নয় !



১৭| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিবিসি , সি এন এন জাতীয় অনেক নিউজ চ্যানেল এর প্রচারিত নিউজ কোন বিষয়কে নিয়ন্ত্রন করার জন্য প্রকাশিত হয় এটা সকলেই জানে ।

বি বি সি বা এই জাতীয় নিউজ চ্যানেল এর প্রকাশিত নিউজগুলো কোন ধর্মগ্রন্থ্যের বানীর মতো চিরন্তন নয় !
চমৎকার বলেছেন,
দারুন একটি পোষ্ট।অনেক অনেক ধন্যবাদ।
প্রিয়তে

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৮

ঘুড্ডির পাইলট বলেছেন: লেখাটি পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ ।

১৮| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫১

নতুন বলেছেন: বি বি সি বা এই জাতীয় নিউজ চ্যানেল এর প্রকাশিত নিউজগুলো কোন ধর্মগ্রন্থ্যের বানীর মতো চিরন্তন নয় !

অবশ্যই কথা সত্যি।

কিন্তু এরা কয়েটি বিষয় দেখিয়েছে।

যে এতে আসেনিকের পরিমান বেশি। নিরাপদ( MCL) = 0.010 milligrams per Liter (mg/L) ) মাত্রার ৩ গুন বেশি। দেশে আমরা নলকুপের পানি পানকরছিনা এতে নিরাপদের চেয়ে বেশি আছে কিন্তু জমজমের পানির আসেনিকের মাত্রা নিয়ে কেউই চিন্তিত নই কারন এটা তে বিশ্বাস জড়িত।

আপনার কাছে প্রশ্ন যদি জমজমে আসেনিকের পরিমান বেশি থাকে তবে কি তাকে খারাপ বলবেন?? << আমার মনে হয় আপনার উত্তর হবে .. 'না' কারন বিশ্বাস।

যখন আপনি প্রমানের চেস্টা করবেন যে কোন জিনিস ভাল... তার খারাপ কিছু প্রমানিত হলে কি তাকে খারাপ বলবেন? বিশ্বাস করবেন যে এটা ভাল?

তাই যখন কিছু বিশ্বাস করবেন তার জন্য প্রমানের চেস্টা করার দরকার নাই।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: বিবিসি নিউজ চেনেল জমজমের পানিতে আর্সেনিক আছে কিনা এই পরীক্ষাটা যখন করেছিলো তখন কি আপ্নি সেখানে ছিলেন ?

অবশ্যই বলবেন না যে ছিলাম !

আমি জমজমের পানিতে কোন প্রকার দুষিত বস্তুবিশেষের উপস্থিতি টের পাইনি ! এবং এটাই সত্যি যে কারনেই এই লেখা ! বিবিসি আমার কাছে গুরুত্বপুর্ন নয় সেটা আমার আগের মন্তব্যে উল্লেখ করেছি !

পৃথিবীর সবচাইতে জোচ্চর সংবাদ মাধ্যম এর জোচ্চুরি সংবাদটি নিয়ে আর আলোচনা না করি ! তাদের কাটতি বৃদ্ধি উদ্দেশ্যে পরিচালিত ভিন্ন দুষিত পানির পরীক্ষা কার্জক্রমটিকে জমজমের পানি বলে চালিয়ে দেয়ার ধাপ্পাবাজি আরও আগে শুনেছি ভাই সাহেব ।

১৯| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৭

সত্যচারী বলেছেন: ডক্তর জাকির নায়েক টাইপ গবেষনা।
কিছু যায়গা থাকে মানুষের বিশ্বাসের। নায়েক সাহেবরা সেখানেও হানা দেয়। দিয়ে শেষ মেষস একঝুড়ি গালি হজম করে, নিজে আর নিজের ধর্ম।
এইসব রাস্তার পাশে বিক্রি হওয়া বইয়ের তথ্য, অথবা রেডিওসঙী টাইপ ফেসবুক পেজের তথ্য ব্লগে দেওয়া থেকে বিরত থাকুন, এখানে সবাই আলহামদুলিল্লাহ বলে চিৎকার করে উঠবে না।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নার সুচিন্তিত পরামর্শের জন্য ধন্যবাদ , এরপর হতে ফুল লতা পাতা পাখি নিয়েই লিখবো ভাবছি !

;)

বিশ্বাস মানুষ সেটাই করে যেখানে আস্থা পায় আপ্নার জন্য আপাতত এই বানীর বেশি দিতে পারছি না ।

২০| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪২

আরিফুর রহমান হাওলাদার বলেছেন: মহান অল্লাহর সৃস্টি

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: পৃথিবীর সব কিছুই মহান আল্লাহ সৃস্টি করেছেন ।

২১| ২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আলহামদুলিল্লাহ !
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর.......................
"তিনি পাশাপাশি দুই দরিয়াকে প্রবাহিত করেছেন । উভয়ের মাঝে রয়েছে এক অন্তরাল,যা তারা অতিক্রম করে না । অতএব তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে ?"-(সুরা আর রাহমান-আয়াত-১৯,২০,২১)

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: সঠিক বলেছেন নুরু ভাই ! :) ধন্যবাদ সময় নিয়ে লেখাটি পড়ার জন্য ।

২২| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০০

পাজল্‌ড ডক বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন: আলহামদুলিল্লাহ !
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর..

আমার মনে হয় ঘটনা এটাই,বিশ্বাস করলে আছে ,না করলে নাই।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: বিষয়টা সেটাই , কারও বিশ্বাস হবে কারও বিশ্বাস হবে না !
কেউ আপ্নার বিশ্বাস কে বিশ্বাস নাও করতে পারে ! তবে তার প্রকাশ ভংগি সুন্দর হতে হয় ,
অবশ্য যার অন্তর কদাকার সে বাহিরে যতোই সুন্দর থাকুক
মন্তব্যে দুর্গন্ধ বের হবেই ! অনেকের মন্তব্য এখানে তেমনই লাগছে ! :)

২৩| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

সুবহানাল্লাহ!!!!

অনেক দিন পরে ব্লগে আসলেন। স্বাগতম

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: হা অনেক দিন পরে ব্লগে আসতে সুযোগ পেলাম !

ধন্যবাদ কেমন আছেন ভাই ?

২৪| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২২

মহান অতন্দ্র বলেছেন: আমি আগেই বলে নিচ্ছি আমি আস্তিক, নামাজ পড়ি। কিছুদিন আগে আমার অসুস্থতার জন্য এই পানি আমি নিজেও খেয়েছি। কিন্তু আমি কিছু কথা নিরেপক্ষ ভাবে বলতে চাই। অন্ধ মুস্লিম হয়ে অদ্ভুত কিছু তথ্য প্রচার করে ইসলামকে হাস্যকর বানানো আমার কাছে বেশি অপরাধের মনে হয়।

পানি সবসময় বর্ণহীন, গন্ধহীন। রেফারেন্সঃ মাধ্যমিক লেভেলের যে কোন বিজ্ঞ্যান বইয়ে এই তথ্যটি পাবেন। বিশুদ্ধ পানির রঙ গন্ধ থাকে না। দ্বিতীয় কথা এই পানি খাবার পর আমার মোটেও কোন ক্ষুধা মেটেনি। আর বাকি তথ্য গুলো যেগুলো আপনি বলেছেন সেগুলো আমি জানি না, আপনার অবশ্যই রেফারেন্স উল্লেখ করা উচিৎ ছিল।

জমজম একটি কূপ, আরবের মত মরুর দেশে এরকম একটি প্রাকৃতিক পানির ফোয়ারা নিশ্চিতভাবে এমনিতেই আল্লাহ্‌র নিয়ামত। কিন্তু আমাদের সমস্যা আমরা সব কিছুতেই অলৌকিক কিছু খুঁজি। তা না হলে যেন আমাদের বিশ্বাস মজবুত হয় না।

সবশেষে লেখককে ধন্যবাদ। আপনি ভাল থাকবেন ভাইয়া। আপনাকে আঘাত দিতে কিছু লিখিনি।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৮

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার যদিও খুব বেশি ব্লগ অভিজ্ঞ্যতা নেই ! তবে যতোটা বুঝি এই জাতীয় ব্লগ পোস্টে আগের কমেন্ট গুলো দেখলে একটু সুবিধা হয় :)
আপ্নার এই কথার উত্তর আরেকজনকে আমি দিয়েছি ! সেখানে বলেছি বিশুদ্ধ পানি বোঝাতেই অই লাইন গুলো
ক) জমজমের পানির কোনো রং নেই, এমনকি কোনো গন্ধও নেই। লিখেছি ।

আর পৃথিবীর সব কিছুই অলৌকিক , একটি গাছের জীবন চক্রও অদ্ধুত অলৌকিক , মহান আল্লাহ যা সৃস্টি করেছেন তা সবই অলৌকিক ! অলৌকিক নয় কাগেজের নৌকা বা কাগজের প্লেন যেটা আপ্নি বানাতে পারবেন ! অতএব কেউ যদি মহান আল্লাহর কুদরতে অলৌকিকতা খুঁজে পেয়ে শান্তি পায় তো পেতে দিন ।

আপ্নি হয়তো এই অংশটুকু ভুল করে পড়েননিঃ
জাপানি বিজ্ঞানী মাসারু এমোটোর গবেষণার কিছূ ফলাফল তুলে ধরা হলোঃ

☆ সাধারণ পানির ১০০০ ফোঁটার সঙ্গে যদি জমজমের পানির এক ফোঁটা মেশানো হয়, তাহলে সেই মিশ্রণও জমজমের পানির মতো বিশুদ্ধ হয়ে যায়।
☆ জমজমের পানির মতো বিশুদ্ধ পানি পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না।
☆ জমজমের এক ফোঁটা পানির যে নিজস্ব খনিজ গুণাগুণ আছে, তা পৃথিবীর অন্য কোনো পানির নেই।
☆ জমজমের পানির উপাদানগুলোকে পরিবর্তন বা রূপান্তর করা যায় না।

তথ্য সুত্রঃ দেশি বিদেশি ওয়েব সাইট


প্রয়োজনে আপ্নি গুগলে সার্চ করে দেখে নিতে পারেন । মনে হয় এই বিষয়টির জন্য কোন নির্দিস্ট সাইটের লিংক দেয়ার প্রয়োজন হয় না ! অবশ্য আপ্নি চাইলে আমি সরবরাহ করতে পারি । :)

২৫| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৫

রাশেদ বিন রাদ বলেছেন: আলহামদুলিললাহ

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩০

ঘুড্ডির পাইলট বলেছেন: লেখা পড়ার জন্য ধন্যবাদ :)

২৬| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সময়োপেযোগী পোস্ট ।+

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩০

ঘুড্ডির পাইলট বলেছেন: কেমন আছেন সেলিম ভাই ? :)

২৭| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: বিবিসি নিউজ চেনেল জমজমের পানিতে আর্সেনিক আছে কিনা এই পরীক্ষাটা যখন করেছিলো তখন কি আপ্নি সেখানে ছিলেন ? অবশ্যই বলবেন না যে ছিলাম !আমি জমজমের পানিতে কোন প্রকার দুষিত বস্তুবিশেষের উপস্থিতি টের পাইনি ! এবং এটাই সত্যি যে কারনেই এই লেখা ! বিবিসি আমার কাছে গুরুত্বপুর্ন নয় সেটা আমার আগের মন্তব্যে উল্লেখ করেছি ![/sb

ক্ষ্যাইপাজাইয়েন না। জমজমের পানিতে আসেকিন আছে কিনা তা এখনো পরিক্ষা করতে পারেন। আপনিও পারেন। আমার উপস্হিত থাকতে হইবো না।

বিবিসি বড় বিষয় না... যদি পানিতে বিষ থাকে তবে কি একটু পরিক্ষা করা ঠিক না?

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৩

ঘুড্ডির পাইলট বলেছেন: ক্ষেপে যাবো কেন ভাই ?
জমজম তো আমার পৈতৃক সম্পত্তি না ! আপ্নার বিশ্বাস অনুযায়ী আপ্নি যা কিছু খুশি বলতে পারেন ! তবে আমি আগেও বলেছি , আমি অন্ধ বিশ্বাসি নই ! আমি কেবল আপ্নার মতো করেই আপ্নাকে একটি মন্তব্য করেছি :)

জমজমের পানিতে আর্সেনিক নেই এটাই সত্যি ! বি,বি,সি কেন পৃথিবীর কোন সংবাদ মাধ্যমই ধোয়া তুলশি পাতা নয় ! আপ্নার অই লিংক আমি অনেক আগেই দেখেছি ! এবং ইচ্ছা করেই আমার লেখায় তাদের এই মিথ্যাচার নিয়ে কোন লাইন লিখিনি !

২৮| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২০

তারছেড়া লিমন বলেছেন: ঘুপা ভাই দিন বদলাইছে.............. আসেন তর্কের খাতিরে তর্ক করি।। অনেক দিন পর আপ্নার লেখা পড়লাম।। পুরানো সেই দিন গুলো খুব মনে পড়ে ভাই।

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: সামু থেকে মেধাবিরা চলে গেছে অনেক মেধাবি এসেছে কিন্তু আবালরা ঠিকই রয়ে গেছে !
হাহাহাহাহা

২৯| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫২

মহান অতন্দ্র বলেছেন: সাধারণ পানির ১০০০ ফোঁটার সঙ্গে যদি জমজমের পানির এক ফোঁটা মেশানো হয়, তাহলে সেই মিশ্রণও জমজমের পানির মতো বিশুদ্ধ হয়ে যায়।
☆ জমজমের পানির মতো বিশুদ্ধ পানি পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না।
☆ জমজমের এক ফোঁটা পানির যে নিজস্ব খনিজ গুণাগুণ আছে, তা পৃথিবীর অন্য কোনো পানির নেই।
☆ জমজমের পানির উপাদানগুলোকে পরিবর্তন বা রূপান্তর করা যায় না।
I didn’t find any information about above words, it will be helpful if you could provide me a link but brother to make this debate short I don’t want that. Whatever I should know, I already searched for it.
Now what information I got from web,
Dr. Emoto’s research was “Does water have messages for us?” He collected water from different sources and tried to form crystals and eventually claimed if he played beautiful music in the presence of tap water, it would then make beautiful frozen crystal formations. He also learned that the written word changed the water.
http://www.dowsers.com/dr-masaru-emotos-messages-from-water/
But he hasn’t provide enough proof against it and got lots of scientific criticism.
https://en.wikipedia.org/wiki/Masaru_Emoto
“What The Bleep Do We Know?, states that Emoto's experiments fall short of proof, since they do not control for other factors in thesupercooling of water.[17] In addition, Emoto has been criticized for designing his experiments in ways that leave them prone to manipulation or human error influencing the findings.[9][11][18] Biochemist and Director of Microscopy at University College Cork William Reville wrote, "It is very unlikely that there is any reality behind Emoto's claims."[9] Reville noted the lack of scientific publication and pointed out that anyone who could demonstrate such a phenomenon would become immediately famous and probably wealthy”
*** শেষ কথা এইসব রিসার্চের কথাও জমজম কুপের পানির বৈশিষ্ট্য নিয়ে কিছু বলা নেই।
আর বড় কথা এই রিসার্চটা আমার অনেক সময় নষ্ট করছে। আমি এই কমেন্টটা করেছিলাম, আপনি বলেছেন এই পানি খেলে খিদা মিটে যায়। এই অদ্ভুত তথ্যের জন্য। Now I need to go back my own work. আপনারা অলৌকিক ব্যাপার বিশ্বাস করার সময় প্রমাণ চান না। অবিশ্বাস করার সময় আপনাদের হাজার প্রমাণ লাগে। But no offence, I always respect and love people’s curiosity.

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: এই জাতীয় পোস্ট এর কমেন্ট গুলোও গুরুত্বপুর্ন , উপরে একজন কমেন্ট করেছেন তাতে জমজমের পানি খেলে ক্ষুধা নিবারন হওয়ার বিষয় বলা আছে ।

আর আপ্নি চাইলে জমজমকুপের বিষোদগারমুলক হাজারটা প্রমান বা লিংক বা তথ্য হাজির করতে পারবেন , তবে তা সবই মানুষ কতৃক সৃস্ট ! কিন্তু জমজম কুপ মহান আল্লাহর কুদরতে সৃস্ট ।

আপ্নাকে বোঝানোর চেস্টা করছি না আর সেই ইচ্ছাও আমার নেই , শুধু একটা কথাই বলবো ,

আপ্নি পারলে জমজম কুপের মতো একটা কুপ দেখান যেখান হতে মিলিয়ন মানুষ পানি পান করাটাকে সৌভাগ্য মনে করে ! এবং ব্যাক্তিগত ভাবে জমজম কুপের পানির প্রসংসা করে !
পারলে আর একটা দেখান !

এই লিংক গুলো দেখতে পারেন

১) Click This Link

২ ) Click This Link

৩) জমজম কুপের পানি নিয়ে মিথ্যা অভিযোগ এর প্রমানঃ
http://www.kalerkantho.com/print_edition/?view=details&archiev=yes&arch_date=09-05-2011&type=gold&data=news&pub_no=515&cat_id=1&menu_id=60&news_type_id=1&index=6#.VdrAXSWqqko

৪) Click This Link


সময় নিয়ে পড়ে দেখবেন !

৩০| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২০

রানার ব্লগ বলেছেন: সব ভদ্রলোকেরে জম জম কুপ নিয়া পইরা আছে, যদি ধর্ম মানি এই মহাবিশ্ব পুরাটাই আল্লাহ্‌ এর অপার সৃষ্ট রহস্য ও নেয়ামত। হুদাই খামচা খামচি না করাই ভালো। আমরা সকলে তার করুণায় বেচে বর্তে আছি।

২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

ঘুড্ডির পাইলট বলেছেন: সকলের কাছে এই মত গ্রহনযোগ্য নয় ,
বিশেষ করে ইসলাম নিয়ে যাদের চুলকানি একটু বেশি ।

৩১| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৯

ইলি বিডি বলেছেন: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার !

২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার !

৩২| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৮

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: জমজম কুপ আল্লাহর এক রহমত। লক্ষ লক্ষ লোক প্রতিদিন এই পানি পান করে পিপাসা নিবারণ করে। আর্সেনিক আছে কি না জানিনা। তবে আজ পর্যন্ত এই পানি পান করে কারো কোন শারিরিক অসুবিধা হয়েছে বলে শুনি নাই। অসংখ্য হাজী সাহেবানদের পিপাসা নিবারণের জন্য আল্লাহ যেন তার এই কুদরতি পানির প্রবাহ চিরদিন জারি রাখেন এই দোয়া করি। আমিন।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০২

ঘুড্ডির পাইলট বলেছেন: এইটাই মনে হয় অনেকের চুলকানির কারন হয়ে দেখা দিয়েছে আর অনেকে এখানে এসে কান্না কাটি শুরু করে দিয়েছে !
কি যে করে এদের কান্না দেখে আমারও কান্না পাচ্ছে :(

৩৩| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৯

হাসান মাহবুব বলেছেন: ফালতু পোস্ট।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: একদম ঠিক বলেছেন হঃমাঃ ভাই
আপ্নি চাইলে একটা ব্লগ লেখা শেখার কোচিং খুলতে পারেন !

লেখার মান যাচাইয়ে আপ্নার তুলনা হয় না ;)

৩৪| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৬

প্রামানিক বলেছেন: দারুণ একটা পোষ্ট। ধন্যবাদ

২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই :)

৩৫| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আল্লাহর রহমতে ভালই আছি।


আপনি আছেন কেমন?

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৩

ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো আছি ভাই :)

৩৬| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪১

প্রতিবাদী আর যুক্তিবাদি বলেছেন: আজাইরা আওয়াজ না দিয়া আগে পড়েন তার পড় লেখেন।
এইটা দেখেন: https://en.wikipedia.org/wiki/Zamzam_Well

২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: জমজমের পানি পান করে এখনও কেউ অসুস্থ্য হইছে বলে শুনি নাই !
কেন যেন জমজমের পানির বিপরিত ফলাফলগুলো ননমুসলিম বিজ্ঞানিরাই পায়

আর সেটা অনেকে বিশ্বাসও করে =p~

৩৭| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫০

অর্ধ চন্দ্র বলেছেন: সাধারণ পানির ১০০০ ফোঁটার সঙ্গে যদি জমজমের পানির এক ফোঁটা মেশানো হয়, তাহলে সেই মিশ্রণও জমজমের পানির মতো বিশুদ্ধ হয়ে যায় !!!
তাহলে আপনার বুড়িগঙ্গার পানি বিশুদ্ধ করণ এ নিশ্চয় জমজমের এক ফোটা ব্যাবহার যেতে পারে , না কি বলেন ?

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নি হয়তো হোমিওপ্যাথির ওষুধ কিকরে প্রস্তুত হয় জানেন না !

হোমিও ওষুধ এর প্রস্তুতিতে মুল দ্রব্য সাধারন পানির সাথে মিশিয়ে সেটাকে নির্ধারিত পরিমান ঝাকুনি দিলে যে মিশ্রনটা হয় সেটা মুল দ্রব্যের মতোই কার্জকরি বলে হোমিও চিকিতসা বিজ্ঞ্যানে মেনে নেয়া হয় !

তাইলে সেইটা হয় কেমনে ????

৩৮| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৯

সপ্নময় নিয়াজ বলেছেন: ভাই, তথ্য গুলোর জন্য ধন্যবাদ।
যারা জেগে ঘুমিয়ে থাকে তাদেরকে কখনও জাগানো যায় না।




২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ভাই
অনেকে জেগে ঘুমায়

কিন্তু এখন দেখছি অনেকে জেগে ঘুমিয়ে বিছানাও ভিজিয়ে ফেলে !

:(

৩৯| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৪

ফা হিম বলেছেন: কোত্থেকে কি তথ্য পান, আল্লাহই জানে। আপনারে ভালা মানুষ ভাবছিলাম। কিন্তু আপনার মন্তব্যের প্রতিউত্তর দেইখা ছাগু ছাড়া আর কিছু মনে হইতাছে না। মাপ করবেন।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৮

ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ ! বেশ ভালো মতামত

ঘুড্ডির পাইলট ছাগু লিখে একখানা পোস্টও রচনা করে ফেলেন !

ভালো হিট পাবেন !

আপ্নার মতো ছাগু নির্নয়কারীকে খুঁজছে নাসার বিজ্ঞ্যানিরা ! =p~

৪০| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৯

সপ্নময় নিয়াজ বলেছেন: বিবিসির এই নতুন Click This Link টি দেখুন।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন: বিবিসির অই তথ্যের প্রতিবাদ করা হয়েছে সৌদির রাষ্ট্রিয় বিভাগ হতে !

এবং এরপর সেই প্রতিবাদের বিপরিতে বিবিসি আর কোন কথা বলেছে বলে শুনিনি

অনেকটা লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার মতো !

৪১| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫২

আসিফ ইব্রাহীম বলেছেন: সুবাহানাল্লাহ

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন: সুবাহানাল্লাহ

৪২| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৪

সদালাপি বলেছেন: +++

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১০

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ।

৪৩| ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

অর্বাচীন পথিক বলেছেন: আপনার পোস্ট টা পড়লাম সাথে সব মন্তব্য গুলো ও

আমি বেশি কিছু বলতে চাই না কারন আমি মূর্খ মানুষ ।
শুধু বলতে চাই সেই পুরাতন কথা "বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর"

ভাল থাকবেন

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নিও ভালো থাকবেন !

অনেকের বিশ্বাস অনেকের অবিশ্বাস

অনেকের হৃদয় ভালোবাসা অনেকের ফালতু আচরন , এই নিয়েই আমরা আছি :)

৪৪| ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

যোগী বলেছেন: Ei sob chagolera kisu neki kamanor ashai Islam ke hassokor kore tule. Allah ei chagolder ektu buddhi dao.

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৩

ঘুড্ডির পাইলট বলেছেন: যোগী সাহেব শেষ বিচারের দিনে সামুর ব্লগ পোস্টকে বিবেচনা করা হবে বলে শুনি নাই !
এমন কিছু হলে তো ভালোই হবে এমন পোস্ট আরও বেশি বেশি দেবো ।

বাই দা ওয়ে আসল আইডিটা কি এখনও আছে ?

৪৫| ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

জাতির গ্রান্ডপা বলেছেন: টুকি!!

@ ছাইয়া সরনা (অই অই সরনা) ওরফে ন্যাংটা যুগি ;) =p~

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: এইরে ! এসব কি হচ্ছে গ্রান্ডপা ?

আমি কিন্তু কেঁদে ফেলবো :(

৪৬| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৬

নতুন বলেছেন: লেখক বলেছেন: আপ্নি হয়তো হোমিওপ্যাথির ওষুধ কিকরে প্রস্তুত হয় জানেন না !

হোমিও ওষুধ এর প্রস্তুতিতে মুল দ্রব্য সাধারন পানির সাথে মিশিয়ে সেটাকে নির্ধারিত পরিমান ঝাকুনি দিলে যে মিশ্রনটা হয় সেটা মুল দ্রব্যের মতোই কার্জকরি বলে হোমিও চিকিতসা বিজ্ঞ্যানে মেনে নেয়া হয় !

তাইলে সেইটা হয় কেমনে ????


হোমিওপ্যাথি একটা প্রতারনা ব্রাদার :) এটা ইতিমধ্যে বিভিন্ন দেশে বন্ধের উদ্দোগ চালু হয়েছে।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: বেশ বিনোদন পুর্ন মন্তব্যে

অনেক দিন পরে হাসলাম , ইয়ে কে বন্ধ করবে আপ্নি ?

হোমিওপ্যাথি লেখা পড়ার করার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বহুদিন হতে বহু রাষ্ট্রে পরিচালনা হয়ে আসছে !

আপ্নি এগুলো বন্ধ করার কোন উদ্যোগ নিলে অবশ্যই আমাকে জানাবেন , আমার একটা জব দরকার :(

৪৭| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৮

জাতির গ্রান্ডপা বলেছেন: কি আর হপে??? গিট্টু খুইলতেচি.।। এক এক করিয়া সকল নিকের লিস্টি দিমুনি???? ;)

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: আমি কিন্তু এখনই কেঁদে ফেলবো :(

৪৮| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৩

নতুন বলেছেন: আমার করতে হবেনা। ইংল্যান্ডে ইতিমধ্য এই নিয়ে আলোচনা চলছে।

Click This Link
ইংল্যান্ডের NHS সাভি`স হোমিওপ‌্যাথি পেছনে টাকা খরচা করবে কিনা তা নিয়ে রিভিও করবে। ( 27 Apr 2015 এর খবর)

Homeopathy services will no longer be available at Bristol NHS Trust hospitals
http://www.bristolpost.co.uk/Homeopathy-services-longer-available-NHS-Bristol/story-26666377-detail/story.html ( জুন ১০ ২০১৫ এর খবর.. এরা অক্টবর মাস থেকে বন্ধ করছে তাদের হাসপাতালে)

Homeopathy no more effective than placebos, a study by the National Health and Medical Research Council finds << এরাই অস্ট্রেলিয়ার চিকিতসা বিভাগের অনেক সিদ্ধান্ত নেয়। কিছুদিন পরে এরাও হমিওবন্ধ করতে পারে।
http://www.abc.net.au/news/2015-03-11/homeopathy-no-more-effective-than-placebos-major-study-says/6302722

n June 2010, the British Medical Association voted three to one in favour of a motion that homeopathy should be banned from the NHS, and kept from being sold as medicine in pharmacies.[46] In February 2011, out of 104 Primary Care Trusts who responded to queries, 72 said they did not fund homeopathy, with 10 of these having stopped funding homeopathy in the last four years.[47] By the 2011/12 financial year the percentage of PCTs funding homeopathy had fallen to 15%.[48]
In July 2013 the UK Advertising Standards Authority concluded that homeopathy sellers were engaging in false advertising regarding their claims of efficacy of homeopathic products and that at the same time they discouraged users from seeking essential treatments for conditions for which they were needed.[49] <<< উইকিপিডিয়া:- Click This Link

আপনারাও বুঝতে পারবেন তবে অনেক দেরি তে :)

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৬

ঘুড্ডির পাইলট বলেছেন: গুগল জ্ঞ্যান বা লিংকিং নলেজ এর উপর নির্ভর করাটা আমাদের উচিত নয় ! আমরা কেবলই আয়েশি জ্ঞ্যান চর্চায় অভ্যাস্ত হয়ে পরছি ! আমাদের উচিত নিজেদের নরেচরে বসা ও পরিশ্রমি জ্ঞ্যান চর্চা করা ! :(

যে কোন বিষয় নিয়ে নেটে খুঁজলে পক্ষ্যে বিপক্ষ্যে একশটা করে লিংক পাওয়া যায় !
আপ্নি কয়েকটা লিংক দিয়েছেন আমি একটা দিলাম যেখানে হোমিওপ্যাথির পক্ষ্যে অনেক কিছু পাবেন !
অতএব এগুলো না করাই ভালো ! চাইলে এমন লিংক আমি আর কিছু দিতে পারি ! তবে দরকার কি ?
আমরা জমজম কুপ নিয়েই থাকি !)

বেশ বলছিলেন আপ্নারা , জমজম কুপের বিরুদ্ধে !

http://www.britishhomeopathic.org/what-is-homeopathy/treatment/

৪৯| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৯

মাসূদ রানা বলেছেন: অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন ভাই । জাজাকাল্লাহ ।

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ মাসুদ রানা ভাই ।

৫০| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৪

নতুন বলেছেন: http://www.britishhomeopathic.org/what-is-homeopathy/treatment/

গোয়ালা কখনোই নিজের দুধ খারাপ বলেনা। :)
হোমিওর বিষয়ে আরো জানার ইচ্ছা থাকলে Click This Link Click This Link দেখতে পারেন।

বেশ বলছিলেন আপ্নারা , জমজম কুপের বিরুদ্ধে !

জনজম কুপের বিরুদ্ধে বলার কিছুই নাই। এটা মরুর মাঝে অবশ্যই একটা বিরাট উপকারী কুপ। দীঘ` ধরে লাখ লাখ মানুষের উপকারে লাগছে।

কিন্তু সমস্যা যখন অলৌকিকতা টেনে নিয়ে আসেন তখন। যখন এটাকে হলি ওয়াটার পযায়ে নিয়ে যান তখন।

আবার সেই বিশ্বাসে প্রমান করতে চান যে এটাই বিশ্বের সবচেয়ে সেরা পানি।

তখন মানুষ যুক্তি দেবেই তাইনা।

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১২

ঘুড্ডির পাইলট বলেছেন: এবার আসল কথাটা বলেছেন আপ্নি ! এটা বলার জন্য ধন্যবাদ ! আপ্নার যুক্তির মুল পয়েন্ট হলো ! জমজমের পানিকে হলিওয়াটারের চাইতেও বেশি প্রসংসা করা হয়ে গেছে !

এই কথাটা আগে বলে দিলেই হতো ভাইয়া :)

আপ্নার কাছে যেমন হলি ওয়াটার এক নম্বর আমার কাছে জমজমের পানির ! এবং শত বছর ধরে এই পানি পান করেছে বিলিয়ন মানুষ ! কেউ কোনদিন অভিযোগ করেনি পানির বিশুদ্ধতা নিয়ে । আর যেকোন বিষয়ের পক্ষ্যে বিপক্ষ্যে শত শত লিংক পাবেন ইন্টারনেটে এসব লিংক দিয়ে কোন কাজের কাজ হয় না !

এখনও একটা মানুষ পেলাম না যে কিনা আমাকে হাতে কলমে প্রমান দিয়েছে জমজমের পানি বিশুদ্ধ নয় এটাই সত্যি যে সেটা কেউ প্রমান করতে পারবেও না !
ধন্যবাদ পরিশ্রমি মন্তব্যের জন্য । :)

৫১| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২২

নতুন বলেছেন: জমজম কুপের পানি সবার জন্য ব্যবহারের আগে কিভাবে ফিল্টার/আল্ট্রাভায়োলেট ট্রিটমেন্ট করে তার কথা শুনেছেন?

নাকি জমজম কুপের পানি সরাসরি সবাই পান করছে কোন ট্রিটমেন্ট ছাড়া? আপনির কি বিশ্বাস ভাই?

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: কুপ থেকে সরাসরি সংগ্রহ করেই পানি পান করার কথা জানি ! কোন ওয়াটারট্রিটমেন্ট প্লান্ট হতে পানি সংগ্রহ করে পান করার কথা শুনিনি !

৫২| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৪

শ্রাবণধারা বলেছেন: জমজম কূপের পানি নিঃসন্দেহে আল্লাহ'র একটি বিশেষ নেয়ামত । কিন্তু তাকে অলৌকিক, অতি-আশ্চর্য প্রমাণ করতে চাওয়া কোন যুক্তিশীল ধার্মিকের লক্ষন হতে পারে না । যার বিজ্ঞান বিষয়ক সাধারণ ধারণাগুলো আছে সেও জানে যে আপনার পয়েন্টগুলোর অধিকাংশই অবৈজ্ঞানিক ও মিথ্যা।

"সাধারণ পানির ১০০০ ফোঁটার সঙ্গে যদি জমজমের পানির এক ফোঁটা মেশানো হয়, তাহলে সেই মিশ্রণও জমজমের পানির মতো বিশুদ্ধ হয়ে যায়।" এটা অদ্ভুত একটা কথা । আপনি হোমিওপ্যাথির যে উদাহরন দিয়েছেন সেখানে একফোটা ঔষধকে পানির সাথে মিশানো হয় দ্রবনকে পাতলা করার জন্য ।

"জমজমের পানির উপাদানগুলোকে পরিবর্তন বা রূপান্তর করা যায় না।" - এই কথারই বা মানে কি ? যে কোন পানিকেই পরিবর্তন বা রূপান্তর করা যায় । ইচ্ছা করলেই আপনি একে হাইড্রোজেন এবং অক্সিজেনে পৃথক করতে পারবেন । যেটা অষ্টম বা নবম শ্রেণির বিজ্ঞানের ছাত্র মাত্রই পারবে ।

"জমজমের পানির মতো বিশুদ্ধ পানি পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না।" বিশুদ্ধ পানি বলতে যদি প্রয়োজনিয় খনিজ পদার্থ আছে এমন পানি বোঝানো হয় তবে এক্ষেত্রে পানি-বিশেষজ্ঞ মতামতকে মানতে আমার দ্বিধা নেই । আপনার সম্ভবত আছে ।

পানির বর্ণ, গন্ধ, এবং ক্ষুধা দূরের ব্যাপারে উপরে অনেকে বলেছেন, তাই আর পুনরাবৃত্তি করলাম না।

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নার প্রতিটা পয়েন্ট এর উত্তর আমি অন্য ব্লগারদের মন্তব্যে দিয়েছি , দয়া করে সেগুলো পড়ে দেখবেন !

এখানে কোন অবৈজ্ঞানিক তথ্য না দিয়ে বিজ্ঞানির নাম সহ প্রকাশ করা হয়েছে , তাই দয়া করে উত্তেজিত হবেন না ! একটু লক্ষ্য করে পড়ে দেখবেন বুঝতে পারবেন ।

হোমিও একজন অভিজ্ঞ ডাক্তারের স্বরনাপন্ন হউন সে হোমিও বিষয়টা বুঝিয়ে দেবে !

"জমজমের পানির উপাদানগুলোকে পরিবর্তন বা রূপান্তর করা যায় না।" কোটেশন এর মধ্যেই উল্লেখ আছে উপাদান ! আপ্নি অযথাই পানির রুপান্তর এর কথা বলছেন !

পানির গন্ধ বর্ন নিয়ে আমিও উপরে মন্তব্য প্রতিউত্তর করেছি আশাকরি সন্তস্ট হবেন ।

তর্কের খাতিরে তর্ক করে লাভ নেই যেটা সত্যি সেটা মিথ্যা দিয়ে ঢাকা যায় না !

৫৩| ২৫ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:৫৯

গ্রীনলাভার বলেছেন: কত্ত কমেন্টরে.... সব পড়ার ধৈর্য হইলনা।
ধইরা নিলাম জমজম এর পানিতে আর্সেনিক আছে। কিন্তু আমি আর্সেনিকে আক্রান্ত হই নাই, সেইটাই আল্লাহ্‌র বড় কুদরত মনে হইতেছে। :)

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: উপরে আরও ব্লগারদের মন্তব্য রয়েছে যাতে অন্যান্য গুনাবলির ব্যাক্তিগত প্রমান নিয়ে বলা হয়েছে কিন্তু কিছু লোক মানতে নারাজ !

এখানে এমন কেউ মন্তব্য করে নাই যে কিনা জমজমের পানি পান করে ক্ষতিগ্রস্থ্য হয়েছে কিন্তু এমন অনেকে মন্তব্য করেছে যারা উপকৃত হয়েছে বা কোন ক্ষতির সন্মুখীন হয় নাই !

এরপরও কিছু মানুষের কান্না থামানো যাচ্ছে না ! :(

অবশ্য দেখবেন আমার এই মন্তব্যের পরে অনেকেই এসে নিজ মন্তব্য ঝাড়বে যে সে ক্ষতিগ্রস্থ্য হয়েছে !
!

৫৪| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৭

যোগী বলেছেন:
কোনটা আমার আসল আইডি?

জাপানি বিজ্ঞানী মাসারু এমোটোর গবেষণার কিছূ ফলাফল তুলে ধরা হলোঃ
☆ সাধারণ পানির ১০০০ ফোঁটার সঙ্গে যদি জমজমের পানির এক ফোঁটা মেশানো হয়, তাহলে সেই মিশ্রণও জমজমের পানির মতো বিশুদ্ধ হয়ে যায়।


এই কথা কোন রিসার্চ পেপারে লেখা আছে সেটা নিজে আমাকে জানান আর দো জাহানের অশেষ কামিয়াবি হাসিল করেন দেখি।

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: যোগী
এই মাল্টিটা বহুদিন হতে দেখে আসছি ! তোমারে এইসব বুঝায়া আমার দরকার নাই ! বিভিন্ন ব্লগে তোমার অন্যান্য কমেন্ট গুলা দেখি এবং জানি তুমি কি চিজ !

জমজমের পানি তোমার ল্যাঞ্জার কুন সাইডে অগ্নিসংযোগ ঘটাইছে বলো দেখি ? ;)

ক্রন্দন থামানোর অনুরোধ ! টিশ্যু ফেফার পাঠামু ?

৫৫| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৩

যোগী বলেছেন:
আমি অত্যন্ত ভালভাবে ব্যাপারটা জানতে চাইলাম আর আপনি আক্রমন করে বসলেন। কাজটা ভালো করেন নাই।
আমি শুধু ঐ বিজ্ঞানির সেই রিসার্চ পেপারের নামটা জানতে চেয়েছি। পোষ্ট যেহেতু আপনি দিছেন সেই রেফারেন্সও আপনারই দেয়ার কথা। আপনি আবার অন্যের দেয়া সাইটের রেফারেন্স বিশ্বাষ করছেন না।
আজে বাজে কথা বলে লাভ নাই বিজ্ঞানির সেই রিসার্চ পেপার রেফারেন্স থাকলে শুধু সেটা দেন।

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: যোগী
আমার স্মৃতি শক্তি খুব একটা খারাপ না ! এই পোস্টে তোমার প্রথম কমেন্ট আমার মনে আছে !

নিজেরে চুশিল প্রমানের চেস্টা হতে বিরত থাকো !

আমার কাছে সবই আছে , কিন্তু আমি তোমরে দিমু না বয়স হয় নাই এসব জানার !

৫৬| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১

যোগী বলেছেন:
হা হা হা আমি জানি আপনার কাছে আসলে কোন অথেনটিক রেফারেন্স নাই। ইসলাম নিয়ে এই সব ধাপ্পাবাজি বন্ধ করা উচিৎ।
আমি নিজেই ঐ জাপানিজ প্রফেসর সম্পর্কে খোজ খবর নিয়ে জানলাম সে যে কোন পানি (শুধু জম জমের না) সম্পর্কে তার নিজের কিছু বিশ্বাষের কথা বলেছে যা কোথাও প্রমানসহ পাবলিস্ড করতে পারেনি। বরং মানুষ তার সেই সব বিশ্বাষ নিয়ে অনেক ক্রিটিসাইজ করেছে। সে বলেছে মানুষের চেতনার নাকি পানির উপর প্রভাব আছে । বেচারা ২০১৪ সালে মারা গেছে তার মাত্র দুইটা রিসার্চ পেপারের খোঁজ পাইছি সেখানে জমজম নিয়ে কিছু পাইনি।

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১২

ঘুড্ডির পাইলট বলেছেন: রিসার্চ পেপার খুঁজতে কি জাপান গেছিলা নাকি ?

নাকি সে মৃত্যুর আগে তোমারে তার সকল কাজপত্র দিয়া গেছিলো ?

তুমি পাও নাই তার মানে এই না তার রিসার্চ মিথ্যা ! পৃথিবী অনেক বড় নিজের মস্তিস্কের সাথে তার তুলনা করা বোকামি !

৫৭| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: কুপ থেকে সরাসরি সংগ্রহ করেই পানি পান করার কথা জানি ! কোন ওয়াটারট্রিটমেন্ট প্লান্ট হতে পানি সংগ্রহ করে পান করার কথা শুনিনি !

=p~ =p~ =p~

একটু দেখবেন কি নেটেই সৌদি সরকারী সাইটেই পাবেন।যে তারা কিভাবে জমজম কুপের পানির দেখাশুনা করেথাকে।

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: সব কিছু নেটে দেখার অভ্যেস নেই ! হাজীদের কাছ হতে যা শুনেছি সেটাই বলছি !

আপ্নার জ্ঞ্যানের বাইরে বা জানার বাইরে অনেক জিনিস আছে তার মানে এই নয় যে আপ্নি যেসব জানেন না সেই বিষয় গুলো মিথ্যা !

সব কিছু নেটে সার্চ করে পাবেন ( পক্ষ্যে ও বিপক্ষ্যে )

তর্কের খাতিরে যুক্তি দিয়া লাভ নাই ! পৃথিবীর বিলিয়ন মানুষ হাজর বছর ধরে এই পানি পান করে কখনো কেউ বলে নাই তার পেটে বেথা হইছে বা অন্য সমস্যা হইছে !

অতএব এইটা সবচাইতে বড় রিসার্চ ! এখন নিশ্চই বলিবেন না যে আপ্নি পানি খেয়ে অসুস্থ্য ছিলেন , অথবা দুদিন টয়লেটে ছিলেন !
[ criticise এক জিনিস আর বদনামি ভিন্ন জিনিস ! ]


৫৮| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৬

সত্যচারী বলেছেন: জনাব, আগেই বলেছিলাম, ন্যাকমী-ধর্মী পোস্ট দেয়া এক জিনিস, আর গবেষনাধর্মী পোস্ট দেয়া আরেক জিনিস। ছোটভাই-বোন পাতানো লাইক-সিকিং ন্যকামী পোষ্ট ফেবুতে দিয়ে সময়ের অপচয় রোধ করুন।
অসাধারান কিছু তথ্য শিরোনামে পোস্ট দিয়ে পাব্লিকের তোপের মুখে এখন বলছেন আমার কাছে লিংক আছে কিন্তু আপ্নারে দিমুনা। এই ধরনের আরো দুয়েকটা পোষ্ট বই আকারে বানিয়ে হাইকোর্টের কাছে চলে যান, টুপাইস ভালই কামাতে পার্বেন।

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ফালতু মন্তব্যকারী ফালতুদের সাথে আলোচনার কোন ইচ্ছা নাই !
কিবোর্ড দিয়া টাইপ করতে পারা আর কিবোর্ড দিয়া লিখতে জানা দুইটা ভিন্ন জিনিস !

আপ্নি হয়তো লিখতে পারেন কিন্তু লিখতে জানেন না ! অতএব মন্তব্য করে নিজেকে উপহাসের পাত্রে পরিনত না করে অন্যের কমেন্ট গুলোতে কি রিপ্লাই দেই সেটা দেখূন জীবনে কিছু শিখতে পারবেন !

তোপের মুখে =p~

ভাইসাহেব সামুতে নতুন লেখি না ! কোনটাকে তোপ বলছেন ? কিছু আবাল ব্যাক্তির কমেন্টগুলোকে ? =p~

৫৯| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৭

আহসানের ব্লগ বলেছেন: বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর..

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ঠিক বলেছেন ভাই :)

৬০| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১১

নতুন বলেছেন: লেখক বলেছেন: সব কিছু নেটে দেখার অভ্যেস নেই ! হাজীদের কাছ হতে যা শুনেছি সেটাই বলছি !
আপ্নার জ্ঞ্যানের বাইরে বা জানার বাইরে অনেক জিনিস আছে তার মানে এই নয় যে আপ্নি যেসব জানেন না সেই বিষয় গুলো মিথ্যা !
সব কিছু নেটে সার্চ করে পাবেন ( পক্ষ্যে ও বিপক্ষ্যে )
তর্কের খাতিরে যুক্তি দিয়া লাভ নাই ! পৃথিবীর বিলিয়ন মানুষ হাজর বছর ধরে এই পানি পান করে কখনো কেউ বলে নাই তার পেটে বেথা হইছে বা অন্য সমস্যা হইছে !
অতএব এইটা সবচাইতে বড় রিসার্চ ! এখন নিশ্চই বলিবেন না যে আপ্নি পানি খেয়ে অসুস্থ্য ছিলেন , অথবা দুদিন টয়লেটে ছিলেন
[ criticise এক জিনিস আর বদনামি ভিন্ন জিনিস ! ]

নেটে যদি জাপানি গবেষকের বিষয়টা দেখতে পারেন তবে একটু কস্ট কইরা জমজমের পানি কিভাবে তত্বাবধায়ন করা হয় তা একটু দেখবেন না??
http://www.sgs.org.sa/english/earth/pages/zamzam.aspx
জমজমের পানি লাখ লাখ মানুষ পান করে তাই তা যেন নিরাপদ হয় তার জন্য সরকারের Zamzam Studies and Research Centre এর দায়ীত্বে সবাক্ষনিক নজর রাখে।

পানি জীবানু মুক্ত করার জন্য ফিল্টার এবং আল্টাভায়লেট ট্রিটমেন্ট করা হয়।

তাই এতে জীবানু মুক্ত হবার সম্ববনা ৯৯% তাই এটা নিরাপদ পানি। তাই কারুর পেট খারাপ হবেনা।
কিন্তু এতে যদি আসেনিক থেকে তবে সমস্যা। সেটা দেখতে হবে।

জমজমের পানি আধুনিক যন্ত্রপাতি দিয়া পরিশধিত পানি তাই নিরাপদ। কিন্তু এটা হলি ওয়াটার বানাইলে কেমনে হয়?

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: [[ এই মাত্র আপ্নারা দলে দলে এসে কমেন্ট দিলেন যে জমজমের পানিতে আর্সেনিক আছে !
এখন আবার আপ্নারাই বললেন যে আল্টাভায়লেট ট্রিটমেন্ট করা হয় দিয়ে জমজমের পানি ৯৯% জীবানু মুক্ত করা হয় !

নিজেরাই দুই ধরনের কথা বইলা কেন পানি ঘোলা করতেছেন ভাই সাহেব ? ]]

আপ্নার মন্তব্যসমুহ ততটা খোড়া নয় যতোটা উপরে কিছু ব্রেনলেস ব্লগ নিকের আছে !

আপ্নার কমেন্ট পড়ে মনে হলো হয়তো আপ্নার জানার আগ্রহ হতেই আপ্নি কথাগুলো বলছেন ! একটু সময় নেবো আপ্নাকে কিছু লিংক দিলাম এগুলো গবেষনার নথিপত্র হয়তো পড়লে কিছু বিষয় যুক্তি খুঁজে পাবেন ।













৬১| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৭

Mir_Harun বলেছেন: জাস্ট কিউরিসিটি।


এই নিক কি রাফাত চালায় নাকি নিক হাত বদল হইছে?

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: কেন রাফাত কি জমজম কুপের বিষোদগারমুলক কোন লেখার সাথে আগে জড়ীত ছিলো ?

ইটালিতে পেঁয়াজের দাম কেমন ভাই ?

৬২| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৩

যোগী বলেছেন:
হুম উপরের ১ ২ ৩ ৪ ৫ রিসার্চ পেপার গুলাতে অনেক খুঁজেও কোথাও ১০০০ ফোটা আর ১ ফোটার কাহিনী পেলাম না।

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০২

ঘুড্ডির পাইলট বলেছেন: ওহো ! যোগী দেখি এই অল্প সময়ে সব রিসার্চ পিডিএফ গুলা পইড়া শেষ কইরা ফালাইছে ! বৈজ্ঞানিক রিসার্চ এর পেপারগুলা এতো দ্রুত পড়ার মেধা সত্যিই বিরল ! বিড়ল প্রানি বা মগজ নিয়া আমার বিস্তর আগ্রহ !

তা যোগী তুমি এইসব জাইনা কি করবা ? তুমি তোমার মতো জমজমের পানির বিষোদগার করতে থাকো ! হুট কইরা এসব জিনিসে বিশ্বাস কইরা ফালাইলে তোমার স্টাইল নস্ট হয়ে যাবে যে ,

৬৩| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৩

যোগী বলেছেন:
আমি নিজেই রিসার্চ করি, রিসার্চ পেপারের কোথাই কি থাকে তা অনেকটা জানি আর মাসারু এমোটোর ঠিক পাশের শহরেই থাকি। শেষ বারের মত বলছি আপনি যদি এক বাপের পোলা হয়ে থাকেন শুধু মাসারু এমোটোর সেই পাবলিস্ট পেপারের টাইটেলটা বলেন যেখানে ১০০০ ফোটা আর ১ ফোটার কথা বলা আছে। মাসারু এমোটো না মরে গেলে তার সাথে আমি নিজেই দেখা করতাম। প্রমান না দিয়ে ধাপ্পাবাজি করা ঠিক না।

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: প্রথম হতে্ি যে ফাজিল তার সাথে নতুন করে শুশিল গিরি দেখাতে মন চায় না !

এক বাপের এক পোলা কথাটি ঠিক ব্লগিয় আলোচনার সাথে যায় না !

ফাইজলামি ডিটেকটেড !

৬৪| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫০

লেখোয়াড়. বলেছেন:
ঘুড্ডির পাইলট আপনি কিন্তু মেজাজ হারিয়ে ফেলছেন। আপনি ধর্মীয় বিশ্বাসে অবিচল থাকতে পারছেন না।

যোগী যখন রিসার্চ পেপার দেখতেই চাচ্ছেন তো দেখিয়ে দিলেই তো হয়। কেন রেষারেষি?

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: যে যেমন মানুষ তার সাথে তেমন আচরন করাই ভালো !

উপরে দেখুন ভদ্রভাবে যারা যা জানতে চেয়েছে আমি সঠিক ভাবেই তাদের লিংক সহ উত্তর দিয়েছি !

ঘুমের ভান ধরে থাকারে ঘুম হতে তোলা যায় না !

ওর প্রথম কমেন্ট টা দেখলেই বুঝবেন ও কতো বড় ফাজিল ।

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১০

ঘুড্ডির পাইলট বলেছেন: বাইদা ওয়ে তার সকল জানার বিষয়গুলো বিভিন্নজনের কমেন্ট রিপ্লাইতে দেয়া আছে তারপরও সে লাফাইতাছে ! লাফাইতে দেন ।

৬৫| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৫

যোগী বলেছেন:
৬০ নাম্বার কমেন্টের ১ নাম্বার পেপার নিয়ে আগে কথা বলি। তার টাইটেল: হিলিং পাওয়ার অফ ওয়াটার মিথ অর রিয়ালিটি।
হাইপোথিসিসটা পাকিস্থানের এমবিবিএস স্টুডেন্ট মোহাম্মদ আনস ২০১২ সালে পাবলিশ করেছে। এমোটোর অনেক এক্সপেরিমেন্ট নিয়ে কথাও বলেছে (যদিও তার কোন পারলিস্ড পেপারের রেফারেন্স দেয়নি)।

এবার সত্যি করে বলেনতো পেপারটা কী আপনি পড়েছেন? সেখানে কী বলেছে সেটা কী বুঝেছেন? সেই পেপারের দুইটা ছোট সেকশন 'ওয়ে আউট' আর 'বেনিফিট' এ কী বলেছে বলেনতো? সেই পেপারে কী দাবি করেছে হলি ওয়াটারের হিলিং পাওয়ার আছে?

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৫

ঘুড্ডির পাইলট বলেছেন: একজন রিসার্চার দাবী করতেছেন অথচ এইটুকু বুঝেন না যে একটা রিসার্চ এর ফলাফল কখনোই সত্যতার প্রমান করে না , একাধীক রিসার্চওয়ার্ক এর ফল যখন একই স্বিদ্ধান্তে পৌছায় তখন সেটাকে স্বিকৃতি দেয়া হয় !

অবশ্য নিজেরে অনেকেই রিসার্চার দাবী করে , যেমন কাঠাল বাগান বাজারের মাছওলাও নিজের মাছে ফরমালিন নাই অন্য মাছওলার মাছে ফরমালিন আছে বইলা রিসার্চওয়ার্কার হিসেবে দাবী করে ।

অই পেপার গুলা সম্পুর্ন বুঝতে হইলে সাইন্স নিয়া বেশ ভালো ধারনা থাকতে হবে ! দুস্টামি মুলক কমেন্ট এ পারদর্শিতা সাইন্স এর বিষয়ে দক্ষ্য বলে প্রমান করে না ।




২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: রেলগাড়ির চাক্কায় যেমন হাওয়া দিয়া লাভ নাই তেমন তোমারে বুঝাইয়া অথবা কোন রেফারেন্স দিয়াও লাভ নাই !

৬৬| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩১

যোগী বলেছেন:
একটা রিভিউড জার্নালের ফলাফলও সত্যতা প্রমান করে না? আজব!
তাহলে আপনার কথায় আসি, এবার বলেন শুধু একজন জাপানিজ বিজ্ঞানী মাসারু এমোটোর গবেষনার ফলাফল ১০০০ ফোটা সাধারন পানি আর ১ ফোটা জমজমের পানি কী ভাবে সত্যতা প্রমান করলো?


ওকে, অত্যন্ত ভদ্রভাবে জানতে চাইছি জাপানি বিজ্ঞানী মাসারু এমোটোর সেই পাবলিস্ড রিসার্স পেপারের (শুধু রিভিউড পাবলিস্ড রিসার্স পেপার) নামটা দেন যেখানে সে প্রমান করেছে ১ ফোটা জমজমের পানি ১০০০ ফোটা সাধারন পানিকে বিশুদ্ধ করে।

ইসলাম নিয়ে কোন ভাউতাবাজি না শুধু সত্য আমি জানতে চাই।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৮

ঘুড্ডির পাইলট বলেছেন: যোগী ,
আমি তোমার সকল কথার উত্তর দিবার পারি ! অন্যান্যদের উত্তর মোটামুটি দেয়ার চেস্টাও করছি !
কিন্তু তোমার কোন কথার উত্তর আমি দিতাম না ! কেন দিতাম না হেইডাও কমু না !
এখন নিশ্চই তুমি একখানা পোস্ট রচনা করবা যে আমি একটা আবাল ?
করোগা !

৬৭| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৪

যোগী বলেছেন:
ইসলাম নিয়ে যা খুশি তাই বলবেন আর সেটার রেফারেন্স দিবেন না, সেতো মহাপাপ।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার পাপ হইলে তোমার কস্ট লাগবো ?

৬৮| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৭

নতুন বলেছেন: লেখক বলেছেন: [[ এই মাত্র আপ্নারা দলে দলে এসে কমেন্ট দিলেন যে জমজমের পানিতে আর্সেনিক আছে !
এখন আবার আপ্নারাই বললেন যে আল্টাভায়লেট ট্রিটমেন্ট করা হয় দিয়ে জমজমের পানি ৯৯% জীবানু মুক্ত করা হয় !

৯৯% জীবানু মু্ক্ত করা হয়। কিন্তু আসেনি`ক থাকতে পারে সেটার কথা বলছি।

এইটুকু বুঝতে হবে যে আসেনিক কোন জীবানু না। নাকি সেটা বোঝাতে হবে আপনাকে?

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: একটা কথার উত্তর দেন জনাব !

আপ্নার পরিচিত কেউ আছে কি যে কিনা জমজমের পানি খেয়ে অসুখ বিসুখ এর শিকার হইছে বা অসুস্থ্য হইছে ?

আপ্নার প্রশ্ন করার পদ্ধতি ভালো আপ্নার সাথে আলোচনা করা যায় মনে হচ্ছে !

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৬

ঘুড্ডির পাইলট বলেছেন: মানে আপ্নি বলতে চাচ্ছেন যে ,
আলট্রাভায়োলেট দিয়ে সকল জীবানু খতম করার পরও , আলট্রাভায়োলেট ব্যবহারকারী কর্মিরা আর্সেনিক পরিশোধন না করে পানিতে সেটা রেখে দেয় ?

৬৯| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪২

যোগী বলেছেন:
আপনি বিশ্বাষ যোগ্য কোন রেফারেন্স না দেয়ায় এখনো বুঝতে পারছিনা এই পোষ্টের অনেক কথাই আপনার ইচ্ছা করে ইসলামের সত্যতার বিরুদ্ধে ছড়ানো প্রপাগান্ডা কিনা।
তবে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো কিন্তু মুনাফিকদের কাজ।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৩

ঘুড্ডির পাইলট বলেছেন: মারহাবা যোগীর মুখে ইসলামের বানী ! =p~

৭০| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৬

যোগী বলেছেন:
@নতুন আমি জার্নাল পেপারে পেয়েছি জমজমের পানিতে স্বাভাবিকের মাত্রার চেয়ে কয়েক গুন বেশি মাত্রার আর্সেনিক আছে বলে তারা প্রমান পেয়েছে। তবে এই আর্সেনিক মানুষের জন্য কতটা ক্ষতিকর সেটা প্রমান হয়নি বলে তারা বলেছে।

৭১| ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩২

তপ্ত সীসা বলেছেন: পাইলিত বাইয়া পাইলুত বাইয়া , তোনো তমত্তা নাতি মদাই মদা কইত্তিতো???? ;););)

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: কুপি বাতিডা তো সাবধানেই রাখছিলাম ! কেউ ল্যাঞ্জা সামলাইতে না পারলে আমার দোষ কি :(

৭২| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৪

নতুন বলেছেন: লেখক বলেছেন: একটা কথার উত্তর দেন জনাব !
আপ্নার পরিচিত কেউ আছে কি যে কিনা জমজমের পানি খেয়ে অসুখ বিসুখ এর শিকার হইছে বা অসুস্থ্য হইছে ?


ভাই এই পানি জীবানু মুক্ত পানি। তাই অসুখ বিসুখ হবার সম্ভবনা খুবই কম। আর যেটা না হয় তার জন্যই সৌদি সরকার অনেক টাকা খরচ পরে প্রতিবছর যেন পানি জীবানু বা অন্য কোন মাধ্যমে দুষিত না হয়।

এই পানি পরিস্কার কারন এটা ভাল ফিল্টার করা হয়<<
এই পানি জীবানু মুক্ত কারন এটা আল্টাভায়োলেট ট্রিটমেন্ট করা হয়<<
এই পানি পান করে অসুস্হ হবার সম্ভাবনা অনেক অনেক কম কারন এটার কুপ/ট্যাংক/সাপ্লাইয়ের পাইপ/সরবাহ স্হানে প্রতিদিন পানি পরিক্ষা করে মান নিয়ন্ত্রন করা হয় তাই<<<

কিন্তু এটাতে আসেনিক আছে বলে অনেকে মত দিয়েছেন। সেটা যদি থাকে তবে অবশ্যই এটা ক্ষতিকর।

কিন্তু জমজমের পানিকে যদি আপনি অলৌকিক ক্ষমতা আছে বলে মনে করেন তবেই সমস্যা।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: এবার আপ্নার কথাতেই আসি ভাইঃ

ভাই এই পানি জীবানু মুক্ত পানি। তাই অসুখ বিসুখ হবার সম্ভবনা খুবই কম। আর যেটা না হয় তার জন্যই সৌদি সরকার অনেক টাকা খরচ পরে প্রতিবছর যেন পানি জীবানু বা অন্য কোন মাধ্যমে দুষিত না হয়।

এই পানি পরিস্কার কারন এটা ভাল ফিল্টার করা হয়

৭৩| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২২

নতুন বলেছেন: পানিতে আল্টাভায়োলেট ট্রিটমেন্টে আসে`নিক কমে না। সেটার জন্য অন্যরকমের পদ্বতী দরকার।

সৌদি সরকার কখনোই বলবেনা যে তারা আসে`নিক ফিল্টার করে। তখন এটাকে অনেকেই খারাপ মনে করতে শুরু করবে।

পানি থেকে আসে`নিক বাদ দিতে হলে reverse osmosis, ultra-filtration, distillation, or ion exchange. পদ্বতী ব্যবহার করা হয়।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: পানি পরিশোধনের সব পদ্ধতি ব্যবহার করার পরেও আর্সেনিক মুক্ত করা হয় না এটা একটু অবিশাস্য হয়ে যায় তাই এটা মানতে পারছি না ।

৭৪| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৯

নতুন বলেছেন: যোগী বলেছেন:
@নতুন আমি জার্নাল পেপারে পেয়েছি জমজমের পানিতে স্বাভাবিকের মাত্রার চেয়ে কয়েক গুন বেশি মাত্রার আর্সেনিক আছে বলে তারা প্রমান পেয়েছে। তবে এই আর্সেনিক মানুষের জন্য কতটা ক্ষতিকর সেটা প্রমান হয়নি বলে তারা বলেছে।


সেটা আমি বিবিসির ভিডিওতেও দেখেছি। কিন্তু সৌদি সরকার এটা অস্বীকার করে। আর কাউকে তারা মূল কুপের থেকে পানি নিয়ে পরিক্ষাও করতে দেবে না। :)

ভাই যারা অন্ধ বিশ্বাস করে তাদের বোঝানো কস্টকর।

আপনি যদি লেখকে প্রশ্ন করেন যে তিনি নিজে হাতে পরিক্ষা করে যদি জমজমের পানিতে ৪৫পিপিএম আসেনিক পায় তবে তিনি পান করবেন কিনা?? উত্তর হবে তিনি পান করবেন। কারন তিনি বিশ্বাস করেন যে জমজম বিশ্বের সেরা পানি। এবং এতে অলৌকিক ক্ষমতা আছে। এমন অন্ধবিশ্বাসীর অভাব নাই দুনিয়ায়। সব দেশেই আছে।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৮

ঘুড্ডির পাইলট বলেছেন: এটা সঠিক নয় !
বিবিসিকে যদি পানি না্ ই নিতে দিতো তাইলে আর্সেনিক আছে এই পরীক্ষার পানি তারা নিলো কোথা হতে ?


আর যেটা হচ্ছে আমার পুর্বের রিপ্লাই গুলোতে আপ্নার প্রশ্নের জবাব দেয়া আছে ! আমার প্রশ্ন গুলোরও উত্তর আশা করছি !

৭৫| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:০২

যোগী বলেছেন:

তুমার মত মাথা মোটা মূর্খের পক্ষে আমার কোন প্রশ্নের উত্তর দেয়াই সম্ভব না।
তুমার লেখা পড়ার দৌড় হয় এইট পাশ নাহলে ম্যাট্রিক পাশ। দেখলামতো নতুনের কমেন্টে তুমি কিভাবে গরুর মত আন্সার করছো।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: তোমার মতো ইডিয়ট যে কিনা প্রশ্ন করতে জানে না তারে উত্তর দিমু কোথা হতে ?

মাথায় যদি এক ছটাক ঘিলু থাকে তবে অন্যান্যদের দেয়া রিপ্লাই গুলা পড়ে নিজের উত্তর খুজার চেস্টা করো !

বেহায়ার মতো বার বার কমেন্ট দিয়া ইজ্জত প্লাস্টিক হইতে খুব মগা লাগে তোমার মতো ছাগলের !

৭৬| ২৯ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:১৩

is not available বলেছেন: তিনিই আমাদের রব যিনি যমযমের রহমতে আমাদের সিক্ত করেন। তিনি সেই সত্ত্বা যিনি শয়তানকে দিয়েও নিজের কাজ করিনে নেন। ভাইয়া, এদেরকে দেখেই আল্লাহর ক্ষমতার প্রমাণ পাই। “তারা বধির,মূক,অন্ধ। সুতরাং তারা ফিরবে না।” এদের কর্মকান্ডই আল্লাহর কিতাবের পবিত্রতার সাক্ষ্য দেয়।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৩

ঘুড্ডির পাইলট বলেছেন: জানার জন্য প্রশ্ন করা এক জিনিস আর সবখানে ছাগলের মতো কথা বলা আরেক জিনিস এই বিষয়টার তফাত বুঝার মেধা এখনও এদের হয় নাই !

৭৭| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৮

নতুন বলেছেন: লেখক বলেছেন: পানি পরিশোধনের সব পদ্ধতি ব্যবহার করার পরেও আর্সেনিক মুক্ত করা হয় না এটা একটু অবিশাস্য হয়ে যায় তাই এটা মানতে পারছি না ।

সৌদি সরকারেরর সাইটে তারা reverse osmosis, ultra-filtration, distillation, or ion exchange ব্যবহার করে কিনা তা বলেনাই তাই আমি আসে`নিকের ব্যপারে বলতে পারবো না।

কিন্তু সৌদি সরকারের টাকার অভাব নাই। তারা আসে`নিক মুক্ত করার জন্য প্লান্টও বসাইতে পারে। কিন্তু তার প্রমান এখনো কারুর কাছে নাই।

কারন তারা আপনাকে/আমাকে কুপের ভেতর থেকে পানি নিয়ে পরিক্ষা করতে দেবেনা। :)

বিবিসির ভিডিওতে দেখুন তারা দাবি করেছে যে তারা লোকপাঠিয়ে সৌদি থেকে পানি এনে পরিক্ষা করেছে। এবং তাতে ৪৫পিপিএম আসেনিক পেয়েছে। সৌদি সরকার সেটা মানে নাই। মানবেও না।

তাই বলি জমজমের পানি পরিস্কার, জীবানু মুক্ত, কিন্তু সেটা অলৌকিক ক্ষমতা যুক্ত সেটা মানুষের অন্ধ বিশ্বাস<< প্রমানিত কিছু না।

ধন্যবাদ << ভাল থাকবেন।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৪

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নি শুধু মাত্র নিজের ধারনা বলে যাচ্ছেন এবং আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না এভাবে আলোচনা এগোয় না !

আমার প্রশ্নগুলোর উত্তরও আপ্নাকে দিতে হবে যেমন আপ্নারটা আমি দিচ্ছি !

ধন্যবাদ ভালো থাকবেন ।

৭৮| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০০

ঘুড্ডির পাইলট বলেছেন: ভদ্রভাষায় আলোচনার পরিবেশ ও বৈশিষ্ঠ্য বজায় রেখে কেউ কমেন্ট দিলে আলোচনা করা যায় , যোগী বা আরও কতিপয় মেধাহীনদের মতো ফালতু কমেন্ট কেউ দিবেন না এবং মস্তিস্কের অসুস্থ্যতার প্রমান দেয়ার চেস্টা করবেন না !

কতিপয়গন মস্তিস্কের অসুস্থ্যতা প্রমানে মরিয়া হয়ে উঠেছে ,

উহাদের মানসিক সুস্থ্যতা কামনা করি । কাল আবার দেখা হবে , শুভ রাত্রি সকলকে । :)

৭৯| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০২

নতুন বলেছেন: উপরের সব কমেন্ট তো আপনার প্রশ্নের উত্তরেই দেওয়া।

আমি তো বললামই যে পানি জীবানু মুক্ত তাই পানি পান করে পেটের অসুখ হবার সম্ভভনা নাই ।

কিন্তু যদি আসে`নিক থাকে যে তবে???

একটা প্রশ্ন :- যদি পানিতে ৪৫পিপিএম আসে`নিক থাকে সেই জমজমের পানি কি আপনি পান করবেন?

৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৮

ঘুড্ডির পাইলট বলেছেন: অবশ্যই পান করবো না !

এবং আমার সবগুলো প্রশ্নের উত্তর আপ্নি দেন নাই !

কিন্তু আমি আপ্নার সকল প্রশ্নের উত্তর দেয়ার চেস্টা করেছি ।

৮০| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩২

Mir_Harun বলেছেন: হাহাহাহা না হেসে পারলাম না।পেয়াজের দাম কেমন সেটা আমাদের বাবুর্চির জানার কথা ।ওকে আমি তারে আস্ক করে তোমাকে জানাবো।

৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: জানায়েন ভাই !
ইয়ে ইটালিতে নিজে রান্না করেন না ! বাহ ! বাবুর্চি রেখে নিয়েছেন , ভালো করেছেন !

৮১| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৮

নতুন বলেছেন: লেখক বলেছেন: একটা কথার উত্তর দেন জনাব !
আপ্নার পরিচিত কেউ আছে কি যে কিনা জমজমের পানি খেয়ে অসুখ বিসুখ এর শিকার হইছে বা অসুস্থ্য হইছে ?


আমার পরিচিত যারা সবাই জমজমের পানি এক ঢোক/দুই ঢোক করে পান করেছে তাই তারা অসুখ বিসুখে পড়ে নাই। তবে তাদের এই পানি পানে অলৌকিক উপকার পেয়েছে তেমনও বলে নাই।

আমাদের দেশের মানুষ জমজমের পারি ঔষুধের মতন পান করে। মানে পরিমানে খুবই অল্প করে। তাই এটা পানে পেটের পীড়া বা অন্যকোন সমস্যা হবার সম্ভবনা নাই।

তেমনি দিনে এক ঢোক পরিমানে পান করলে উপকার পাবার সম্ভাবনাও নাই। ( কিন্তু আপনি সেটাই বোঝাচ্ছেন যে উপকার পেয়েছেন<< যেটা প্লাসিবো তেও মানুষ পায়)

৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: দেখুন আমার মন্তব্য বিশ্বাস করতে বলছি না ! কিন্তু উপরে যারা মন্তব্য করেছে তাদের অনেকেই আছে যারা উপকৃত হয়ে বা ক্ষতিগ্রস্থ্য না হয়ে মন্তব্য করেছে ।

এক ঢোক দুইঢোক পান করার কথা ঠিক তবে এটা অনেকে নিয়মিত এভাবে পান করে , যে পরিমান আর্সেনিক আর অন্যান্য ঝুকিপুর্ন বস্তুবিশেষের উল্লেখ করা হয়েছে বিভিন্ন কমেন্ট এ, তাতে একজন মানুষ অসুস্থ্য হয়ে পরার কথা সেটা কিন্তু হচ্ছে না !

আমার প্রশ্নের সঠিক উত্তর পেলাম না ! আপ্নি এক বাক্যে সত্য কথাটি বলুনঃ

আপ্নার পরিচিত কেউ কি আছেন যিনি জমজমের পানি পান করে অসুস্থ্য হয়ে গেছে ? অথবা অসুস্থ্য হওয়ার পর ডাক্তার বলেছে সে জমজমের পানি পান করার কারনে অসুস্থ্য হয়েছে ?

৮২| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৬

নতুন বলেছেন: আপ্নি এক বাক্যে সত্য কথাটি বলুনঃ

আপ্নার পরিচিত কেউ কি আছেন যিনি জমজমের পানি পান করে অসুস্থ্য হয়ে গেছে ? অথবা অসুস্থ্য হওয়ার পর ডাক্তার বলেছে সে জমজমের পানি পান করার কারনে অসুস্থ্য হয়েছে ?


আমার পরিচিত কেউ যেমন অসুস্হ হয়নি তেমন কেউই অলৌকিক উপকার পায়নি।

আর এক/দুই ঢোক পানিতে আসে`নিকের জন্য অসুস্হ হবেনা। কিন্তু যদি আসে`নিক থাকে তবে দীঘ` দিন নিয়মিত পান করলে অবশ্যই তা ক্ষতিকর।

আমার জিঙ্গাসা:- যদি পানিতে ৪৫পিপিএম আসে`নিক থাকে সেই জমজমের পানি কি আপনি পান করবেন?

৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ভাই আপ্নি বোধহয় কমেন্ট রিপ্লাই বিষয়ে কিছুটা কম সচেতন !

দেখুন ৭৯ নং রিপ্লাইতে যে উত্তরটা দিয়েছি সেই একই প্রশ্ন পুনরায় করেছেন !

এবং এই কমেন্ট এ যে উত্তর দিয়েছেন সেটাও পরিপুর্ন নয় ! যেমন এক ঢোক বা দুই ঢোক পানি যা কিনা ৪৫পিপিএম আর্সেনিকপুর্ন হয়ে থাকে সেটা একবার দুইবার পান করলে হয়তো ক্ষতি হয় না ! কিন্তু জমজমের পানি অনেকেই এক দুইঢোক করে নিয়মিত পান করে থাকে !
তখন সে ৪৫পিপিএম আর্সেনিক এর দ্বারা অসুস্থ্য হবে এবং চিকিৎসা বিজ্ঞ্যানে সেটা ধরাও পরবে ! এমন রোগীর কথা কিন্তু কোথাও শোনা যায় নাই ! বা আপ্নিও বলেন নাই এমন কেউ আপ্নার পরিচিত আছে ।

৮৩| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১১

মাসূদ রানা বলেছেন: যোগী বলেছেন:
@নতুন আমি জার্নাল পেপারে পেয়েছি জমজমের পানিতে স্বাভাবিকের মাত্রার চেয়ে কয়েক গুন বেশি মাত্রার আর্সেনিক আছে বলে তারা প্রমান পেয়েছে।


কোন জার্নাল পেপারে পেয়েছেন জানালে খুশি হতাম। তবে হ্যা, বিবিসি নিউস এটা নিয়ে একটা বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছিল এটা সত্য। সৌদি সরকার সেটা আমলে নিয়ে জমজম পানি ল্যাবরেটরীতে পরীক্ষা করে ।সেখানে ফ্রান্সের স্ট্যান্ডার্ড অনুসরন করা হয় এবং জমজম পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতির কোন প্রমান পাওয়া যায় নি । এ ব্যপারে বিবিসি নিউসের দৃষ্টি আকর্ষন করা হয়, জানতে চাওয়া হয় তারা কোথা থেকে তাদের পরীক্ষায় ব্যবহৃত জমজম পানি সরবরাহ করেছিল । তারা জানায়, তারা বাজার থেকে কিনে সেটা ল্যাবে নিয়ে পরীক্ষা করে । সৌদি সরকারের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয় জমজম পানি বাজারে বিক্রি করা হয় না। অত:পর বিবিসি নিউস ক্ষমা প্রার্থনা করে।

নিচের লিংকে বিস্তারিত পাবেন :: Click This Link

দয়া করে চিলে কান নিয়েছে বলে লাফালাফি দাপাদাপি না করে, কানে একবার হাত রেখে পরখ করে দেখলেই আর সমস্যা থাকে না। আল্লাহ পাক আমাদের জ্ঞান দিন।

৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: বিবিসির ভুয়া নিউজটা নিয়ে কালের কন্ঠ্যেও একটা নিউজ আসছিলো সেটার লিংক উপরের একটা কমেন্ট এ রয়েছে ।

৮৪| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪৭

নতুন বলেছেন: @ মাসুদ রানা ভাই<< এ ব্যপারে বিবিসি নিউসের দৃষ্টি আকর্ষন করা হয়, জানতে চাওয়া হয় তারা কোথা থেকে তাদের পরীক্ষায় ব্যবহৃত জমজম পানি সরবরাহ করেছিল । তারা জানায়, তারা বাজার থেকে কিনে সেটা ল্যাবে নিয়ে পরীক্ষা করে । সৌদি সরকারের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয় জমজম পানি বাজারে বিক্রি করা হয় না। অত:পর বিবিসি নিউস ক্ষমা প্রার্থনা করে।

আপনার লিংকের লেখাটা নিচে দিলাম<< এখানে কোথায় বিবিসি নিউজ ক্ষমা প্রাথ`না করলো? তারা তো বলেছে যে যারা এক হাজী( পিলগ্রিম) কে মক্কার ট্যাপ থেকে আসল আর বাইরে বিক্রি করা জমজমের পানি আনতে। তারা সেটা পরিক্ষা করেছে।

আমিতো আপনার উপরের কমেন্টে দেওয়া ক্ষমা চাওয়া এবং তারা শুধুযে বাজার থেকে কেনা পানি পরিক্ষা করেছিলো তেমন কিছু পেলাম না। << নিচের খবরে কোন অংশে সেই তথ্যটুকু আছে?

'No arsenic in genuine holy water', Saudis say Click This Link

The Saudi Arabian embassy in London has said there is "no arsenic" in Zamzam water from the country, which is considered sacred to Muslims.
The comments come after BBC London found samples from the source in Mecca contained "high levels of arsenic".
The embassy said the water was tested in March and added: "There is no arsenic in genuine Zamzam water."
Zamzam water is taken from a well in the holy city of Mecca and is not exported for commercial use.
The BBC asked a pilgrim to take samples from taps which were linked to the Zamzam well and to buy bottles on sale in Mecca, to compare the water on sale illegally with the genuine source.
A BBC investigation discovered "Zamzam water" was being sold by Muslim bookshops in Wandsworth, south-west London, and Upton Park, east London, as well as in Luton, Bedfordshire.
'Not contaminated'
Tests on the BBC samples from Mecca showed high levels of nitrate and potentially harmful bacteria, and traces of arsenic at three times the permitted maximum level, just like the illegal water which was purchased in the UK.
Looking at the results Dr Duncan Campbell, president of the Association of Public Analysts, said: "The water is poisonous, particularly because of the high levels of arsenic, which is a carcinogen."
In response to the report a spokesman for the Saudi embassy said: "Zamzam water from the Zamzam well in the Holy City of Makkah, Saudi Arabia, is not contaminated and is fit for human consumption.
Pilgrims gathering in Mecca
Image caption
The water has a special significance for many of those who go on pilgrimages to the city of Mecca
"The water was analysed and tested in March this year by the Group Laboratories of CARSO-LSEHL in Lyon, which is licensed by the French Ministry of Health for testing drinking water.
"The March report said: 'According to drinking water standards in France and based on the analysis conducted on the samples of Zamzam water, this water is fit for human consumption."'
The spokesman added that "pure" Zamzam water was collected, bottled and distributed by King Abdullah ibn Abdulaziz's Zamzam project, which was supervised by the Saudi Ministry of Water and Electricity.
The spokesman added that Zamzam water was not exported to the UK and "anyone engaged in the trade of selling water here would come under British jurisdiction".
"The Embassy wishes to make it clear that any writing on a bottle of water suggesting that it comes from the Zamzam source is not proof that the water is genuine."

৮৫| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০২

চেয়ারম্যান০০৭ বলেছেন:

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: কিছু মানুষের মলমে কাজ হয় না ! এদের চুলকানি না থাকলেও এরা অভ্যাসবশত চুলকায় ! ;)

৮৬| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৩

আরজু পনি বলেছেন:
অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো ।

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১২

ঘুড্ডির পাইলট বলেছেন: অনেক দিন পরে পুরাতনদের সাথে ব্লগে দেখা হয়ে যাওয়ায় আমারও বেশ ভালো লাগছে ।

৮৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৫৬

কর্ণেল সামুরাই বলেছেন: জমজম নিয়ে কি চলছে, ক্যাচালেরও মাথামুন্ডু থাকা উচিত। আমলকীকে ভিটামিন সি বেশী থাকে যেটা আপেলে থাকেনা। আমলকী বাংলাদেশে জন্মায় জন্য শীতপ্রধানদেশের মানুষের আমলকীর পেছনে কুযুক্তি দেওয়া যেমন ঘাউরামী, তেমনি জমজম আরবে জন্য এটা অন্যন্য পানির চাইতে ভালো হইতে পারেনা এইটাইপ বাত-চিত হইল আল্ট্রা ঘাউরামী। সমস্যা হইল, বাংলাদেশে ঘাউরার সংখ্যা বেশী, আরো বেশী ব্লগে। জমজম থেকে চমচম দুনিয়ার সবকিছু নিয়া ঘাউরামী না করলে সবার পেটের ভাত হজম হয়না।

যাহোক, মূল কথা জমজম অবশ্যই একটি বরকতপূর্ণ নিয়ামত অস্বীকার করবার কোন উপায় নাই। সাথে এটা দুনিয়ার একমাত্র বরকত সেটাও না। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহও একটি বরকম, ওটা না থাকলে বাংলাদেশই থাকতো না। খুজলে দুনিয়ার তাতাম কিছুতেই বরকতপূর্ণ কিছু না কিছু পাওয়া যাবে, না পাওয়া গেলে দুনিয়ায় কেউ বেচে থাকতো না।

এবার আসি হোমিওপ্যাথী ক্যাচালে। হোমিওপ্যাথ একটি সিডোসায়েন্স। এটা কাজ করতেও পারে নাও করতে পারে। করতে পারে তার প্রমাণ, এটা ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন থেকে। কাজ না করবার প্রমাণ, ক্লিনিক্যাল ট্রায়ালে এর তেমন কোন উপকারীতা পাওয়া যায়নাই। যদিও হোমিওপ্যাথ ডায়াল্যুশন একটি বোগাস থিউরীর উপর প্রতিষ্টিত তবে এইটা যে বোগাস না জানার মত লোকের সংখ্যা কম আর “প্ল্যাসিবো” ইফেক্ট এর মাধ্যমে রোগী মানসিক আরাম পায়। যাতে রোগীর আরাম হয় তা অবশ্যই চিকিৎসার অংশ, তাই হোমিও অপচিকিৎসা হোক বা ভন্ডামী চিকিৎসা হোক এটা কল্যাণকর চিকিৎসা বিশেষত সেইসব রোগীদের জন্য যাদের চিকিৎসার প্রয়োজন নেই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০

ঘুড্ডির পাইলট বলেছেন: মুল্যবান মতামতের জন্য ধন্যবাদ !

আমাদের অনেকের চরিত্র এমন যে , দিনের বেলা এখন দিন লিখে পোস্ট দিলেও সেখানে গিয়ে বিরোধীতা করবে !

গুগলিং নলেজ নিয়া যারা নিজেদের ব্রেনকে পোক্তভাবে তাদের নিয়েই যতো সমস্যা ।

৮৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:২৬

হীরক কণা বলেছেন: দারুন পোস্ট।
ক্যাচালবাজদের কথায় কান দিয়ে লাভ নেই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: বিভিন্ন কমেন্ট এর রিপ্লাইতে অনেকগুলো লিংক দেয়া হলেও তারা একই প্রশ্ন বার বার করে ! এটা মানসিক অসুস্থ্যতার লক্ষন !

৮৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২৯

সেলিম জাহাঙ্গীর বলেছেন: ইহুদি নাসারাদের যারা চব্বিশ ঘন্টা গালাগালি করে। যাদের বিরুদ্ধে কাফের উপাধী দেওয়া হয় তাদের গবেষনা নিয়ে এত উৎফুল্লো হবার কি আছে। ছাগুদের কাছে ইহুদি নাসারাদের কোন মূল্য নাই অথচা গবেষনার মূল্য তারা দিতে চায়,---হাইরে ছাগু।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

ঘুড্ডির পাইলট বলেছেন: ছাগু বলার ডিলারশিপ তোমারে কে দিছে ?
চেতানার ব্যবসা এখন আর হয়না জানো না ?

অতি দেশ প্রেম সন্দেহজনক।

ইসলাম নিয়া কথা কইলেই ছাগু ?
যাদের শরীরের রক্তে রাজাকারের অবদান আছে এরাই না জাইনা ছাগু ছাগু করে ।

৯০| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫

muftisiraji বলেছেন: হায়রে মাবুদ! ক্যাচালবাজরা যেমন ফেসবুকে জ্বালাতন করে। তেমনি এখানেও গন্ধ শুকতে হুমড়ি খেয়ে পরেছে। দ্বিমত না থাকলে আমার পোস্টে জমজম কূপের ইসলাম ও বিজ্ঞান ভিত্তিক তথ্য দেখে নিন। সকলকে ধন্যবাদ

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০

ঘুড্ডির পাইলট বলেছেন: যাদের ব্রেনের সাইজ চরুই পাখির ডিমের সাইজের তাদের মন্তব্য এমন হবেই ! ভুলে গেছে রাফাত নুর এর আগে এই ধরনের ছুপাদের কথা লিখে ব্যান খাইছিলো !

৯১| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৫

জিয়া চৌধুরী বলেছেন: আপনার পোষ্টে বিশাল বিশার জ্ঞানীর আগমন দেখে বিচলিত বোধ করছি। একজন বললো জমজম ব্যবসায়ীর কথা। ভদ্রলোক জানেননা জমজমের পানি বিক্রয়যোগ্য নহে। আরেক জন বললেন পানির রিজার্ভ হয় এখানে। কিন্ত দৈনিক ৬৯০ মিলিয়ন লিটার পানি সরবরাহ করতে পারে এমন রিজার্ভের কথা কল্পনা করা যায়? তাও অগভীর একটা কুপ থেকে!

একদল টেনে নিয়ে আসছে হোমিওপ্যাথি।
ক্লিনিক্যাল ট্রায়ালে হোমিওপ্যাথীর উপকারিকা নাকি প্রমানিত হয়নি। ক্লিনিক্যাল ট্রায়ালে হোমিওপ্যাথী প্রমানিত হইসে বললে তো সব এলোপ্যাথির বিষের ডিব্বা বন্ধ হয়ে যাবেরে ভাই। যে বিষয়ে বিদ্যা নাই সে বিষয়ে বিদ্যা জাহির করতে দেখলে বিরক্ত লাগে।

সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ ঘুপা ভাউ। পিসিতে থাকলে আরো লম্বা কমেন্ট দিতাম।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: মজার ব্যাপার হলো আমার দুইমাসের ছোট ভাইটাও যে ছুপা সেটা প্রমান হয়ে গেছে তার মাল্টিবাজিতে !

৯২| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪১

জিয়া চৌধুরী বলেছেন: Click This Link
জাপানী বিজ্ঞানী মাশারু ইমাটোর লিখা পড়লাম এই লিংকে। তিনি এই ব্যাপারটি তার বইতে স্পষ্ট করে তুলে ধরেছেনA Saudi student at the University of Tokyo happened to meet him, and asked him what was wrong. Masaru told him his problem. The student said to him: “We have blessed water, called Zamzam water. I will give you a sample of this water so you can experiment on it. Zamzam water is not affected by witchcraft or Jinns, so using it can prove or disprove the whole theory.” Emoto took a sample of Zamzam water, and said: “I couldn’t crystallize it, even by diluting the water by 1,000.” In other words, he turned one cubic centimeter into one liter.

The special Zam Zam Water

He said that when he diluted the water by 1,000 and froze it, he got a uniquely-shaped crystal. Two crystals were formed, one on top of the other, but they assumed a unique form. When he asked his Muslim colleague why there were two crystals, he told him it was because “Zamzam” is composed of two words: “Zam” and “Zam.”

Masaru Emoto said: “My Muslim colleague offered to recite Quranic verses over the water. He brought a tape-recorder and played some Quranic verses, and we got the most perfectly-shaped crystals. Then he played the 99 names of Allah (The Almighty). Each name produced a uniquely-shaped crystal. When Dr. Emoto completed these experiments, which lasted 15 years, he published a five-volume book called “Messages from Water“. He wrote: “I have proven that water, that peculiar liquid, is capable of thinking, fathoming, feeling, getting excited, and expressing itself.”।

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: সর্বজ্ঞ্যানের জ্ঞ্যানী সামুর কিছু বলদ মাল্টি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.